নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

পাইন বনের দেশে ---------------!!

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪২





প্রাকৃতিক সৌন্দর্য যাদের মুগ্ধ করে তাদের জন্য ভুটান হতে পারে স্বপ্নের দেশ। ভুটানিদের জীবনের সাথে পাহাড় এমন ভাবে মিশে আছে, যেকোনো কিছু দেখতে হলেই পাহাড়ে উঠতে বা নামতে হবেই। সে দেশে বেড়াতে গেলে মনে হবে না যে এখানে আর আসবো না। বারে বারে যেতে মন চাইবেই। শান্ত, নিরিবিলি পাহাড়ি পরিবেশে জীবন সেখানে বৈচিত্রময়!! কখনও সবুজ পাইন বনের গহীনে ঝর্ণার ঝিরিঝিরি সুরের মূর্ছনা, আবার কখনও বা পাথুরে পাহাড়ি নদীর উত্তাল ঢেউ এর গর্জন!

মুগ্ধ চোখে দেখা সেই চিরসবুজ পাইন বনের ছবিগুলো আজ শেয়ার করছি।



















ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৭

মলাসইলমুইনা বলেছেন: আমার ব্যালকনি ছোঁয়া দুধারের দুই পাইন গাছের মধ্যে দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম | সাদা মেঘ, সূর্য সবই আছে ঠিক ঠাক | কিন্তু আপনার ফটোর মতো নীল নেই আজকের আকাশে| চির চেনা আকাশটা আপনার ফটোতে অপরিচিত লাগছে |এতোই সুন্দর লাগছে আপনার ফটোর আকাশগুলো !! ওই তুষার ঢাকা চূড়াটার নাম কি ? এভারেস্ট ? কিপ্টেমি না করে সুন্দরগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ |

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন:
প্লেন থেকে নেমেই আমি হতবাক!
মনে যেন কৌতুহল চেপে বসলো, আকাশ এত নীল কেন, আকাশটাকে এত কাছের মনে হচ্ছে কেন!
সহযাত্রীদের কাছে বলেই ফেললাম," আমরা শুধু তুলনাই করি আকাশের মত নীল। আকাশ যে এত নীল, কখনও দেখা হয় নাই!"

যে দেশের বাতাসে এক বিন্দু কার্বন নেই, এক কণা ধুলোবালি নেই, সে দেশের আকাশের সৌন্দর্য এমনই সীমাহীন!!

ওই তুষারঢাকা চুড়াটা এভারেস্ট নয়।
থিম্পুর দোচা লা পাস থেকে অনেকগুলো চুড়া একসাথে দেখেছিলাম।
এই মুহুর্তে নামটা মনে করতে পারছি না।
পরে আপনাকে বলবো।

আপনার চমৎকার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!!

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৯

কামরুন নাহার বীথি বলেছেন:
"মলাসইলমুইনা যাক একটা ব্যাপারে আপনার স্বীকারোক্তি ভালো লাগলো যে আপু আপনার মত কিপ্টে না ;)
আপনি এত সুন্দর জায়গায় থাকেন ,অথচ আমাদের সাথে শেয়ারের নাম নেই । "-- মনিরা আপু!! :)

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৩

কালীদাস বলেছেন: ভুটানের কোথায়?
ছবিগুলো সুন্দর!

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: আমি ভুটানের পারো আর থিম্পুতে ছিলাম।
যাওয়া আসার পথেই ছবিগুলো তোলা।
বেশীরভাগ ছবি থিম্পুতেই তোলা!!

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪০

এম এ কাশেম বলেছেন: লোভ লাগিয়ে দিলেন ছবির রানী।

ভুতানে যেতে হবে ভাবছি। যাবার ও থাকার তথ্য দিলে সুবিধা হতো।

শুভ কামনা।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন:

হ্যা, লোভ লাগার মতই জায়গা, বারে বারে তাই যেতে মন চায়।
যাওয়া ভুটানের ড্রুক এয়ারে, টিকেট ২২ থেকে ২৪ হাজার টাকা।
আর থাকার খরচ আমাদের দু'জনার প্রতি দিনে ১০০ ডলারের মত হয়েছিল।
হোটেলের খাওয়া, ওদের গাড়ীতে যাতায়াত সহ।
যাবার সময় এয়ারপোর্ট এ গাড়ী ছিল, ফেরার সময় এয়ারপোর্ট এ ড্রপ করে গেছে!

