নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

ঝুমকোলতা হাওয়ায় দোলে -----------

২৫ শে জুলাই, ২০১৭ রাত ২:১২



ঝুমকোলতা ফুল দেখতে ভারি সুন্দর। লতানো গাছ চিরসবুজ। ঘন সবুজ পাতায় ভরা এই ঝুমকোলতা। ঝুমকোলতার বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata।

প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুলের মতো। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ঔষধিগুণ আছে যা বিভিন্ন প্রকার রোগ-প্রতিরোধ ও নিরাময়ে ব্যবহার হয়ে থাকে।



দেখতে কানের ঝুমকার মতো বলেই হয়তো এ ফুলের পরিচিতি ঝুমকোলতা। আবার স্থানীয়ভাবে এর পরিচিতি রাধিকা নাচোন নামেও। অসম্ভব দৃষ্টিনন্দন এই ঝুমকোলতা ফুল। হালকা বেগুনি রঙের আভায় ফোটা ঝুমকোলতা সত্যি বাহারী এক ফুল। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঝুমকোলতা ফুল ফোটে। এখন বিভিন্ন রঙের ঝুমকোলতা দেখা যায়। আমার দুই রঙের ঝুমকোলতা আছে।



ঝুমকোলতা বা প্যাশন ফ্লাওয়ার ফুলটি মূলত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম এলাকা, মেক্সিকো, ক্যারাবিয়ান, সেন্ট্রাল আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় জন্মে। দক্ষিণ-পুর্ব এশিয়া এবং হাওয়াইয়ের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলেও জন্মে ঝুমকোলতা। তবে আমাদের দেশে এর বিস্তার লাভের সঠিক তথ্য জানা নেই।



ফুল ফোটে গ্রীষ্মের শেষভাগে, থাকে বর্ষাকালজুড়ে। এ জন্য বর্ষার ফুল হিসেবেই এর পরিচিত। ঝুমকোলতা ফুলটি একক। লতানো গাছে, প্রতিটি পাতার সংযোগস্থলে একটি একটি করে ফুল ফোটে। শুকনো জায়গায় টিকে থাকতে পারলেও ভেজা জায়গা মূলত ঝুমকো লতার জন্য উপযোগী। মিষ্টি ফুল ঝুমকোলতা। তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন প্রকৃতি প্রেমী কবিরাও। তাই সাহিত্যেও ঝুমকোলতা ফুলের মোহন রূপের কথা উঠে এসেছে।



রবীন্দ্রনাথের কবিতায়ঃ----
"হঠাৎ কিসের মন্ত্র এসে
ভুলিয়ে দিলে এক নিমেষে
বাদল বেলার কথা,
হারিয়ে পাওয়া আলোটিরে
নাচায় ডালে ফিরে ফিরে
ঝুমকো ফুলের লতা।"

ফররুখ আহমদের ছড়ায়ঃ ----
"ঝুমকো লতা কানের দুল,
উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতার ঘোমটা খুলে,
ঝুমকো লতা হাওয়ায় দোলে।"


***তথ্যসূত্রঃ উইকিপিডিয়া







ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঝুমকো লতার মতই আপনার লেখাটা ভারী সুন্দর, আরও সত্য সুন্দর নিয়ে লিখবেন।

২৫ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৫০

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই স্বপ্নের শঙ্খচিল এবং আমার ব্লগে আপনাকে স্বাগত জানাই!!

২| ২৫ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১৮

সোহানী বলেছেন: ও মাই গড এ তো সুন্দর..............

২৫ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:
আসলেই আপু, ঝুমকোলতা ফুলটি সত্যিই খুব সুন্দর!!
অনেক শুভেচ্ছা আপু, ভাল থাকবেন!!

৩| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৯

মোস্তফা সোহেল বলেছেন: ঝুমকোলতা কানের দুল।সত্যিই তো কানের দুলের মতই লাগছে।
আহা কি সুন্দর ফুল!
আপু আপনার বাগানের তাই না?
ঠিকানা জানলে ঠিক চুরি করে আনতাম।

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা ভাই, সব ফুলই আমার বাগানের!!
চুরি করার অভিসন্ধি, হায় হায়!!!
যাও বা ঠিকানা দিতাম, এখন আর দিব না!! ;) ;)

৪| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: এটা কি আপনার বাগানের ফুল?

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৩

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা ভাই, আমার বাগানের ফুল!! :)

৫| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফুলের সব অসাধারণ ছবি।

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৪

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই!!

৬| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: ঝুমকোলতা ফুলের ছবিগুলো খুব সুন্দর হয়েছে ++

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৫

কামরুন নাহার বীথি বলেছেন:
তাই?? অনেক অনেক ধন্যবাদ!!

