নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

বল্টু যখন ডাক্তার

১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৯

বল্টু: কিছুতেই চাকরি পেলনা। তখন সে একটা

ক্লিনিক খুলল আর বাইরে লিখে দিল, “৩০০
টাকায় যে কোন রোগের চিকিৎসা করান।
চিকিৎসা না হলে এক হাজার টাকা ফেরৎ।“
.
এটা দেখে এক ডাক্তার ভাবল এক হাজার টাকা
রোজকার করার একটা দারুণ সুযোগ...
.
তাই ওই ডাক্তার সেই ক্লিনিকে
গেল আর বলল “আমার কোন জিনিষ খেতে
গেলে তাতে কোন স্বাদ পাইনা।“
.
বল্টু: নিজের নার্সকে বলল, “২২ নাম্বার বক্স থেকে
ওষুধ বার কর আর ৩ ফোটা খাইয়ে দাও।“
.
নার্স খাইয়ে দিল।
.
রুগী (ডাক্তার)– “আরে, এটা তো পেট্রোল।“
.
বল্টু: “Congratulation... দেখলেন তো
আমাদের ক্লিনিকের যাদু। আপনি টেস্টটা জিভেই
পেয়ে গেছেন। এবার আমাকে আমার ৩০০ টাকা ফি টা
দিয়ে দিন। কিন্তু ডাক্তার ভীষণ চতুর।

ভাবল, একে টাইট করতে হবে, আর পয়সাটাও

উসুল করতে হবে। তাই আবার কিছুদিন
পর সে সেই ক্লিনিকে এল। ডাক্তার– “সাহেব,
আমার মেমরী কমে গেছে। কিছুই মনে থাকেনা।“
.
বল্টু: – “নার্স, এনাকে সেই ২২ নাম্বার বক্স থেকে ৩
ফোটা দাও।“ রূগী (ডাক্তার)– “কিন্তু স্যার,

ওটা তো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ।“
.
বল্টু: – “দেখলেন তো ওষুধ খাওয়ার
আগেই আপনার মেমরী ফিরে এসেছে।

দিন, আমার ৩০০ টাকা।“ এবার ডাক্তার বেশ
রেগেই বাড়ি গেল আর আবার কিছুদিন পর
ক্লিনিকে এসে বলল “স্যার, আমার দৃষ্টিশক্তি
একেবারেই কমে গেছে। সবই খুব ঝাপসা দেখছি।“
.
বল্টু: – “এর কোন ওষুধ আমার কাছে নেই।

এই নিন, আপনি ১০০০ টাকা।“
.
রুগী (ডাক্তার)– “কিন্তু এটা তো ৫০০ টাকার নোট।“
.
বল্টু: – “দেখুন, আপনার দৃষ্টিও ফেরৎ এসে গেছে।

আগে ৫০০ টাকার নোট টা দিন

এবং আমার ফি দিন ৩০০ টাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.