নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে

ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে › বিস্তারিত পোস্টঃ

আংশিক নয়, সম্পূর্ণ চটি!! (দৈনিক কালের কন্ঠ)

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:০২

(০৮ মার্চ, ২০১৪) মা হতে চান সানি লিওন।



(০৮ মার্চ, ২০১৪) বলিউডে আমার বেশি বন্ধু নেই : সানি লিওন।



(০৭ মার্চ, ২০১৪) সানি লিওনকে শপিং মলে ঢুকতে দেওয়া হলো না।



(০৭ মার্চ, ২০১৪) সালমান বা সানি লিওন, বলিউড তারকারা নামছেন অনলাইন ব্যবসায়।



(০৬ মার্চ, ২০১৪) আমি জানি আমার চেহারা সুন্দর নয়, শরীরটাই সুন্দর: সানি লিওন।



(০৪ মার্চ, ২০১৪) অবশেষে কাপিলের কমেডি নাইটে সানি লিওন।



(০১ মার্চ, ২০১৪) সিনেমার প্রচারণায় গিয়ে লাঞ্ছিত হলেন সানি লিওন।



(২৭ ফেব্রুয়ারি, ২০১৪) চাকরি দেবেন সালমান খান, পাশে থাকবেন সানি লিওন।



(২৭ ফেব্রুয়ারি, ২০১৪) সানি লিওনকে চান নি অরিজিৎ সিং।



(২৬ ফেব্রুয়ারি, ২০১৪) রাতে বিপজ্জনক লেকে নামলেন নগ্ন সানি লিওন।



(১৯ ফেব্রুয়ারি, ২০১৪) সানি লিওনের চাহিদা!!!



(১৫ ফেব্রুয়ারি, ২০১৪) সানি লিওনের 'রাগিনি এমএমএস টু' মুক্তি পিছিয়েছে।



(১২ ফেব্রুয়ারি, ২০১৪) তাহলে সানির এমএমএস 'প্রাপ্ত বয়স্কদের' ছবি!



(১০ ফেব্রুয়ারি, ২০১৪) সানি লিওনের বিপরীতে ভূতের গ্যাং।



(১০ ফেব্রুয়ারি, ২০১৪) রাগিনি এমএমএস-টু পোস্টারে বিবসনা সানি লিওন।



(০৭ ফেব্রুয়ারি, ২০১৪) 'রাগিনি এমএমএস টু' ট্রেইলারে যৌনতায় বিব্রত সানি লিওন।



(০৬ ফেব্রুয়ারি, ২০১৪) সানি লিওনের 'রাগিনি এমএমএস টু' ট্রেইলারে ব্যাপক সাড়া।



(০৩ ফেব্রুয়ারি, ২০১৪) ভয়ের সিনেমার ট্রেলারে সানি লিওন আরো উত্তেজক।



......

ভাবতাছেন কি?

মহাত্মা সানী লিয়নের জীবনের উপরে এসাইন্টমেন্ট করছি! এসাইনমেন্টের অংশ বিশেষ এটা...!!



না...।। এটা মহাত্না সানী লিওনের জীবনের উপর করা কোনও এসাইনমেন্ট না, এসাইন্মেন্টের অংশ বিশেষও না। গেল ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ থেকে আজ মার্চের ৮ তারিখ পর্যন্ত, মাত্র ৩৩ দিনে কালের কণ্ঠের বিনোদন পাতায় মহাত্মা সানী লিয়নকে নিয়ে এতগুলো রিপোর্ট ছাপানো হয়।। এখানে আমি মাত্র এই ৩৩ দিনের লিস্ট দিলাম, কিন্তু 'সানী লিয়ন' লিখে তাদের পত্রিকায় সার্চ দিলে সেখানে ১০ পেজ ভর্তি সানী লিয়নের নিউজ শো করে, যেগুলো কেবলমাত্র কালের কণ্ঠের বিনোদন পাতা থেকেই শেয়ার করা হয়েছিলো গত কয়েক মাসে।



