নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

বন্ধ হোক অঙ্গ ভঙ্গির ইভটিজিং।

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০


বন্ধ হোক রাজনৈতিক ভাষার,
অঙ্গ ভঙ্গির ইভটিজিং।

জাহাঙ্গীর বাবু

শালীন ভাষার ব্যাবহার বুঝে ক'জন
ইয়ার্কি, তুচ্ছতাচ্ছিল্য ব্যাঙ্গ রস করে
নেতারাই, মন্ত্রী সভার লোক জন।
হোক বিরুধী কিংবা সাধারণ জনগন।

তাদের আদর্শলিপি কি লিখেছে,
বাল্মিকী দাদু,নাকি ইতর প্রাণীর কোনজন!
আমরা দেখি টিভি পর্দায়,শুনি ভাষনে
দু,একজন আছে,
তাদের কথায় আবার মন ভরে যায়।

ভাষা অঙ্গ ভঙ্গির, আসুক পরিবর্তন
নতুন মন্ত্রীদের কাছে করি আবেদন,
কি ভাবে কেমনে গেলেন,পেলেন আসন
তা নিয়ে কথা বলে কি লাভ!
বাবর আলীর চক্ষু চাক্ষুস প্রমাণ।
বন্ধ হোক রাজনৈতিক ভাষার
অঙ্গ ভঙ্গির ইভটিজিং।


শালীনতা,শিষ্ঠাচার পারিবারিক শিক্ষা,
ব্যাবহারে বংশের পরিচয়; রাজনীতির
ভাষা যেন পোষা আর বন্য প্রাণীকে
হার মানায়! নষ্ট জরায়ুতে জন্ম হোক
পবিত্র ভ্রুণের,সুন্দর আগামীর
নিষ্ফল প্রত্যাশা ভুল প্রমানিত হোক।

সময়ের প্রয়োজনে,শান্তির নিবেদনে
লিখে যাই যা আসে মনে,ক্ষমা করিবেন।
বেয়াদব সময়ে আদব আশা করা বেয়াদবি বটে
বাবর আলী হুদাই পেরেশান বেয়াদবের সমতটে।

৭-১-২০১৯ ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: চরণ যুগলে ধরি/ হে কবি মিনতি করি/ আমারে কোরো না অনুবাদ,/ ইংরেজি জানে না যারা/ কেমনে বুঝিবে তারা/ আমাতে রয়েছে কিবা স্বাদ/ দাঁড়িতে তেঁতুল গুড়/ মাখি আর করদূর/ আমের সুস্বাদ যাবে জানা ?

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ধন্যবাদ অগনিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.