নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে

ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে › বিস্তারিত পোস্টঃ

ভয়ঙ্কর আতঙ্কের স্থান "চৌচিলা সেমেট্রি"!!

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৩১

চৌচিলা সেমেট্রি” এমন একটি সমাধিস্থল, যেখানে কোন রকম রাসায়নিক পদার্থ ছাড়াই অসংখ্য মানুষের দেহাবশেষ মমির মতো হয়ে আছে। একে সাধারন সমাধিস্থল না ভেবে উন্মুক্ত সমাধিস্থল ভাবাই ভালো।



(রাসায়নিক পদার্থ ছাড়াই শত শত বছরের পুরনো অবিকৃত মমি।)

খোলা আকাসের নিচে উন্মুক্ত এই সমাধিস্থলটি খ্রিষ্টাব্দ ১০০০ সালে বানানো হয়। যেখানে দাফন হওয়া মানুষ গুলো এতোটাই অবিকৃত যে, লাশের গায়ে জড়িয়ে থাকা কাপড়গুলো দেখলে মনে হবে এগুলো কিছুদিন আগে পরিধান করানো হয়েছে(১ ও ২নং ছবি)। আর লাশগুলো হঠাৎ দেখলে যে কারোই মনে হবে মানুষগুলো সম্ভবত এখনই উঠে কথা বলা শুরু করবে তার সাথে। অত্যান্ত ভয়ংকর হলেও এটি একটি প্রত্নতাত্ত্বিক এরিয়াও বটে। পেরুর দক্ষিণের শহর নাজাকা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি।


(কাঁদার ইট দিয়ে সমাধিগুলো এভাবেই নির্মিত।)

১৯২০ সালে এই সমাধিস্থলটি আবিষ্কৃত হলেও ধারনা করা হয় নবম শতাব্দী থেকে সমাধিস্থলটি ব্যবহৃত হয় নি আর। এখানে ৬০০/৭০০ বছর এমনকি এর থেকেও অনেক পুরনো কবরও রয়েছে। প্রত্নতাত্ত্বিক দিক থেকে নাজাকা কালচারের অন্যতম উৎস মনে করা হয় এই স্থানটিকে।


(শত শত বছরের পুরনো কোন একটি পরিবার হয়তো, মৃত্যুর পরেও বন্ধন ত্যাগ করতে পারেনি।)

বর্তমানে এই সমাধিস্থলের বিশাল এরিয়ার এদিকে সেদিকে অসংখ্য মানুষের হাড়, খুলি, মাটির মাত্র ইত্যাদি ছরিয়ে ছিটিয়ে আছে(৬নং ছবি)। ধারনা করা হয়, লাশ চোরেরা চুরি করতে গিয়ে এগুলোকে নষ্ট করে রেখে গেছে। যে কারনে উন্মুক্ত কবরস্থানগুলো ছাড়াও সেখানকার স্থানীয় কবরস্থান গুলাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ১৯৯৭ সাল থেকেই পেরু সরকার এখানে পড়ে থাকা বিক্ষিপ্ত হাড় এবং অপহৃত লাশ গুলোকে খুঁজে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।


(লাশ চোরদের কারবার)

(শত বছরের পুরনো মানুষের হাত, আজও যেমন)

এখানে লাশ অবিকৃত থাকার কারন অনুসন্ধান করে জানা যায়,
পেরুর মরুভুমির জলবায়ু শুষ্ক এবং এতে অন্ত্যোষ্টিক্রিয়া নামক সংযোজন কারী একটি পদার্থ থাকার ফলে সেখানের লাশ গুলো আজও অবদি অবিকৃত। এছারাও সংরক্ষন করার সময় লাশগুলোকে তুলো দিয়ে নির্মিত করে কাপরে রজন দিয়ে ডিজাইন করে সেটা পড়ানো হতো মৃত ব্যাক্তির শরীরে, অতঃপর কাঁদার ইট দিয়ে বিশেষভাবে তৈরি ঘরে এদের দাফন করা হতো(৩, ৪,৫নং ছবি)।


