নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে

ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে › বিস্তারিত পোস্টঃ

সামুদ্রিক যাযাবর "দি বাজাউ"

০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫০



দি বাজাউ বা Sea Gypsy। মানসিকভাবে নিজেদের রাজ্যে বসবাস করা এমন মানুষ গুলির দেখা মিলবে ফিলিপাইন, মালোয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইয়ের সমুদ্র উপকূলীয় অঞ্চল গুলাতে। ঐতিহ্যগতভাবে জন্ম থেকেই ছোট ছোট নৌকায় স্রোতের মাঝে মাছ ধরা এবং দার বাইতেই বাইতেই জীবন কাটে এদের। আর এসব কারণেই Sea Gypsy বা “সামুদ্রিক যাযাবর” বলে ডাকা হয় এদেরকে।



মৃত দেহ দাফন, নৌকা বানানো, সমুদ্র সম্পর্কিত নলেজ নেয়া এবং প্রয়োজনীয় জিনিশপত্র কেনার জন্যই মূলত ডাঙায় আসে তারা, এবং অবস্থান করে যতক্ষণ তাদের চাহিদা অনুযায়ী মাছ বিক্রি না হয়, ততক্ষন পর্যন্ত।



রেহান নামের এক ফ্রেঞ্চ ফটোগ্রাফার কিছুদিন আগে এই সামুদ্রিক জিপসিদের সাথে থেকে এসেছিলেন কয়েকদিন, এবং ক্যামেরা বন্দি করে এনেছেন সেখানকার শিশুদের এমন কিছু মুহুর্ত। যে গুলা না দেখলে অনুধাবন করা যাবে না, সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন একটা গোস্টির মানুষদের লাইফস্টাইল কতো সুন্দর অনাবিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরপুর থাকে।
















[লিখাটি পুর্বে শুধুমাত্র ফেসবুকের পাঠশালা গ্রুপে প্রকাশিত।]

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কি বর্ণিল জলময় জীবন!!!!

জিপসী হতে মন চায়!! ;)

০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮

কাঠুরে বলেছেন: চইলা যান। এমন শিশুদের সাথে বাকি জীবনটা মন্দ কাটবে না আমার বিশ্বাস। :)

২| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৬

এহসান সাবির বলেছেন: দারুন।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭

কাঠুরে বলেছেন: ছবি গুলো যখনি দেখি, ইচ্ছে হয়, চলে যাই ওখানে।

প্রকৃতি, সেখানের পরিবেশ সব মিলিয়ে ব্যাপারটা আসলেই দারুণ। :)

৩| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৪

হাসান মাহবুব বলেছেন: +++

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৫

কাঠুরে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই। :)

৪| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩১

বাংলার জমিদার রিফাত বলেছেন: অসাধারন! বৈচিত্রময় জীবন।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৯

কাঠুরে বলেছেন: বৈচিত্র্যময় এবং চমৎকার একটা জীবন বটে। :)

৫| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৯

রাবার বলেছেন: আমাদের দেশের বেদেদের মত লাগলো

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫

কাঠুরে বলেছেন: অনেকটা। তবে এরা জীবনজাপন করে ঘরে, এবং ঘর গুলো পানিতেই তৈরি করা।
কিন্তু আমাদের বেদেরা জীবন জাপন করে সম্পুর্ন নৌকাতে।

আরেকটা পার্থক্য হল,
বেদেরা নদী খাল বিল চিপায় চাপায় ঘুরে বেড়ায়,
আর বাজাউরা সমুদ্র তীরেই বসবাস করে।

আমাদের বেদেরা এতো স্বচ্ছ পানি এবং পরিবেশ পায় না।
বাজাউরা এগুলো দেখেই স্থান নির্বাচন করে থাকে।

বেদেদের আহার উপার্জনের মুল মাধ্যম মাছ ধরা নয়।
কিন্তু মাছ ধরতে ধরতেই বাজাউদের জীবন কেটে যায়। :)

৬| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৭

সুমন কর বলেছেন: চমৎকার পোস্টে ভালো লাগা।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

কাঠুরে বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

৭| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৯

শতদ্রু একটি নদী... বলেছেন: ছবিগুল অসাধারন সুন্দর। জলের উপর বসবাস করতে মন চায়, এইরকম অদ্ভুত সুন্দর জল।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

কাঠুরে বলেছেন: আমার অনেক দিনের শখ এমন জলের উপর বসবাস করার। ছোট বেলা গ্রামের বন্যার ছবি দেখে বাসায় বসে বসে আফসুস করতাম। ইশ! ঢাকায় যে কেন বন্যা হয় না! তাইলে ঘরে বসে বসেই বর্শি দিয়ে মাছ ধরা যেত। ব্লা ব্লা কতো রকমের কল্পনা ছিল একসময়।

এই পানি দেখে সেই ইচ্ছে আবার জাগ্রত হয়ে গেছে। B-)

৮| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলো সত্যিই দারুন। +

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

কাঠুরে বলেছেন: ধন্যবাদ। :)

৯| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০২

রিকি বলেছেন: এরকম পানি পাইলে তো যাযাবর হতে মন চাই--- খারাপ কি বলেন!!! ;) পোস্টে প্লাস :)

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

কাঠুরে বলেছেন: আসলেই খারাপ না।
বাংলাদেশের পানি এবং পরিবেশ যদি এমন চমৎকার হতো, তবে আমার মতো অনেক মানুষ শেষ জীবনে জেলে পেশায় চলে যেত!! ;)

ধন্যবাদ। :)

১০| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

কাবিল বলেছেন: চমৎকার ++++

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

কাঠুরে বলেছেন: ধন্যবাদ। :)

১১| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

ডি মুন বলেছেন: চমৎকার

++++

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কাঠুরে বলেছেন: ধন্যবাদ ভাই। :)

১২| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১২

হালি্ বলেছেন: পানি এত সুন্দর নাকি ফটোশপ !

