নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে----------!!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬



আজ থেকে দু'বছর আগে বাসন্তী শুভেচ্ছার গুচ্ছ নিয়ে এসেছিলাম এই দ্বারে!! কাঁপা হাতে লিখেছিলাম, প্রকৃতিতে বসন্তের হাওয়া বইছে।
গাছে গাছে আমের মুকুল, কোকিলের কুহুতান, প্রমাণ করছে দেশে যতই হানাহানি থাকুক না কেন বসন্তকে বাধা দেবার কেউ নেই !
ফাল্গুনের প্রথম দিনে ফাল্গুনী শুভেচ্ছা দেয়া-নেয়ার মাতম শেষ হয়ে গেছে।
কিন্তু আজ আমি নিরবে চলে এসেছি ফাল্গুনী শুভেচ্ছা নিয়ে।
এ আঙিনায় আজ আমার প্রথম পদধুলি পড়ল।
সবাইকে শুভেচ্ছা জানাই এবং চাইছি সবার সহযোগিতা।


সেদিন যাদের পেয়েছিলাম, তাদের কেউ কেউ নেই আজ এ চত্বরে!! কিন্তু আরো অনেকেই এসেছেন, বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের হাত। গতদিনের, আজকের, আগামীর বন্ধুদের জানাই শুভেচ্ছা। আজি এ বসন্ত লগনে সব্বাইকে আমার ফাল্গুনী শুভেচ্ছা!!


(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

(৮)

(২,৩,৪,৫,৬,৭,৮) কসমস। কসমস ফুলের সাথেই যেন প্রজাপতি আর মৌমাছির মিতালি।


(৯)

(১০)

(১১)

(১২)

(৯,১০,১১,১২) গাঁদা।


(১৩)

(১৪)

(১৫)
(১৩,১৪,১৫) রঙ্গন।

(১৬)

(১৭)
(১৬, ১৭) ক্যালেন্ডুলা।

(১৮) ল্যান্টানা।

(১৯) লিলিয়াম।

(২০)ডালিয়া।

(২১)

(২২)

(২৩)
(২১, ২২, ২৩) গাজানিয়া।

(২৪)

(২৫)
(২৪, ২৫) জিনিয়া।

(২৬) অলকানন্দা।

(২৭)

(২৮)
(২৭, ২৮)জবা।

(২৯) সানসেট বেল।

(৩০)প্যান্সি।


ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ৬১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯

আমির ইশতিয়াক বলেছেন: আজ পহেলা ফাগুন বসন্তের প্রথম দিন।‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।’ কবি সুভাষ মুখোপাধ্যায়-এর প্রকৃতিকে চ্যালেঞ্জ করা অমিয় বাণীটি ঋতুরাজকে আলিঙ্গনের আহ্বান জানায়। শীতের শেষে প্রকৃতিতে এসেছে মধু বসন্ত। চারদিকে রঙ্গের বিচিত্র সমারোহ। দক্ষিণা বাতাসে মৃদু হিল্লোল মনে জাগায় শিহরণ। গাছে গাছে আমের মুকুলসহ বিভিন্ন ফুল ফুটেছে। বাতাবী লেবুর গাছে ফুল ধরেছে। কোকিল গান গাইছে। নব পল্লবে যেন বাংলার আনাচে কানাচে সবুজের সমারোহ। ফুলে ফুলে অলির গুঞ্জন। সব মিলিয়ে আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রকৃতি যেন আজ নববধু সাজে সেজেছে। আজ প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। ছড়িয়েছে নানা রঙ। এই রঙ ছড়িয়ে পড়বে বালার প্রতিটি জনপদে। শীতের বিবর্ণতা কাটিয়ে গাছে গাছে নতুন পাতা জাগতে শুরু করছে। ফুলে ফুলে সেজে ওঠেছে প্রকৃতি। বসন্তের আগমনে প্রকৃতি সেজে ওঠে নতুনরূপে। কৃষ্ণচূড়ার ডালে, কোকিলের কুহু-কুহু রবে, ফাগুন আসছে আগুন সাজে। ফাগুন হাওয়ায় দোল লেগেছে বাংলার প্রকৃতিতে। ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে বাংলার সবুজ প্রান্তর। এই ঋতুতে ফুলে ফুলে সাজতে শুরু করে প্রকৃতি। ষড়ঋতুর এই বাংলায় ১৬ কোটি মানুষ ঋতুরাজ বসন্তের বর্ণিল উৎসব পালন করতে অপেক্ষায় থাকে সারা বছর ধরে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪

কামরুন নাহার বীথি বলেছেন:
অসাধারন, অসাধারন, অস্বাধারন আপনার এই মন্তব্য!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

সুমন কর বলেছেন: বসন্তের শুভেচ্ছা রইলো... !:#P

দারুণ পোস্ট। +।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:
দাদা বাসন্তী শুভেচ্ছা আপনাকেও!!!