(পেরু সরকার সমাধিগুলোকে এভাবেই ছাউনি দিয়ে ঢেকে সংরক্ষিত করে রেখেছে।)

(চৌচিলাতে ঘুরতে যাওয়া একদল পর্যটক)

চৌচিলা সেমেট্রি নামক এই জায়গাটাটি ১৯৯৭ সাল থেকে পর্যটকদের জন্য সুরক্ষিত করে রেখেছে পেরু সরকার। যেখানে দু-ঘন্টা ঘুরার জন্য পর্যটকদের প্রায় ৭ মার্কিন ডলার দিতে হয় পেরু সরকারকে।

তথ্যসূত্রঃ উইকি।

মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৩

নাফিজ মেহরাব বলেছেন: পোস্টটির জন্য ধন্যবাদ। রীতিমতো গা ছমছমে ব্যাপার!

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮

কাঠুরে বলেছেন: আসলেই গা ছমছমে ব্যাপার, লাশগুলো দেখলে মনে হয় এই বুঝি সটান হয়ে দাড়িয়ে খুক খুক করে কেশে উঠে বলবে, এই কে আছিস, বিড়ি দে একটা। :P

আপনাকেও ধন্যবাদ লিখাটি পড়ার জন্য। :)

২| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৫৭

নাফিজ মেহরাব বলেছেন: আমার কাছে সবসময় গুল্লিপ থাকে বিড়ি চাইলে সমস্যা নাই। B-)

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:১০

কাঠুরে বলেছেন: =p~ =p~ =p~

৩| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: ঐ কবরস্থানে আমার দাদার দাদার দাদার দাদার দাদার দাদার দাদার দাদার সমাধি আছে, মাইরি!

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:১৩

কাঠুরে বলেছেন: গল্পের কোন কোন বংশীয় চিহ্ন থেকে থাকলে সেখানে গিয়ে খুজে দেখতে পারেন। পাইলে আপনার দাদার দাদার দাদার দাদার দাদার দাদার দাদার দাদার সমাধির পাশে গিয়ে কাঁধে হাত রেখে একখানা সেলফি তুইলা আসতে পারবেন। ;-)

৪| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার শেয়ার লেখক । শুভেচ্ছা

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:১৩

কাঠুরে বলেছেন: ধন্যবাদ।
আপনাকেও শুভেচ্ছা। :)

৫| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:২৬

তাশমিন নূর বলেছেন: ভালো লেগেছে। শুভকামনা।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:১৪

কাঠুরে বলেছেন: ধন্যবাদ। :)

৬| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:৩১

কলমের কালি শেষ বলেছেন: ডেঞ্জারাস তথ্য ! ভাল লেগেছে ।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:১৪

কাঠুরে বলেছেন: ধন্যবাদ। উৎসাহ পেলে লিখার আগ্রহ জাগে। :)

৭| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:৪৭

নিয়েল হিমু বলেছেন: তথ্যে তৃপ্তি মিটল না :(

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:২৩

কাঠুরে বলেছেন: লিখালিখির জগতে আমি খুবই সাধারন। যখন যে বিষয়ে জানার ইচ্ছা থাকে, সেটা নিয়ে ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারি, তার উপর ভিত্তি করে লিখার চেষ্টা করি। বলতে পারেন, নিজে কিছু শিখার জন্যই লিখি।

তাই তৃপ্তি না মিটাতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি।
চেষ্টা করবো তৃপ্তি মেটানোর মত পোষ্ট দেয়ার জন্য। :)

৮| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:৪২

ইকবাল হোসাইন সুমন বলেছেন: ভাল লাগলো ভাই.।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:০০

কাঠুরে বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৯| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৪:০৬

বিদ্রোহী সত্ত্বা বলেছেন:

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:০১

কাঠুরে বলেছেন: ভাবুন, ভেবে আমাদের জানিয়ে যাইয়েন। :)

