নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে

ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে › বিস্তারিত পোস্টঃ

"গ্রোত্তা প্যাল্যাজ্জেস", গুহায় নির্মিত চমৎকার একটি রেস্টুরেন্ট!!

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩২



গ্রীষ্মের কোন রাতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সারে ৭ তলা সমান উচুতে বসে সমুদ্রের গর্জন শুনতে শুনতে ডিনার করার স্বপ্নময় ব্যাপারটা কল্পনা করতে পারেন? এটা কেবল ইতালির রেস্টুরেন্ট Grotta Palazzese এর চার দেয়ালের ভেতর থেকেই সম্ভব।
দক্ষিন ইতালির Polignano শহরে নির্মিত হওয়া এই আকর্ষণীয় রেস্টুরেন্টটি কয়েক শতাব্দী পূর্বের এক পুরানো গুহার ভিতর নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ডিনার সুবিধা দেয়ার জন্য।


সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৪ ফিট উপরের সেই আসন গুলো, যেখানে বসেই চমৎকার দৃশ্যগুলো উপভোগ করা যায়, এবং চাইলেই কিছুক্ষনের জন্য হারিয়ে যাওয়া যায় আদিম যুগে।

চুনা পাথরের নির্মিত গুহার ভেতরের এই রেস্টূরেন্টটি সমুদ্রের ঠিক পাশে সমুদ্র থেকে ৭৪ ফিট উপরে এবং polignano শহরের নিচে মাঝামাঝি স্থানে অবস্থিত। যেখানে ডিনার করতে বসে প্রতি মুহুর্তেই সমুদ্রের দৃশ্য, ডেউয়ের গর্জনের পাশাপাশি মৃদুমন্দ বাতাস দারুন ভাবে উপভোগ করা যায়। পেটে খুদা না থাকলেও এই রেস্টুরেন্টের চেয়ারে বসে চারপাশের দৃশ্য উপভোগ করতে থাকলে কখন যে খুদা লেগে যাবে টেরই পাবেন না। নিজের অজান্তেই অন্যরকম একটা ফিল চলে আসবে। মনে হবে যেন ১৭০০ বছরের পুরনো কোন যুগে চলে গিয়েছেন, কিংবা সিন্দাবাদের জাহাজে বসে ডিনার করছেন। পরিবেশের মাঝে এতোটাই হারিয়ে যাবেন, কখন যে সময় চলে যাবে টেরই পাবেন না।


সমুদ্র ও শহরের (উলম্ব)মাঝামাঝি স্থানে গুহায় নির্মিত রেস্টুরেন্টটি ঠিক এভাবেই নির্মিত।

এখানে খাবারের আলাদা প্রতিটি মেনুর জন্য টেবিল গুলোকে আলাদা আলাদা ভাবে সাজিয়ে রাখা হয়ে থাকে। রেস্টুরেন্টটিতে বসে চমৎকার সব দৃশ্য উপভোগ, তার সাথে জাস্ট থাই স্কুইড এবং ড্রিঙ্কসের জন্যই হোটেল কতৃপক্ষকে মাথাপিছু ১০০ ডলার করে দিতে হয় আগন্তুকদের।


রেস্টুরেন্টের ভিতর থেকে বাহিরের দৃশ্য।


কাপলদের জন্য বিশেষভাবে তৈরি এই স্থানটি রেস্টুরেন্টের সব থেকে বেশী আকর্ষণীয় জায়গা। রোমান্টিকতাকে যেন ঢেলে দেয়া হয়েছে এই যায়গাটিতে।


অনলি ফর কাপল ডিনার।রোমান্টিকতাকে যেন ঢেলে দেয়া হয়েছে এই যায়গাটিতে।


সারা বছরের মাঝে সুধু গ্রীষ্মকালেই এই রেস্টুরেন্টটি খোলা থাকে।


রেস্টুরেন্টটিতে প্রতি মুহুর্তে সমুদ্রটা ঠিক এভাবেই আছড়ে পরতে থাকবে আপনার ঠিক পায়ের নিচে।

মন্তব্য ৫৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: অসাধারন........পরজন্মে সৌদি শেখদের ঘরে জন্মালে হয়তো এখানে খাবার সৌভাগ্য হবে। :(

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬

কাঠুরে বলেছেন: লিখাটা যখন লিখতেছিলাম, বসে বসে তখন এটাই চিন্তা করতেছিলাম। ইশ! আমগো যদি তেলের খনি থাকতো!! /:) /:) :|

২| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৯

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: অতিব সুন্দর ভ্রাতা। ধন্যবাদ শেয়ারের জন্য।

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭

কাঠুরে বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভ্রাতা আমার ব্লগে ঢু মারার জন্য। :)

৩| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০০

ভুরের ফুল বলেছেন: অসম সুন্দর একটি রেস্টুরেন্ট এর কথা লিখেছেন , ছবিগুলো ও আরো সুন্দর , সম্ভব হলে একদিন যাব ওখানে ।