ব্যাপারটা একটু খেয়াল করলে যে কাউরই এমনটা মনে হবে, হয়তো বাংলাদেশ এবং ভারতে সানী লিয়ন থেকে সেরা আর কোনও নায়িকা/সেলিব্রিটি এখন আর বাইচা নাই। কিংবা বাংলাদেশের মানুষের চোখে বর্তমানের লিজেন্ড সেলিব্রিটি সম্ভবত একমাত্র সানী লিয়নই। যার কারনে এই মহাত্মা সানীকে নিয়ে কালের কন্ঠের সাংবাদিকদের(!) এতোটা কৌতূহল!! এতোটা ভক্তি!! প্রতিনিয়ত বাংলার সাধারণ মানুষের ঘরে ঘরে এই মহাত্মা লেডির পবিত্র বার্তা পৌঁছানোর জন্য এতোটা আগ্রহ তাদের...!!



আগে এক ধরনের মুরুব্বীরা বাচ্চাদের পত্রপত্রিকা পড়াটাকে ট্যারা চোখে দেখে থাকলেও, "পত্র পত্রিকা পড়লে আউট নলেজ বারে, মেধার বিকাশ ঘটে" সচেতন মুরুব্বীদের কাছ থেকে এসব কথা শুনতে শুনতে বড় হওয়ায়, বাচ্চাদেরকে এখন আর পত্রিকা পড়তে বাঁধা দেয় না কেউ সচরাচর।

যার ফলে দেখা যায়, কোনরকমে বাংলা শিখেছে এমন বাচ্চারাও দিব্যি পত্রিকা পড়ে যাচ্ছে প্রতিনিয়ত। পত্রিকা খুলে তারা আর কোনও পাতায় চোখ না বুলাক, বিনোদনের পাতাটাতে চোখ বুলাতে ভুলে না কেউ। আর যেখানে চোখ বুলিয়ে প্রতিদিন তারা অর্জন করছে উপরে চটি শিরোনামগুলো সম্বন্ধে বিস্তারিত জ্ঞান।।



কি অদ্ভুত না ব্যাপারটা!

নিজেদের সভ্য দাবী করে নিজের অজান্তে কতোটা স্বাভাবিক ভাবে নিজের ছোট ভাই/বোন, সন্তানদের হাতে তুলে দিচ্ছি আমরা অসভ্য হবার হবার অস্ত্র...!! আসলেই অদ্ভুত!!



সবকিছুরই একটা লিমিট আছে, অতিরিক্ত কোনও কিছুই ভালো না। একটা রিপোর্ট তৈরি করার আগে প্রত্যেকটা সাংবাদিকের এই কথাটা মাথায় রাখা উচিৎ যে, তারা জাঁতির বিবেক, জাঁতির এক প্রকার পথ প্রদর্শক। জাতিকে যৌন সুড়সুড়ি দিয়ে যাবার জন্য জাতি তাঁদেরকে গণমাধ্যম বলে ডাকে না। ঘরে ঘরে পত্রিকা রাখার কারন যদি সেটাই হতো, তাইলে আর ঘরে ঘরে পত্রিকা রাখার অর্ডার দিত না কেউ। হকারের কাছে চটি বইয়ের সন্ধান করতো সবাই। তাতে অন্তত এটুকু লাভ হইত যে, চটি বইটা বাচ্চাদের থেকে লুকাইয়া রাখতে পারতো সবাই। নিজে খারাপ হলেও বাচ্চাদের উপর সেটার প্রভাব পড়তে দিত না কেউই।



সবশেষে, Kalerkantho পত্রিকার সাংবাদিকদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি মনে করে থাকেন প্রায় প্রতিদিনই 'সানী লিয়ন', 'পুনম পান্ডেদের' নিয়ে উপরের শিরোনামগুলোর মতো রিপোর্ট প্রকাশ না করে সাধারণ জনগণকে বিনোদন দেয়া আপনাদের পক্ষে সম্ভব না। তাইলে আগামীকাল থেকে পত্রিকা ছাপানোর সময় পত্রিকার ফ্রন্ট পেজে বড় বড় করে লিখে দিবেন,



