নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

মুক্তি চাই

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৫২

ইটের খাঁচাতে বন্দি নাগরিক প্রাণ
ছটফঠ করে মরে; করে আনচান।
বৃক্ষছায়া নেই, নেই হৃদয়স্পন্দন;
মানুষের মাঝে শুধু স্বার্থের বন্ধন
খেলা করে, নিরন্তর; সর্বগ্রাসী হয়ে,
দয়ামায়াহীনভাবে কঠিন হৃদয়ে।
বলে, 'দাও ফিরে সে অরণ্য', হে সভ্যতা!
অন্তর বিদীর্ণ করা উচ্চকিত কথা।
প্রস্তরপিঞ্জরে বন্দি নিরাপত্তাহীন,
গ্লানীময় কূটকাল কাটে নিশিদিন।
স্বাধীনতা চাই আজ পক্ষ মেলিবার,
বক্ষ জুড়ে শক্তি চাই আকাশে ওড়ার।
চাই মায়া, চাই প্রেম, অমর অন্তর,
ভেঙে যাক চুরমারে কৃত্রিম নগর।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: তাইতো গ্রামের টানে লক্ষ লক্ষ মানুষ রেল স্টেশনে টিকেটের লাইনে দাঁড়িয়ে আছেন । বিষাক্ত নগরীতে তাদের দম বন্ধ অবস্থা।

৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:০৯

কবীর হুমায়ূন বলেছেন: মোহাম্মদ গোফরান ভাইও কি টিকেটের জন্য লাইনে দাঁড়িয়েছেন? কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

২| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:৪৬

খায়রুল আহসান বলেছেন: আমাদের এ নগরটি আসলেই কৃত্রিম, নাগরিকদের আচার আচরণও কৃত্রিমতায় ও ভানভণিতায় আচ্ছাদিত। এমন কৃ্ত্রিমতায় বাস করতে করতে মনটা হাঁপিয়ে ওঠে, নির্মল প্রকৃতির মাঝে ছুটে যাবার জন্য হাঁসফাঁস করে। এই আকুলতাটুকু কবিতায় বেশ সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।

কবিতায় প্লাস। + +

৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:১১

কবীর হুমায়ূন বলেছেন: আপানার মন্তব্য পেয়ে ভালো লাগলো কবি খায়রুল আহসান ভাই। কেমন আছেন? অনেকদিন হলো দেখা হয় না। সুন্দর ও সুস্থ থাকুন দোয়া করি। শুভ কামনা সব সময়।

৩| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেকেছেন কবি দা ভাল থাকবেন

৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:১১

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।

৪| ৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ট্রেনে খুব কম ভ্রমণ করি। আর গ্রাম নেই। শহরই গ্রাম। ভারতে গেলে খুব ট্রেনে যাতায়াত করি।

০১ লা মে, ২০২২ রাত ২:২৩

কবীর হুমায়ূন বলেছেন: শহরের ভেতরেও শ্বাস নেয়ার স্বাধীনতা পাওয়া যায়। কিন্তু আমরা পিঞ্জরে বন্দি আছি। খেলার মাঠের জন্য দাবী করলে থানার হাজতখানায় যেতে হয়! বড় বড় দালানের সমারোহ আছে, একটু গাছের ছায়ায় বসার ব্যবস্থা নেই। শুভ কামনা ভাইজান।

৫| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা খুবই ভালো হয়েছে।

০১ লা মে, ২০২২ রাত ২:২৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং ভালোবাসা মরুভূমির জলদস্য। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.