নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

এ কোন বীভৎস বিভীষিকা নেমে এসেছে আমার জন্মভূমিতে

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪

এ ভূখন্ডের মাটি থেকে এখন আর সোনালী ধানের গন্ধ নয়,
শ্বাস নিলেই ফুসফুস ভরে যায় তাজা রক্তের ঘ্রাণে!
এখানে এখন মাটি চাঁচলেই কোদালের গায়ে উঠে আসে শুকিয়ে যাওয়া নর রক্ত!

এ কোন বীভৎস বিভীষিকা নেমে এসেছে আমার জন্মভূমিতে?
তাহাজ্জুদের ওয়াক্তে শুরু হওয়া গোঙ্গানী ফজরের আযানের সাথে সাথে পাল্লা দিয়ে বেজে ওঠে কান্নার রোল হয়ে।
গেলো বছর ন্যায্য মূল্য না পাওয়া কৃষক তার ধানী জমিতে আগুন ধরিয়ে দিয়েছিল।
আর এ বছর উচ্চশিক্ষা লাভের স্বপ্ন নিয়ে রাজধানীতে আসা ছেলেটি
তার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে রাজধানী ছেড়ে চলে গিয়েছে।
কারণ এই রাজধানী, ঐ খুনে শিক্ষালয় তার ভাইকে খেয়েছে।

এ কোন আইয়ামে জাহেলিয়াত নেমে এসেছে আমার জন্মভূমিতে?
মধ্যরাতে ঘুমন্ত শিশুকে হন্তারকের হাতে তুলে দিচ্ছে পিতার দুহা্ত।
জন্মদাতার চোখে ফুটে উঠছে আপন ঔরস জাত কন্যাকে ভোগের লালসা।
ধর্ষণের মতো ভয়াবহ, বীভৎস নারকীয় ঘটনা ঘটতে ঘটতে
আমাদের কাছে আজ তা রুপ নিয়েছে অতি স্বাভাবিক কিছুতে।
এখন আর ধর্ষণের খবরে চমকে উঠি না আমরা।
খুব স্বাভাবিক লাগে।
ঠিক একে অপরকে গাল দেয়ার মত অনুভূতি হয়।

এ কোন বীভৎস বিভীষিকার করাল গ্রাসে আজ আমার জন্মভূমি?
ক্যাসিনোর চাকায় ঘুরছে জাতির ভবিষ্যৎ।
দেশের কেশে টান দিয়েছে বেহেড মৌলবাদী।
রাত বাড়লেই এক হয়ে যায় খুনি ও পুলিশের চোখ।
ঘোর অমাবশ্যার অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে সবাই।

এ কোন আইয়ামে জাহেলিয়াত নেমে এসেছে আমার জন্মভূমিতে?
পিতৃহত্যাকে যায়েজ করার উদ্দেশ্যে এখনও ঘাপটি মেরে আছে বেজন্মার দল।
কোন হতভাগিনীর জঠরে জন্ম ওদের?
ওরা কি জানে না ওরা ওদের মাকে অপমান করে চলেছে প্রতিনিয়ত!
ওরা কি জানে না, ওদের মাঝে ফুটে ওঠা হায়নার মুখচ্ছবি ওদের মাকেও সম্ভ্রম হারানোর আতংকে আতংকিত করে তোলে।
জাতির পতাকা খামচে ধরে আছে আজো সেই পুরোনো শকুন।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার
শুভ নববর্ষ ২০২০ জানাই

২| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: আমাদের আশাবাদী হতে হবে।
এদিকে নতুন বছর শুরু হয়ে গেল।

৩| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

বিজন রয় বলেছেন: পুরোনো শকুন তাড়াতে হবে।

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৫| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪

শিখা রহমান বলেছেন: সুন্দর ও শুভ হোক আগামী দিনগুলো।
কবিতা ভালো লেগেছে।
শুভকামনা কবি।

৬| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৯:০১

একাল-সেকাল বলেছেন:
ক্যালেন্ডার বড়জোর সাক্ষী হতে পারে
"আয় তোরা সব, দল বেঁধে চল, শকুন তাড়াতে যাই"

সুরা আনফাল (৪৮ থেকে ৫৪) : কোন জাতির ভাগ্য পরিবর্তন আল্লাহ ততক্ষণ পর্যন্ত করেন না, যতক্ষণ সেই জাতি তার কর্মনীতির পরিবর্তন না করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.