৭| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম,তাতে কোন সন্দেহ নাই ম্যাডাম ! উপরে ফুলের ছবিগুলোর সুন্দর হয়েছে , এগুলো যে ঝুমকোলতা ফুল। আমি তাই জানতাম না। যদিও ফুল আমার প্রিয় কিন্তু দুঃখের বিষয়, অনেক ফুলের নাম-ধাম তেমন একটা জানি না। :(

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩

কামরুন নাহার বীথি বলেছেন:
ঝুমকোলতা আসলেই সাধারণত দেখা যায় না।
বাংলাদেশের নার্সারিতে আমি দেখছি ২/৩ বছর হলো।
আমার বেগুনীটা গত বিছর কেনা, পার্পলটা এবারের কেনা।

৮| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৩

প্রামানিক বলেছেন: বৃষ্টি পড়ে ফুল কলিতে
বৃষ্টি পড়ে ডালে
তাই না দেখে ফুল পাখিরা
নাচে তালে তালে।

এক কথায় দারুণ

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৬

কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার ছড়া প্রামানিক ভাই!! অনেক ধন্যবাদ!!

৯| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর পোষ্ট। ভালো লাগলো ছবি গুলোর সাথে কথামালা।

শুভকামনা আপনার জন্য

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৭

কামরুন নাহার বীথি বলেছেন:

ফুলগুলো সত্যিই সুন্দর!! আমারতো খুবই ভাল লাগে।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাই!!

১০| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ সুন্দর আপু আগে দেখিনি এই প্রজাতিটাকে। ভাল থাকবেন সবসময়।

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২০

কামরুন নাহার বীথি বলেছেন:

হ্যা, এ ফুলটা ২/৩ বছর হলো আমিও দেখছি। আগে চোখে পড়েনি!!
অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!!

১১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৬

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোস্ট ছবি গুলোও খুব সুন্দর হয়েছে। +++

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২১

কামরুন নাহার বীথি বলেছেন:
ফুলটা যে চমৎকার, তাই সবই সুন্দর।
অনেক অনেক শুভেচ্ছা!!

১২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩১

আখেনাটেন বলেছেন: এত সুন্দর! এই ফুল এভাবে কখনও দেখা হয় নি। চমৎকৃত হলাম। +++++

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৩

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা এতই সুন্দর!! উদাহরণ দেবার মতই!! :)
এই চমৎকার ফুলের শুভেচ্ছা!!

১৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৯

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। কেমন আছেন?

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৫

কামরুন নাহার বীথি বলেছেন:
ভাল আছি দাদা আলহামদুলিল্লাহ্‌!! আপনি ভাল??

১৪| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সামিয়া বলেছেন: ওয়াও কি সুন্দর সব ফুল !!!!!

২৭ শে জুলাই, ২০১৭ রাত ২:৩১

কামরুন নাহার বীথি বলেছেন:
আসলেই ফুলটি খুব সুন্দর!! অনেক ধন্যবাদ আপু!!!

১৫| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২২

কাবিল বলেছেন: ঝুমকোলতা ফুল প্রথম দেখলাম মনে হয়। জেনে ভাল লাগলো।




তারপর, অনেকদিন পর, কেমন আছেন?
আশাকরি নিয়মিত থাকবেন।

২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

কামরুন নাহার বীথি বলেছেন:
ঝুমকোলতা আমার বাগানেও গত বছর থেকে আছে।
আমিও প্রথম দেখেছি, তবে এর সৌন্দর্য অসাধারণ!!!

হ্যা অনেকদিন ব্লগে আসা হয় নাই।
আছি ভাই আলহামদুলিল্লাহ্‌!!
চেষ্টা করব নিয়মিত হতে!!!

আপনি ভাল আছেনতো???

১৬| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৯

উম্মে সায়মা বলেছেন: কী সুন্দর সুন্দর ফুল! প্রথম ছবিটা অসাধারণ.....

২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

কামরুন নাহার বীথি বলেছেন:
আসলেই চমৎকার ফুল এই ঝুমকোলতা!!
প্রথম ছবিটা ক্যামেরায় তোলা, আর সবগুলো সেলফোনে তোলা!!
তাই প্রথম ছবিটা হয়তো এত সুন্দর হয়েছে!!

অনেক অনেক ধন্যবাদ আপু!!

১৭| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ যতসব ফুল। ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৫

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই, সেই সাথে আমার ব্লগবাড়ীতে স্বাগতম!!!

১৮| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার ফুলের ছবি খুব ভালো লাগে আপা।

যাক, আজ ব্লগে গল্প পোস্ট করেছি পড়ে মন্তব্য করলে খুশি হব।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ভাল লাগছে আপনাকে আবার ব্লগে পেয়ে!
আশা করছি ভাল আছেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.