১০| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৪:৩১

সচেতনহ্যাপী বলেছেন: হয়তো আমিও এর বাইরে থাকবো না।। তবে এ আশা দুরাশা।। পচেগলে একদিন মিশে যাবো মাটির সাথে।। হয়তো মিশার আগেই স্থান হবে ভিন্ন একগর্তে।। থাকবে শুধু হাড়গুলো।।
যেমনটা আমার বন্ধুর বেলায় খুজেছিলাম।।
প্রথম ভ্রমনের শুভেচ্ছা।।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:০২

কাঠুরে বলেছেন: :( হুম সত্য।

ধন্যবাদ :)

১১| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৪:৩৬

তৌফিক মাসুদ বলেছেন: ভালে লাগল লেখা। শুভকামনা রইল।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:০২

কাঠুরে বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

১২| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৯:০৪

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাল লাগল লেখাটা পড়ে।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:১৬

কাঠুরে বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৩| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৯:২৯

শাহাদাত হোসেন বলেছেন: লাশের দিকে তাকাতেই ভয় লাগছে ।পোষ্টের জন্য ধন্যবাদ ।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:১৮

কাঠুরে বলেছেন: এতো এতো বছরের পুরনো কিন্তু দেখতে অবিকৃত, তাকাতে ভয় লাগাটাই স্বাভাবিক, যদি সামনা সামনি দেখা যেত তাইলে ব্যাপারটাতে আরও মজা আসতো। ;)

১৪| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৯:৩৫

মুরশীদ বলেছেন: এ ব্যপারে অতিতের মানুষ আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল বোঝা ষাচ্ছে । আরেকটু ডিটেইলস লিখলে
ভালো হতো । ++++

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:২৩

কাঠুরে বলেছেন: এমন প্রত্যেকটা ব্যাপারেই অতিতের মানুষ বর্তমানের চেয়ে এগিয়ে ছিল। মিশরের পিরামিডের কথা ভাবুন, যা নিয়ে চিন্তা করতে গেলে দেশের বড় সর স্থাপত্যবিদরা পর্যন্ত হিমশিম খেয়ে যায়, যেই স্থাপনার অনেক কিছু এখনো আর্কিটেক্টদের মাথার উপর দিয়া যায়।

নাজাকা লাইনের কথা চিন্তা করুন,
মরুভুমিতে, পাহাড়ের বুকে এতো সুন্দর করে রেখা দিয়ে ডিজাইন করা মানুষ গুলো ক্রিয়েটিভিটির দিক দিয়ে আমাদের থেকে কতোটা এগিয়ে ছিল।

সেই নাজাকা লাইন আজও কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে রহস্য।

আসলে অনলাইনে বেশিক্ষণ থাকা হয় না,
তবুও চেষ্টা করবো পড়ের লিখা গুলোতে আরও ডিটেইল লিখবার। :)
ধন্যবাদ।

১৫| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:১৪

ফায়েজুর রহমান সৈকত বলেছেন: পোস্ট ভাল লেগেছে। ধন্যবাদ জানানোর জন্য। আচ্ছা, ফেরাউনের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে পারবেন? কেন ওই লাশটা পচেনি? কি রাসায়নিক পদার্থ মিশে আছে ওই দেহটিতে?

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

কাঠুরে বলেছেন: ফেরাউনের লাশ না পচা নিয়ে মুসা আঃ এর ঘটনাটা শুনেছিলাম। লাশ পচেনি কেন তার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমার জানা নেই।
ধন্যবাদ :)

১৬| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: এই যায়গায় যাওয়ার কোন ইচ্ছা আমার নাই।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৩০

কাঠুরে বলেছেন: মরুভূমির জলদস্যুদের এতো কম সাহসী হলে হবে? :P :``>>

১৭| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৩

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার। অনেক কিছু জানতে পারলাম।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৬

কাঠুরে বলেছেন: ধন্যবাদ। :)

১৮| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অজানা এবং চমৎকৃত করার মত তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৯

কাঠুরে বলেছেন: ধন্যবাদ আপনাকে বোকা মানুষ। :)
আইডির নাম টা সুন্দর হইছে। :)

১৯| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৫

রাতুলবিডি৫ বলেছেন: ভয়ের অনুভুতি দেওয়া চমৎকার পোষ্ট !

