নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে

ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে › বিস্তারিত পোস্টঃ

উপরওয়ালা যেন পৃথিবীর কোনও মার ঘরেই এমন কুলাঙ্গার সন্তানের জন্ম না দেন !!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪



সংসারের বোঝা মনে হওয়ায়, কুমিল্লা থেকে গাড়িতে করে এনে গত ৩০ জানুয়ারি রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডে ৮৫ বছর বয়সী বৃদ্ধা মাকে ফেলে রেখে পালিয়ে যায় তার দুইছেলে...!!



বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে রাস্তায় বৃদ্ধা আরাফাতুন নেছার কেটে যায় আটদিন। লোকের দেয়া খাবার ও শীতের কাপড় দিয়ে কোন মতে টিকে থাকেন তিনি।



গত শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা সেই বৃদ্ধার সাথে কথা বলতে গেলে বৃদ্ধা তাদের জানান, তার বাড়ি কুমিল্লায়। তার দুই ছেলে শামীম ও শাহীন। দুটি মেয়েও আছে।



“ছেলেরা তাকে 'গাড়িতে' করে এখানে এনে বসিয়ে রেখে গেছে, আর ফিরে আসেনি।”



কথা বলার ফাঁকে ফাঁকে তিনি শামীম ও শাহিনের নাম ধরে কান্নায় ভেঙে পড়েন।



মায়া হওয়ায় রাস্তা থেকে ৮৫ বছর বয়সী বৃদ্ধাকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী।



কিন্তু বৃদ্ধার আশা, তার ছেলেরা তাকে বাড়ি ফিরিয়ে নিতে এখানেই আসবে। তাই রাস্তার নিবাসী হয়ে থাকায় অনড় থাকেন তিনি।



একেই বলে 'মা'...!!



*******



"খোকারও হয়েছে ছেলে,দু’বছর হলো

তার তো মাত্র বয়স পঁচিশ, ঠাকুর মুখ তোলো।

একশো বছর বাঁচতে চাই, এখন আমার সাধ

পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।

আশ্রমের এই ঘরটা ছোট,জায়গা অনেক বেশি-

খোকা- আমি,দু’জনেতে থাকবো পাশাপাশি।

সেই দিনটার স্বপ্নদেখি ভীষণ রকম

মুখোমুখি আমি,খোকা আর রাস্তাস্রম।"




একটা সময় নচিকেতার বৃদ্ধাশ্রম গানটি শুনে ভাবতাম, আচ্ছা, সত্যি সত্যিই কি মানুষ এতো নিষ্ঠুর হতে পারে?? একজন মানুষ কি করে পারে, নিজের গর্ভধারিণী মাকে নিজের ঘর থেকে তারিয়ে দিতে। যখন তাড়ায় তখন সে তার জন্য তার মা'র অবদানের কথা চিন্তা না করুক কিন্তু তার কি এক্টাবারের জন্যও তখন মনে হয় না যে, সে নিজেও রক্তমাংসে গড়া একজন মানুষ, একদিন তাকেও বৃদ্ধ হতে হবে!!



নচিকেতার গানের কথা গুলা মনের ভিতরটাকে যতটুকু নাড়া দিত, আজকে এই খবরটা তার থেকে বহু বহুগুন বেশী নাড়া দিয়ে গেলো। বারবারই খালি মনে হচ্ছে, এরা কি মানুষ?? নাকি পশু?? অনেক পশুদেরও তো এর থেকে বেশী মায়া মমতা থাকে!!



