নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

কবীর হুমায়ূন-এর কবিতাঃ হিজলতলীর মেয়ে

০২ রা জুলাই, ২০২২ দুপুর ১২:৫৪

বিরহ-বাথানে প্রদীপের আলো দাউদাউ জ্বলে উঠে,
সাধ্য যে নেই ধরে রাখি তাঁরে হৃদয়ের করপুটে!
ফড়িং-এর মতো উড়ে যেতে চায় সুদূরের নীলিমায়,
চৈত্র-দুপুর উপুড় করে সে সুখ খুঁজে পেতে চায়।
গোধূলিলগ্নে সান্তনা খোঁজে সূর্যমূখীর ঠোঁটে,
চন্দ্রপুকুরে ডুব দিয়ে সে-তো সুখ নিতে চায় লুটে।
বুকের পাঁজরে প্লাবিত নিশি হাহাকার করে যায়!
হিজলতলীর সেই মেয়েটিকে স্পর্শিতে মন চায়।

মেঘের আড়ালে লুকিয়ে রহিছো মেঘবতীদের সনে,
অমর প্রেমের মহাকাব্যের অমিত গুঞ্জরণে
জেগে উঠো তুমি; পরম সোহাগে বলি, 'প্রিয় ভালোবাসি'!
স্নিগ্ধ কোমল অনুভূতিময় হৃদয়ের পাশাপাশি
আজো জেগে আছো সুখের মুকুরে প্রতিবিম্বের মতো;
তোমার পরশে শুকাইতে চাই হৃদয়ের সব ক্ষত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩০ শে জুলাই, ২০২২ দুপুর ১:০২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ কবি। শুভ কামনা নিরন্তর।

২| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:৫১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ইচ্ছে অপূর্ণ রাখতে নেই তো। স্পর্শ করে ফেলুন অনুমতি নিয়ে। :``>>

৩০ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য। সুস্থ ও সুন্দর থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.