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:১০

কাঠুরে বলেছেন: ধন্যবাদ রাতুল বিডি ভাই।

রাতের বেলা নিজেকে এমন একটা স্থানে কল্পনা করতেই অন্যরকম একটা অনুভূতি চলে আসে। :-&

২০| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৫

কাক ??? বলেছেন: গা ছমছমে ব্যাপার!

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:১১

কাঠুরে বলেছেন: আসলেই গা ছমছমে একটা যায়গা। :-&

২১| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:২৪

ফা হিম বলেছেন: আমি ভাবতেছিলাম লাশগুলো থেকে যে বিটকেলে গন্ধ বের হত, ওরা সেখানে টিকত কেমনে?

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:১২

কাঠুরে বলেছেন: লাশগুলো? =p~

হয়তো ওই বিটকেল গন্ধটাই তাদের কাছে আমাদের নির্মল বাতাসের মতো :`>

২২| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: অদ্ভুত জলবায়ু, অদ্ভুত লাশ!

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:১৩

কাঠুরে বলেছেন: অদ্ভুত এই পৃথিবী!!

২৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১২:২৭

শতদ্রু একটি নদী... বলেছেন: সামনা সামনি দেখতে পারলে আরো ভালো হইতো। ভয়ংকর ব্যাপারগুলা মনে হয় মানুষকে আরো বেশি টানে। আর জীবনের সবচেয়ে ভয়ংকর সত্য হচ্ছে একদিন লাশ হওয়া লাগবে।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:০২

কাঠুরে বলেছেন: জীবনের সবচেয়ে ভয়ংকর সত্য হচ্ছে একদিন লাশ হওয়া লাগবে। :(

২৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৪৫

ডি মুন বলেছেন: চমৎকার পোস্ট

++++

অদ্ভুত !!!

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:০৪

কাঠুরে বলেছেন: ধন্যবাদ। :)

২৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:০৮

তামান্না তাবাসসুম বলেছেন: লেখাটা পড়ে ঠাকুমার ঝুলির গানটা মনে পড়ছিল - গা ছম ছম, কি হয় কি হয়,কখনো মজার, কখনো বা ভয় !
পড়ে সমৃদ্ধ হলাম। অসং্খ্য ধন্যবাদ :)

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:০৪

কাঠুরে বলেছেন: হাহাহা।

আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য। :)

২৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯

ডট কম ০০৯ বলেছেন: দারুণ পোষ্ট। কিন্তু ভয় লাগে যে। জীবনেও ওমন যায়গায় যামু না।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:০৬

কাঠুরে বলেছেন: আমার খুব যাইতে মঞ্চায়। :(

২৭| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৫৭

নুর ইসলাম রফিক বলেছেন: অসাধারণ ও ব্যতিক্রম পোষ্ট।
নিশ্চয়ই প্রশংসা পাওয়ার যোগ্য।
হ্যা আমি প্রশংসা করছি।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:০৬

কাঠুরে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

২৮| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৭

হারুনর রশিদ কায়সার বলেছেন:
শ্রদ্ধেয়
এই পোষ্টটি অনেক ভালো লেগেছে । অনেক ধন্যবাদ । আশা করি এই রকম পোস্ট আপনার কাছ থেকে আরো পাবো । জনপ্রিয় নিউজ সাইট http://www.onn24.com এ আমি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্বরত । আমাকে আপনার লিখাগুলো নিয়মিত পাঠাবেন । আমি তা প্রকাশনার ব্যাবস্থা করবো । আমার ইমেইলঃ- [email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.