"এই পত্রিকার বিনোদনের পাতা প্রাপ্ত বয়স্কদের জন্য, ১৭/১৮ বছরের নিচের বাচ্চাদের বিনোদনের পাতা থেকে দূরে রাখুন।।

মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:১১

পানকৌড়ি বলেছেন: সানি লিয়ন হয়তো বাংলাদেশের নামই জানেনা অথচ এ দেশের কিছু কিছু লোকের লিয়ন এর নাম শুনলে মনে হয় জিহবা দিয়ে পানি পড়ে । এটা হয়তো তারই প্রতিফলন ।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:২২

কাঠুরে বলেছেন: ব্যাপারটা যদি কিছু কিছু লোকের মাঝেও সীমাবদ্ধ থাকতো। তবুও একটা কথা ছিল। কিন্তু মহাত্মা সানী লিওনের জন্য যদি একটা দেশের প্রধান পত্রিকার সব কর্মকর্তাদের জিব্বা দিয়া পানি পড়ে, তাইলে তো সমস্যা।

দুদিন পড়ে দেখা যাবে, সারা বাংলাদেশের জিব্বা দিয়া পানি পড়ছে, এসব সাংবাদিকদের(!) কল্যাণে।

২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্যাড।

সামুতেও তো সানি লিওন রিলেটেড পোষ্ট নির্বাচিত হয়।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫২

কাঠুরে বলেছেন: দুঃখজনক হলেও সানী লিয়ন রিলেটেড এই পোষ্টটি নির্বাচিত হবে না হয়তো।

৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
(০৬ মার্চ, ২০১৪) আমি জানি আমার চেহারা সুন্দর নয়, শরীরটাই সুন্দর: সানি লিওন। - এটা পুরাই মিথ্যা কথা,উনার চেহারাও বিউটিফুল আসে ভেরী মাচ ❤

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৬

কাঠুরে বলেছেন: :#> :#> :-*

৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫১

ব্লকড বলেছেন: প্রথম সারির প্রথম আলু পত্রিকার পাতাও ১৮+ আর সানি লিওনের গপ্লে ভরা। এরাই নাকি বদলে দেবে পালটে দেবে X(

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:০০

কাঠুরে বলেছেন: এগুলোই তাদের বদলে দেয়ার নমুনা।

৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৩

স্বপ্নসমুদ্র বলেছেন: যেকোনো নতুন অনলাইন পত্রিকাই হিট পাওয়ার হাতিয়ার হিসেবে এসব ধরনের খবর প্রকাশ করে। হিট পায়ও। টিকে থাকতে তাই সবাই তা ফলো করে। আমরা সবাই বন্য। হা হা। মনে হয় আমাদের তথ্য মন্ত্রণালয়ের মাথাগুলা এই টাইপ নিউজ খুব উপভোগ করে। আলটিমেটলি তারাও বন্য।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৯

কাঠুরে বলেছেন: কালের কণ্ঠ বাংলাদেশের প্রথম সারির পত্রিকা। লক্ষ লক্ষ মানুষ প্রতদিন এই পত্রিকাটি পড়ে প্রতিদিন। অনলাইন উঠতি পত্রিকাগুলার ক্ষেত্রে এমন সহ্য করা গেলেও, কালের কণ্ঠ, প্রথম আলোর মতো প্রথম সারির পত্রিকা গুলার ক্ষেত্রে এমনটা কোনোভাবেই সহ্য করা সম্ভব হচ্ছে না।

আজকালের বাচ্চারা ব্লু ফিল্ম কি, না বুঝে থাকলেও সানী লিয়ন কি? কি করে, করতো, এসব ব্যাপারে খুব ভালো জ্ঞান অর্জন করে ফেলছে শুধুমাত্র এমন সব পত্রপত্রিকার কারনে।

তথ্য মন্ত্রণালয়ের শুভ বুদ্ধির উদয় হবে কি না জানি না। তবে প্রার্থনা করি, খুব সিগ্রি যেন উদয় হয় শুভবুদ্ধি। এসব দিক গুলার দিকে দৃষ্টি দেয়।

৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯

উপপাদ্য বলেছেন: অনুসন্ধানী ও প্রয়োজনীয় পোস্ট। অনেক ধন্যবাদ আপনাকে।


ফেইসবুকে শেয়ারড। সবাইকে অনুরোধ ছড়িয়ে দিন এই পোস্টটি চারিদিকে সবদিকে।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০

কাঠুরে বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৭| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

কিছু মন্দ নাম লিখে তাদের নামের প্রচার বাড়াতে চাই না । তাই নাম লিখলাম না ।

বিষয়টা বড্ড বেশিই দুঃখজনক । স্বর্ণার কথাটাও নোট করার মতো ।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭

কাঠুরে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

আমরা অনলাইনে যারা আছি, তারা যদি এখুনি এইসব ব্যাপারে সচেতন না হই, তবে খুব সিগ্রিই দেখা যাবে, আমাদের পরবর্তী প্রজন্মরা আমাদের সামনে বসে বসেই সানী লিয়ন সুধা পান করতে থাকবে, আর আমাদের থাকতে হবে মাথা নিচু করে, বুঝেও না বুঝার ভান করে থাকতে হবে।

কারন, তখন সানী লিয়নরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের কাছে স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে।

৮| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৮

হাসান মাহবুব বলেছেন: ফালতু পত্রিকা।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭

কাঠুরে বলেছেন: একমত হা মা ভাই।

৯| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:২১

উজবুক ইশতি বলেছেন: আংশিক নয়, সম্পূর্ণ চটি!
ঠিক বলেছেন

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৬

কাঠুরে বলেছেন: কালের কণ্ঠের বিনোদন পাতা দেখলে এটা ছাড়া অন্য কিছু ভাবার উপায় নাই ভাই।

১০| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:২১

কাঠুরে বলেছেন: কালের কণ্ঠের আরেকটি চরম মাত্রার আবলামির নমুনা

১১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৪

দালাল০০৭০০৭ বলেছেন: দুঃখ জনক হলেও সত্যি তারা কিন্তু ১৮+ খবর দিয়েই আজ প্রায় শৗর্ষে।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫

কাঠুরে বলেছেন: এখনের অবস্থা দেখলে যে কেউ বিশ্বাস করবে এই কথা।

১২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

মামুন রশিদ বলেছেন: প্রথম আলোতেও প্রতিদিন দু'চারটা ইন্ডিয়ান নায়িকার খবর এবং ছবি ছাপে ।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৪

কাঠুরে বলেছেন: আমার মূল কথা হচ্ছে,
কোনও কিছুরই লিমিট ক্রস করা উচিৎ না। ভারসাম্য বজায় রাখা উচিৎ।

কিন্তু এদের অবস্থা দেখলে মনে হয়, এরা সম্ভবত ইচ্ছাকৃত ভাবে তাদের কালচারটাকে আমাদের মাঝে ঠেলে ঢুকিয়ে দিতে চাচ্ছে।

১৩| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫০

মাহতাব সমুদ্র বলেছেন: সুশীল সাজার আগে খুব ভালো করে নিজের গলির আনাচে কানাচে চেক করে নেওয়া জরুরী। আমি সাফাই গাওয়ার আগে জানতে চাই চটি জিনিসটা কী? আমাদের দেশের পাবলিক এখন এমন পর্যায়ে এসেছে কেউ একজন বললো- অমুক হয়েছে, পাশে ২ টা যুক্তি দিল, অমনি সব পাবলিক উনার কথায় হ্যাঁ হ্যাঁ করতে দৌড়। আগে নিজের যুক্তিতে বোঝেন। কালের কণ্ঠ কি নিউজ দিল না দিল সেটা চটি? তাহলে আপনি নিয়মিত চটি পাঠক? সানি লিওনের এখন হাজারটা নিউজ হলে সমস্যা কি? চটি আর সানি লিওনের মধ্যে মিল গুলো খুঁজে একটা তালিকা তৈরি করুন।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৭

কাঠুরে বলেছেন: শুরুতেই বলে নেই, আমি কিন্তু মোটেও সুশীল না। আর নিজের গলির আনাচে কানাচে খুব ভালো করেই চেক করা আছে আমার।

