নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

সফটওয়্যার ছাড়াই বুটেবল করে নিন পেনড্রাইভ

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬

বেশ কিছু দিন আগে আমার এক বড় ভাই এর ল্যাপটপের ডিভিডি রুম নষ্ট হয়ে যাওয়ায় বেচারা উইন্ডোজ দিতে পারছিল না। তার কাছে পেনড্রাইভ বুটেবল করার সফটওয়্যার ও ছিল না। আমাকে বলায় আমি তার পেন ড্রাইভ টাকে বুটেবল পেনড্রাইভ ( উইন্ডোজের সিডি ছাড়াই বুট করা যায়। ) বানিয়ে দিলাম। তখনি ভাবলাম টেকনিক টা সবার সাথে শেয়ার করে ফেলি। অনেকে হয়ত জানেন, আবার অনেকে জানেন না। নেটে কোথাও এই ব্যাপারে পোস্ট থাকাটাই স্বাভাবিক, আগেই বলে নিচ্ছি। কারন এগুলো অনেক পুরাতন টেকনিক। তবু ও অনেকের জানার জন্য নিজের মত করে টিউটোরিয়াল টা দিলাম। যারা নোটপ্যাড ব্যবহার করেন, তাদের বেশি কাজে লাগবে আশা করি।



শুরুর আগে একটা বিষয় বলে নেই, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দের মাঝে এবং শেষে নাম্বার থাকলে তার পূর্বে স্পেস হবে।



চলুন শুরু করি প্রথম থেকে,







উপরের ছবির মত আপনার পিসির বাম দিকের কোনায় লাল চিহ্নিত আইকন ( আপনারা সবাই জানেন, তবু ও বেশি সহজ করার চেষ্টা করলাম ) ক্লিক করলে ছবির মত বেশ কিছু অপশন পাবেন।







এবার নিচের দিকে সার্চ বক্সে সবুজ হাইলাইট করা অংশের মত cmd লিখলে লাল অংশে দেখান cmd অপশন পাবেন। আপনার মাউস পয়েন্টার লাল অংশের cmd লেখার ওপর নিয়ে গিয়ে রাইট ক্লিক করলে ছবির মত আরও কিছু অপশন আসবে। সেখানে বেগুনি তীর দিয়ে দেখান Run as administrator অপশনে ক্লিক করুন। নতুন একটা বক্স আসবে। yes ক্লিক করুন।







yes ক্লিক করার পর ওপরের ছবির মত একটা বক্স আসবে।







এবার বক্স টিতে diskpart লিখে ইন্টার চাপ দিন।







এবার ওপরের ছবির মত সামান্য পরিবর্তন পাবেন।







ওপরের মত list disk লিখে ইন্টার চাপলে দুই বা তার বেশি ডিস্কের ডিটেইল আসতে পারে। যেমন disk 0, disk 1, disk 2 ইত্যাদি। এখান থেকে আপনাকে আপনার পেনড্রাইভের মেমোরি অনুজায়ি ডিস্ক টি বুঝে নিতে হবে।

আমার পেনড্রাইভ ৮ জিবি। ছবিতে দেখা যাচ্ছে, disk 1 এর সাইজ 7650 MB । তার মানে এটাই আমার পেন ড্রাইভ মেমোরি।









এবার select disk 1 লিখে ইন্টার চাপ দিন। সব সময় ডিস্ক ১ হবে তা নয়। নিজের পেন ড্রাইভের মেমোরি বুঝে এর আগের ছবির দেখান মত খুঁজে নেবেন।

ডিস্ক সিলেক্টেড দেখালে clean লিখে ইন্টার চাপ দিন। (লাল তীর)











ওপরের মত create partition primary লিখে ইন্টার চাপুন। ( সাদা তীর)

সাকসিডেড দেখালে select partition 1 লিখে ইন্টার চাপুন। ( লাল তীর)







এবার active লিখে ইন্টার চাপুন। ( সাদা তীর)



একটিভ হয়ে গেলে format fs=ntfs quick লিখে ইন্টার চাপুন। ( লাল তীর ) কিছুক্ষন অপেক্ষা করুন।







