নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

পঁচিশে বৈশাখ

০৮ ই মে, ২০২২ দুপুর ১২:০১

আকাঙ্ক্ষার অনুভূতি ক্রমান্বয়ে বেড়ে যায়, যখন তোমায়
নিরিবিলে পাঠ করি, নিঃশব্দে, একান্ত মনে; স্বপ্নগাথা বুনি
বিপ্লবে-সংগ্রামে-যুদ্ধে। তোমার কবিতা-গানে, সুর মূর্চ্ছণায়;
জীবনের পরমার্থ, শৃঙ্খল মুক্তির জাগরূক বাণী শুনি।
মানবতার সংকটে অন্ধকার নেমে এলে, আলোর রেখার
মতোন তির্যক হও, প্রাণের সঞ্চারধারা জেগে উঠে প্রাণে।
একলা চলার বাণী, অভয় মন্ত্রের মতো অমিত ঝংকার
তোলে আবিষ্ট হৃদয়ে, দেদীপ্যমান অজর কবিতা ও গানে।

সুগভীর প্রত্যয়ের পরিণত বাঙালির চিত্তে দেয় হাঁক-
'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি', এ কথা বলে
বুকে রাখে চিরকাল; বাঙালির স্মরণের পঁচিশে বৈশাখ,
জেগে রয় তার প্রাণে, প্রভূত সাহসে, উৎসবের উৎসমূলে।
রবির জৌলস নিয়ে কবির অমিত প্রাণে তুলেছো যে সুর,
অবিরাম বেজে যায়; সেই অমৃত ছোঁয়ায় জাগে সমুদ্দুর।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২২ দুপুর ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আজ বৃষ্টি হচ্ছে, হয়তো রবি বাবুর জন্যই।

১৯ শে মে, ২০২২ রাত ১:০৭

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং ভালোবাসা রইলো। শুভ কামনা।

২| ০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কবি গুরু রবীদ্রনাথের জন্মদিনের সার্থক পোস্ট।

১৯ শে মে, ২০২২ রাত ১:০৭

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.