নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

০ এক বাক্যে ইমটিকন গল্প ০

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৩

কিছু গল্প থাকুক পটভূমি ছাড়া, চরিত্রায়ন ছাড়া। যদি তা গল্প হিসেবে স্বীকৃতি না পায়, তবু ও থাকুক। শুধু প্রথম আর শেষের ইমটিকনেই পাঠক মনে গড়ে উঠুক নিজের গল্প।।।।










রাগের গল্প
X(( স্ত্রীকে ২২ তলার ছাদ থেকে ফেলে দেয়ার ন্যানো সেকেন্ডে মনে হল ভুল হল.।। :||








ট্র্যাজেডি গল্প
:#> বাসর রাতেই মেয়েটার কাছে গোপন রইল না ছেলেটির অক্ষমতার কথা। :|


হরর গল্প
:( মরে যাওয়ার পরে লোকটি আমার দিকে তাকিয়ে ভেংচি কাটে । :-&


দুঃখের গল্প
#:-S মৃত মেয়ের বিয়ের কার্ড বাবার হাত থেকে পড়ে গেল। :-/





ভালবাসার গল্প
:#> ছেলেটির হাতের চিঠিটা সেই মেয়েটার। 8-|







হয়ত এক লাইনের গল্প নামক ধারা অনলাইনেই কোথাও দেখেছি। সে অভিজ্ঞতা থেকে প্রভাবিত হয়ে কিনা জানিনা, তবু ও
অক্ষর দিয়ে রাতের উদ্ভট মনের ছবি আকার এই চেষ্টা টা লিপিবদ্ধ করতে ইচ্ছা হল। উপহার নাকি মন থেকে দিতে হয়। মূল্য দিয়ে তাঁর বিচার হয় না।

গত ২৫ তারিখে প্রিয় ব্লগার মামুন রশিদ ভাই এর জন্মদিন উপলক্ষে আমার এই ছোট্ট ব্লগোপহার।
ভাল থাকুন মামুন ভাই সব সময়।

মাহমুদ০০৭ ভাই কে বিশেষ কৃতজ্ঞতা।



সবাইকে মার্জনার অনুগ্রহান্তে ধন্যবাদ।

মন্তব্য ৭৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১২

সুমন কর বলেছেন: অাইডিয়া মন্দ না ! ;) ট্র্যাজেডি গল্প ছাড়া বাকিগুলো ভাল লাগল।

মামুন ভাইয়ের জন্মদিনের উপহার স্বরূপ অামরা সবাই ভিন্ন একটি পোস্ট পেলাম। !:#P

++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৮

খাটাস বলেছেন: হাহাহা সুমন দা ধন্যবাদ নেন অনেক গুলো। :) আসলে হঠাৎ যা মনে আসল, তাই লিখলাম। বলতে পারেন প্রায় সব ই অবচেতন মন থেকে আসা। :)
ভাল লাগায় অবচেতন মন সিক্ত হল। :)
ভাল থাকবেন দাদা। :)
আর আপনি ও নতুন পোস্ট দেন, মেলা দিন কিছু দেন না। B-))

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৭

আবু শাকিল বলেছেন: আইডিয়া তে প্লাস দিলাম।

গল্পে অনেক ভাল লাগা।

দুইয়ে মিলে দারুন কাজ করেছেন।

ভাল জিনিস বেশি খাইতে হয় না।অল্পতেই পেট ভরে । :) :)

একলাইনে যে গল্প হয় আপনাদের কাছ থেকেই শিখলাম।

কৃতজ্ঞতা জানবেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ শাকিল ভাই। তবে আইডিয়া টা আমার মৌলিক না। :) আগে কোথাও দেখছি ঠিক মনে করতে পারছি না। তবে আমি এট্টু ইমটিকন যুক্ত করে আবেগ দেয়ার চেষ্টা করেছি আর কি ! :)
আপনার মন সিক্ত করা মন্তব্যে আবার ও কৃতজ্ঞতা ভাই। :)

