নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

০ মাননীয় প্রধানমন্ত্রী অভিনন্দন ০

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫২

মাননীয় প্রধানমন্ত্রী,
প্রথমেই অভিনন্দন জানবেন, অনলাইনে দেশদ্রোহী রাজাকার গোষ্ঠীদের অপপ্রচার রোধ করতে ৫৭ ধারার মত বলিষ্ঠ একটি আইন পাস করে, অনলাইনে ঐ সব কুচক্রিদের বাক স্বাধীনতা
বন্ধ করে দিয়ে মানে বাক স্বাধীনতার অপ ব্যবহার রোধ করে দিয়ে আমাদের মত সাধারণ মানুষ কে বিভ্রান্ত হউয়া থেকে রক্ষা করার জন্য।

আমরা আনন্দিত এত বছর পরে, আপনার মন্ত্রি পরিষদের মাননীয় শিক্ষা মন্ত্রী প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ভার্সিটির পরিক্ষা ত্রুটিপূর্ণ - এই গুরুত্বপূর্ণ বিষয় টি জাতির সামনে তুলে ধরতে পেরেছেন।
অবশ্যই এর বিরোধিতা করে আমরা কুচক্রিদের খাতায় নাম লেখাব না। আমরা আনন্দ চিত্তে নীরব থেকে সমর্থন জানাই।

নিন্দুকেরা কিছুদিন আগে এইচ এস সি পরিক্ষার প্রশ্ন পত্র ফাঁসের মিথ্যা গুজব ছড়িয়েছে। আবার এবার বিভিন্ন সরকারি ভার্সিটিতে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলছে।
অবশ্যই এর সমর্থন করে আমরা ঐ সব কুচক্রিদের খাতায় নাম লেখাব না। আমরা নিন্দার সাথে নীরব থেকে এই মিথ্যা গুজবের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

আপনার মন্ত্রি পরিষদের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এদেশের ৯০ ভাগ মুসলমানের পবিত্র তীর্থ হজের অপকারী দিক জাতিকে জানিয়েছেন। আমরা জেনে যারপনাই মুগ্ধ হয়েছি।
ধর্মান্ধ দের মত অনুভুতিতে আঘাত লাগার অজুহাতে আমরা অবশ্যই ভারাক্রান্ত হব না। আমরা আনন্দ চিত্তে নীরব থেকে সমর্থন জানাই।

মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমরা তো আর রাজাকারের সমর্থক না। আমরা সবাই চুপ আছি। আপনি নিশ্চিন্তে আপনার সুযোগ্য মন্ত্রী পরিষদ সাথে নিয়ে আমাদের প্রিয় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়নের পথে এগিয়ে যান।

আমরা চুপ আছি, আপনি এগিয়ে যান।
আমাদের নীরবতাই আমাদের মুক্তি যুদ্ধের চেতনার পক্ষের প্রমান হিসেবে জানবেন। আপনি অনেক ভাল থাকুন মাননীয় প্রধানমন্ত্রী।

শেষে অবশ্যই এক বাক্যে স্বীকার করি,

জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০২

প্রবাসী পাঠক বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমরা তো আর রাজাকারের সমর্থক না। আমরা সবাই চুপ আছি। আপনি নিশ্চিন্তে আপনার সুযোগ্য মন্ত্রী পরিষদ সাথে নিয়ে আমাদের প্রিয় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়নের পথে এগিয়ে যান।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৪

খাটাস বলেছেন: হুম ঠিক। :|

জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০২

আমিনুর রহমান বলেছেন:




লে হালুয়া ঠেল্যা সামলা :P



জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৫

খাটাস বলেছেন: জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

মামুন রশিদ বলেছেন: জানি এই স্যাটায়ার মাননীয় প্রধানমন্ত্রী পড়বেন না । তবু উনার বোধদয় হোক । আমিন ।।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৯

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি মামুন ভাই।

সময় পেড়িয়ে গেছে অনেক, তবু ও অনুভুতি সতেজ। এর বেশি আর কি বলব।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু। :|

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

মৃদুল শ্রাবন বলেছেন: গত পাঁচ বছরে দেশের কোথাও কোন পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় নাইক্যা। :-P B:-/

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১

খাটাস বলেছেন: আপনার কাছে একবার দেরিতে মন্তব্যের উত্তর দেয়ার জন্য ক্ষমা চাইছি। :-P ;) :D

ঘটনা কিন্তু সত্য। ;)

জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু। :|

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

মুহিব জিহাদ বলেছেন: হে ধরনী তুমি দেশের মুখ খুলিয়া দাও আমরা চুপ আছি চুপ থাকি।
জয় বাংলা
খাটাস এর পোস্ট সামলা

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি ইঞ্জিন ভাই।

ধুর কি যে বলেন না। :!> ;) :D

জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু :|

৬| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:০৪

জাফরুল মবীন বলেছেন: ভাই খাটাস ‘সম্প্রচার নীতিমালা’র ভয়ে যতটা না কুন্ঠিত ছিলাম তারচেয়ে বেশী ভয়ে আছি “ব্লগমারানি” গালি দিয়ে না আমার মান-ইজ্জত ডুবিয়ে দেয়! :P :P :P :((

