নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কানিজ রিনা

কানিজ রিনা › বিস্তারিত পোস্টঃ

একুশের চেতনা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১


আজ বিশ্ব মাতৃ ভাষা দিবষ আমার মায়ের
ভাষা,একুশের চেতনা সবার মাঝে ফুটে
উঠুক বসন্ত ফুলের সৌরভে।
সারা বিশ্বের শিশুরা প্রথমে বলতে শিখে
দাদা মামা বাবা নানা বুবু প্রথম বোল
দাদ মাম বুব বাব। কিন্তু অন্য দেশে
শিশুদের ঘুরায়ে তারা যা বলে ড্যাড মম
তাই শিখায়। তাই বলব শিশুর প্রথম
বলা কথাই আমাদের বাংলা ভাষা,
চেতনায় একুশ থাকবে। পৃথিবী যত দিন
টিকবে ততদিন। এই কামনান্তে।

মন্তব্য ৬৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

করুণাধারা বলেছেন: চমৎকার লিখেছেন।মোবাইল দিয়ে লেখা খুব কষ্টকর করে তুলেছে সামু, তবু কষ্ট করে লগ ইন করলাম শুধু একথা বলতে যে আপনার পোস্ট খুব ভাল লেগেছে। ভবিষ্যতেও এভাবে থাকবেন। শুভকামনা।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭

কানিজ রিনা বলেছেন: ধন্যবাদ,

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি !!

সুন্দর লিখেছেন ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

বিলিয়ার রহমান বলেছেন: এক এক জনের লেখার স্টাইল এক এক রকম। আপনারটা আপনার মত। আপনি আপনার মতো ভালো লেখেন। অন্যরা লেখেন তাদের মতো করে ভালো। দিন শেষে পাঠকরা বিচার করেন কার মুন্সিয়ানা কতখানি!:)

আপনার পাঠক হিসেবে বলছি লেখার থিমটা বেশ স্ট্রং আর আমার তা ভালোলেগেছে। তবে কিছু কবিতা পরে ভালোলাগায় আচ্ছন্ন হয়ে যাওয়ার মতো যে ভাব আসে সেটি কিন্তু আসেনি!:)

আর একটা কথা, অনেকেই বাংলা ভাষার সাথে বিদেশী ভাষার শব্দ মেশানো নিয়ে সমালোচনা করে।তবে এই সমালোচনাকে আমার কছে মনে হয় এক প্রকার ন্যাকামি। কারন বাংলা ভাষার শব্দ সম্ভারে দেশি ভাষার শব্দ মাত্র ২ ভাগ। এখন আমরা কি কেবল এই ২ ভাগ শব্দ ব্যবহার করে কথা বলব?????? আসলে অন্য ভাষা থেকে শব্দ এসে সেগুলো আমাদের ভাষারই শব্দ হয়ে যাচ্ছে আর এতে বাড়ছে আমাদের ভাষার কলেবর। তাছাড়া ভাষার ধর্মই হচ্ছে এটি পরিবর্তন হবে। তাই কেউ জোর করে এর পরিবর্তন ঠেকাতে পারে না বা পারবে না!:)তাই বাংলা ভাষাও পরিবর্তন হবে নতুন নতুন শব্দ গ্রহন বর্জন করবে!:) তবে আমাদের এই ভাষাটা আমাদের কাছে যেরকম পরম মমতার আছে সেরকমই থাকবে।

একুশের চেতনা অমর হোক !বাংলা ভাষা টিকে থাকুক কোটি বছর!:)

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৩

কানিজ রিনা বলেছেন: আসলে বাংলা ভাষার সাথে অনেক দেশের
ভাষা মিশান আছে,তবুও স্বরবর্ন ব্যন্জন
বর্ন সম্পুর্নই বাংলার বর্ন।
আমি লেখি কিন্তু প্রকাশ করিনা। হয়ত সময়ের অপেক্ষায় আছি। নিজের জীবনি
দিয়েই শুরু করব। মানুষ বানরের রচনা।
ভাল লাগল আপনার মন্তব্যে ভালথাকুন।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মিষ্টারনুর বলেছেন: অনেক সুন্দর লেখা

