নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

০ আত্ম অখণ্ডতা সামাজিক খণ্ডতা ০

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

আমি রাজাকার কে ঘৃণা করি..... আমি ইসলাম কে সবার আগে ভালবাসি..... আমার দেশ সব কিছুর ওপরে..... ধর্ম পালন বোকাদের কাজ..... ধর্ম মানেই বর্বর..... আমার ধর্ম আমি পালন করব..... ধর্ম নিয়ে কিছু বললে ছাড় দেয়া হবে না..... বাংলা সংস্কৃতির গলা রোধ করা হচ্ছে..... সংস্কৃতি মুক্ত, রক্ষণশীলতা আদিমতা..... আমার বাংলা নাটক পছন্দ..... আমার হিন্দি..... আমার ইংরেজি..... আমার চাইনিজ, আমার জাপানি....................



তুমি ভারতের কুত্তা..... তুমি পাকির কুত্তা..... তুমি ইহুদি নাসারাদের দালাল ..... তুমি অন্ধকার যুগের.....

আমার নেতা মহান..... তোমার নেতা জঘন্য মানুষ..... আমার দলই দেশের অধিকাংশ মানুষের স্বার্থকে প্রাধান্য দেয়.....








এই ২০০০ সালের আগেও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল এক চ্যানেল, অল্প কিছু পত্রিকা কেন্দ্রিক। নানা বর্ণের, নানা ভাষার সংস্কৃতি, জীবন দর্শন, ইতিহাস জানার মত এখনকার নেট, অসংখ্য চ্যানেল ছিল না।



মোটামুটি বলতে গেলে একমাত্র সঙ্গী ছিল বই। তাও এখনকার মত অত সহজলভ্য ছিল না।

মূল কথা সেই সময়ে শিক্ষার হার ছিল অনেক কম। তার ভেতরে বই এর প্রতি আগ্রহীদের সংখ্যা যে খুব ব্যাপক ছিল না, তা সহজেই অনুমেয়।





বলা যায়, সম্ভবত দেশীয় সংস্কৃতি আর ধর্মের সামঞ্জস্যে একটা মিশ্র চর্চা চলত সব খানেই। হয়ত কিছুটা আঞ্চলিক ভিন্নতা নিয়েই। দেশের মানুষের চিন্তার সমতায় খুব বড় রকমের পার্থক্য ছিল না।





ইন্টারনেট, মোবাইল, স্যাটেলাইট চ্যানেল আর মার্কেটিং এর এ যুগে একেক জন মানুষ ইচ্ছা অনিচ্ছায় ভিন্ন ভিন্ন বিষয়ে পছন্দ অপছন্দের তথ্যে সাথে পরিচিত হচ্ছে। একেক জনের মস্তিস্ক একেক ভাবে গড়ে উঠছে। ছোট ছোট মতের গোষ্ঠী গড়ে বাড়ছে। গোষ্ঠীতে গোষ্ঠীতে চলছে রেষারেষি।



এদিকে সংস্কৃতির পরিবর্তনে ধারায় উন্নয়নশীল অর্থনীতির দোলায় বাড়ছে নিউক্লিয়ার ফ্যামিলির আবির্ভাব।



চাকরী মুখি শিক্ষা ব্যবস্থায় শুরু হয়েছে কে কত শিক্ষা গিলতে পারে সেই চর্চা। জানার চেষ্টা হয়েছে বাধা গ্রস্থ। ক্ষমতালোভী এক শ্রেণীর রাজনিতিক দের প্রভাবে অসুস্থ রাজনীতির চর্চা মানুষের এই আত্মকেন্দ্রিকতায় যুগিয়েছে পানি। তাদের দুর্নীতি পরায়ণ ব্যবস্থায় মামা- মামুর ব্যবহারে নব্য চাকরী প্রার্থীদের ও চাকরী প্রাপ্তদের মাঝে ও বুনছে দুর্নীতি পরায়নতার বীজ।





মনোবিজ্ঞানের টার্ম অনুযায়ী, যে যা বেশি দেখে, অবচেতনে তাতেই প্রভাবিত হয়।





সাধারণ মানুষ নিজ বাস্তব অভিজ্ঞতার বাহিরে কল্পনা করতে পারে না তেমন এ কারনে। হয়েছে তাই। যে যত টুকু সামনে পেয়েছে তাই গিলেছে। সমাজের আত্মকেন্দ্রিক সফলতার চর্চামুখি গতিতে হয়েছে প্রভাবিত। জীবনের সিদ্ধান্ত নিচ্ছে চোখে দেখা মোহে। স্বপ্ন দেখতে ও ভুলে গেছে। তলিয়ে দেখে, কেন???