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৭

কাঠুরে বলেছেন: নাহ!! ফটোশপ মনে হচ্ছে না।

কিছু যায়গার পানি এর থেকেও আরও সুন্দর রয়েছে।

১৩| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: অসাধারণ ছবিগুলা!

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮

কাঠুরে বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব।

যদিও ছবির সকল ক্রেডিট ওই ফ্রেঞ্চ ফটোগ্রাফারের। :)

১৪| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪১

বোকামানুষ বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: অসাধারণ ছবিগুলা!

যাযাবর হইবার মুন চায়

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮

কাঠুরে বলেছেন: আমারও :(

১৫| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:০০

প্লাবন২০০৩ বলেছেন: অসাধারণ কালেকশন ভাই। প্রিয়তে নিলাম।

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৯

কাঠুরে বলেছেন: ধন্যবাদ ভাই। :)

১৬| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:৩০

মন্জুরুল আলম বলেছেন: অসাধারণ..++

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৯

কাঠুরে বলেছেন: :) ধন্যবাদ। :)

১৭| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৫৭

সৌরভ ঘোষ শাওন বলেছেন: আহ কি লাইফ!

ছবিগুলা চমৎকার। প্লাস। :)

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০০

কাঠুরে বলেছেন: ছবি গুলো প্রথম দেখার পর আমার মুখ দিয়েই নিজের অজান্তে এই কথাটা বেরিয়ে এসেছেল " আহ কি লাইফ!"

ধন্যবাদ। :)

১৮| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৪

জুন বলেছেন: পানির রং দেখে মুগ্ধ ।

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০২

কাঠুরে বলেছেন: আসলেই। মুগ্ধ করার মতোই। :)

১৯| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: আরো কিছু ছবি এবং নানা জীবনের ঘটনা জানতে চাই। ধন্যবাদ আপনাকে।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৮

কাঠুরে বলেছেন: অবশ্যই ভাই। সাধ্যমতো চেষ্টা করবো জানানোর জন্য।এটলিস্ট নিজে যতটুকু জানি জানাবো, না জানলে শিখব। :)

আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো। :)

২০| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সব ছবি, শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৯

কাঠুরে বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।

পড়ে কমপ্লিমেন্ট জানানোর জন্য। :)

২১| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৩

গরল বলেছেন: ভাল লাগল ওদের জীবন যাপন কিন্তু ওরা শতভাগ পানির ওপর বাস করে না কারণ ঘরগুলো তো মাটির উপরেই ভিত গেড়ে তৈরী। আমাদের দেশের বেদেরা কিন্তু জীবন যাপন করে শতভাগ পানির উপর কারণ ওদের ঘরগুলো কিন্তু নৌকায় বানান হয়।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২০

কাঠুরে বলেছেন: হুম।

বেদের সাথে তাদের অনেক মিল রয়েছে কিন্তু তাই বলে বেদে আর এরা সম্পূর্ণ এক না। ব্যাতিক্রম আছে বলেই তো তাদের নিয়ে এখন আলোচনা হচ্ছে। :)

২২| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৩

পলক শাহরিয়ার বলেছেন: চমৎকার পোস্ট!আরেকটু বর্ননা হলে বেশ হতো।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৩

কাঠুরে বলেছেন: আসলে তাদের নিয়ে বেশী বর্ননা দেয়ার মতো তেমন বেশী কিছু পাইনি ঘেটে।
যতটুকু পারছি ধারনা দেয়ার চেষ্টা করছি। সামনের পোষ্ট গুলাতে চেষ্টা করবো আরও ডিটেইল লিখার।
ধন্যবাদ।

২৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৪

শহুরে আগন্তুক বলেছেন: ছবিগুলো অসম্ভব ভালো লেগেছে !!! .... কয়েকটা নিলাম :D

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৫

কাঠুরে বলেছেন: :) নো প্রবলেম।

২৪| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫২

খান সাইদুর রহমান বলেছেন: ভাবছি এবার জিপসি হয়ে যাব।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৯

কাঠুরে বলেছেন: এমন জিপসি হলে লাইফটাকে উপভোগ করতে পারবেন আশা করি। ;)

২৫| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৬

আহমেদ জী এস বলেছেন: কাঠুরে ,




কঠিন জীবনের চাওয়া -পাওয়া যখোন মনের শ্লেটে দাগ কেটে যায়না তখনি জীবন এমোন মধুময় হয়ে ওঠে ।
(এমনি একটি জীবন চাই আমার ও ....)

ধন্যবাদ , শেয়ার করার জন্যে ।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:০১

কাঠুরে বলেছেন: আপনাকেও ধন্যবাদ। মন্তব্যের জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.