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

মিষ্টারনুর বলেছেন: অনেক সুন্দর লেখা

৯| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:৫৬

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: বিশ্ব মাতৃ ভাষা দিবষ
দিবস বানানটি খেয়াল করবেন, মনে কিছু নিবেন না।
পড়ে বিষয় বস্তু খুব ভাল লেগেছ।

১০| ২২ শে মার্চ, ২০১৭ ভোর ৫:২২

ফেক রুধির বলেছেন: ভালো লেগেছে

১১| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


আমি আরজ আলী মাতব্বরের বই পড়িনি।

দর্শন এখন নতুন ডেফিনেশন পেয়েছে।

১২| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার উত্তর মন্তব্য হয়ে যাচ্ছে!

পাঠকদের উত্তর দেয়ার আমন্ত্রণ জানাচ্ছি! আপনার পাঠকরা কিন্তু আপনার উত্তর পেতেই মন্তব্য করেন!:)


ভালোথাকুন!:)

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


পাঠকদের মতামত নিয়ে আপনার নিজস্ব ভাবনা তুলে ধরবেন, এতে আপনার লেখার প্রতি আগ্রহ বাড়বে!

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন লেখেন না যে?

১৫| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

১৬| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। আরো পোষ্ট দিন।

১৭| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৮

কানিজ রিনা বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন।

১৮| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০০

কানিজ রিনা বলেছেন: আমি হলাম পাঠক ধন্যবাদ।

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা রইল আপু
শুভ নববর্ষ

২০| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬

ভবঘুরে যাত্রি বলেছেন: শুভ নববর্ষ

২১| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৫

কানিজ রিনা বলেছেন: আমি আপনাদের মন্তব্যের জন্য সবাইকে
অসংখ্য ধন্যবাদ।

২২| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লেখনি, ভালো লাগলো

২৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৩

মামুন ইসলাম বলেছেন: চেতনায় একুশ থাকবে। পৃথিবী যত দিন
টিকবে ততদিন। এই কামনান্তে।

চমৎকার কথার গাঁথুনী ভাল লাগল।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনি কি নিজের পোস্টে ফেরত আসেন না?

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নতুন পোষ্ট দেন। শুভকামনা অবিরাম।

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০

কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: খুব ভাল লাগলো, নতুন কিছুর প্রত্যাশা করছি। শুভ কামনা রইল।

২৭| ০২ রা মে, ২০১৭ রাত ১২:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার নাতনিরাও না না ডাকে।

২৮| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৮:৫৩

মানবী বলেছেন: " তাই বলব শিশুর প্রথম
বলা কথাই আমাদের বাংলা ভাষা,
চেতনায় একুশ থাকবে"


- সুন্দর ভাবনা!
মাতৃভাষার প্রতি ভালোবাসা শ্রদ্ধা বিশ্বের প্রতিটি জাতির। দুঃখজনক ভাবে আমাদের এমন এক প্রজন্মের সৃষ্টি হয়েছে যাদের কাছে শুদ্ধভাবে বাংলা বলাটা লজ্জার মনে হয় যেনো!

ভালো লেগেছে পোস্টের বক্তব্য, ধন্যবাদ কানিজ রিনা।

২৯| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নতুন পোষ্ট চাই আপু...