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৪

প্রবাসী পাঠক বলেছেন: এক লাইনের গল্প ভালো লেগেছে।

দুঃখের গল্পটা সবচেয়ে বেশি ভালো লাগল।

আপনার পোস্টের মাধ্যমে আবারো মামুন ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

পোস্টে প্রথম প্লাস।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রবাসী ভাই। :)
মামুন ভাই শুভেচ্ছা গ্রহন করেছেন আশা করি। :)
প্রথম প্লাসের জন্য আলাদা রকমের শুকরিয়া। :)

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৭

শিপন মোল্লা বলেছেন: এই লাইনের গল্প এক কথায় চমৎকার। আমার ভীষণ ভাল লাগলো মামুন ভাইয়ের শুভ জন্মদিনে দারুন উপহার হয়ছে আমার বিশ্বাস ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

খাটাস বলেছেন: আবুশিথি ভাই, অনেক দিন পর ব্লগে আপনাকে ব্লগে দেখে অনেক ভাল লাগল। ব্লগে নিয়মিত হবেন আশা রাখি। :)

আর আপনার মন্তব্যে আমি ও ভাল লাগায় সিক্ত হলাম ভাই।
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। ভাল থাকবেন। :)

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :-B পড়া শেষ হবার আগেই মনে হল, প্রতিটি লেখাই জটিল হইছে B:-)

=p~ =p~ =p~

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

খাটাস বলেছেন: হাহাহা বোকা ভাই এর গল্প টা আমার গুলোর চেয়ে ও বেশি ভাল হইছে। :) ;) :)
চমৎকার মন্তব্যে প্রথম প্লাস। :)
আন্তরিক কৃতজ্ঞতা রইল ভাই। :)

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৮

ডরোথী সুমী বলেছেন: ভাল লেগেছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সুমী আপু।
ভাল থাকবেন অনেক। :)

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

মামুন রশিদ বলেছেন: চমৎকার উপহার । দু'হাত ভরে নিলাম ।


:) :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

খাটাস বলেছেন: বাড্ডে বয় কে পোস্টে পেয়ে পোস্ট সার্থক হল। গিফট দিছি।
এবার পার্টি দেন। অনেক অতিথি ও এসে পড়ছে/ :) ;) :)

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: সব গুলাই খুব ভালো লাগছে! ভেরি নাইস!

৪/৫ বছর আগে এরকম ১ লাইনের কিছু কবিতা টাইপের লেখা লিখছিলাম!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

খাটাস বলেছেন: পিচ্চি গপের জনক প্রিয় মাসুম ভাই, আপনাকে দেখে খুব ই ভাল লাগছে। :)
আসলে হ্যাঁ, আমি ও কোথাও দেখেছি এই এক লাইনের গল্প, কিন্তু মনে করতে পারি নি বলে, তাঁর নাম সহ কৃতজ্ঞতা জানাতে পারি নি।
আপনার ভাল লাগায় অনুপ্রানিত হলাম ভাই।
কৃতজ্ঞতা রইল। ভাল থাকবেন।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এক লাইনের গল্পগুলো পড়ে মজা পেলাম।

আইডিয়াটা দারুণ লাগল।+++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

খাটাস বলেছেন: একটু আগেও বললাম রঙ্গ ভাই, আইডিয়া টা মৌলিক না, আমি শুধু ইমু চড়িয়েছি। :)
আপনার ভাল লাগায় বিশেষ ভাল লাগল। :) অনুপ্রানিত হলাম।
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। :)

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

শফিউল শামু বলেছেন: ভাল। শুভকামনা।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭

খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন শামু ভাই।
আপনার জন্য ও অনেক শুভ কামনা রইল। :)

