নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীব েনর নানা রং

জীবন েযখােন েযমন

খালেদা আকতার

শুধু ম েন েরখ অা িম ো িছলাম েতা মােদর ই সা েথ।

খালেদা আকতার › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮

আজকের দিনটা তোমার জন্য বরাদ্ধ ছিল
তুমি আসোনি,
সময়টা লুডু খেলে খেলে কাটিয়ে দিলাম
যার কোন মfনেই হয়না।
তুমি আসলে হয়তোবা স্মৃতির পাতায় যোগ হতে পারতো
আরো একটি দিন,
হয়তোবা লিখে ফেলতে পারতাম
আরো একটি কবিতা।
প্রতিক্ষায় ছিলাম এই বুঝি ডাকবে তুমি, ডাকনি
হয়তো তুমি ব্যস্ত ছিলে অথবা ক্লান্ত,
হয়তোবা আমার মতো করে ভাবনি তুমি।
এখোনো আছি তোমার অপেক্ষায়
কালও যদি ডাক আমায়,
বলবো শুধু এ কথাটি
অনেক ভালবাসি তোমায়।।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



আর যেন লুডু খেলতে না হয়, সেই কামনা রলো

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

খালেদা আকতার বলেছেন: Thank You Chandgazi

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭

যায্যাবর বলেছেন: হুম লুডু আসলে রচিত হতো আরো একটি নতুন কবিতা, কিন্তু না এসেও তো ঠিকই আপনার মধ্যথেকে কবিতা বের করিয়েছে। ইশ কি ভাগ্যবান! দারুণ!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

খালেদা আকতার বলেছেন: অনেকদিন পরে অাপনার মতো ব্ল েগ আসলাম, আ মিও ২০০৮ ও ২০০৯ সালের ব্লগার, আশা করি আপনিও থাকবেন আগের মতো, ধন্যবাদ যায্যাবর

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নাইস টু মিট ইউ।

এখন কি লুডু খেলার বয়স আছে???

লাইনটা এমন হল কেন?
যার কোন মfনেই(মানেই) হয়না।


#শুধু ম েন েরখ অা িম ো িছলাম েতা মােদর ই সা েথ।
এসব ি ক আপন া র স্ট াই ল?

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

সাইন বোর্ড বলেছেন: বেশ ফুরফুরে কথা ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.