ভ্রান্ত আত্মোপলব্ধির প্রতিযোগিতায় গড়ে উঠছে হাজার মত। সমমনাদের বন্ধুত্ত। নিজ মত ভিন্নতায় ধৈর্যহীন মনের হিংসাত্মক বিদ্বেষ।



এই সুযোগে নিজ স্বার্থে কোন জ্ঞানী গোষ্ঠী অপরিপক্ক সমাজকে নানা ভাবে করছে বিভ্রান্ত।

হয়ত কেও ভালর জন্য ও চেষ্টা করছেন মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা ও বিবেক কে জাগাতে।



আবার চুপ থাকা জ্ঞানীর কাজ ভেবে কোন জ্ঞানী চুপ করে আছেন।



লাভের লাভ হচ্ছে ওই ঘৃণ্য স্বার্থলোভী শ্রেণীর। বিশৃঙ্খলা চলছেই একই তালে।



এক্ষেত্রে কারা জ্ঞান পাপী, কারা জ্ঞানগুণী- বিচার করতে পারছি না আমরা। হচ্ছি বিভ্রান্ত। গোষ্ঠী গুলো আবার দাবি করছে তারা জানে।

একে অন্য কে দোষারোপ করে আবার মেতে উঠছে মাতাল বিশৃঙ্খলায়।



আবার নানা জন নানা দলে বিভক্ত হচ্ছি। কখন ও মাঝে মাঝে কিছু বলছি। কখন ও উগ্রভাবে। কখন ও শুধু মনে মনে কোন গোষ্ঠীর মত কে সমর্থন করে।



নিজ পছন্দের ধর্মের ধারা, সংস্কৃতির ধারা, দর্শনের ধারা অনুযায়ী চলছি নিজ নিজ পছন্দের মানুষ গুলোর সাথে।



এভাবে কি সত্যি ই মুক্তি মেলে????



বিশেষ দিন সম্পর্কে তেমন আগ্রহ খুঁজে পাই না।

তবু ও সবাই কে নতুন বছরের শুভেচ্ছা।

সবার ভবিষ্যৎ হোক সুন্দর ও নিরাপদ।

মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। পোস্টে ভাললাগা

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

খাটাস বলেছেন: ধন্যবাদ বন্ধু। সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯

প্রামানিক বলেছেন: এরা সারাবছর বাংলা ভাষাকে,সংস্কৃতিকে এবং সালকে উপেক্ষা করে,ভুলে থেকেও ঠিকই পহেলা বৈশাখে ‘বাঙ্গালিত্ব’ উদ্ধারে যারপরনাই তৎপরতা দেখবে। আবার এই এরাই থার্টি ফার্স্ট নাইটেও পুরাই ইংরেজি স্টাইলে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনেও মেতে থাকবে।

ধন্যবাদ খাটাশ ভাই।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

খাটাস বলেছেন: প্রামানিক ভাই যদি ও আমি বিশেষ ভাবে কাও কে বা কোন গোষ্ঠীকে বোঝায় নি। যে আছে যার চিন্তায়।
আপনাকে ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১০

প্রবাসী পাঠক বলেছেন: আমরা শিক্ষা গ্রহণ করছি শুধুমাত্র একটা ভালো চাকরির জন্য। এই শিক্ষা থেকে মুক্তি পাওয়া যাবে না কখনোই।


ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

খাটাস বলেছেন: সম্ভবত আধুনিক ইকোনমির সিস্টেম টা ভাল না।

সুন্দর ভবিষ্যৎ কামনা করি ভাই। আপনাকে অনেক শুভেচ্ছা।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১

মামুন রশিদ বলেছেন: বোধ আর বোধনের ঐক্যতানে ভাসুক সবাই ।



তবু শুভেচ্ছা, নিউ ইয়ারে !:#P

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

খাটাস বলেছেন: হ্যাঁ ঠিক তাই মামুন ভাই, বোধ আর বোধনের ঐক্যতানে ভাসুক সবাই ।

আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা। !:#P

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

খাটাস বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা কবি।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

নববর্ষের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

খাটাস বলেছেন: শুভেচ্ছা আপনাকে ও ভাই।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

ডি মুন বলেছেন:
কারাগারে দ্বারী গেলে তখনই কি মুক্তি মেলে
আপনি তুমি ভেতর থেকে চেপে আছো যার দ্বারখানা


খুব ছোটবেলায় পড়েছিলাম। আজ আবার আপনার পোস্ট পড়ে কথাটা মনে হল।

শুভেচ্ছা সবসময় প্রিয় খাটাস ভাই
ভালো কাটুক প্রতিটি দিন

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

খাটাস বলেছেন: আসলে অগোছালো চিন্তা থেকে লেখা।

সুন্দর ভবিষ্যৎ হোক আপনার ও- এই কামনা মুন ভাই।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১:০০