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৩

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক সুন্দর এসেছে ছবিগুলি।
পাইন বনে ঘুরে এলাম আপনার সাথে।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন:
ছবির চেয়েও দেশটা আরো সুন্দর। একবার ঘুরে এসো।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:২৮

সোহানী বলেছেন: সত্যিই সুন্দর........

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা আপু, সত্যিই সুন্দর!!

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:০১

রেইড ইন স্কাই বলেছেন: কি সুন্দর ছবি গুলো, মন প্রাণ জুড়িয়ে দেয়।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০

কামরুন নাহার বীথি বলেছেন:
দেশটা দেখলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না!! :)

৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ যতসব ছবি! আপনার ছবি গুলো বরবরই খুবই সুন্দর।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০২

কামরুন নাহার বীথি বলেছেন:
ছবির চেয়েও দেশটা সুন্দর!!
তাই ছবি তোলার ক্রেডিট আমার নয়!! :)

৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: সে দেশে বেড়াতে গেলে মনে হবে না যে এখানে আর আসবো না। বারে বারে যেতে মন চাইবেই। .........আপনার এই কথার সাথে অবশ্যই আমি একমত। আমি খুব বেশী দেশ দেখিনি, তবে যে কয়টা দেখেছি তাদের মধ্য প্রাকৃতিক সৌন্দর্য্যে ভুটান অবশ্যই প্রথম। আমার স্বপ্নের দেশ। পোষ্টে ভালোলাগা জানিয়ে গেলাম।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা ভাই, আপনার কথার সাথে আমিও একমত।
আমাদের বান্দরবান, ভারতের দার্জিলিং, নেপাল দেখেছি আমি।
কিন্তু পাহাড়ি দেশ হিসেবে, প্রাকৃতিক সৌন্দর্যে ভুটান এক নাম্বার!!

৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫

নতুন নকিব বলেছেন:



অসাধারন সৌন্দর্য তুলে ধরেছেন। যেতে ইচ্ছে হয়। কিন্তু ইচ্ছে করলেই কি সব ইচ্ছে পূরন হওয়ার মত?

হায় আল্লাহ! ভাল থাকুন।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮

কামরুন নাহার বীথি বলেছেন:
ইচ্ছে থাকলে উপায় একদিন হয়েই যায়।
জীবনের এখনও অনেকটা পথ বাকি, ঘুরে আসুন একবার!

১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৫

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর ছবি গুলো।এমন ছবি দেখলে মন তো চাই সেখানে যেতে।
হয়তো একদিন যাব।এমন মেঘ পাহাড় আর আকাশ দেখলে নিশ্চয় ভিশন খারাপ থাকা মনও এক নিমিষে ভাল হয়ে যাবে।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯

কামরুন নাহার বীথি বলেছেন:
এমন মেঘ পাহাড় আর আকাশ দেখলে নিশ্চয় ভিশন খারাপ থাকা মনও এক নিমিষে ভাল হয়ে যাবে।....... শুধু তাই নয় চোখের পাওয়ার বেড়ে যাবে, বুক ভরে শ্বাস নিলে হার্টাও ভাল থাকবে।
আর দেশে ফিরলে সেই স্মৃতির ঘোরেই কেটে যাবে বেশ কিছুদিন।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬

করুণাধারা বলেছেন: আকাশের নীলে চোখ ঝলসে যায়। এত সুন্দর ছবি শেয়ার করেছেন!!

এই ছবিগুলো ভুটান ভ্রমনের ইচ্ছাকে উস্কে দিল। দেখি যাওয়া যায় কিনা।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

কামরুন নাহার বীথি বলেছেন:

আকাশের নীলে চোখ ঝলসে যায়।------- চমৎকার লিখেছেন!!
যাওয়ার ইচ্ছে থাকলে, এখনই সময়।
চমৎকার আবহাওয়া এখন।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: ছিল ফুলের রানী আজকের ছবি দেখে মনে হচ্ছে ছবির রানী। ছবিতে ভুটানের চমৎকার দৃশ্য তুলে ধরেছেন। ধন্যবাদ নাহার আপা।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২০

কামরুন নাহার বীথি বলেছেন:
ফুলের রাণীর জন্যই আজ ছবির রাণী।
ফুলের ছবি তুলতে তুলতেই ছবি তোলার নেশা এখন!!