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি মবীন ভাই।

অভিনন্দন মবীন ভাই বাংলার শব্দ ভান্ডারে নতুন একটি শব্দ সংযোজন করিয়া অনলাইনের বাহিরে অতি প্রেমি দের নতুন একটি অস্ত্র তুলে দেয়ার জন্য। ;) :D তবে ব্লগার রা আপনার অনুভুতির তোয়াক্কা না করে কিন্তু ব্লগ মার্শাল ডাকতে পারে। ;) :P :D

জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু । :|

৭| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৫

জানা বলেছেন:

শুভ জন্মদিন। সফল এবং মঙ্গলময় দীর্ঘ জীবন কামনা করছি।



কিন্তু এমন একটি শুভ দিনে এই পোস্ট? কমপক্ষে ৭ বছরের ঘানির কথা ভুলে গেলে কি করে হবে? কার, কখন, কোথায়, কিসে আঘাত লাগে সেটা কে জানে? বিনা কথায় পুলিশ ভাইজান তোমার ৭ বছরের ব্যবস্থা করার সম্পূর্ণ অধিকার পেয়েছে। X((

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি জানা আপু।

মন্তব্য টা বার্থডের পরের দিন দেখেছিলাম, মোবাইলে ছিলাম বলে আসতে পারি উত্তরে।
যেখানে আমার জন্মদিন সবারই অজানা,
সেখানে শুধু একজনের ই জানা্‌,
তিনি ই আবার নিজেই জানা।
সত্যি ই অদ্ভুত রকমের ভাল লেগেছে আপু।
অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আপু।

আর বাংলাদেশে থাকি, তাই শুভ দিন কোনটা বুঝতে পারি না। কোন টা একটু বেশি স্মরণীয়, আর কোনটা একটু কম আর কি।

তবে দেশের মানুষের সাথে সাথে মানুষ চালক দের অনুভুতি ও যেভাবে বেড়ে যাচ্ছে, বিরাট চিন্তার বিষয়। সেই লক্ষ্যে আপাতত,
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু । :|

৮| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৯

প্রবাসী পাঠক বলেছেন: ঈদ উল আযহার শুভেচ্ছা।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৬

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রবাসী পাঠক ভাই।

তবে আপনি ঠিক সময়ে শুভেচ্ছা জানালেও আমার অনেক বেশি দেরি হয়ে গেল। :( তবু ও বাসি ঈদের টাটকা শুভেচ্ছা আর সামনের ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। :)

৯| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৬

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮

খাটাস বলেছেন: আগেই একবার ক্ষমা চেয়ে নিয়েছি সাবির ভাই। ;) :)

প্রবাসি ভাই এর মত আপনার টাটকা ঈদের শুভেচ্ছা তে ও আমাকে বাসি শুভেচ্ছা জানাতে হচ্ছে সাবির ভাই। :(
তবে সামনের বছর পরিবার নিয়ে আনন্দের সাথে ঈদ পালন করুন, তার অগ্রিম শুভেচ্ছা। :)

১০| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

খেলাঘর বলেছেন:


শেখ হাসিনাই শেখ সাহেবের 'সোনার বাংলার' (স্বপ্ন বা বকবক) হত্যাকারী।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

খাটাস বলেছেন: হাহাহা আসলে দিন কাল এমন আসছে সবই ঘুরাইয়া ফিরাইয়া বলতে হয়, যাতে কারো অনুভুতিতে আঘাত না লাগে।

এখন তো মেলা অনুভুতি।
*স্ট্রের অনুভুতি, ধরমানুভুতি, দলানুভুতি, বাপানুভুতি ;)

কিন্তু এমন কিছু কথা আছে, যা ঘুরাইয়া ফিরাইয়া বললেও মুল থিম সব সময় ই এক দাঁড়ায়। তাই আপনার মন্তব্যের রিপ্লাই দিলাম না। :)

আপনার সাথে আমার নীতিগত বেশ ভাল রকমের পার্থক্য আছে। তারপরেও আপনি নিরপক্ষে মনে হয় বলেই আপনার নানা কমেন্টে যুক্তিতে দেখি। তাই বেশ ভাল লাগে।

ভাল থাকবেন খেলাঘর ভাই।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:








মাননীয় প্রধানমন্ত্রী আমি উক্ত পোষ্টের কোন পয়েন্টের বিরোধিতা করে কুচক্রীদের অন্তর্ভুক্ত হতে চাই না। তাই নিরবে প্লাস বাটন ক্লিক করে চলে গেলাম। এর ফলে সামহোয়্যার ইন ব্লগের সার্ভারে কোন প্রকার প্রবলেম ঘটিলে আশাকরি আপনি নিজ হতে তা দেখবেন।

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ২:১০

খাটাস বলেছেন: আমি ও কোন রুপ কি বোর্ড নিঃসৃত শব্দ চয়ন করিয়া ৫৭ ধারার মার প্যাচে পড়তে চাই না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর এই সুহৃদ কে মন্তব্য বিহিন এক আন্তরিক কৃতজ্ঞতা জানাইলাম।

জয় বাংলা,
জয় বংবন্ধু

১২| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৬

বিষের বাঁশী বলেছেন: সব কিছুতেই নির্বিকার থাকতে থাকতেই আমরা একদিন হারিয়ে যাব ----- :(

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১

খাটাস বলেছেন: হয়ত যাব, হয়ত বা দুটি একটি কথা থেকেই অনেক কিছু পালটাবে।
হয়ত আমরা না থাকলে ও কেও না কেও এর সুফল পাবে।
ভাল থাকবেন আপু।
আমাদের তো উপায় নেই,
জয় বাংলা,
জয় বংবন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.