নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে

ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে › বিস্তারিত পোস্টঃ

যদি কখনো হঠাৎ করে আপনার কানের কাছে এসে মৃদুস্বরে বলি,আসুন, আজ আমরা একজন চোরকে স্যালুট করি, করবেন কি?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

যদি কখনো হঠাৎ করে আপনার কানের কাছে এসে মৃদুস্বরে বলি,

আসুন, আজ আমরা এমন একজন চোরকে স্যালুট করি, “যে চোর দীর্ঘ ৩৫ বছর যাবত ট্রেনে ট্রেনে চুরি করে বেড়াচ্ছে। হাতে টান পড়লেই এ চোর তার দলবল নিয়ে চুরি করতে বেরিয়ে পরে। ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস কিংবা ঢাকা রাজশাহী অভিমুখী সিল্কসিটি এক্সপ্রেসের মতো অভিজাত রেলগাড়িগুলোতে এক বেলায় কয়েক লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিতে পারে সেই চোরের বাহিনী।“ -এইটুকু শুনতেই দেখা যাবে, ভুরু কুচকে আমার দিকে তাকাবেন আপনি। বিরক্ত ভঙ্গিতে বলে উঠবেন, ‘মিয়া, আপনার মাথাটা নিশ্চয়ই গেছে! নইলে এমন চোরকে স্যালুট করার আহবান কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে!!



বিশ্বাস করুন,

আপনার এমন প্রতিউত্তরে আমি মন খারাপ করবো না বরং হাসিমুখ নিয়ে আগের থেকে দৃঢ় ভাবে জবাব দিব, হ্যা পারে, আপনারা কেউ স্যালুট না করুন, অন্তত আমি স্যালুট করবো এমন একজন চোরকে। কেন জানেন?



কারন,

- ৫৫ বছর বয়সি এই চানমিয়া চোর, তার চুরির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চুরির টাকাগুলো সমাজ সেবার কাজে ব্যয় করে গেছেন।



- এ চোর এ পর্যন্ত তার গ্রামের শতাধিক মেয়ের বিয়ে দিয়েছেন তার চুরি করা টাঁকায়।



- অনেক পঙ্গু ব্যাক্তি হুইল চেয়ারে বসে চলাফেরা করতে পারছেন কেবলমাত্র এই চোরের চুরি করা টাঁকায়।



- কমলাপুর, জয়দেবপুর রেলস্টেশনের আশেপাশের গরীব ব্যাক্তিদের অসুখবিসুখের কথা শুনলেই এই চোর তাদের পাশে গিয়ে দাঁড়ান, টাঁকা দেন তাদের ওষুধ কেনার জন্য।



- এ চোর গরিবের পকেট কাটেন না। এমনকি, টঙ্গীর বিশ্ব ইজতেমা বা এ জাতীয় বড় ধর্মীয় মহাসমাবেশে অংশগ্রহণকারীদেরও তিনি কোনো ক্ষতি করেন না। বরংচ, অনেক সময় ভুলবশত গরিব মানুষের টাকা চুরি করে ফেললেও সুযোগ থাকলে তা ফেরত দিয়ে দেন।



এসব শুনে এতক্ষণে হয়তো আপনি বলবেন আমাকে, বোকা নাকি আপনি!!

যত যাই কিছু হোক এ জন্য তো আর একজন চোরকে স্যালুট করা যায় না মশাই! এগুলো সব মানুষের মেরে দেয়া টাঁকায় করা, চুরির টাঁকায় মহৎ কাজের আবার মূল্য কিসের? ব্যাটায় একটা খারাপ কাজ করেছে, আরেকটা ভালো কাজ করেছে। ভালো আর খারাপে কাঁটাকাটি। সুতরাং কাজ = ০।



কিন্তু, না। সত্যি বলছি, আপনার ‘বোকা’ সম্বোধন শুনেও বিন্দুমাত্র রাগ করবো না আমি, হাসিমুখে আগের থেকেও আরও দৃঢ় ভঙ্গিতে এ চোরকে স্যালুট করার কথা বলে যাবো আপনাকে। কেন জানেন?



কারন,

যেই হাত দিয়ে আপনি আমি এদেশের “সাড়ে ৪ হাজার কোটি” টাঁকার চুরি কে কোনও চুরিই মনে না করা ব্যাক্তিকে(চোর!) স্যালুট করতে পারি!!

দেশের মানুষের কোটি কোটি টাঁকা চুরি করেও, যেসব চোররা কারাগারে না গিয়ে বিলাসবহুল গাড়িতে ঘুরে ঘুরে প্রতিনিয়ত আমাদের চোখ রাঙ্গিয়ে বেড়াচ্ছেন, আমরা যদি তাদের চুরিগুলোকে মেনে নিয়ে প্রতিনিয়ত তাদের সামনে গিয়ে মাথা নিচু করে দাড়িয়ে থাকতে পারি!!