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

লাবনী আক্তার বলেছেন: বাহ! একলাইনের গল্প হলেও ভালো লাগল কিন্তু অনেক।


অনেকদিন পর তোমার লেখা পড়লাম। ভালো থেকো।


শুভকামনা রইল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

খাটাস বলেছেন: লাবনী আপু, আপনাকে ব্লগে দেখা যাচ্ছে না কেন? X(( অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগছে। :) সময় করে ব্লগে নিয়মিত হবেন এই আশা রাখি।
গল্প পাঠে ও ভাল লাগা জানানোয় অনেক অনেক ধন্যবাদ আপু। :)
আপনি ও অনেক ভাল থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

লাবনী আক্তার বলেছেন:

ইদানিং নিয়মিত হতে খুব ইচ্ছে করে কিন্তু সময়ের অভাবে আর নিয়মিত হতে পারছিনা।






২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

খাটাস বলেছেন: আপনারা আসেন না বলেই ব্লগ ফাঁকা হয়ে যাচ্ছে। ব্লগে এখন কেওই আসে না বেশি হাতে গোনা কয়েকজন ছাড়া।
সময় করে আবার ব্লগে নিয়মিত হবেন, আর ছবি ব্লগ পোস্ট করবেন আশা করি। :)
ভাল থাকবেন লাবনী আপু।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

ঢাকাবাসী বলেছেন: বহুকাল আগে একলাইনের গল্প পড়েছিলুম। আপনার গল্পগুলো চমৎকার !

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

খাটাস বলেছেন: হুম ঢাকাবাসী ভাই, আমি ও কোথায় যেন দেখেছিলাম। হঠাৎ মনে হল, তাই লিখে ফেললাম।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনুপ্রেরণার মন্তব্যে।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

ইয়াশফিশামসইকবাল বলেছেন: It was really great!! now pls do one thing, try to elaborate all the stories..... :-B :-B

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

খাটাস বলেছেন: ছোট গল্প বড় করা আমার জন্য অন্তত অনেক বেশি কঠিন ব্যাপার। কারণ আগে পেছনে ভাবি নি। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ইকবাল ভাই। :)
চেষ্টা করে দেখব কোন সময় হয়ত।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++++
দুঃখের গল্প এক লাইনেই ছুঁয়ে গেলো ভ্রাতা :(

ভালো থাকবেন সবসময় ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

খাটাস বলেছেন: অপূর্ণ ভাই, হঠাৎ করেই লেখা। আপনার ভাল লাগায় বিশেষ ভাবে অনুপ্রানিত হলাম। তবে ইচ্ছা করে মন খারাপ করে দিলাম। :(
অনেক কৃতজ্ঞতা জানবেন।
আপনি ও ভাল থাকবেন সব সময়।

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫

আমিনুর রহমান বলেছেন:



দারুন গল্প +++ চেষ্টা ভালো হইছে :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৬

খাটাস বলেছেন: শুকরিয়া আমিন ভাই। :) রাইত বিরাতের সভ্য, অসভ্য চিন্তার ফল। :P

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০

এম ই জাভেদ বলেছেন: তারপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল .....।এটা ও হতে পারে একটি গল্প , কি বলেন?

গল্প ভালা পাইছি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৭

খাটাস বলেছেন: জাভেদ ভাই, এতো আদি অকৃত্রিম গল্প। :) অবশ্যই হতে পারে। :)
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রথম ইমু , আর শেষ ইমুতে যথেষ্ট পরিস্কার !
এক লাইনে কি অদ্ভুত গল্প বলা , আইডিয়াটা দুর্দান্ত !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৯

খাটাস বলেছেন: হাহাহা যাক, ইমু নিয়া কেও তো বলল। :)
এক লাইনের গল্পের কনসেপ্ট তো পুরান। :)
অশেষ শুকরিয়া জানবেন অভি ভাই। :)

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:
মিথ্যে বলবো না "খাটাস" নিকটা দেখেই পোস্টে ঢুকেছি।

তবে পড়তে সত্যিই অসাধারণ লাগলো ।

ডিজিটাল পড়ুয়াদের জন্যে দারুন সময় বাঁচানিয়া গল্প ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩১