সাথে আপনারটাও কম বেশী চেক করা আছে।
@ Sub-editor at Kalerkantho
Past: Times World 24.com

আমি এখানে কোন কিছুর যুক্তি দেই নাই, প্রমান দিছি। আর প্রমান দেখেই সবাই মন্তব্য করছে এখানে। আপনার মতো পোষ্ট না পইড়া, না বুইঝাই ফাল দেয় নাই কেউ। আপনিও হয়তো বুঝতে পারছেন সবই,
কিন্তু যার নুন খান, ন্যাংটু হইয়া তার গুন না গাইয়া থাকতে পারছেন না বইলাই ফাল দিয়া উঠছেন এমনে।

ভালো, প্রফেশনের কাছে নিজের মানবিকতা বিকিয়ে দেয়া ভালো, যুগটাই তো কমার্শিয়াল, তাই না!!

আর আমার কাছে জানতে চাইছেন চটি কি?
-সানী লিয়নের উপর ডিগ্রি নিয়া, চটি কি জানতে যাওয়াটা হাস্যকর হইয়া গেল না?

আপনে এক কাজ কইরেন, এখানে বালের কণ্ঠের যেই শিরোনাম গুলা দিছি, এই লিংক গুলা ওপেন কইরা আপনার বাসার মা, বোন, ছোট ভাইদের কে আপনার সামনে পড়তে বইলেন। তারপর আইসা আবার মন্তব্য কইরেন এখানে, এবং জানাইয়েন, শিরোনামের নিউজ গুলা পড়ার সময় তাদের চেহারার কেমন অবস্থা হইছিল।

আপনি হয়ত লাস্ট লাইনে পোষ্টের মুল কথাটা দেখেনই নাই,
Kalerkantho পত্রিকার সাংবাদিকদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি মনে করে থাকেন প্রায় প্রতিদিনই 'সানী লিয়ন', 'পুনম পান্ডেদের' নিয়ে উপরের শিরোনামগুলোর মতো রিপোর্ট প্রকাশ না করে সাধারণ জনগণকে বিনোদন দেয়া আপনাদের পক্ষে সম্ভব না। তাইলে আগামীকাল থেকে পত্রিকা ছাপানোর সময় পত্রিকার ফ্রন্ট পেজে বড় বড় করে লিখে দিবেন,

"এই পত্রিকার বিনোদনের পাতা প্রাপ্ত বয়স্কদের জন্য, ১৭/১৮ বছরের নিচের বাচ্চাদের বিনোদনের পাতা থেকে দূরে রাখুন।।


সময় স্বল্পতার কারণে এখন বিস্তারিত কিছু বললাম না, আসছি পরে, থাইকেন মন্তব্য নিয়া।

১৪| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৪

মাহতাব সমুদ্র বলেছেন: কালের কণ্ঠকে উপদেশ দেওয়ার আগে নিজের অবস্থান সম্পর্কে অবগত হয়েছেন?

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫১

কাঠুরে বলেছেন: প্রতিদিন কালের কণ্ঠরে বাংলাদেশের সব বয়সের মানুষ দেখে, আমারে না।

কথার মর্ম বুঝছেন?

১৫| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

স্পেলবাইন্ডার বলেছেন: কালের কন্ঠের জন্মেই সমস্যা মানে জারজ! তাই এটা কাটতি বাড়ানোর জন্য প্রতিদিন সানি লিওনের মত পর্ণো তারকার নিউজ ছাপাবে তাতে আশ্চর্যের কিছু নেই। তবে সানি লিওন, পাওলি দাম আর পুনম পান্ডে-দের নিউজ ছাপানোয় অগ্রপথিক দৈনিক প্রথম আলু।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৮

কাঠুরে বলেছেন: কালের কণ্ঠ সিঙ্গেল সিঙ্গেল খাওয়ায় আর প্রথম আলু মিলাইয়া ঝিলাইয়া খাওয়ায়, পার্থক্য টা সম্ভবত এখানেই। কালের কণ্ঠ সিঙ্গেল সিঙ্গেল খাওয়ানোতেই বেশী চোখে পইড়া গেছেগা।