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর সু্ন্দর বাহারি সব ফুল নিয়ে আপনি আপনার আয়োজন সত্যি গতবার বসন্তের জানার দিয়েছিল এই ব্লগ প্রাঙ্গনে আজো তার ব্যাতিক্রম হয়নি। এবারের ফুলগুলো যেন আরো সুন্দর।

বসন্তের বর্ণিল শুভেচ্ছা আপনাকে অফুরান।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১

কামরুন নাহার বীথি বলেছেন:
আমি যেটির লিংক দিয়েছি, সেটি কিন্তু এই ব্লগে আমার প্রথম পোষ্ট ।
আমি লেখাটা কপি করেও এনেছি।
এক বসন্তে এই ব্লগে এসেছি, মাঝে আরেক বসন্ত পেরিয়েছি। এখন আরেক বসন্ত এল।

আমি দু'বছর পেরোলাম এই ব্লগে।
আবারও শুভেচ্ছা রইল!!


৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭

নিয়াজ সুমন বলেছেন: বসন্তের প্রারম্ভে শিমুল পলাশ আর কৃষ্ণচূড়া ফুলের রাশি রাশি শুভেচ্চা রইলো। বিথী আপু।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

কামরুন নাহার বীথি বলেছেন:
প্রকৃতি আজ সেজেছে শিমুলে, পলাশে!!
আমার বাগানে শিমুল,পলাশ নেই। তাই যা আছে সেগুলো দিয়েই শুভেচ্ছা জানিয়েছি!!!

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬

সাহসী সন্তান বলেছেন: বিশ্বাস করেন আপু, চোখে ধান্দা লেগে গেছে! আচ্ছা, ছবি কি আর একটু ছোট করে দেওয়া যায় না? মানে অত্যধিক বড় হয়ে গেল একটা ছবি দেখতে গেলেই ক্রলিং করে আসা লাগছে! ব্যাপারটা আগামী পোস্ট গুলোতে একটু ভেবে দেইখেন!


উপরের ছবিটাকে ক্যামন জানি কৃত্রিম মত লাগলো! ডালিয়ার তো মনে হয় বিভিন্ন শ্রেনীবিভাগ আছে, ঐটার স্পেসেফিক নাম কি?

পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন:

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

কামরুন নাহার বীথি বলেছেন:
এই সাইজটা ঠিক আছে কি? না এটাও বড়?

ওই ফুলটা আমার বাগানেরই, কৃত্রিম নয়।
পরপর তিনটে ফুলের নাম গাজানিয়া!!

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ফুল ওয়ালীর অসাধারণ সব ফুলের ছবি দেখে মুগ্ধ হলাম + B-)

বসন্তের শুভেচ্ছা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

কামরুন নাহার বীথি বলেছেন:
ফুলওয়ালী, তাই? :) বসন্তের শুভেচ্ছা রইলো।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩

আলভী রহমান শোভন বলেছেন: বসন্তের শুভেচ্ছা, আপুনি। চোখ জুড়িয়ে গেল পোস্টে। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও!!!

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
ফুলওয়ালী, তাই?

বলা হয়ে থাকে, কর্মই বড় ধর্ম,
তেমন ইনপুট তেমনি আউটপুট......
যা কিছু দেখছি তেমনি ভাবছি......

নাম পছন্দ না হলে আবার আকিকা করে পরিবর্তন করা যেতে পারে; সমস্যা কিন্তু নেই। =p~

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২

কামরুন নাহার বীথি বলেছেন: বলা হয়ে থাকে, কর্মই বড় ধর্ম,
তেমন ইনপুট তেমনি আউটপুট......
আর সে জন্যই আমার নাম বীথি!

নাম পছন্দ না হলে আবার আকিকা করে পরিবর্তন করা যেতে পারে; সমস্যা কিন্তু নেই। ---
আপনি কি আকিকা দিয়ে আমার নামটা রেখেছিলেন!!!

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
পোষ্টে লাইক দেওয়ার কথা মনে ছিল না ......