খাটাস বলেছেন: হাহাহা ধন্যবাদ জানবেন আপু। যদি ও খাটাস নিক দেখে অনেকে দূরে থাকে। :#> :D
আসলে রাতে হঠাৎ আসা কিছু বিক্ষপ্ত চিন্তার সন্নিবেসন পোস্ট।
আর সত্যি ই দারুন বলেছেন, ডিজিটাল পড়ুয়াদের জন্যে দারুন সময় বাঁচানিয়া গল্প । হাহাহাহা :)
আবার ও অনেক অনেক ধন্যবাদ জানবেন।

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

মামুন-এর জন্মদিনের উপহার হিসেবে দারুন উপস্থাপন।
শুভেচ্ছা রইল।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২

খাটাস বলেছেন: হাহাহা আবার ও ধন্যবাদ ও শুভেচ্ছা রইল আপু।

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: এক বাক্যের গল্প কিন্তু প্রতিটি গল্পের বিশালতা অনেক। ভালো লাগলো অনেক ভালো লাগলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

খাটাস বলেছেন: আমার ভুলে যাওয়ার রোগ আছে, এই এক বাক্যের গল্প গঠনে মাহমুদ ভাই এর এক বিরাট ভুমিকা আছে। পোস্টে সংযুক্ত করে দেয়া উচিত ছিল, এখন মনে হউয়ায় করে দিচ্ছি।

আসলে যা মনে এসেছে, প্রায় তাই দিয়েই সাজিয়েছি। প্রায় কিছুই ভাবিনি অতিরিক্ত। অনেক অনেক শুকরিয়া কুনো ভাই।

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৫

আমি তুমি আমরা বলেছেন: এই ধরনের ছোট গল্পকে বলা হয় ফ্লাশ ফিকশান। এ ধরনের গল্প নিয়ে একটা পোস্ট লিখেছিলাম। দেখতে পারেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

খাটাস বলেছেন: জানা ছিল না। লিঙ্কের জন্য অনেক ধন্যবাদ ভাই আমি ভাই। :)
অবশ্যই সময় করে দেখব। ভাল থাকবেন।

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , ভাই একদম দেহি ইমো মাইরা গল্প B-) B-)

সব গুলাই ভাল ।
হরর আর রাগ সবচেয়ে বেশি ভাল ।
। চালায়া যাইতে হবে। ঈদের পর আবার লেখো ।


আমার ভূমিকা কোন জায়গায় সেইটাই বুঝলাম না :)

ভাল থাইকো ভাই । অনেক শুভকামনা ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

খাটাস বলেছেন: ইমো দিয়া কমেন্ট হতি পারলে গল্প কেন নয়? ;) :D :D

আমার আর লেখা, মন চাইলেই কি বোর্ডে এটাক। :)
হুম চেষ্টা করমু মাহমুদ ভাই।

আর আপনার সিরাজের এক লাইনের পেছনে সাতাশ পৃষ্ঠা ব্যয় কথা টাই অবচেতন মনে এ গল্পের রসদ যুগিয়েছে। আমি নিজে ও পড়ে যাইয়া বুঝছি, রাইত বিরাতে মনের মাঝে এই চিন্তা আইল কৈ থেকে :)

এজন্যই শুকরিয়া। :)

আপনি ও ভাল থাইকেন ভাই।

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ |-) একলাইনের গল্পগুলো চমৎকারভাবে সেজেছে । উৎসর্গে নতুন নেপত্যের উদ্ভাবন । সব মিলে লিমিটেডে আনলিমিটেড পিলাচ । B-)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

খাটাস বলেছেন: হাহাহা কালি ভাই আপনার মন্তব্য টা দারুন লাগল। :)
লিমিটেডে আনলিমিটেড পিলাচ আন্তরিক ভাবে গ্রহণ করলাম।
সেই হেতু জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। :)

