নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে

ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে › বিস্তারিত পোস্টঃ

৬ হাজার বছরের আলিঙ্গন বা অন্তিম আলিঙ্গন!!

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৪

দ্য লাভার্স অফ ভালদেরো


আলিঙ্গনরত কাপলের কঙ্কালগুলো সর্বপ্রথম যেভাবে আবিষ্কার করা হয়

যদি বলি,
দীর্ঘ ৬ হাজার বছর ধরে এক প্রেমিক প্রেমিকা একে অপরকে আলিঙ্গন করে আছে।
এতবছর ধরে ডেট করছে তারা।
বলবেন, অসম্ভব! এতো বছর কেউ বাচে নাকি?

আসলেই, বেঁচে থেকে নয়, মরে গিয়েই প্রায় ৬ হাজার বছর ধরে একে অপরকে আলিঙ্গন করে রেখেছে এক তরুণ তরুণী।
তাও আবার সারা বিশ্বের লোকচক্ষুর অন্তরালে থেকে। যাকে বলা যায় 'অন্তিম আলিঙ্গন'...!!

খুব অবাক হচ্ছেন, তাই না? হওয়াটাই স্বাভাবিক।

প্রত্নতত্ত্ববিদরা ২০০৭ সালে ইতালির উত্তরের মান্তুয়ার ভালদারো নামক একটি গ্রামের বাড়ির কবরস্থানে সর্বপ্রথম কঙ্কাল দুটিকে দেখতে পায় যারা একে অপরের সাথে আলিঙ্গনরত অবস্থায় ছিল। দেখা যায়, কঙ্কাল দুটো একে অপরের ঠিক মুখোমুখি, দুহাত- বাহু এবং দু পা দিয়ে তারা একে অপরকে পেচিয়ে ধরে রেখেছে। যা সবাইকে অমর প্রেমের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে।


৬০০০ বছরের পুরনো সেই প্রাচীন কাপলের কল্পিত ছবি

প্রত্নতত্ত্ববিদরা কঙ্কাল দুটো নিয়ে গবেষণা করে জানতে পারে, কঙ্কাল দুটি একটি নারীর এবং একটি পুরুষের। এরা ৬০০০ বছর পুরনো ‘নিওলিথিক যুগের’ মানুষ এবং মরার সময় এদের বয়স ১৮ ও ২০ এর বেশী ছিল না। এবং উচ্চতা ছিল ৫ ফিট ২ ইঞ্চির মতো।

কঙ্কাল দুটি পাওয়ার পর প্রত্নতত্ত্ববিদ এলেনা মারিয়া অনেকদিন জায়গাটিতে পাহারা বসিয়ে রেখেছিলেন, যাতে এগুলো চুরি না হয়ে যায়। কিন্তু প্রসেসটা লেন্দি আর ওই যায়গার বর্তমান মালিক সেখানে বাড়ী করার চিন্তা করার কারণে কঙ্কাল দুটিকে সম্পূর্ণ অক্ষত রেখেই মান্তুয়ার মিউজিয়ামে সংরক্ষণ করার ব্যবস্থা করেন।
এবং তাদের বাড়ীর নামানুসারেই কঙ্কাল দুটির নাম দেন “লাভার্স অফ ভালদেরো”।

২০১১ সালে ইতালির মান্তুয়ার এই মিউজিয়ামটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

মিউজিয়ামে সংরক্ষিত প্রাচীন লাভারের কঙ্কালের ভিডিওঃ
https://www.youtube.com/watch?t=111&v=Fk1AYu_zGgs

সুত্রঃ উইকি, টাইম ম্যাগাজিন।

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৪

সীমান্ত মুরাদ বলেছেন: খুব ভালো লাগল ৷

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৫

কাঠুরে বলেছেন: ধন্যবাদ। :)

২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৩

শায়মা বলেছেন: কি সাংঘাতিক। প্রিয়তে রাখলাম ভাইয়া।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৬

কাঠুরে বলেছেন: সাংঘাতিক প্রেম!

ধন্যবাদ আপু। :)

৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: প্রেম তো নয় হৃদয় নিংড়ানো ভালবাসা

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৯

কাঠুরে বলেছেন: আসলেই ভাই।

৪| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: কাঠুরে ,



ভালোবাসা যুগে যুগে একই চেহারায় থাকে ।

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫০

কাঠুরে বলেছেন: কোন দৃষ্টিকোন থেকে বলেছেন বুঝতে পারিনি তবে হয়তো থাকে। :)

৫| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৫

সুমন কর বলেছেন: কেউ নিশ্চয় তাঁদের ওভাবেই কবর দিয়েছিল !

চমৎকার শেয়ার।

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫১

কাঠুরে বলেছেন: আবার প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধকালীন কোন সময়ের মৃত্যু হতে পারে এটা। :)

ধন্যবাদ ভাই।

৬| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: দারুন একটা জিনিস জানলাম, ইউটিউবটা পরে দেখে নিবো। আগে জানতাম পম্পেই এর ধ্বংসস্তুপে এমন কিছু পাওয়া গেছে। এটার কথা আজই প্রথম জানলাম :)

১৫ ই জুলাই, ২০১৫ ভোর ৫:০১

কাঠুরে বলেছেন: আরেকটা আছে এমন ছবি। সেটা হোমো স্যাপিয়েন্স এর দেখে দিলাম না। :)

ধন্যবাদ ভাই। :)

৭| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় মানুষর প্রেমাকাঙ্খা!!!

অনন্ত অসীম এক প্রেরণা!!!!

কত ছোট্ট ভঙ্গুর এ জীবন অথচ স্বপ্ন গুলো অমরত্বের স্বপ্ন সোয়ারী হয়ে ঠিকই কাল থেকে কালে ঘুরে বেড়ায়!!!

১৫ ই জুলাই, ২০১৫ ভোর ৫:০৭

কাঠুরে বলেছেন: সুন্দর বলেছেন ভাই। :)

আসলেই.।

ধন্যবাদ আপনাকে বিদ্রোহী ভৃগু। :)

৮| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১১

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

২০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৯

কাঠুরে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.