একটি অসাধারণ বই (The Biggest Secret-by David Icke) জেনে নিন এই পৃথিবীর হাজার বছরের অজানা ইতিহাস |
বইটি ডাউনলোড করতে ও বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৯

কাঠুরে বলেছেন: এড দেয়ার ইচ্ছে থাকলে আমার ব্লগে ঢুকবেন না। অন্য কোথাও গিয়ে ফেরি করুন আপনার বইটি।

৪| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার পোস্ট। দেখে তো এখনই যেতে ইচ্ছে করছে? আহা আমার আলাদীনের চেরাগটা যদি না হারায়ে যেত... ;)

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

কাঠুরে বলেছেন: আহা! যদি থাকতো তাইলে আমি আপনারে একটু খানি রিকুয়েস্ট করিতাম! =p~

৫| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২২

সুমন কর বলেছেন: এসব দৃশ্য দেখালে কি হবে ?? লোভ হবে না...!!

চমৎকার পোস্ট।

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২

কাঠুরে বলেছেন: =p~ =p~

ধন্যবাদ ভাই।

৬| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমাগো পদ্মার পাড় আছে । :) ওইখানে এইরকম কাছাকাছি কিছু করলে ভালো হইতো !!

১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৮

কাঠুরে বলেছেন: গুহা পাইব কই? :``>>

৭| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৬

শিশু গাছ বলেছেন: ব্যপারটা তো জোস! সমুদ্রের সাথেই রেস্তোরা! ভাবতেই তো শিহরন জাগে।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৯

কাঠুরে বলেছেন: সমুদ্রের সাথে, আবার সাড়ে সাত তলা উপরে আবার মাটি থেকে এমন ৮/৯ তলা নীচে।

এভাবে চিন্তা করুন, শিহরণটা বেশী লাগবে। ;)

৮| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: ভাবছি বাপের তৈরি করা বাড়িটা বিক্রি করে যাবো! আহ, একবার যদি যেতে পেতাম! দেখেও ভালো লাগছে!
অনেকগুলা ধনেপাতা

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:০০

কাঠুরে বলেছেন: আমিও আপনার মতো দুঃখী। :(

৯| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৬

শাশ্বত স্বপন বলেছেন: বউর বকুনি খেয়ে ডাল ভাত খাচ্ছি।ইস্ যদি আরবের শেখ হতাম, তাহলে প্রতিদিন একটা করে হুর(গেলমান না, এটা অঅমার পছন্দ না) নিয়ে খেতে যেতাম

১১ ই জুলাই, ২০১৫ রাত ২:১৬

কাঠুরে বলেছেন: বিশ্বের টপ বিলিওনারদের মাঝে ৩৪ নাম্বারে গিয়ে সৌদির একজনকে পাওয়া গেছে। শুধু সৌদি শেখ না যেকোনো দেশের বড় কেউ হলেই যাইতে পারতেন। :)

১০| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৯

শাহাদাত হোসেন বলেছেন: এখন তো দেখি বিলগেসটের মাইয়ারে পটাইতে হব । ঐখানে হানিমুনে যাইতে হবে ।দিলেন তো ভাই কাজ বাড়াইয়া ।

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০০

কাঠুরে বলেছেন: হাহাহা, এমন আরও কিছু পোষ্ট সামনে কাজ আরও বারাইয়া দেয়ার চিন্তা করতেছি। B-)

১১| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৭

প্রামানিক বলেছেন: দারুণ জিনিষ তো!

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৩

কাঠুরে বলেছেন: :)

১২| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫১

আলী আকবার লিটন বলেছেন: ও ভাউ লোভ দেখান ক্যা ?

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮

কাঠুরে বলেছেন: নিজের যে লোভ লাগে!!

এই ফটূক গুলা দেইখা নিজেরে একলা কষ্ট দিমু কে, সবাইরে লইয়াই কষ্ট পাই, সেইটাই ভালো। ;)

১৩| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৩

আবু জান্নাত বলেছেন: চমৎকার তথ্য, ধন্যবাদ

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮

কাঠুরে বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

১৪| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৩

混沌 বলেছেন: আর যাই হোক, জীবনে একবার হইলেও এখানে একটা খাওন দেয়া লাগবে :প

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৬

কাঠুরে বলেছেন: আমারও ব্যাফুক ইচ্ছা হইতেছে। :(

১৫| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৪

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার পোষ্ট। রেষ্টুরেন্টের মেন্যু দেখলাম ওদের সাইটে গিয়ে তুলনামূলক অত বেশী দাম না।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৮

কাঠুরে বলেছেন: জাস্ট থাই স্কুইড এবং ড্রিঙ্কসের জন্য মাথাপিছু ১০০ ডলার করে গুনাটা কি কম? B:-)