কুমিল্লার ছেলে হিসেবে সবসময়ই গর্ববোধ করি আমি, এবং করে যাবো সবসময়। কিন্তু আজকে কুমিল্লার এই দুইজন কুলাঙ্গার ছেলের কর্মকাণ্ডের খবরে সত্যিই ভীষণ লজ্জা পাচ্ছে আমার!! আমি খুবই লজ্জিত আজ, একজন কুমিল্লার ছেলে হিসেবে।

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

মুক্তকণ্ঠ বলেছেন: :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

কাঠুরে বলেছেন: উপরওয়ালা যেন পৃথিবীর কোনও মার ঘরেই এমন কুলাঙ্গার সন্তানের জন্ম না দেন !! এমন সন্তানের থেকে একজন মা'র নিঃসন্তান থাকাও বহু বহু গুনে ভালো। :(

ধন্যবাদ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

চুক্কা বাঙ্গী বলেছেন: আল্লাহর কাছে দোয়া করি তার সন্তানদের যেন আল্লাহ পঁচাশি বছর বাচায় রাখে এবং তাদের ছেলেমেয়েরাও যেন তাদের এরকম করে রাস্তায় ফেলে যায়। X(
উপরওয়ালা যেন পৃথিবীর কোনও মার ঘরেই এমন কুলাঙ্গার সন্তানের জন্ম না দেন !! এমন সন্তানের থেকে একজন মা'র নিঃসন্তান থাকাও বহু বহু গুনে ভালো। :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

কাঠুরে বলেছেন: আল্লাহর কাছে দোয়া করি তার সন্তানদের যেন আল্লাহ পঁচাশি বছর বাচায় রাখে এবং তাদের ছেলেমেয়েরাও যেন তাদের এরকম করে রাস্তায় ফেলে যায়।

খুব সুন্দর বলেছেন ভাই।
আমিন।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:

আমরা লজ্জিত :( :(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

কাঠুরে বলেছেন: ভীষণ... :( :( :(

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: আল্লাহর কাছে দোয়া করি তার সন্তানদের যেন আল্লাহ পঁচাশি বছর বাচায় রাখে এবং তাদের ছেলেমেয়েরাও যেন তাদের এরকম করে রাস্তায় ফেলে যায়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১১

কাঠুরে বলেছেন: আমিন।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

দি সুফি বলেছেন: হায় শামীম, হায় শাহিন - তোদের মত কুলাঙ্গারের মুখে টয়লেট করি। X(( X((

চুক্কা বাঙ্গী বলেছেন: আল্লাহর কাছে দোয়া করি তার সন্তানদের যেন আল্লাহ পঁচাশি বছর বাচায় রাখে এবং তাদের ছেলেমেয়েরাও যেন তাদের এরকম করে রাস্তায় ফেলে যায়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

কাঠুরে বলেছেন: হায় শামীম, হায় শাহিন - তোদের মত কুলাঙ্গারের মুখে টয়লেট করি।

এরা এর থেকেও আরও জঘন্য কিছু পাওয়ার যোগ্য।

ধন্যবাদ।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

ক্ষমতাসীন দল বলেছেন: আল্লাহুতা’লা দয়া করে শামীম এবং শাহীনকে যেন সুমতি দান করেন । তারা যেন ফিরে এসে তার বৃদ্ধা মার খেদমত করেন । মা তার সন্তানদের অমংগল কামনা করেন না । তাই শামীম-শাহীনদের দিকে তাকিয়ে আছে । সন্তানদের মনে দয়ার উদ্রেক হোক- এই কামনা করি ।

মা- তো । হায় রে মা - -----------------------------

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

কাঠুরে বলেছেন: ভালো বলেছেন।

নচেৎ আল্লাহ যেন যে কোনও এক্সিডেন্টে ফেলে তাদের অবস্থা এই বৃদ্ধার থেকেও করুন করে দেয়। যাতে করে তারা অসহায়ের মর্ম বুঝতে পারে।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

পাঠক১৯৭১ বলেছেন: ব্যাপারটা ঘটা অনুচিত, কিন্তু বাস্তবে ঘটেছে; অর্থনৈতিক কারণে বৃদ্ধ নাগরিকের ভার যদি পরিবার বইতে সক্ষম না হয়, দেশ সেই ভার নিবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

কাঠুরে বলেছেন: নিচে অপ্রচলিত ভাই বলে গেছেন, "যত অর্থনৈতিক সমস্যাই থাকুক, মা তো মাই। "

অর্থনৈতিক সমস্যায় পড়লেই মাকে ফেলে দিতে হবে?? এটা কেমন ধরনের মানুষের মানসিকতা!!

