নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য

৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

১)
আমার ঠোটে বিষ ঢেলে অন্য ঠোটে মধু ঢালো।
ভালোই পারো, ভালোই পারো, ঠিক এভাবেই এগিয়ে চলো।
যেতে হবে বহুদূর, রাস্তা অনেক দীর্ঘ।
অনেককেতো দেখাতে হবে তোমার ঠোঁটের স্বর্গ।

২)
তোমার জন্য অবসাদ ভরে বিষাদ রেখেছি জমা
আমার জন্য তুমি রেখেছো গভীর দুঃখ নামা
বিয়োগে বিয়োগে যোগ হয়ে যায় জানি
এসো তবে আমরাও করি তেমন কাহিনী
আমার বিষাদে তোমার দুঃখে হয়ে যাক কাটাকাটি
আবার দুজনে আগের মতো হাতে হাত রেখে হাটি

৩)
যে ঠোটদুটো নিশ্চিন্তে আমার ঠোটে গুজে দিয়ে চুমু নিয়েছিলে
সেই ঠোট এখন ভিজিয়ে নিচ্ছো নতুন প্রেমিকের ভালবাসায়।

৪)
আমার ভিতর তুমি আছো, দুঃখ হয়ে জেগে ওঠো, মধ্য যখন রাত।
কমা তুলে দাড়ি টানো, ক্ষমা ভুলে আঘাত হানো, বেধে দুটি হাত।

৫)
কিছু ভালবাসা বৃক্ষের মতো।
প্রতিদানের আশা না করে শুধুই ভালবেসে যায়।
অথচ এতো ভালবাসা পেয়েও মানুষ দুম করে বৃক্ষের গলায় কুঠার চালিয়ে দেয়ার মতো ব্যবহার করে!

৬)
হঠাৎ করেই তুমি চলে যাওয়ার মতো,
হঠাৎ করেই শীত পড়লো কাল রাতে।
আমি একটু গরম খুজতে গিয়ে
তোমার গন্ধ খুজে পেলাম জড়িয়ে নেয়া শালটাতে।

৭)
চাঁদের আলোয় খাবো নষ্ট চুমু,
পর পর একে একে ১৭ ঠোটে।
তারপর দেখবো লজ্জায় মরে,
পরদিন রাতে চাঁদ কিভাবে ওঠে!

৮)
আমাকে এড়িয়ে চলো মেয়ে।
আমার কথায় তোমার নিঃশ্বাস ঘন হতে পারে।
নিজেকে সামলাতে পারবে না শেষে।
আমি উটকো ঝামেলা চাই না।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
১, ২, ৪ বেশি ভাল হয়েছে।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: ভালো।
আচ্ছা, অনুকাব্য মানে কি??
অনুকরণে লেখা এই টাইপ কিছু?

৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: অনু বলতে ছোট বোঝায়। সেই হিসেবে দুই চার লাইনের কবিতাকে অনুকাব্য বলা হয়।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুগল্প
হাজারও লাল গোলাপের শুভ নববর্ষের শুভেচ্ছা রইল

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:৩১

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.