ওপরের ছবির মত 100 percent completed দেখাবে কিছুক্ষণ পর।







এবার assign লিখে ইন্টার চাপুন, সবুজ তীরে দেখান মত একটা বক্স আসবে। সেটা ক্রস চিহ্ন তে গিয়ে কেটে দিন ।



এবার exit লিখে ইন্টার চাপ দিন।





এবার সামনে যাওয়ার আগে বোঝার সুবিধার জন্য





ওপরের ছবিটাতে লাল বৃত্ত দেয়া অংশ দুটি দেখুন। আমার ডিভিডি ড্রাইভ j: আর পেন ড্রাইভ l:





এবার আগের অংশে ফিরে যাওয়া যাক।







আগের ছবিতে আমরা দেখেছি আমার ডিভিডি ড্রাইভ j: ।

তাই ওপরের ছবির মত আমি প্রথমে j: cd boot লিখে ইন্টার চাপলাম। এরপর তার নিচেই শুধু cd boot লিখে ইন্টার চাপলাম। এরপর আমরা

bootsect.exe/nt60 i: লিখে ইন্টার চাপব। i: আমার পেন ড্রাইভ। কঠিন কাজ শেষ।

এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে আমার ডিভিডি ড্রাইভ j: আর পেন ড্রাইভ i: । আপনি নিজের টা দেখে নেবেন। আলাদা হউয়াই স্বাভাবিক।



এখন এই বক্সটার ক্রস অপশনে ক্লিক করে বক্স টা বন্ধ করুন।



এরপর স্বাভাবিক ভাবে আপনার ডিভিডি ড্রাইভ ওপেন করে যা আছে সব কপি করে নিন। তারপর পেনড্রাইভে গিয়ে সব পেস্ট করুন। একটু সময় লাগবে। কপি হয়ে গেলে কাজ শেষ।

রেডি হয়ে গেল আপনার বুটেবল পেনড্রাইভ।

এবার আপনি উইন্ডোজ সিডি ছাড়াই আপনার কম্পিউটার বুট করতে পারবেন।





বেশ ঝামেলার মনে হতে পারে । তবে সফটওয়্যার না থাকলে বেশ কাজে দেবে। আর দুই তিন বার প্র্যাকটিস করলে সহজ মনে হবে। শিখে রাখলে ক্ষতি কি?

আপনার বন্ধুদের চেয়ে একটু বেশি বিশেষজ্ঞ ভাব নেয়ার সুযোগ আসলে ও আসতে পারে। ;) :)



কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন।

মন্তব্য ৩৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩০

হাসান মাহবুব বলেছেন: অনেক ঝামেলার। তাও ট্রাই করে দেখবো।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৫

খাটাস বলেছেন: অনেকদিন ঢাকার বাহিরে থাকার কারনে উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।

আসলে খুব বেশি কঠিন না। এত ছবি দেখে ঝামেলার মনে হচ্ছে। এক দুই বার ট্রাই করে দেখলেই মুখস্থ হয়ে যাবে।
ধন্যবাদ হাসান ভাই।

২| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ শেয়ার করায়...

একটা ইমাজেন্সি হিসাবে রাখা যেতেই পারে :)

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬

খাটাস বলেছেন: অনেকদিন ঢাকার বাহিরে থাকার কারনে উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।

সম্ভবত উইন টু নামের একটা সফটওয়্যার দিয়ে এটা করা যায়। তবে হাতের কাছে না পেলে কাজে দিতে পারে।
ধন্যবাদ আপনাকে ও ভৃগু ভাই। :)

৩| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমার খুব কাজে দেবে এই পোস্ট।

দ্বিতীয় প্লাস দিলাম।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮

খাটাস বলেছেন: অনেকদিন ঢাকার বাহিরে থাকার কারনে উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।

প্রিয় গল্পকার শঙ্কু ভাই। আপনাকে অনেক দিন পর দেখে অনেক ভাল লাগল। আপনার কাজে লাগলে পোস্ট দেয়ার সফলতা।
অনেক ধন্যবাদ। :)

৪| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১০

এক্স ফ্যাক্টর বলেছেন: অভ্র দিয়ে microsoft word এ লেখার চেস্টা করলাম, কিন্তু এলোমেলো হয়ে যায়, তার মানে কি microsoft word এ নির্ভুল বাংলা লিখতে হলে বিজয় বাহান্ন ছাড়া সম্ভব না???

