নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র ভালো আছে

১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

গণতন্ত্র ভালো আছে

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

শহীদ নূর হোসেন ,দেখছো কি আমাদের ?
দেখছো কি তোমার রক্তের প্রতিদানের গণতন্ত্র ?

ভালো আছি ,খুব ভালো আছি
কষ্ট পেয়ো না কিন্তু ,ভালো থেকো।
ভালোই হয়েছে ,বাবর আলী তোমার মতো মরেনি সে দিন ,
সে ছিল কালীগঞ্জ শ্রমিক কলেজের মাঠের মিছিলে
সে ছিলো আড়িখোলা রেল ইস্টিশনের রেলের ট্রাকে
কালীগঞ্জের রাজপথে ,তাই বাবর আলী বেঁচে গেছে
তোমার গণতন্ত্র সুখে আছে ,মহা সুখে !

গণতন্ত্র খ্যাদনের বাঁকা লেজে আরাম করছে ,
মিনির বুকে আছে পরম ভালোবাসা আদরে
গুমের বস্তায় ,ক্রস ফায়ারে ,দুর্নীতিতে ,
যেমন ছিলো স্বৈরতন্ত্রে ,ভালোই আছে পরিবার তন্ত্রে !
গণতন্ত্র আছে লেজুড়ে মোসাহেবীতে ,
লম্বা বক্তৃতায় ,আকাশ কুসুম স্বপ্নে।
তোমার গণতন্ত্র জেলখানার চার দেয়ালে
মিথ্যে মরীচিকার আশ্বাসে।

তোমার নামের স্কোয়ার ,জিরো পয়েন্টের স্মৃতি স্তম্ভ ,
মনুমেন্ট ,স্কাল্পচার এখন পোষ্টারে ভরা ,
বলবর্ধক ঔষদের বিজ্ঞাপন,চাকরি চাই,ভোট চাই ,
শুভেচ্ছা নেবেন ,সিনেমার পোষ্টার ,নাটকের পোষ্টার
গণতন্ত্র এখন পোষ্টারে ব্যানারে।

সে দিন জিরো পয়েন্টে দাঁড়িয়ে সব গুলো পোষ্টার পড়েছি
কি বলো নূর হোসেন,এ ও যে আমার গণতান্ত্রিক অধিকার।

কোমল মতি শিশু কিশোরদের জোর করে
শহরে গ্রামে গঞ্জে সরকারি বেসরকারী মিছিলে
এ যে গণতন্ত্রের বিশাল অর্জন !

নূর হোসেন তোমার গণতন্ত্র আছে বসন্ত বিহারে ,
নতুন তন্ত্র বিলাসে ভালো আছে ,
শহীদ নূরহোসেন ,বেঈমান বাবর আলীদের
কা পুরুষ বাবর আলীদের
গণতন্ত্র নিয়ে ব্যবসায়ীদের ক্ষমা করো।

গণতন্ত্র এখন মহা সুখে আছে
জন গণের কল্যানে
দায়বদ্ধতা নিয়ে দিবানিশি ব্যাস্ত আছে.
শহীদ নূর হোসেন তুমি ভালো থেকো।
যদি কখনো স্বপনে আসো,
বাবর আলীর মুখে দিয়ে যেও থুক
যদি সত্যি চাও আত্মার সুখ!

গণতন্ত্র এখন দারুন মৌজে আছে
ভালো আছে গণতন্ত্র!

সিঙ্গাপুর

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গনতন্ত্রের জন্য অনেক দোয়া রইল।

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.