চুরির টাঁকায় উপরের সেই চোরের মতো কোনও ভালো কর্ম না করে বরং চুরির টাঁকা গুলো ব্যয় করে কিভাবে আমাদের থেকে আরও চুরি করা যায় সেই চিন্তায় মগ্ন থাকেন দেশের যে সমাজপতিরা, আমাদের শক্ত হাতগুলো দিয়ে যদি আমরা সেসব চোরদের চপেটাঘাত না করে, স্যালুট দিয়ে যেতে পারি!! দেশ সমাজের অভিভাবক হিসেবে যদি তাদের মেনে নিতে পারি!!

তবে কেন এ দেশে ‘চান মিয়ার’ মতো এমন পরোপকারী একজন চোরকে স্যালুট দিতে আপনার হাতটা আজ এতো কনফিউজড??



কি ভাবছেন এখনও? স্যালুট করবেন কি, করবেন না!!

সমস্যা নাই, আপনি ভাবতে থাকুন। কিন্তু সুস্থ মস্তিষ্কে আমি আমার হাত কপালের সামনে নিয়ে সেই ‘চান মিয়া’ চোরের উদ্দেশ্যে জোর গলায় বলছি...



স্যালুট তোমায় হে ‘চান মিয়া চোর’!!



দেশ সমাজের অভিভাবকগন তাদের যে দায়িত্ব গুলো করতে পারছেন না বা করার চেষ্টাই করছেন না , একজন চোর হয়েও নির্দ্বিধায় সে কাজগুলো করে দিয়ে তুমি চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিলে যে, দেশ সমাজের সেসব অভিভাবকগনের তুলনায় তোমার মনুষ্যত্ব অনেক অনেক উচুমানের।। সত্যিকার অর্থে তাদের থেকে অনেক অনেক উঁচু তোমার মর্যাদা।



[বিঃদ্রঃ জামালপুর নিবাসী চান মিয়া চোরকে নিয়ে আজ ০৬.০২.২০১৪ তারিখে কালেরকন্ঠ পত্রিকায় ছোট্ট একটি রিপোর্ট দেখি, সেটার উপর ভিত্তি করেই এই লিখাটুকু লিখা]



মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

পথহারা নাবিক বলেছেন: স্যালুট তোমায় হে ‘চান মিয়া চোর’!!

একটা ছবি হবে!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২

কাঠুরে বলেছেন: আমার পিসি থেকে পোষ্টে ছবি যোগ করতে ঝামেলা হয় খুব। মন্তব্যে ছবি দেয়াই যায় না। কষ্ট করে এই লিংক থেকে দেখে নিন ছবি। (Click This Link)

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

আলোর পরী বলেছেন: আপনি একদম ঠিক বলেছেন , আমরা রুটি চোরকে জুতা পেটা করি আর হাজার কোটি টাকা যারা চুরি করে তাদের সেলাম ঠুকি ।

ধিক ওই নিকৃষ্ট চোরদের ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৬

কাঠুরে বলেছেন: আপনিও খুব সুন্দর মন্তব্য দিয়েছেন।
এই চোরকে দেখে আমার আজ উপলব্ধি হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে দেশকে এগিয়ে নেয়ার জন্য এমন চোর আরও অনেকগুলার প্রয়োজন আমাদের।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। :)

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৭

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩

কাঠুরে বলেছেন: ধন্যবাদ। :)

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

এস বাসার বলেছেন: উনাকে স্যালুট, আর সেসব চোরদের থুথু.......

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

কাঠুরে বলেছেন: ইচ্ছে মিলালাম আপনার ইচ্ছের সাথে।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

হেডস্যার বলেছেন:
গরিবের রাজা রবিন হুড :D

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

কাঠুরে বলেছেন: আমাদের সৌভাগ্য গল্পের রবিনহুডকে আমাদের বাংলাদেশে সত্যি সত্যিই পেয়ে গেলাম।

ধন্যবাদ হেডস্যার। :)

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

কামাল উদ্দীন বলেছেন: আমি সম্মান করি আর স্যালুট জানাই এই চোরকে। ধন্যবাদ এই সুন্দর লেকাটির জন্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

কাঠুরে বলেছেন: একমত আপনার সাথে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। :)

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেই হাত দিয়ে আপনি আমি এদেশের “সাড়ে ৪ হাজার কোটি” টাঁকার চুরি কে কোনও চুরিই মনে না করা ব্যাক্তিকে(চোর!) স্যালুট করতে পারি!!
দেশের মানুষের কোটি কোটি টাঁকা চুরি করেও, যেসব চোররা কারাগারে না গিয়ে বিলাসবহুল গাড়িতে ঘুরে ঘুরে প্রতিনিয়ত আমাদের চোখ রাঙ্গিয়ে বেড়াচ্ছেন, আমরা যদি তাদের চুরিগুলোকে মেনে নিয়ে প্রতিনিয়ত তাদের সামনে গিয়ে মাথা নিচু করে দাড়িয়ে থাকতে পারি!!