১৬| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২২

জানা বলেছেন:

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্যাড।

সামুতেও তো সানি লিওন রিলেটেড পোষ্ট নির্বাচিত হয়।




খুবই অন্যায় এবং দায়িত্বহীন এই মন্তব্য @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা!!!
২০১২ সালে একবার কালের কন্ঠ আমাদেরকে নিয়ে অর্থাৎ সামহোয়্যার ইনকে নিয়ে চুড়ান্ত অপপ্রচারের চেষ্টা করেছিল। আমরা আমাদের প্ল্যাটফর্মে স্টিকিপোস্টের মাধ্যমে প্রতিবাদের পাশাপাশি তাদের এডিটরকেও প্রতিবাদ চিঠি দিই এবং আলোচনায় তাঁরা এই নোংরামীর জন্য দুঃখ প্রকাশ করে। একই দিনে, একই সময়ে এবং ঐ একই অন্যায় করে দৈনিক সমকাল। তাদের প্রধানের সাথে দেখা করে একটি প্রতিবাদ চিঠি দিলে তাঁরাও দুঃখপ্রকাশ করেন তাঁদের সাংবাদিকের এই নোংরা আচরণে। এমন কি সেই সাংবাদিককে ডেকে আমাদের সামনেই হুলুস্থুল বাধিয়ে বসেন কারণ কিছু অসৎ সাংবাদিক ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধা ভোগের সুযোগ নিয়ে বাইরের কারোর দ্বারা প্রভাবিত/প্রলুব্ধ/উৎকচিত/পুরষ্কৃত হয়ে এই জাতিয় অপকর্ম করে থাকেন। সেদিনও সমকাল আমাদের সামনেই বিষয়টির সুরাহা করেন এবং লজ্জিত হন। আশা করি আপনার মনে আছে, গতবছর ফেব্রুয়ারীতে, গণজাগরণের সময় সেই বিশেষ গ্রুপের নিউজ পোর্টাল বাংলা নিউজ কি কুৎসিত কান্ডটাই না করলো আমাদের/আমাকে নিয়ে! আমি এতটাই ঘৃনাবোধ করেছিলাম যে, এসব নিয়ে আমি তাদের এডিটর/প্রধাণ কারোর কাছেই লিখিনি বা দেখা করার আগ্রহ বোধ করিনি। কারণ আমি জানি, এসব কারা করে থাকে। মানুষের নীচতা এড়িয়ে যেতেই অভ্যস্ত আমি। আমার/আমাদের কাজ, অবস্থান এবং মূল্যবোধ সম্পর্কে প্রকৃতপক্ষে উচ্চবাচ্য করার দরকার আছে বলে আমরা মনে করিনা।

এটা একটা পোস্ট মডারেটেড কমিয়্যুনিটি ব্লগ। এখানে সর্ববিষয়ে পোস্ট আসে/আসছে/আসবে। আমাদের নজর থাকে যদি কোন পোস্ট আমাদের নীতিমালা বা সামাজিক মূল্যবোধের বাইরে যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় নিশ্চিতভাবেই। এইসব নিয়ে অসংখ্যবার কথা বলেছি। আশা করি বুঝতে পারবেন সবাই।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৯

কাঠুরে বলেছেন: @ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

ধন্যবাদ আপু।

১৭| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৩

জানা বলেছেন:
দু'টির একটি মন্তব্য মুছে দেবার জন্য অনুরোধ করছি @কাঠুরে।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৯

কাঠুরে বলেছেন: মুছে দিছি।

১৮| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩২

আমিনুর রহমান বলেছেন:




এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্যাড।

সামুতেও তো সানি লিওন রিলেটেড পোষ্ট নির্বাচিত হয়।



@স্বর্ণা মনি আমার নজরে অবশ্য পড়েনি কখন। আমাকে লিঙ্কটা দিওতো যদি খুঁজে পাও :)




আরজুপনি বলেছেন:

কিছু মন্দ নাম লিখে তাদের নামের প্রচার বাড়াতে চাই না । তাই নাম লিখলাম না ।

বিষয়টা বড্ড বেশিই দুঃখজনক । স্বর্ণার কথাটাও নোট করার মতো ।



@আরজুপনি, কোন বিষয়টা দুঃখজনক ? স্বর্ণামনির কমেন্ট নাকি সানি লিওনের পোষ্ট নির্বাচিত হওয়া (যদিও আমি দেখি নাই এমন কোণ পোষ্ট নির্বাচিত হতে কিংবা হয়ত চোখ এড়িয়ে গেছে)

১৯| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: সানি লিওনি এখন একজন ভারতীয় আইকন!!! সানি লিওনি রিলেটেড নিউজ মানেই সেই লেখায় ভিজিটরের হিড়িক!! এক পোষ্টের শিরোনামে সানি লিওনি নামটা ছিলো সেই পোষ্টটা নির্বাচিত পাতায় দেখেছিলাম মনেহয়। যদিও লেখাটি পড়া হয়নি তাই জানিনা ঠিক ভেতরে কি ছিলো।

দুষ্টু সানি লিওন, মিষ্টি গণতন্ত্র!

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪

কাঠুরে বলেছেন: জটিল লিখা। =p~ =p~

২০| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১:১৯

অপ্রচলিত বলেছেন: যুগোপযোগী সচেতনমূলক একটি চমৎকার পোস্টে পূর্ণ সহমত এবং অনেকগুলো প্লাস। ++++++++++++++

মাহতাব সমুদ্র বলেছেন: সুশীল সাজার আগে খুব ভালো করে নিজের গলির আনাচে কানাচে চেক করে নেওয়া জরুরী। আমি সাফাই গাওয়ার আগে জানতে চাই চটি জিনিসটা কী? আমাদের দেশের পাবলিক এখন এমন পর্যায়ে এসেছে কেউ একজন বললো- অমুক হয়েছে, পাশে ২ টা যুক্তি দিল, অমনি সব পাবলিক উনার কথায় হ্যাঁ হ্যাঁ করতে দৌড়। আগে নিজের যুক্তিতে বোঝেন। কালের কণ্ঠ কি নিউজ দিল না দিল সেটা চটি? তাহলে আপনি নিয়মিত চটি পাঠক? সানি লিওনের এখন হাজারটা নিউজ হলে সমস্যা কি? চটি আর সানি লিওনের মধ্যে মিল গুলো খুঁজে একটা তালিকা তৈরি করুন।

ভাই অযৌক্তিক কথা বলে অহেতুক ডিগবাজি দেন কেন? আপনার যুক্তিতে এই পোস্টটি একটি "চটি পোস্ট" এবং এমন "চটি পোস্ট" পড়ে মন্তব্য করার কারণে আপনিও একজন চটি পাঠক। যথাযথ প্রতিউত্তর দিয়েছেন @কাঠুরে।


*কুনোব্যাঙ* বলেছেন: এক পোষ্টের শিরোনামে সানি লিওনি নামটা ছিলো সেই পোষ্টটা নির্বাচিত পাতায় দেখেছিলাম মনেহয়। যদিও লেখাটি পড়া হয়নি তাই জানিনা ঠিক ভেতরে কি ছিলো।

দুষ্টু সানি লিওন, মিষ্টি গণতন্ত্র!


@কুনোব্যাঙ, নোমান নমির লেখা পোস্টটি মূলত বিদ্রূপাত্মক ছিল। শস্তা খবর ছড়িয়ে সুড়সুড়ি দেওয়ার প্রচেষ্টা এক জিনিস আর স্যাটায়ার সম্পূর্ণ ভিন্ন এক জিনিস। তবে সানি লিওনের মত শস্তা ব্যক্তি নিয়ে অহেতুক মাতামতি বন্ধ হওয়াটা বাঞ্ছনীয়। ভারতীয় বলেন আর যাই বলেন, ভালো খারাপ মিলিয়েই কিন্তু মানুষ। কিন্তু কেন যেন আমরা জাতি হিসেবে ভালোগুলো এড়িয়ে মন্দ জিনিসগুলো নিতেই বেশি পছন্দ করি। এসব অপসংস্কৃতির বিস্তার প্রতিরোধ করাটা অতি আবশ্যক।