এবার কিন্তু একটা আপনার বাগানের ফুল সহ ধন্যবাদ চাই ....
শুকনো,শুকনো ধন্যবাদ নিয়ে আর মন ভরে না । B:-/

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০

কামরুন নাহার বীথি বলেছেন:
এবার কিন্তু একটা আপনার বাগানের ফুল সহ ধন্যবাদ চাই ....
শুকনো,শুকনো ধন্যবাদ নিয়ে আর মন ভরে না ।
---

এত্তগুলো ফুল দিয়ে রেখেছি, তারপরেও ফুল চাই!!! :-<



১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

পলাশমিঞা বলেছেন: আপা, আমি দেশে হলে আপনি কিন্তু আমাকে ঝাড়ু হাতে দৌড়াতেন। :P

কেন বলতে পারবেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন:
হা হা হা --------- দেশে আসলে আমার বাগান দেখবার আমন্ত্রণ রইল!!! :)
দেখি মাঠে নামলে কি হয়!!!

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

পলাশমিঞা বলেছেন: ফুলচোর কেন আমার বন্ধু বলতে পারবেন? :D

সুন্দর ফুল দেখলে আমার হাতে পায়ে কামড়ায়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১

কামরুন নাহার বীথি বলেছেন:

নাহ, আমার বাগানে আর ফুলচোর আসবে না!! ;)

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪

পুলহ বলেছেন: বেশিরভাগ ফুলই অচেনা, তবে বসন্ত শুভেচ্ছাটুকু আন্তরিক, মনে হয় যেনো বহুদিনের চেনা !
আপনাকেও শুভেচ্ছা আপু। বিথী আপুর কাছ থেকে প্রত্যাশিত ফুলেল পোস্টে +++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩১

কামরুন নাহার বীথি বলেছেন:
বেশীরভাগ ফুলই যদি অচেনা হয়, তাহলে এতকাল ধরে আমি কেন ফুলগুলো পোষ্ট করছি শুনি???? ;)
নাহ, আমার মিশন ফেইল!! ফুল চেনাতে পারলাম না!!!

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আজ্ঞে তাহা নহে ,
এই যেমন ধরুন, যে নাট বল্টু টাইড দেয় তাকে ইঞ্জিনিয়ার বলা হয়, আবার যে রোগ বালাই সারায় তাকে ডাক্তার বলা হয় ।
আবার আজকাল ব্লগ থেকে যে কবিতা চুরি করে তাকে কবিতা চোর বলা হয়। মানে যে, যে পেশায় থাকে তাকে সেই নামেও ডাকা হয়, সেই নামের কথা বলা হয়েছে, এ নামের আকিকা দেওয়ার প্রয়োজন পরে না । আপনার বেশির ভাগ পোষ্ট ফুল নিয়ে. একারণে নামটা দিয়েছিলাম, যদি পছন্দ না হয়,তাহলে নামের হালনাগাদ করা থেকে বাদ; পরে যাক B-)

৯ নং প্রতিউত্তরের ফুলের নামট কি ? ফুলটা খুব সুন্দর ।

ধন্যবাদ ভালো থাকুন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন:
আমার বেশী পোষ্ট ফুল নিয়ে, ঘুরতে যাওয়া নিয়ে, রেসিপি পোষ্টও আছে আমার।
সব মিলিয়ে একটা নাম রাখুন!!! ;)

ফুলটার নাম হেলিকোনিয়া।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সাহসী সন্তান বলেছেন: হুম, মন্তব্যের সাইজটাই ঠিক আছে! তবে আপনার গাজানিয়া আমারে ঝামেলায় ফ্যালাইছে! মানে যে কোন মূল্যে উহা বাগানে অন্তর্ভূক্ত করিতে হইবেই!

ওহঃ আপনারে বসন্তের শুভেচ্ছা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮

কামরুন নাহার বীথি বলেছেন:
গাজানিয়া এমনই পাগল করেছে???? :)
শীতেই গাছটা পাওয়া যায়, তবে ফুল অনেকদিন ধরে ফোটে।
অনেকেরই দেখলাম আরো অনেক অনেক রঙের আছে।
আমার শুধু তিন রঙেরই আছে!! :(

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: বাসন্তি শুভেচ্ছা..........

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২২

কামরুন নাহার বীথি বলেছেন:

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

শামীম সরদার নিশু বলেছেন:

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫

কামরুন নাহার বীথি বলেছেন:

প্রিয় তালিকায় আমার নাম!!! ব্যাপারটা আনন্দের!!! :)
অনেক অনেক শুভেচ্ছা!!!

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

পলাশমিঞা বলেছেন:

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩১

কামরুন নাহার বীথি বলেছেন:

প্রজাপতি উড়ে এসেছে, চলে যাবার জন্য নয়!!!! ;)

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: ফুলচোর এসেই গেল।। লোভ সামলাতে না পেরে।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন:
ফুলচোরের শাস্তিও পাওনা হয়ে গেল!! :)
তবে আজকের পরে------------:)

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৫

পল্লব প্রাণ বলেছেন: রাতের শেষে ঘুমোতে যাবার আগে এত এত রঙিন ফুল দেখে বোধহয় প্রথম ঘুম এটা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন:
রাতের শেষে ঘুমোতে গেলেন?
ঘুম যে রাতের জন্যই। যা হোক, স্বপ্নে আমার ফুল চুরি করতে আসেননিতো!!! ;)
রাত পোহালেই যে ভ্যালেন্টাইন'স ডে!!!!