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩

খাটাস বলেছেন: অনেকদিন ঢাকার বাহিরে থাকার কারনে উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।


আমি এ ব্যাপারে সঠিক জানি না। তবে যত টুকু জানি, অভ্র দিয়ে microsoft word এ লিখতে কোন সমস্যা হয় না। আপনি অভ্র সফটওয়্যারের মুল ফোল্ডারে গিয়ে দেখুন আদর্শলিপি, সিয়াম রুপালি- এমন বেশ কয়েক টা ফন্ট আছে। সেগুলো থেকে যে কোন একটা ইন্সটল দিতে হয়। আপনি যে কোন একটা দিয়ে দেখুন। কাজ হউয়ার কথা।
অনেক ধন্যবাদ এক্স ফ্যাক্টর।

৫| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২১

রাজা বাহাদুর বলেছেন: আপনি খাটাস হলেও পোস্টটির জন্য অনেক সময় ব্যয় করেছেন ও খেটেছেন। আপনাকে ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

খাটাস বলেছেন: অনেকদিন ঢাকার বাহিরে থাকার কারনে উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।

হাহাহা :) সেক্সপিয়ার বলে গেছেন নামে কি এসে যায়। যদি ও সংখ্যাতত্ত্ব নাকি বলে নামে অনেক কিছু এসে যায়। :)
আপনার মজার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বাহাদুর ভাই। :)

৬| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

রাজা বাহাদুর বলেছেন: এক্স ফ্যাক্টর@ আমিতো নিয়মিত এম এস ওয়ার্ডে অভ্র ব্যবহার করে নির্ভুল ড্রাফট করে যাচ্ছি। আমার মনে হয় আপনার সমস্যাটা অন্য কোথাও।

৭| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

খালিদ আজাদ বলেছেন: valo laglo.

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৬

খাটাস বলেছেন: অনেকদিন ঢাকার বাহিরে থাকার কারনে উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজাদ ভাই।

৮| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৪

জাফরুল মবীন বলেছেন: কামের জিনিস।নিয়ে গেলাম... :)

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭

খাটাস বলেছেন: অনেকদিন ঢাকার বাহিরে থাকার কারনে উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।

হাহাহা কাজে লাগলেই আমি খুশি। অনেক ধন্যবাদ মবিন ভাই। :)

৯| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫

মামুন রশিদ বলেছেন: থ্যান্কস ।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৯

খাটাস বলেছেন: অনেকদিন ঢাকার বাহিরে থাকার কারনে উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।


আপনাকে ও অনেক ধন্যবাদ মামুন ভাই।

১০| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৭

এহসান সাবির বলেছেন: বেশ!

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০০

খাটাস বলেছেন: অনেকদিন ঢাকার বাহিরে থাকার কারনে উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।

অনেক ধন্যবাদ সাবির ভাই।

১১| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৬

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১

খাটাস বলেছেন: ক্ষমাপ্রার্থী সাবির ভাই যথা সময়ে উত্তর দিতে পারি নি।
আপনাকে অনেক অনেক বাসি ঈদের টাটকা শুভেচ্ছা। :)

১২| ০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

কাব্যহীন রেওয়াজ বলেছেন: কাজে দিবে মনে হয়....। পোষ্টের জন্য ধন্যবাদ....।




আপনার ফেসবুক আইডি কি ডিএক্টিভ??????