একজন মা যখন অর্থনৈতিক ভাবে ভিখারিনি হয়ে যায় তখন কি তিনি সন্তানদের ফেলে দেন? নাকি ভিক্ষা করে নিজে খেয়ে সন্তানকে খাওয়ান!!

অর্থনৈতিক ভাবে যতই সমস্যায় থাকুক, মা'কে করা সন্তানের জন্য বাধ্যতামুলক কর্তব্য।

পৃথিবীতে এমন অনেক মা আছে, যারা সন্তানের ঘরে দুটা ডাল ভাত খেয়েও শান্তি পান, কিন্তু অন্য কারো অনুদানে পোলাও কোর্মা খেলেও সেগুলো তাদের কাছে বিস্বাদ লাগে।

এই ঘটনাতেই যার প্রমান, দেখুন এক যায়গায় লিখা আছে,
"মায়া হওয়ায় রাস্তা থেকে ৮৫ বছর বয়সী বৃদ্ধাকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী।

কিন্তু বৃদ্ধার আশা, তার ছেলেরা তাকে বাড়ি ফিরিয়ে নিতে এখানেই আসবে। তাই রাস্তার নিবাসী হয়ে থাকায় অনড় থাকেন তিনি।"

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২

অপ্রচলিত বলেছেন: ধিক এইসব কুলাঙ্গারদের। যত অর্থনৈতিক সমস্যাই থাকুক, মা তো মাই। সবার প্রতি বাবা-মাকে তাদের প্রাপ্য সম্মান ও ভালোবাসা জানানোর অনুরোধ থাকলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

কাঠুরে বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই।

মন্তব্যের সাথে একমত।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: ধিক্কার জানাই ওই ছেলেদের। পৃথিবীর কোন মায়ের গর্ভে যেন এমন কুলাঙ্গার সন্তানের জন্ম না হয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

কাঠুরে বলেছেন: শত সহস্র ধিক্কার.!!

আমিন।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৯

জাহাঙ্গীর জান বলেছেন: মূল্যবান মায়ের মর্যাদা রাস্তায় । একেবারেই নিকৃষ্ট মানুষের কাজটাই করেছেন শামিম, শাহিন ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

কাঠুরে বলেছেন: সহমত। :(

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬

এম আর ইকবাল বলেছেন:
বেশ কিছুদিন আগে, নবাবগঞ্জ বাজারের(লালবাগ ) বড় মসজিদে আসরের নামাজের পূর্বে ইমাম সাহেব বললেন আমার কিছু কথা আছে শুনুন ,
আমাদের মসজিদের একজন নিয়মিত মুসল্লী এবং এলাকায় মান্যগণ্য একজন লোকের মা আজ আমার কাছে একটা অভিযোগ করেছেন : তিনি বলেছেন তার ছেলে প্রায়ই তাকে মারধর করে, কটু কথা বলে ইত্যাদি ।আমি সেই মুসল্লি ভাইকে অনুরোধ করছি তিনি যেন এ সব আর না করেন, এবং মায়ের কাছে ক্ষমা চান । নতুবা আমি আগামীতে সেই ভাইয়ের নাম জানাতে বাধ্য হবো ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

কাঠুরে বলেছেন: ইমাম সাহেব অনেক ধন্যবাদ প্রাপ্য এতো সুন্দর করে বিষয়টি সমাধানের চেষ্টা করায়।

বাবা মার প্রতি সন্তানের কর্তব্যের ব্যাপারে সমাজের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিৎ, এবং যারা সচেতন নয় তাঁদেরকে সচেতন করার জন্য ইমাম সাহেবের মতো এগিয়ে আশা উচিৎ।

ধন্যবাদ।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


ওদেরকে কোন ভাবেই মানুষ বলা যাবেনা। ওরা পিশাচ শ্রেণীর।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

