নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেন্টাইন এন্ড লিভ টু গেদার!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮



ভ্যালেন্টাইন এন্ড লিভ টু গেদার!

জাহাঙ্গীর বাবু

কি হবে আর ভাবিয়া
শ্রোতের বিপরীতে হাটিয়া
দ্বীন, দুনিয়া,আখেরাত ভাবে কে?
কি হবে পুনর্জীবন, শেষ বিচারে!

যা পাও নগদ,হাত পেতে নাও
বাকীর খাতা থাক শুন্য!
কাজ করে যাও,হোক যত জঘন্য
কবির যে কবিতা হয়না প্রকাশ
সত্য লিখলেই দুর্বল,লেখনী অতি নগন্য!

বিয়ে ছাড়া প্রাপ্ত বয়স্ক নর-নারী
এক ঘরে,এক খাট, এক মশারী
ইহা নয় এখন আর ঠাট্টা মশকারী।
আমাদের দেশেও,শুদ্ধতা এক সাথে
আইন সিদ্ধ লিভ ইন টুগেদারে!
বললে কথা,আইনের বিরুদ্ধে
জেল,জরিমানা হতে পারে!
বিবেকের কি হবে?ধর্মের কি হবে !
কে ভাববে?কে ভাবে? ভেবে কি ক্ষেত হবে?
আধুনিক না হলে কি এ যুগে চলে?

নিজেদের কৃষ্টি,কালচার ঐতিহ্য,সংস্কৃতি
রইলো আর নিজেদের কই!
আমাদানী করা বিজাতি বেহায়া বিনোদনে
উদ্যাম নাচানাচি সেলিব্রেশন ওই!

লাল গোলাপ আংকেলের আমাদানী
ভ্যালেন্টাই ডে,সেই বিশ্ব ভালোবাসা দিবস
সৌদি আরবেরও তাজা ভ্যালেনটাইনে!
ভ্যালেন্টাইন এন্ড লিভ টু গেদার!
কি অদ্ভুত, কি চমৎকার!
না মানে ধর্ম,আহারে সে কি ছড়াছড়ি ভালোবাসার!
সরাসরি লাইভ,স্যাটেলাইট
ভ্যালেন্টাইন,আইনেও নাই কোন ফাইন!
তবুও কেন,বাবর আলী হুদাই পেরেশান।

১৪-২-২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ধন্যবাদ জনাব।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯

নীল মনি বলেছেন: খুবই সুন্দর। মা'শা আল্লাহ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: জাজাকাল্লাহ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: শুভেচ্ছা,শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.