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬

আহমেদ জী এস বলেছেন: খাটাস ,



ইমটিকনেই পাঠক মনে গড়ে উঠুক নিজের গল্প।।।।

.......গড়ে উঠেছে নিজের মনেই ন্যানো গল্পগুলো ।


মন থেকে দেয়া উপহার, মূল্য দিয়ে যার বিচার হয় না; তেমোন উপহারে
ব্লগার মামুন রশিদ এর জন্মদিন নিশ্চয়ই ভরে উঠেছিলো অনাবিল আনন্দে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

খাটাস বলেছেন: অসম্ভব ভাল লাগল আহমেদ জী এস ভাই।
আপনার মন্তব্যে মনে তৃপ্তি পাচ্ছি, পোস্টের কনটেন্ট সার্থক হয়েছে ভেবে।
আমি ও আনন্দ বোধ করছি, মামুন রশিদ ভাই এর মত গুণী ব্লগার কে এই সামান্য উপহার দিতে পেরে।

অনেক অনেক কৃতজ্ঞতা চমৎকার অনুপ্রেরণা লুক্কায়িত মন্তব্যটির জন্য।
অনেক ভাল থাকবেন।

২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার প্রয়াসে ভাল লাগা ৷ ভাবার মত ৷

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৩

খাটাস বলেছেন: শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই, আপনার মন্তব্যের আমি গুণমুগ্ধ। এই সামান্য চেষ্টায় আপনার অনুপ্রেরণা পেয়ে অনেক বেশি ভাল লাগছে।
অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৭

জাফরুল মবীন বলেছেন: আর্নেষ্ট হেমিংওয়েকে বলা হয় বিশ্বের সবচেয়ে ছোট গল্পের গল্পকার।তার গল্পটি ছিল মাত্র ৬ শব্দের “For Sale, Baby Shoes, Never Worn”।

আজ বাংলার হেমিংওয়েকে পেলাম যার নাম “মিঠাস” :)

অনেক অনেক ভাল লাগা জানিয়ে গেলাম শুধু গল্পেই নয় বরং তার নতুন রূপের উপস্থাপনায়ও।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭

খাটাস বলেছেন: ভেজাল ফাইটার প্রিয় মবীন ভাই, আপনার এই ভালবাসা মাখা মন্তব্যে বিশেষ ভাবে লজ্জিত হলাম। :!>
কোথায় শেখ সাদি, আর কোথায় .।.।।। :#>
তবু ও যে ভালবাসা আর অনুপ্রেরণা আপনি আমাকে দিলেন, আমার এই অগোছালো ব্লগিং জীবনে অন্যতম বড় পাওয়া গুলোর একটি হয়ে থাকবে।
অনুপ্রেরণার এত দামি মন্তব্যে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না।
অনেক অনেক ভাল থাকবেন প্রিয় ভাই। :)

২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

দুখাই রাজ বলেছেন: বাহ ! আপনি তো এক লাইনে লিখেই খালাস ! আর আমাদের কষ্ট করে বাকিটা ভেবে নিতে হচ্ছে ! হাহাহাহা তবে ভালো লেগেছে । শুভ সকাল ।

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০১

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি ।

সবাই আলাদা আলাদা ভাবলে একই কি ওয়ার্ড দিয়ে কত গুলো গল্প পেয়ে যাব। :) তবু ও লিখিত কষ্ট দেয়ায় ক্ষম অপরাধ। :)
অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর ও মজার মন্তব্যের জন্য। :)
ভাল থাকবেন।

২৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

সোহানী বলেছেন: ডিজিটাল যুগে ডিজিটাল গল্প ভালো লেগেছে.........+++++

শুভ জন্মদিন ব্লগার মামুন রশিদ.........

