নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

পাপ বাবাকেও ছাড়ে না।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

মুজাহিদি ও সাকার রিভিউ খারিজ। জামাতের হরতাল। নিরাপত্তা ব্যাবস্থা জোরদার। বিধাতার লেখা এই র্নিমম ভাগ্যলিপি সত্রসত্যই বেদনার। কোন মানুষই জানে না তার মৃত্যুঘন্টা কখন ঠিক বাজতে চলেছে। কিন্তু পাপ যখন সমস্ত গন্ডি অতিক্রম করে তখন বুঝি বিধাতা এই ভাবেই তাদের মৃত্যুক্ষন জানিয়ে দিয়ে মরার আগে তাদের হাজার বার মরার ব্যাবস্থা করে দেন। সাকা অর্থ সম্পদ ও পৈচাশিকতার অপর নাম তিনি নিজেকে সর্বচ্চ আসনে বসিয়ে নিজের রাজ্যপাট সামলাতেন। কাউকে ছেরে কথা বলার মানুষ তিনি ছিলেন না। তিনি হয়তো ভেবে ছিলেন জামাত বিএনপির সহায়তায় কাটিয়ে দেবেন বাকী জীবন। দেশদ্রোহিতার সাজা কি আজ পলে পলে তা অনুভব করছেন। দেশ মায়ের মত। যা তাদের ধর্মিও চেতনায় কখনো স্থান পায়নি। বেগম জিয়ার মন্ত্রীসভার সমাজকল্যান মন্ত্রী মুজাহিদি মুক্তিযুদ্ধের সময় হেন অপরাধ নেই যা তিনি করেননি তা সত্তেও বেগম জিয়া শুধু বাঙ্গালী জাতীকে অপমান করার জন্য তাকে মন্ত্রী বানিয়েছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার পর্ব শেষ হলেই এইসব বর্ণচোরা রাজনৈতিক নেতাদের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এটা ছাড়া জাতিকে কলংক মুক্ত করা সম্ভব নয়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

গেদু চাচা বলেছেন: ঠিক ভাই তবে কেউ কেউ জাতিকে মহান করার জন্য মায়মেনসিংয়ের কুখ্যাত রাজাকার নুরুল ইসলাম কে মন্ত্রী বানিয়েছিল।
জাতি কে মহান করার জন্য তিনি রাজাকার একে ফায়জুল হক কে মন্ত্রী বানিয়েছিলেন।
তিনি জাতি কে মহিমান্বিত করার জন্য আরেক রাজাকার পূত্রের সহিত কন্যের নিকাহ দিয়েছেন।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.