মুহিব জিহাদ বলেছেন: খাটাস,,,,, আপাতোত নববর্ষের শুভেচ্ছা নেও, ১০০% কনসেনট্রেশন ছাড়া তোমার পোস্ট পড়তে মনেচায় না কারন মাথার উপ্রে দিয়া যায়। :) B-)

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১

খাটাস বলেছেন: তুমি ও শুভেচ্ছা নেও।
আর কি কউ ! :!>

৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: মুহিব জিহাদ বলেছেন: খাটাস,,,,, আপাতোত নববর্ষের শুভেচ্ছা নেও, ১০০% কনসেনট্রেশন ছাড়া তোমার পোস্ট পড়তে মনেচায় না কারন মাথার উপ্রে দিয়া যায়।

পোস্ট পড়ার পর আমারো তাই মনে হল /:)

হ্যাপি নিউ ইয়ার !:#P !:#P !:#P

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২২

খাটাস বলেছেন: ধইন্নবাদ শোভন ভ্যা।

শুভেচ্ছা ভবিষ্যতের জন্য।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অতএব, আমার চুপ থাকাকে জ্ঞানীর পরিচয় ভাববেন না....
একে ‘অনেস্ট ইগনরেন্স’ ভেবে নিলে নিরাপদ।




হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা নিন... :)

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

খাটাস বলেছেন: হাহাহা আপনার লাইন গুলোতে ভাঁড় আর ধার দুটোই বেশি থাকে মইনুল ভাই। যেটা আমার খুব বেশি ই ভাল লাগে।

আপনি ও সুন্দর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানবেন। :)

১১| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

সুমন কর বলেছেন: চমৎকার চিন্তার বহিঃপ্রকাশ। প্রতিটি লাইন ছিল যুক্তিসংগত।

সমাজ-দেশ-রাজনীতি-ধর্ম-শিক্ষা-সংস্কৃতি-ঐতিহ্য-ইতিহাস-দর্শন নিয়ে তোমার ভাবনাগুলো বেশ প্রশ্ন করে -অামাদের মতো বোকা মানুষদের !!

পোস্টে ভাল লাগা এবং ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা !!!

৪+।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮

খাটাস বলেছেন: হাহাহা আমরা সবাই তো দূর থেকে তারা চেনার চেষ্টা করছি সুমন দা। উজ্জলতা আর দূরত্ব অনুমান করে চলেছি। আমরা সবাই ই মুলে এক।

অনেক ধন্যবাদ দাদা। আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

তুষার কাব্য বলেছেন: খুব জ্ঞানগর্ব আলোচনা...মাথায় সব ধরছেনা :-* তবে প্রশ্নটা আমারও :এভাবে কি সত্যি ই মুক্তি মেলে ? :D

শুভেচ্ছা নতুন বছরের ...

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

খাটাস বলেছেন: আহা কি বলেন তুষার ভাই ?
কোথায় জ্ঞান গর্ভ আলোচনা ? :-*
এটা তো বিক্ষপ্ত চিন্তা গুলোকে ধরার চেষ্টা মাত্র।

যাক গে, আপনার সামনের প্রতিটি দিন কাটুক আনন্দে এই কামনা। :)

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

চিরতার রস বলেছেন: আমার এন্টেনা দুর্বল :( মাথার উপ্রে দিয়া গেল আমারও :(

নতুন বছরের শুভেচ্ছা অনিক :#)

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

খাটাস বলেছেন: আরে কি সৌভাগ্য আমাবস্যার চাঁদ :) অনেক দিন পর আপনাকে দেখে খুব ভাল লাগল ভাই। :)

পোস্ট টা দুর্বোধ্য করা আমার ব্যর্থতা ভাই। সহজ করতে পারি নি।

আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা আগামী প্রতিটি দিনের জন্য। :)

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: অনেকদিন পরে প্রিয় খাটাস ভ্রাতা পোস্ট পেলাম । ৬ষ্ঠ ভালোলাগা +


সমাজের, মানুষের দ্বন্দ্ব আর ছন্দ পতন নিয়ে ভালো লিখেছেন। সবারই চোখ আছে। সেই চোখ এক এক জায়গায় অকারনেই বা স্বার্থসিদ্ধির উছিলায় অন্ধ!