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৭

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সোহানী আপু।

হাহাহা ইমোর ব্যবহারের কারনে অবশ্যই ডিজিটাল গল্প। সুন্দর বলেছেন আপু। :)

অনেক অনেক ধন্যবাদ জানবেন। ভাল থাকবেন।

৩০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

মৃদুল শ্রাবন বলেছেন: :) "এক ধামা রসুন, সবাই গোল হয়ে বসুন।
এক ধামা পেজ(পিয়াজ), আমার গল্প শেষ।" :-B

খাটাস ফাজলামির একটা সীমা আছে কিন্তু। গল্প বলবেন পুরোটা বলবেন।(এটাও ফাজলেমী)।

ট্রাজেডীর গল্পটা বড্ড অশ্লীল চম্মৎকার।


পুরাই শর্ট ফর্মে লেখা দেখে একটা কথা মনে পড়লো। একটা মেয়ের ইনবক্সের জবাব না দেয়ায় সে পরের মেসেজে লিখেছে, ' via amk rep kelen na?' B:-/

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি মৃদুল ভাই।

দেশের বিদ্যুৎ বাঁচাই, তাই পুরো গল্প বলি নাই। :)

চি চি ঘুরে ফিরে ট্রাজেডী ;) :)

via amk rep kelen na?' B:-/
B:-) :#> =p~ =p~ =p~ :!> :)

মন্তব্বান্তে শুকরিয়া মৃদুল ভাই। :)

৩১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১:১২

একলা ফড়িং বলেছেন: বাহ ইমোটিকন গল্প! দারুণ জিনিস! কিন্তু মাত্র এই কয়টা কেন? :| :|

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি ফড়িং আপু ( সম্ভবত আপু!!!)

আপনার মন্তব্যে অনেক ভাল লাগা। আসলে যে কয়টা মাথায় এসেছে, সেগুলোই দিয়েছি।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। ভাল থাকবেন।

৩২| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:০০

এহসান সাবির বলেছেন: মুগ্ধ!!

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৯

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সাবির ভাই।

মন্তব্যান্তে অশেষ শুকরিয়া সাবির ভাই। :)
ভাল থাকবেন অনেক।

৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬

মুন্না হাসান(অচেনা পথিক) বলেছেন: ভালই।।মজা লাগল আর কি :)

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি মুন্না ভাই।

হাহাহা আমার ও খুব ভাল লাগল জেনে ভাই। :)
অনেক অনেক ধন্যবাদ নেবেন। :)

৩৪| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুণ বুদ্ধিতো! অষ্টম ভালোলাগাটা আমার +

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি তনিমা আপু।

:#> বুদ্ধি না, হঠাৎ করে মনে আসছে। :!> :)
আপনার+ আনন্দের সাথে আন্তরিক ভাবে গ্রহণ করলাম। :)
অনেক ধন্যবাদ আপু।

৩৫| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৩

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! দারুণ ব্যাপার। আমি কয়েকদিন আগে এরকম কিছু ভেবেছিলাম। ভদ্দরলোকদের চিন্তার সামঞ্জস্য দেখতে পেরে উৎফুল্ল!

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি হাসান ভাই।

হাহাহা ভদ্দরলোকদের চিন্তার সামঞ্জস্য দেখতে পেরে উৎফুল্ল! ভালই বলেছেন ! :) যেটা ভেবেছিলেন, দিয়ে দিন। আপনার হাতে গড়লে আইডিয়া টা আরও ভাল সাজবে।

অনেক ধন্যবাদ ভাই। :)

৩৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৪

কসমিক- ট্রাভেলার বলেছেন:





দুই বৎসরের বাচ্চার একজোড়া অব্যবহৃত স্যান্ডেল বিক্রয় হবে।



(এটি একটি এক লাইনের গল্প, এ গল্পে বাচ্চা হারানোর বেদনা আছে, ট্রাডেজি আছে, দারিদ্রের তাড়না আছে)

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪

খাটাস বলেছেন: এই গল্প টা পড়েছি, খুব ভাল লেগেছিল। লেখকের নাম মনে নেই।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকবেন।

৩৭| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০১

মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগল , শুভ কামনা

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২

খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন অতন্দ্র। আপনার জন্য ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.