নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ ঘুরপাক פֿ ; সক্রিয় পাঠক

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!

জসিম

সবকিছূই যেন ঘুরে ঘুরে আসা। ঘুরপাক@ সবখানেই।

জসিম › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ১০ বছর অনেক সময়

২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

কোন এক বিকালে ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবে জন্ম হয় ভালোবাসার. সব কিছুর উত্থান-পতনের মতো সেখানেও একই অবস্থা. তবে, ভালোবাসাটা থেকেই যায়. বলছিলাম- সামু'র ব্লগিং শুরু করার কথা. নানা জায়গার পানি গড়িয়ে নানা স্থানে গিয়েছে, টিকটিকির মতো আমিও টিকে আছি বলা যায়. কতটুকু আছি তার প্রশ্ন থাকতেই পারে. দেশের বাইরে আসার পর ইচ্ছার পরও অনেক কারণে সময় দেয়া যায়নি. আজ ব্লগে ঢুকে দেখি ১০ বছর চলে গেছে. দশ-টি ব-ছ-র. অনেক সময় অবশ্যই.

অনেক দিন ধরে ব্লগে আসাও হয় না. মাঝে মাঝে অফলাইনে পড়ি অবশ্য, তবে সেটাও গত কয়েক বছরে ছিল অনেক কম. ব্লগে ঢুকার পর যা হয়, বেশ সময় চলে যায়. টানা এভাবে সময় বের করা আসলেই কঠিন. নানা কাজে ব্যস্ত থাকার কারনে সম্ভব হয় না. আর ফাঁকি দিয়ে কিছু করাও মুশকিল. যখন যেটা করার সময়, তখন সেটাই করতে হয়. দেশের বাইরে এখানেও কিছু সীমাবদ্ধতা.

খুব গুছিয়ে দশ বছর পূর্তির একটা পোস্ট লিখবো ভাবছি, কিন্তু মনে হচ্ছে বেশি দূর এগুনো যাবে না. তাই ভাবছি কিছু ছবি শেয়ার করি. গত কয়েকদিন যাবত তোলা কিছু ছবি দেকা যাক. ব্লগারদের অনেক ধন্যবাদ. কৃতজ্ঞতা অনেক ব্লগারের কাছে. নামগুলো বললে অনেক বলতে হবে. সেটা নিয়ে একটা পোস্ট পরে লেখার চেষ্টা করবো. হ্যাপি ব্লগিং. সামহোয়্যারইন ব্লগকেও অনেক ধন্যবাদ.


ছবিগুলো সব তোলা ফিনল্যান্ডের সর্ব উত্তরের প্রদেশ লাপল্যান্ডের বিভিন্ন শহরে.


রাতের তারা ভরা আকাশ


বন্ধু কয়েকজনসহ হাইকিং. চলছে রাতের খাবারের আয়োজন


সূর্যাস্তের ক্ষণে নদীর ধারে


পাতা ঝরা দিনের শুরুর কথা


শহরের পাশেই নদীর কূলে


ঐ দূর পাহাড়ের চূড়ায় ক্যাম্পিং আর আকাশ


রেইনডিয়ার, হাইকিং এর সময় সাক্ষাত


আকাশে নর্দান লাইটস. প্রাইভেট কারের আলোয় রাঙ্গা পথ


সূর্যাস্ত


রাতের আকাশে নর্দার্ন লাইটস দেখা


শীত আসছে। তুষারপাত শুরু হয়েছে বটে তবে, সামনে দুয়েকদিনের মধ্যে ভালো করে শুরু হবে.

মন্তব্য ১১ টি রেটিং +৮/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৪

কালীদাস বলেছেন: কেমন আছেন? আপনার ছবিগুলো বেশ সুন্দর। আজও ফিনল্যান্ডে আসা হল না, আপনার এখানে অরোরার ছবিগুলো দেখে লোভ লাগছে রীতিমত। ঠান্ডাও তো মনে হয় পড়া শুরু হয়ে গেছে ফিনল্যান্ডে, তাই না? আমার বাসার জানালা থেকে আল্পসের সাদা চূড়াগুলো দেখি আর আমার শহরে স্নো পড়তে কতদিন বাকি আর ভাবি!

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৫

জসিম বলেছেন: আইসা পড়েন একদিন সময় করে. আমি ভালো আছি. অনেক ধন্যবাদ. এখনো শীত আসেনি. তাপমাত্রা মাত্র মাইনাস হতে শুরু করেছে. রাতে মাইনাস থাকলেও দিনে ৪,৫ এমনই থাকে. কাল থেকে তুষারপাত শুরু হবার কথা. সামনের মাস থেকে শীত শুরু হবে বলা যায়.

ভালো থাকেন.
কৃতজ্ঞতা.

২| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১০

কালীদাস বলেছেন: ওহ, অভিনন্দন ১০ বছর টিকে থাকতে পারার জন্য :)

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১০

জসিম বলেছেন: অনেক ধন্যবাদ.

টিকে থাকাই বুঝি সার্থকতা!

১০ টা বছর চলেই গেলো :P

৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৩

রক্তিম দিগন্ত বলেছেন:
ব্লগের সেই সূচনা কাল থেকেই ব্লগের সাথে আছেন বলতে গেলে।

আরো থাকুন ব্লগটার সাথেই।

১০ বছর পূর্ণ হওয়ায় অভিনন্দন। :)

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৩

জসিম বলেছেন: সূচনা কাল বলা না গেলেও কাছাকাছি কিছু হয়তো. ভালো লাগলো রক্তিম দিগন্ত.

সাথেই আছি, ব্যস্ততার কারণে নিয়মিত থাকাটা হয় না.
আপনাকে অনেক ধন্যবাদ.

ভালো থাকুন.
শুভকামনা.

৪| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৮

হাসান মাহবুব বলেছেন: দশ বছর ব্লগের সাথে থাকা বিরল এবং বিরাট ব্যাপার। অভিনন্দন।

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৯

জসিম বলেছেন: হামা ভাই কৃতজ্ঞতা অনেক.

কি করবো বলেন, ভালোবাসা তো আর ধরে রাখা যায় না. ফিরে ফিরে আসতেই হয়!

৫| ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৩

সুমন কর বলেছেন: ১০ বছর পূর্ণ হওয়ায় অভিনন্দন। !:#P

৬| ২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অভিনন্দন, দশ বছর আছেন এই ব্লগে।
তবে অনেকদিন আপনাকে ব্লগে পাই না।
যেখানেই থাকুন ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২৮

মামুন রেজওয়ান বলেছেন: দশ বছর!!! দীর্ঘ সময়, এত সময় ধরে তো এখন একটা সংসারও টিকে না। যাই হোক অভিনন্দন আপনাকে দশ বছর একটা পরিবারের সাথে যুক্ত থাকার জন্য। আর আমার মত এই পরিবারের নতুন সদস্যদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা আশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.