কাঠুরে বলেছেন: একমত ভাই।

বিন্দুমাত্র মনুষ্যত্ব আছে এমন কারো পক্ষে একাজ করা কোনওদিনও সম্ভব নয়। আসলেই এরা পিশাচ শ্রেণীর।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: "খোকারও হয়েছে ছেলে,দু’বছর হলো
তার তো মাত্র বয়স পঁচিশ, ঠাকুর মুখ তোলো।
একশো বছর বাঁচতে চাই, এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট,জায়গা অনেক বেশি-
খোকা- আমি,দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্নদেখি ভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আর রাস্তাস্রম।"


একটা সময় নচিকেতার বৃদ্ধাশ্রম গানটি শুনে ভাবতাম, আচ্ছা, সত্যি সত্যিই কি মানুষ এতো নিষ্ঠুর হতে পারে??

: হুম দুনিয়াটা অনেক নিষ্ঠুর, এটাই বাস্তবতা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

কাঠুরে বলেছেন: :( :(

মা বাবার ক্ষেত্রে পৃথিবীর অন্যদেশের মানুষরা নিষ্ঠুর সেটা মেনে নেয়া সম্ভব হলেও, বাংলাদেশের প্রেক্ষিতে এতো নিষ্ঠুরতা মেনে নেয়া খুবই কষ্টকর।

ধন্যবাদ ভাই।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওদেরকে পশু বললেও পশুদের অপমান করা হবে। আমি কোন ভাষা খুজে পাচ্ছিনা ওদেরকে গালি দেওয়ার জন্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

কাঠুরে বলেছেন: ঠিকই বলেছেন ভাই, "ওদেরকে পশু বললেও পশুদের অপমান করা হবে।"

মিরপুরের প্রিন্স বেকারির মালিকের কুকুরটির কথা ভাবলে মনে হবে যেন, সেই কুকুরের পা ধোঁয়া পানি জোর করে এসব মানুষরুপি নিকৃষ্ট পশুদের এনে খাওয়াই।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

অলওয়েজ ড্রিম বলেছেন: এই মা সবচেয়ে খুশি হবেন যদি তার ছেলেদেরকে আল্লাহ সুমতি দেন। আল্লাহ তাদের সুমতি দাও।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

কাঠুরে বলেছেন: আমিন।

নচেৎ এই দোয়া করি, আল্লাহ যেন যে কোনও এক্সিডেন্টে ফেলে তাদের অবস্থা এই বৃদ্ধার থেকেও করুন করে দেয়। যাতে করে তারা অসহায়ের মর্ম বুঝতে পারে।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সত্যিই কুলাঙ্গার।
কুমিল্লারই আরেক ছেলে তার মাকে বোনের বাসায় রেখে বলেছিল পরের সপ্তাহে এসে নিয়ে যাবে। সেই ছেলে সেখানে যায় না আজ তিন বছর। অথচ কুমিল্লা শহরে থাকে সেই ছেলে, একজন মায়ের খোরপোষ চালানোর মানসিকতা হয় না। অন্যদিকে বউয়ের চুল রং করা, পার্লারের খরচ নয়া ফ্যাশনের শাড়ী, থ্রি পিস ঠিকই যোগাড় হয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

কাঠুরে বলেছেন: ভালো খারাপ মিলিয়েই প্রতিটা দেশের মানুষ। তবুও গতকাল উপরের নিউজটা আর এখন আপনার মন্তব্যটা দেখে কুমিল্লার একজন হিসেবে খুবই লজ্জা পাচ্ছি আমি। :(

আপনার এখনের মন্তব্যটি দেখে মনে হচ্ছে, আপনি এখন যেই কুলাঙ্গারের কথা বললেন, তাকে চেনেন বা জানেন, যদি জেনে থাকেন তবে এসব কারনে সেই কুলাঙ্গারকে সামাজিক ভাবে বয়কট করছেন না কেন।

এমন প্রতিটা কুলাঙ্গারদেরই আমাদের বুঝানো উচিৎ, না বুঝতে চাইলে সামাজিক ভাবে বয়কট করা উচিৎ।

ধন্যবাদ।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২

এক্স রে বলেছেন: জানিনা এই কুলাঙ্গার মানুষের অবয়ব পেলো কি করে। মায়ের সাথে কোনো অনাদর অবহেলার কথা ভাবতেই তো অবাক লাগে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

কাঠুরে বলেছেন: মায়ের সাথে কোনো অনাদর অবহেলার কথা ভাবতেই তো অবাক লাগে!

