নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিই প্রশ্নের সন্মুখিন?

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৫

আওয়ামী লীগের রাজনীতি আজ প্রশ্নের সন্মুখিন। আওয়ামী লীগ কি ধর্মকে বগলদাবা করেই এগিয়ে যাবে না ১৯৭২ এর নংবিধানে ফিরে যাওয়ার সৎসাহস দেখাবে। চালাক হওয়া ভাল কিন্তু অতি চালাকের গলায় দড়ি সেটাও মনে রাখতে হবে। জামাত থাকলে বিএনপির সাথে আলোচনায় বসা যাবে না। কেন অযথা চালাকি করছেন। ধর্মরাষ্ট্র ও ধর্মরাজনীতি নিষিদ্ধ করে আলোচনায় বসুন। দেখবেন জামাতের ভুতগুলি বিএনপির কাধে আর নেই। রাজনৈতিক ঐক্য ছাড়া বর্তমান সংকট থেকে মুক্তি আসবে বলে মনে হয় না। সাধারন জনগন তো জীবন দিচ্ছেই এইবার আপনারাও না হয় ঠান্ডা ঘড় থেকে বেড়িয়ে এলেন। গড়ে তুললেন সামাজীক আন্দোলন। আপনাদের ডাকে মানেষ আসবে। আমার ডাকে আমার প্রতিবেশীও আসে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৪

ভাবনা ২ বলেছেন: জামাত নিয়ে আওয়ামী লিগের ভাবনার আর কিছু নেই
ধর্ম দিয়ে রাজনীতির যে ১২ টা বেজে গেছে
তা এখন পাগলেও বুঝে ।
দায়এখন বি এন পির
যত তারাতারি বুঝবে
তত তাদের মঙ্গল
আওমিলীগ চাইবে
এখন জামাত নামটা
চালু থাক
বিএনি পি
পাকে
জরাক।

২| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৫

নীলাকাশ ২০১৬ বলেছেন: আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ঐক্য করা সম্ভব নয়। এদের রাজনীতিই হচ্ছে সবার সাথে শত্রুতা জিইয়ে রাখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.