চুরির টাঁকায় উপরের সেই চোরের মতো কোনও ভালো কর্ম না করে বরং চুরির টাঁকা গুলো ব্যয় করে কিভাবে আমাদের থেকে আরও চুরি করা যায় সেই চিন্তায় মগ্ন থাকেন দেশের যে সমাজপতিরা, আমাদের শক্ত হাতগুলো দিয়ে যদি আমরা সেসব চোরদের চপেটাঘাত না করে, স্যালুট দিয়ে যেতে পারি!! দেশ সমাজের অভিভাবক হিসেবে যদি তাদের মেনে নিতে পারি!!
তবে কেন এ দেশে ‘চান মিয়ার’ মতো এমন পরোপকারী একজন চোরকে স্যালুট দিতে আপনার হাতটা আজ এতো কনফিউজড?

+++++



০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

কাঠুরে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার মতো কিছু কিছু মানুষের মন্তব্য পেলে মনে হয় যেন লিখাটা সার্থক হয়েছে।

ভালো থাকুন সবসময়। :)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: ছোটখাটো জিনিষ টাকা চুরি করলে হয় চোর আর বড়বড় জিনিষ টাকা চুরি করলে হয় নেতা বা শিল্পপতি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

কাঠুরে বলেছেন: হুম, একই হাত পা দিয়ে আমরা একজনরে প্যাদাই, আবার একই হাত পা দিয়ে একজনরে স্যালুট ঠুকি!!

ধন্যবাদ। :)

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

HHH বলেছেন: চুরি করা নিষেধ এবং হারাম। চুরির টাকা দিয়ে মসজিদ বানালেও সেটা অন্যায়। বিচার হবে। যারা হাজার কোটি চুরি করে তাদেরও বিচার হবে, যারা রবিন হুড তাদেরও বিচার হবে।

চুরিকে উতসাহিত করার কিছু নেই। কাউকে সাহায্য করতে হলে নিজের কষ্টার্যিত পয়সা থেকে করেন। সেটাতে আল্লাহর সন্তুষ্টি পাবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

কাঠুরে বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।

তবে আমি এই দৃষ্টিকোণ থেকে লিখাটা লিখি নাই। লেখার মুল ভাবটা বোঝার চেষ্টা করুন।

ধন্যবাদ।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

হাসান-২০১৩ বলেছেন: চান মিয়া ইজ গ্রেট! চিয়ার্স চান মিয়া!!!..... :D

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

কাঠুরে বলেছেন: চিয়ার্স চান মিয়া। :)

ধন্যবাদ।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: এ চোর গরিবের পকেট কাটেন না।

ট্রেনে কেমন করে বোঝ যাবে একজন মানুষ গরীব কি ধনী?


ঘটনা এমনও হতে পারে যে একটা মানুষ তার একমাত্র মুলধন নিয়ে ঢাকা যাচ্ছে। হয়ত সে ব্যবসা করবে, হয়ত সে কলেজে/ভার্সিটিতে ভর্তি হবে ইত্যাদি ইত্যাদি। এখন যদি চান মিয়া সেই মানুষটার টাকা চুরি করে নিয়ে গিয়ে আরেকজনের ভালো কাজে লাগালেন। এখন চিন্তা করে তো যে মানুষটার টাকাটা চুরি গেল তার কি অবস্হা হবে!

চান মিয়া হয়ত ভালো কাজ করতাছেন ঠিকই, কিন্তু সেই ভালো কাজের পন্হাটা ভালো লাগে নাই!

তবে এটা ঠিক আমাদের সমাজের পুকুর চোরদের তুলনায় (যারা চুরির টাকায় শুট টাই লাগিয়ে নতুন মডেলের গাড়ি দৌড়ায় আর বিলাসবহুল বাড়িতে থাকে) চান মিয়া অনেক ভালো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

কাঠুরে বলেছেন: যেহেতু ইচ্ছাকৃত ভাবে গরীব দের থেকে চুরি করেন না, সেহেতু নিশ্চিত থাকেন যে তার খপ্পরে গরীবেরা তুলনামূলক ভাবে অনেক কমই পড়ে।

তবে আপনার মন্তব্যের সাথে একমত আমি।
তবুও সে ওইসব চোরদের থেকে অনেক অনেক গুন উত্তম না, যেসব চোরদের আমরা প্রতিনিয়ত স্যালুট করে যাচ্ছি!!

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.