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৪

জুন বলেছেন: ফুল যদি হয় না হয় এমন হোকনা ফুল ....
কামরুন্নাহার বিথী আপনার ফুলের সৌন্দর্য্যে ফুলমুগ্ধ আমি বিখ্যাত গানের একটি অক্ষর "ভুল " কথাটি পাল্টে ফুল করতে বাধ্য হোলাম :)
অনেক ভালোলাগা রইলো ।
+

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:

অনেক অনেক শুভেচ্ছা আপু। গানটি আমারও অত্যন্ত প্রিয়।

ভুল যদি হয় মধুর এমন, হোকনা ভুল---------------




২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৩

গেম চেঞ্জার বলেছেন: বসন্তের ছোঁয়া পেলাম এখানে এসে!! :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭

কামরুন নাহার বীথি বলেছেন:

হ্যা, বসন্ত ছড়িয়ে পড়ুক আপনার জীবনেও!!!

আজ ভালবাসা দিবসের শুভেচ্ছা নিয়ে যান!!!

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪০

জীবন সাগর বলেছেন: সুন্দর সুন্দর ফুল দিয়েছেন।


ভালোবাসা দিবসে শুভেচ্ছা রইল।
সুন্দর সুন্দর ফুল দিয়েছেন।


ভালোবাসা দিবসে শুভেচ্ছা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১

কামরুন নাহার বীথি বলেছেন:

ভালবাসা দিবসের শুভেচ্ছা আপনাকেও!

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৬

অতৃপ্তনয়ন বলেছেন: শুভেচ্ছা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১২

কামরুন নাহার বীথি বলেছেন:
শুভেচ্ছা আপনাকেও!!!

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানবেন। পোষ্ট ভালো লাগলো।



ফুলের মতোই বিশুদ্ধ হোক মানুষের অন্তর ভালোবাসা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬

কামরুন নাহার বীথি বলেছেন:

হ্যা, প্রতিদিনই কোন না কোন দিবস!!! :)
ফাগুনের শুভেচ্ছা নিতে এসে ভালবাসা দিবসের শুভেচ্ছা নিয়ে যান!!!!


২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩

অতৃপ্তচোখ বলেছেন:


সখি'র হৃদয় কুসুম কোমল
কাহার অনাদরে আজি ঝরে যায়
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না চায়
আহা! আজি এই বসন্তে।

ভালোবাসা দিবসে শুভেচ্ছা রইল। ফুলের মতো পবিত্র থাকুক ভালোবাসা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

কামরুন নাহার বীথি বলেছেন:

অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্যও!!!!

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: আহা কি সুন্দর ফুল । আপনাকে অনেক ফুলের শুভেচ্ছা আপু।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

কামরুন নাহার বীথি বলেছেন:

আপনাকেও অনেক ফুলের শুভেচ্ছা ভাই!!!!

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হলুদিয়া আর লালদিয়া শুভেচ্ছা ! দারুণ সব ছবি.........

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

কামরুন নাহার বীথি বলেছেন:

অনেক অনেক শুভেচ্ছা আপু!!!!

২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
রঙ্গিলা দিদি ,,,,,,,,নাম পছন্দ হলে বলবেন !!! B:-)

আপনাকেও মন ভাঙ্গা, গড়া দিবসের শুভেচ্ছা রইলো । =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৭

কামরুন নাহার বীথি বলেছেন:
খারাপ না আবার ভালোও না!!! এই নামের একটা হিন্দি মুভি দেখেছিলাম।
ওটার কথা মাথায় এলে, আরো ভাল হলো না!!!!

ভ্যালেন্টাইন'স দিবস চলে গেছে, রয়ে গেছে বসন্ত।
তাই আবারো বাসন্তী শুভেচ্ছা!!!!

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

আরিয়ান আরি বলেছেন: বসন্তের শুভেচ্ছা এবং বাসন্তী শুভেচ্ছে- এ দুয়ের মাঝে কি পার্থক্য আছে?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন:

না ভাই এই দু'টোর মাঝে কোন পার্থক্য নেই!!! ভাল থাকবেন!!

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫

শামীম সরদার নিশু বলেছেন: বরাবরের মতো মুগ্ধ আমি, ভালো লাগা রেখে গেলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.