সত্যিই ভুটান দেশটা ছবির চেয়েও সুন্দর!!

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯

মনিরা সুলতানা বলেছেন: আপু মারাত্মক সুন্দর সব ছবি !!!
অনেক অনেক সুন্দর পোষ্ট ; প্রিয়তে রাখলাম ।


মলাসইলমুইনা বলেছেন: আমার ব্যালকনি ছোঁয়া দুধারের দুই পাইন গাছের মধ্যে দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম | সাদা মেঘ, সূর্য সবই আছে ঠিক ঠাক | কিন্তু আপনার ফটোর মতো নীল নেই আজকের আকাশে| চির চেনা আকাশটা আপনার ফটোতে অপরিচিত লাগছে |এতোই সুন্দর লাগছে আপনার ফটোর আকাশগুলো !! ওই তুষার ঢাকা চূড়াটার নাম কি ? এভারেস্ট ? কিপ্টেমি না করে সুন্দরগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ |

মলাসইলমুইনা যাক একটা ব্যাপারে আপনার স্বীকারোক্তি ভালো লাগলো যে আপু আপনার মত কিপ্টে না ;)
আপনি এত সুন্দর জায়গায় থাকেন ,অথচ আমাদের সাথে শেয়ারের নাম নেই ।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩

কামরুন নাহার বীথি বলেছেন:
আপু, দেশটাই যে ছবির মত নয়, ছবির চেয়েও সুন্দর!!
প্রিয়তে রেখে দেয়ার জন্য অনেক অনেজ শুভেচ্ছা!!
ভুটানে না যেয়ে থাকলে, অবশ্যই একবার ঘুরে আসুন!!

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: " প্রিয় কামরুন নাহার বীথি: আমার খুবই প্রিয় ব্লগার মুনিরা সুলতানাকে কি একটু জানাবেন আমিতো কোনো স্বগীয় কেউ না | স্বর্গের এতো কাছাকাছিতো থাকবার অধিকারতো আমার নেই | তাই সে নিয়ে কোনো কথাই বলি না | আপনার ফটোর মতো কোনো অসম্ভব সুন্দরের দেশে থাকলে ওই তুষার ঢাকা পাহাড়ের ওপর থেকে লাফ দিয়ে হাত-পা ভেঙে, বা জানটা দিয়েও প্রমান করতে চাইতাম,সবাইকে বলতে চাইতাম দ্যাখো আমি স্বর্গীয় -স্বর্গের কাছেই ছিল বসবাস ! "------- আপুর দৃষ্টি আকর্ষণ করছি!! :)

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেষ দু'মাসে যাইনি কোথা
পা পেড়িয়ে উঠান;
এরই মাঝে ঘুরলো আপু
দার্জিলিং আর ভূটান!

যা-ই দেখে ক্লিক ক্লিক
ক্যামেরায় বন্দী;
প্রকৃতির সাথে তার
আজব এক সন্ধি!

আজ দিলো স্রেফ ছবি
কথা অতি অল্প;
একেকটা ছবি যেনো
একেকটি গল্প।

ফুলরাণী,ছবিরাণী
যে নামেই ডাকি;
জানলোনা কেউ সে যে
দিলো মোরে ফাঁকি।

কিভাবে কি করে দিলো
কইবোনা কভু;
শত হোক সে যে মোর
কলিজার বুবু।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২২

কামরুন নাহার বীথি বলেছেন:
মনের সাধ আমার, বছরে দু'বার ঘুরতে বেরোবো।
সেটা দেশেই হোক বা বিদেশ।
এবার আমার টার্গেট ফুলফিল!! :)
তারপরেও ডিসেম্বরে আবার একটা চান্স খুঁজবো!!

ছড়ার পাখির ছড়া সব সময়েই ভাল হয়।
আজও তার ব্যতিক্রম নয়!!

আমি আমার মনের আনন্দে ছবি তুলি।
সত্যিই প্রকৃতি আমাকে খুব টানে!!

আমার বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই!! :)

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর সুন্দর ছবিগুলো দেখে মুগ্ধ নয়ন,
কি মায়াময় প্রকৃতিরূপ!! আহ!