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

খাটাস বলেছেন: অনেকদিন ঢাকার বাহিরে থাকার কারনে উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।

আরে কেমন আছ ভাইয়া? :) হ্যাঁ আইডি ডিএক্টিভ। খোঁজ নিয়েছ জেনেই ভাল লাগছে। :) আর পোস্ট কাজে দিলেই অনেক ভাল লাগবে। তোমাকে ও অনেক ধন্যবাদ।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬

সুমন কর বলেছেন: অনেক ঝামেলার। দরকার হলে তোমাকে খবর দেবো। ;)

গুড পোস্ট।

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৩

খাটাস বলেছেন: দুই একবার ট্রাই করলেই মুখস্থ হয়ে যাবে সুমন দা। :) যদি ও আমি ও মাঝে মাঝে ভুলে যাই।
থাঙ্কু দাদা।
আর অবশ্যই আমি তো আছি ই। বিনা সম্মানিতে একটা হেভি ভোজনে আপনাকে সাহায্য করতে বাধিত থাকব। ;) :)

১৪| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬

মারস্ শীতল বলেছেন: সময়টা বেশি নিচ্ছে, সম্ভবত পেনড্রাইভের কারণে! তবে ধন্যবাদ। অন্যান্য জায়গায় তো আর বাঙলায় পাওয়া নাও যেতে পারত। অনেক ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৫

খাটাস বলেছেন: সময় তো খুব বেশি নেয়ার কথা না। ঠিক বুঝতে পারছি না। হয়ত কোন সমস্যা আছে কোথাও। আপনার মূল্যায়নে ভিন্ন রকম অভিভুত হলাম মারস ভাই।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা গ্রহণ করবেন ভাই।

১৫| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২

ডি মুন বলেছেন: বাহ, কাজের জিনিস।
প্রিয়তে রেখে দিলাম।

আপনাকে ধন্যবাদ

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১০

খাটাস বলেছেন: অনেক ভাল লাগল আপনার মন্তব্যে মুন ভাই। পোস্ট কাজে লাগলেই আমার সার্থকতা।
আপনাকে ও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৬| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯

লিরিকস বলেছেন: +

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪১

খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিরিকস আপু।

১৭| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: জিনসটা কাজের তবে আমার মাথার উপর দিয়ে গেল। অনেকের কাজে লাগবে সেজন্য পোস্টের জন্য ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২০

খাটাস বলেছেন: হাহাহা অনেক গুলো ছবি দিয়ে বেশি ভেঙ্গে লিখার চেষ্টা করাতে সম্ভবত কিছুটা এলোমেলো হয়ে গেছে। তবে একটু চেষ্টা করলে খুব একটা কঠিন মনে নাও হতে পারে ভাই। :)

আপনার উতসাহে অনেক ভাল লাগল। অনেক ধন্যবাদ আপনাকে ও ঢাকাবাসী ভাই। :)

১৮| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২১

লেখোয়াড় বলেছেন:
কাজের পোস্ট কিন্তু আামর কোন কাজে লাগবে না।

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

খাটাস বলেছেন: :) কাজে লাগবে না কেন বুঝলাম না ভাই। তবে অবশ্য আরও অন্যান্য উপায় ও থাকতে পারে।
আপনার মূল্যায়নের জন্য অনেক অনেক ধন্যবাদ লেখোয়ার ভাই। :)

১৯| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩১

বৃশ্চিক রাজ বলেছেন: এটাত এখানে অটোই হয়ে যায়। কিছুই লাগে না। :-0

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

খাটাস বলেছেন: কিভাবে? হলে তো খুব ভাল কথা। কিন্তু আমার জানা নাই। একটু বিস্তারিত বললে ভাল হয়। ধন্যবাদ রাজ ভাই। :)

২০| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২১

পরিবেশ বন্ধু বলেছেন: বৃশ্চিক রাজ বলেছেন: এটাত এখানে অটোই হয়ে যায়। কিছুই লাগে না। :-0

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৬

খাটাস বলেছেন: লেখক বলেছেন: কিভাবে? হলে তো খুব ভাল কথা। কিন্তু আমার জানা নাই। একটু বিস্তারিত বললে ভাল হয়। ধন্যবাদ রাজ ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.