ভালো থাকুন সবাই।
নিরন্তর শুভেচ্ছা।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১১

কাঠুরে বলেছেন: নোমান নমির লেখা পোস্টটি মূলত বিদ্রূপাত্মক ছিল। শস্তা খবর ছড়িয়ে সুড়সুড়ি দেওয়ার প্রচেষ্টা এক জিনিস আর স্যাটায়ার সম্পূর্ণ ভিন্ন এক জিনিস। তবে সানি লিওনের মত শস্তা ব্যক্তি নিয়ে অহেতুক মাতামতি বন্ধ হওয়াটা বাঞ্ছনীয়। ভারতীয় বলেন আর যাই বলেন, ভালো খারাপ মিলিয়েই কিন্তু মানুষ। কিন্তু কেন যেন আমরা জাতি হিসেবে ভালোগুলো এড়িয়ে মন্দ জিনিসগুলো নিতেই বেশি পছন্দ করি। এসব অপসংস্কৃতির বিস্তার প্রতিরোধ করাটা অতি আবশ্যক।

ভালো বলেছেন ভাই। একমত।
ধন্যবাদ।

২১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৯

জানা বলেছেন:

১৯ নম্বর মন্তব্যে *কুনোব্যাঙ* এর দেয়া লিঙ্কটি নির্বাচিত পাতায় যাবার যোগ্যতা বিচারে পোস্টটি আরেকবার পড়ে দেখা যায় কিনা দেখুন। ঐ পোস্টটিতে কোন রগরগে খবর (!!!) বা অসুস্থতা প্রকাশিত হয়েছে নাকি ব্লগার কোন একটি সার্বজনীন এবং বিশেষ বিষয়ে কটাক্ষ করেছেন তা বোঝার মত সাধারণ বোধ এখানে সবারই আছে বলে বিশ্বাস করি। @যাদের কেবল একটি নাম উচ্চারণেই 'সব গেল সব গেল' মনে হয়।

২২| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১২

আরজু পনি বলেছেন:
@আমিনুর ...

স্বর্ণার কথাটা একেবারে শেষের বাক্যে...
বুঝছি এখন আবার Kurt Lewin এর থিউরি পড়াতে হবে ।

একজন পর্ন তারকার নাম নিজের দেশের পত্রিকায় বেশি বেশি প্রচার হওয়াই দুঃখজনক ।



একটা কথা বলতে চাই, সবার উদ্দেশ্যেই...

ক্ষতিকর কোন চরিত্রের নাম অনলাইনে লিখে তার প্রচার বাড়াতে চাই না ।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

কাঠুরে বলেছেন: একজন পর্ন তারকার নাম নিজের দেশের পত্রিকায় বেশি বেশি প্রচার হওয়াই দুঃখজনক ।


এটাই মূল কথা।

পরের কথাটাগুলার সাথেও একমত।
ধন্যবাদ।

২৩| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: @জানাপু, আমি দুঃখিত আপু। সত্যি বলতে পোষ্টটি আমি পড়িনি, আর সেটি আমার মন্তব্যে আমি স্বীকার করেছি। কেবল একটি নাম উচ্চারণেই 'সব গেল সব গেল' তা তো অবশ্যই নই। একটি নাম উচ্চারণেই ব্যাপারটি অশ্লীল হবে অথবা বিশেষ নামটি উচ্চারণ ব্যতীত কোন কিছু সর্ব সন্মুখে প্রকাশযোগ্য হবে ব্যাপারটি বোধহয় তাও নয়। এবং এব্যাপারে অনেকেই একমত হবে আশাকরি।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৪

কাঠুরে বলেছেন: :)

২৪| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১১

আমিনুর রহমান বলেছেন:




@আরজুপনি,


ধন্যবাদ রিপ্লাই এর জন্য। অনেক পড়ালেখা হইছে আর কোন থিউরি মাথায় হাটবে না। আপনার সাথে আমি ও সহমত ... "ক্ষতিকর কোন চরিত্রের নাম অনলাইনে লিখে তার প্রচার বাড়াতে চাই না ।"


১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

কাঠুরে বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.