নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

কাদের সাহেবের ঘড়ি

০৯ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪



২৮ লাখ টাকার ঘড়ি তে কি আনবিক টাইম দেখেন, নাকি আপনার টাইম ২৮০০ টাকার ঘড়িতে ভুল দেখায় তাই ২৮ লাখ টাকার ঘড়ির দরকার...আপনার সময়ের মূল্য আর অন্য কারো থেকে খুব বেশী দামী????

আপনি বলেছেন উপহার পেয়েছেন..। ভালো কথা ..সরকারী কোষাগারে জমা দিন...কেন ব্যবহার করছেন?????? বুকে হাত দিয়ে বলুন যে যে আপনাকে উপহার দিয়েছে তার কাছে আপনি কি কোন নৈতিক ভাবে দাড়াতে পারবেন? সে যদি অনৈতিক কিছু দাবী করে পারবেন তাকে ফিরিয়ে দিতে???

২৮ লাখ টাকার ঘড়ি হাতে যখন ২৮ টাকা ঘন্টার শ্রমিক কে আদেশ দিন নিয়ম মেনে চলতে, তখন কোন নৈতিক অধিকারে সেই কথা বলেন???? আপনার প্রধানমন্ত্রী কত টাকার ঘড়ি পড়েন??? উনি তো ঘড়ি মনে হয় পড়েনই না

আপনাকে অনেক সৎ বলে জানতাম

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ ব্রো!

প্রশ্ন করার সাহস এবং নৈতিকতা টুকু দেখিয়েছেন বলে।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০১

কলাবাগান১ বলেছেন: নৈতিকতার জোর থাকলে, যে কোন লোক কেই প্রশ্ন করা যায়...

২| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৫

একাল-সেকাল বলেছেন:

নৈতিকতা আর বাস্তবতা দুটুই নির্মম। কাদের মোল্লা আমলে নৈতিকতার নিচে পিষ্ট হয়েছিল আমার সামু আইডি।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪১

কলাবাগান১ বলেছেন: সামু আইডি অনেকেই হারিয়েছে/হারিয়েছিল..আমিও

৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২৮ কোটি টাকার ঘড়ি পরলেও এদের টাকার কমতি হবে না।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪২

কলাবাগান১ বলেছেন: ২৮০০ টাকার ঘড়ি কিন্তু সঠিক টাইম দেয়...সেটা না বুঝলে হবে না...উনি যদি শিল্পপতি হতেন, তাহলে আমার কোন ক্ষেদ থাকতো না

৪| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য নইতে না পেরে মুছে দিলেন????

হা হা হা হা

ক্যারি অন ব্রো!

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪০

কলাবাগান১ বলেছেন: আপনারা না বুঝেই কি মন্তব্য করেন?? কোথায় মুছলাম..।মুছলে আপনি মন্তব্য করলেন কিভাবে????

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

কলাবাগান১ বলেছেন: আপনি কি আরো কোন মন্তব্য করেছিলেন??? আমি কোন মন্তব্য মুছি নাই...সামু কি মুছে দিল????

৫| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৯

শাহিন বিন রফিক বলেছেন:


দুঃখের বিষয় যে সাইটটি এই বিষয়টি সামনে এনেছে সরকার সেই সাইটটি বাংলাদেশ থেকে ব্যান করেছে, ভিপিএন ছাড়া দেখা সম্ভব নয়।

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০২

কলাবাগান১ বলেছেন: আজকের আমাদের সময় পত্রিকায় যখন এসেছে, তখন ব্যান করলেও কি না করলেও কি?

৬| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ঘড়ি এখন আর কে পরে?

২০ বছর আগে মোবাইল হাতে আসার পর ঘড়ি আর পরি না। স্মার্ট ওয়াচও বিরক্তিকর।
একসময় জার্মিন জিপিএস ঘড়ির আগ্রহ ছিল।
কিন্তু গাড়ীতে লাগানো বিল্টইন ডিসপ্লেতে জিপিএস সহ ম্যাপ। মোবাইলে পর্যাপ্ত ডিটেইল সহ ম্যাপ ও জিপিএস বিনামুল্যে প্রাপনীয় হওয়াতে আর কোন ঘড়ির দরকার হয় নি।

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ২:২০

কলাবাগান১ বলেছেন: যার রোলেস্ক ঘড়িতে 'আসক্তি', তাকে আপনি কমন সেন্স বুঝাতে পারবেন না....

৭| ১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: আহা !

৮| ১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৩

ঢাবিয়ান বলেছেন: মন্ত্রী সাহেব বেফাশ মন্তব্য করে আপনাদের একেবারে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। উনার উচিৎ ছিল এটা বলা যে এইসব জামাতী ষঢ়যন্ত্র। বিদেশে বসে সরকারের উন্নয়নের যাত্রা রুখতে এসব অপপ্রচার করে বেড়াচ্ছে। আসলে উনার ঘড়ির দাম ২৮০০ টাকা এবং নিউমার্কেট থেকে কেনা।

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭

কলাবাগান১ বলেছেন: তেলাপোকা এক্সরে

৯| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১২

ভ্রমরের ডানা বলেছেন: এতকাল কি তবে লিডার৷ হাতে নারকেলপাতার ঘড়ি পড়তেন? আজ হঠাৎ বাংগালির চোখ লেবাসে কেন?

১০| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: আমি আজ একটা ঘড়ি গিফট পেয়েছি। অনেক দামি ঘড়ি। সেই রকম।

১১| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২

খোলা মনের কথা বলেছেন: ঘড়িতে কি ডায়মন্ড টায়মন্ড আছে নাকি??

কাদের সাহেব আর কত দিনই বা বাঁচবেন তাই শখ পূরন করছেন। কি হবে এতো সম্পদের যদি শখ করে খরচই না করতে পারলাম???

১২| ১২ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনাকে ধন্যবাদ, ভার্চুয়ালী হলেও, এ প্রশ্নগুলো করার জন্য। যদিও জিজ্ঞাসিত ব্যক্তি আপনার এ প্রশ্নগুলো পড়বেন না, আর পড়লেও তিনি তার উত্তর দিতে বাধ্য নন, তবুও প্রশ্ন করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.