শুভকামনা আপনার জন্য, সুস্থ থাকুন আর মাঝেমধ্যে এরকম প্রকৃতিরূপে মুগ্ধ করুন।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা, নয়নের নয়ন জুড়ানোর মতই ছবি যে!! :)
হ্যা, দোয়া করবেন এমন নয়ন জুড়ানো ছবি যেন বারবার দিতে পারি!!

অনেক্ অনেক শুভেচ্ছা!!

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৬

নীলপরি বলেছেন: প্রতিটা ছবিই খুব সুন্দর ।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা নীলপরি!!

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২০

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় কামরুন নাহার বীথি: আমার খুবই প্রিয় ব্লগার মুনিরা সুলতানাকে কি একটু জানাবেন আমিতো কোনো স্বগীয় কেউ না | স্বর্গের এতো কাছাকাছিতো থাকবার অধিকারতো আমার নেই | তাই সে নিয়ে কোনো কথাই বলি না | আপনার ফটোর মতো কোনো অসম্ভব সুন্দরের দেশে থাকলে ওই তুষার ঢাকা পাহাড়ের ওপর থেকে লাফ দিয়ে হাত-পা ভেঙে, বা জানটা দিয়েও প্রমান করতে চাইতাম,সবাইকে বলতে চাইতাম দ্যাখো আমি স্বর্গীয় -স্বর্গের কাছেই ছিল বসবাস ! আপনাকে আবার ধন্যবাদ অসম্ভব সুন্দরের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য |

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

কামরুন নাহার বীথি বলেছেন:
স্বর্গের কাছাকাছি না থাকলেও, আপনার মন্তব্যে যা বলেছেন তা'তে স্বর্গের কোন অংশেই কম নয়।
আমাদের সাথে কিছুটা শেয়ার করলে সত্যিই ধন্য হতাম।

আপনার দেয়া ছবি দেখার অপেক্ষায় রইলাম!!!

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,




" কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা " এমন হারিয়ে যাওয়ার মতো স্নিগ্ধ সব ছবির ক্যাপশান দিলেন না যে !
ক্যাপশানে কিপ্টেমী হলো কেন ?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

কামরুন নাহার বীথি বলেছেন:
এত চমৎকার ছবিগুলো শেয়ার করার উত্তেজনায় ভুলেই গেছি কাব্যিক ক্যাপশন দিতে হবে!! :)
ছবিতে কিপ্টেমী নেই যে, তাই ক্যাপশনে কিপ্টেমী!!

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ দাদা!!

২০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:

ছবিগুলো সুন্দর হয়েছে, আপা।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৬

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা, দেশটাই যে সুন্দর। ছবিও তাই সুন্দর!!

২১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: নামকরণ টেনে আনল। তারপর দেখলাম অনিন্দ্যসুন্দর ছবি।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২২

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনার মত লিখতে যে পারি না, তাই ছবিই যে ভরসা!! :)

২২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: সুন্দর সে সুন্দরই।। হোক নিজের বা পরের।। একটুও কি কমে যায়??
অনেক ভাললাগা।। ধন্যবাদ।।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২২

কামরুন নাহার বীথি বলেছেন:
ঠিক তাই, সুন্দর সেতো সুন্দরই!! অনেক অনেক ধন্যবাদ ভাই!!

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৪

মার্কো পোলো বলেছেন:
ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফার কি আপনি ছিলেন?

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৯

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা ভাই, ছবিগুলো আমারই তোলা!!
বাগান করা, ছবি তোলা আর একটু ঘুরে বেড়ানোই আমার শখ!!

২৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: এমন বনে হারিয়ে যেতেই মন চায়।

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৭

কামরুন নাহার বীথি বলেছেন:
ঠিক তাই, অনেক ধন্যবাদ রাজকন্যা!!

২৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি অপূর্ব ছবির হাত যায়গা যত সুন্দর ছবি তোলার হাতও তেমনি। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর শিয়ার করার জন্য।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

কামরুন নাহার বীথি বলেছেন:

হাতের তেমন কোন ক্রেডিট নেই, দেশটা যে ছবির চেয়েও সুন্দর!!
তবে শেয়ার করে আমিও আনন্দিত!!

২৬| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

এডওয়ার্ড মায়া বলেছেন: নীচের ছবিটায় মুগ্ধ :)

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১২

কামরুন নাহার বীথি বলেছেন:
তাই? আরগুলো একটাও পছন্দ হয়নি তাহলে??? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.