একমত।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

nurul amin বলেছেন: ৮৫ বছরের বৃদ্ধা মা আর কয়দিনই বা বাচত। আর কয়টা দিন অপেক্ষা করতে পারল না। এমন নিষ্ঠুরতা গ্রহনযোগ্য নয়।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

nurul amin বলেছেন: ৮৫ বছরের বৃদ্ধা মা আর কয়দিনই বা বাচত। আর কয়টা দিন অপেক্ষা করতে পারল না। এমন নিষ্ঠুরতা গ্রহনযোগ্য নয়।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

ড. জেকিল বলেছেন: ৮৫ বছরের মানুষকে ভরণ পোষনের জন্য অর্থ লাগেনা, আর অর্থনীতির প্রয়োগ তো সেখানে দূরের কথা।

শুয়োর গুলারে ধরে চিড়ে অর্ধেক করা উচিত।

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

নিরীহ বালক বলেছেন: জানি না উনি কি এখনো সেখানে বসে আছেন কিনা !
ছেলেগুলো নিশ্চই এখন বেশ ফুর্তিতেই আছে !!

ছেলেগুলো হয়তো জানেও না যে তারা তার মায়ের সেই ১০ মাসের গর্ভধারনের সময়ের ঋণটুকুও সারাজীবনেও শোধ করতে পারবে না ।

এমন অকৃতজ্ঞ ছেলেদের আল্লাহ উচিত সাজা দিক ।

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: পশুর মমত্ববোধও নেই এই মানুষ নামের জীবগুলো

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: পিশাচের দল।

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

নিশাত তাসনিম বলেছেন: নিরীহ বালক বলেছেন:

জানি না উনি কি এখনো সেখানে বসে আছেন কিনা !
ছেলেগুলো নিশ্চই এখন বেশ ফুর্তিতেই আছে !!

ছেলেগুলো হয়তো জানেও না যে তারা তার মায়ের সেই ১০ মাসের গর্ভধারনের সময়ের ঋণটুকুও সারাজীবনেও শোধ করতে পারবে না ।

এমন অকৃতজ্ঞ ছেলেদের আল্লাহ ---------------

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: কুমিল্লার ছেলে হিসেবে সবসময়ই গর্ববোধ করি আমি। কিন্তু আজকে কুমিল্লার এই দু'জন কুলাঙ্গার ছেলের কর্মকাণ্ডের খবরে সত্যিই ভীষণ লজ্জা পাচ্ছে আমার!!! আমি খুবই লজ্জিত আজ, একজন কুমিল্লার ছেলে হিসেবে।

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

টুম্পা মনি বলেছেন: সত্যি খুব কষ্ট পেয়েছি! মানুষ এমন কেন হয়!

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
এই রকম নিকৃষ্ট কুলাঙ্গারদের জঘন্যতম শাস্তি হওয়া উচিত।

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আল্লাহর কাছে দোয়া করি তার সন্তানদের যেন আল্লাহ পঁচাশি বছর বাচায় রাখে এবং তাদের ছেলেমেয়েরাও যেন তাদের এরকম করে রাস্তায় ফেলে যায়।

হ্যা এমনটাই হবে, নিশ্চিত।

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: "ঐ হতভাগ্য মার জায়গায় আমার মার এবং ঐ হতভাগ্য ছেলের জায়গায় আমি" চিন্তাই করতে পারি না।

আরে মা তো আমার মা...........আমারই মা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.