যাই হোক, বিশেষ দিন সম্পর্কে আমারও তেমন একটা আগ্রহ লাগে না :/

তবুও হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

খাটাস বলেছেন: সবারই চোখ আছে। সেই চোখ এক এক জায়গায় অকারনেই বা স্বার্থসিদ্ধির উছিলায় অন্ধ!

কথা টা খুব পছন্দ হল। খুব ভাল বলেছেন ভ্রাতা।

ব্লগে সময় হচ্ছে কেন যেন!

অনেক ধন্যবাদ প্রিয় ভ্রাতা।
আপনার জন্য ও সুন্দর ভবিষ্যতের শুভ কামনা।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮

খাটাস বলেছেন: আপনার জন্য ও অনেক শুভেচ্ছা প্রিয় লেখক।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

জাফরুল মবীন বলেছেন: মনুষত্বের উৎকর্ষতার মাঝেই মানুষ মুক্তির স্বাদ পেতে পারে বলে মনে হয় আমার ক্ষুদ্রজ্ঞানে।

ভাই অনিককে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।

HAPPY NEW YEAR :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

খাটাস বলেছেন: সুন্দর বলেছেন মবীন ভাই। আমাদের সবার ক্ষুদ্র জ্ঞান গুলোর সমন্নয়ে হয়ত একটা পথ খুলে যেতে পারে। :)

আপনাকে আজকাল কম দেখা যাচ্ছে কেন? X(

আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা। ভবিষ্যৎ হোক নিরাপদ ও সুন্দর। :)

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪

কলমের কালি শেষ বলেছেন: সবাই এগিয়ে যাক বোধউদয়ের বাতি নিয়ে ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

খাটাস বলেছেন: হ্যাঁ সেটাই আমাদের সবার প্রত্যাশা হোক।
সুন্দর মন্তব্যে ধন্যবাদ কালি ভাই। :)

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: সুমন কর বলেছেন: চমৎকার চিন্তার বহিঃপ্রকাশ। প্রতিটি লাইন ছিল যুক্তিসংগত।

সমাজ-দেশ-রাজনীতি-ধর্ম-শিক্ষা-সংস্কৃতি-ঐতিহ্য-ইতিহাস-দর্শন নিয়ে তোমার ভাবনাগুলো বেশ প্রশ্ন করে -অামাদের মতো বোকা মানুষদের !!

পোস্টে ভাল লাগা এবং ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা !!!

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

খাটাস বলেছেন: হাহাহা আমরা সবাই ই তো বোকা অভি ভাই। একারণে কোন প্রশ্নের উত্তর মেলে না।
অনেক ধন্যবাদ অভি ভাই।
আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা। :)

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

এহসান সাবির বলেছেন: কড়া পোস্ট।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

খাটাস বলেছেন: হাহাহা মন্তব্য মাথার উপর দিয়ে গেল। :)
অনেক অনেক শুভেচ্ছা। :)

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

জুন বলেছেন: তুমি ভারতের কুত্তা..... তুমি পাকির কুত্তা..... তুমি ইহুদি নাসারাদের দালাল ..... তুমি অন্ধকার যুগের..... কি বাস্তব কথাগুলো , শুধু এটুকুই নয় পুরো লেখাটিই বিবেকে আঘাত করার মত ।
+

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

ভোরের সূর্য বলেছেন:
আসলে আমরা দিনে দিনে খুব বেশী স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক্ হয়ে যাচ্ছি। স্বচ্ছ বিবেকবোধই পারে এসব থেকে বের হয়ে আসতে।

উদাহরণ হিসেবে বলা যায় যে এখন এমন অবস্থা যে স্বাভাবিক আচরণ করাটাই অন্যের চোখে অদ্ভুত লাগে। সিন এন জি কে যদি মিটারে যেতে বলেন তাহলে সিন এন জি ড্রাইভার তো অবশ্যই এবং আশে পাশের লোক আপনার দিকে উদ্ভুত চোখে তাকাবে যে আপনি ভিন্ন গ্রহ থেকে এসেছেন।

আমরা একটু অন্য দৃষ্টিতে দেখিনা। ফকির কে ভিক্ষা দিলে ২টাকার নোটের বেশী বের হয় না। কিন্তু পাঁচ টাকার নোটের দিকে কি হাত দেয়া যায়না? কিংবা ১০বা ৫০টাকার নোট।

বিশ্বাস করি আগে নিজেকে শুধরানো। আমরা নিজেরা ভাল হবার চেষ্টা করলে অটোমেটিক সব কিছুই ঠিক হয়ে যাবে।

নববর্ষের শুভেচ্ছা। অনেকদিন পর আপনার পোষ্টে মন্তব্য করলাম। খুব ব্যস্ত থাকতে হয়।ভাল থাকবেন।

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.