বাই দা ওয়ে, ধন্যবাদ। :)

১৬| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৯

কাঠুরে বলেছেন: ধন্যবাদ ভাই। :)

১৭| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৪

শহুরে আগন্তুক বলেছেন: :) :(

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪১

কাঠুরে বলেছেন: ব্যাপারটা কি?
প্রথমটা ছবি দেখে খুশি হওয়ার ইমো, আর ২য় টা না যেতে পারার আফসুস? ;)

১৮| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১০

জুপিটার মুহাইমিন বলেছেন: বাহ বাহ!! :-B
অসাধারন পোষ্ট!! =p~
ভাল লাগল!! B-)

কোন একদিন সুযোগ পেলে প্রিয় মানুষটিকে নিয়ে ঢুকে পড়ব রেস্টুরেন্ট গুহায়....
Grotta Palazzese তে থাকা খাওয়ার ব্যাপারে খরচ কেমন হয় জানালে ভাল হত !:#P

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪২

কাঠুরে বলেছেন: এইটা সেই রেস্টুরেন্টের নিজস্ব ওয়েব সাইটঃ http://www.grottapalazzese.it/it/home/

আশা করি বিস্তারিত তথ্য এখানে পাবেন। :)

১৯| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ! যেতে পারলে বেশ হোতো।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৪

কাঠুরে বলেছেন: সত্যিই প্রফেসর সাহেব। :(

২০| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৩

মায়াবী রূপকথা বলেছেন: কী দারুন, কী সুন্দর!

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৫

কাঠুরে বলেছেন: :) :)

২১| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছিনা।আগের সবাই আমার অভিধানের সব শব্দ/ছত্র বলে ফেলেছেন।ভাষা খুজে পাচ্ছিনা।
মোদ্দা কথা ভাল্লাগছে ভাল্লাগছে ভাল্লাগছে
বুইজঝা নিয়েন

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৬

কাঠুরে বলেছেন: হাহাহা।
আপনার এমন কমপ্লিমেন্ট দেখে বেশি ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকেও। :)

২২| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: কোনভাবে একটা ফ্রি অফার পাইলে ভালো হইত, ইনক্লুডিং ফ্রি এয়ার টিকেট।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৬

কাঠুরে বলেছেন: এমন কোন অফার পাইলে চুপি চুপি আমারেও একটু জানাইয়া যাইয়েন ভাই। B-)

২৩| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৩

রিকি বলেছেন: রেস্টুরেন্টটিতে বসে চমৎকার সব দৃশ্য উপভোগ, তার সাথে জাস্ট থাই স্কুইড এবং ড্রিঙ্কসের জন্যই হোটেল কতৃপক্ষকে মাথাপিছু ১০০ ডলার করে দিতে হয় আগন্তুকদের। মাইরালা আমাকে কেউ মাইরালা !!!! :|| :|| :|| বোকা ভাইয়ের কথায় আমিও সহমত জ্ঞাপন করে বলছি--- ভাই আপনার চেরাগটা খুঁজে পেলে সপ্তাহে ১০০ টাকা ভাড়ায় আমাকে ওটা ধার দিয়েন তো--- আমারও যেতে মন চাই, কিন্তু আলাদিনের জিনি যে নাই !!!! :(( :(( পোস্টে ভালো লাগা :)

১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

কাঠুরে বলেছেন: আমারও একটু ধার লাগতো চেরাগটা। :(

আপনারেও ধইন্না। :)

২৪| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৫

মুরাদ খান বলেছেন: জাস্ট থাই স্কুইড এবং ড্রিঙ্কস না খাইয়া বইয়া থাকলে কয় টাকা লাগবো ভাই?

১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

কাঠুরে বলেছেন: তাইলে আর অইখানে যাইবেন কেন? সমুদ্রের পাশের কোন পাহাড়ের চুরায় উঠে বসে থাকলেও পারেন। প্রায় সেইম ফিলিংস পাবেন। ;)

২৫| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৮

রূপা কর বলেছেন: কি বুদ্ধি ?

১৫ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১৬

কাঠুরে বলেছেন: বুদ্ধিটা চরম। সেজন্যই তো এই যায়গা নিয়ে আজ আলোচনা হচ্ছে। :)

২৬| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

রিকি বলেছেন: এক কাজ করা যায় বোকা ভাইয়ের চেরাগের জিনির কার্পেটের space তো মেলা বড় হওয়ার কথা, সবাই মিলে একসাথে যাওয়া যাক !!!! :-B :-B ভাইয়ের জিনিকে খুঁজে বের করতে যে টুকু সময়-- কি বলেন ভাই?? ;)

১৫ ই জুলাই, ২০১৫ ভোর ৫:২০

কাঠুরে বলেছেন: হাহাহা, বুদ্ধি খারাপ না। বোকা ভাইয়ের একটু সদিচ্ছা থাকলেই হপে। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.