৩০| ১২ ই মে, ২০১৭ রাত ১১:১৩

নাগরিক কবি বলেছেন: একুশ সবার মাঝে চেতনা হয়ে থাকুক। সুন্দর হয়েছে।

৩১| ১৩ ই মে, ২০১৭ সকাল ১১:২০

খায়রুল আহসান বলেছেন: মাতৃভাষার প্রতি সুগভীর শ্রদ্ধাবোধ থেকে লিখিত এ কবিতাটি পড়ে ভাল লাগলো।
আরো লিখুন।

৩২| ১৭ ই মে, ২০১৭ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখায় যাঁরা কমেন্ট করেন, তাঁদের কমেন্ট বুঝার চেস্টা করবেন।

৩৩| ২০ শে মে, ২০১৭ রাত ১:১১

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী আপনাকে শ্রদ্ধা। সব সহ শ্রদ্ধা।
আমি খুব আলসে বুড়ি। ব্লগের লেখা গুল
পড়ি সময় কাটাই। কমেন্টও করি কিন্তু নিজের লেখা কিবোর্ড চাপতে ভিষন আলসে।
যদিও অসংখ্য লেখা জমা। এইত ভাল আছি
আপনাদের সাথে আপনাদের লেখা পড়ি।
আমি নাহয় পাঠকই থাকি। সবাই ভাল
থাকবেন।

৩৪| ২৩ শে মে, ২০১৭ সকাল ৮:১০

মোঃ খুরশীদ আলম বলেছেন: দেশী ভাষার বিদ্যা যার মনে ন জুড়ায়
নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় । (কবি আবদুল হাকিম)

৩৫| ২৪ শে মে, ২০১৭ সকাল ১১:০৮

সামিয়া বলেছেন: সবাই নিজ দেশ কে ভালবাসুক, নিজ ভাষাকে শ্রদ্ধা করুক এই কামনা।

৩৬| ২৪ শে মে, ২০১৭ রাত ১১:৫৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: আজ বিশ্ব মাতৃ ভাষা দিবষ আমার মায়ের
ভাষা,একুশের চেতনা সবার মাঝে ফুটে
উঠুক বসন্ত ফুলের সৌরভে।
মায়ের ভাষা, মনের কথা বলার ভাষা,
মনের মত প্রকাশ ভাষা
মানুষের কাছে যাওয়ার ভাষা।

৩৭| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: উত্তর করেন না কেন?

কোন সমস্যা?

৩৮| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৭

কানিজ রিনা বলেছেন: আমার ভাই এর রক্তে রাঙানো একুশের
চেতনায় পাই আমার ভায়েরা জীবন দিয়েছিল
যে ভাষায় সমগ্র বিশ্বের শিশুর প্রথম কথা
বলার ভাষা। যে ভাষা জন্য প্রান দিয়েছিলেন
আমাদের ছেলেরা পৃথিবীতে আর কোনও দেশ
ভাষার জন্য প্রান দেয় নাই।
তাই আমার ভাষা শ্রেষ্ঠ আমার ভাষা বাংলা
ভাষা। ধন্যবাদ বিজন রয় ভাল থাকুন।

৩৯| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫

অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: আজ বিশ্ব মাতৃ ভাষা দিবষ আমার মায়ের
ভাষা,একুশের চেতনা সবার মাঝে ফুটে
উঠুক বসন্ত ফুলের সৌরভে।
সারা বিশ্বের শিশুরা প্রথমে বলতে শিখে
দাদা মামা বাবা নানা বুবু প্রথম বোল
দাদ মাম বুব বাব। কিন্তু অন্য দেশে
শিশুদের ঘুরায়ে তারা যা বলে ড্যাড মম
তাই শিখায়। তাই বলব শিশুর প্রথম
বলা কথাই আমাদের বাংলা ভাষা,
চেতনায় একুশ থাকবে। পৃথিবী যত দিন
টিকবে ততদিন এই কামনান্তে।
সুন্দর হয়েছে।

৪০| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

তারুন্যের দামামা বলেছেন: খুব ভালো লিখেছেন... এখন ইফতারির দাওয়াত রইল|

৪১| ১২ ই জুন, ২০১৭ রাত ১১:২৫

কানিজ রিনা বলেছেন: আমাদের বাংলা ভাষার চেতনা নিয়ে সব সময় কিছু না কিছু লিখা প্রয়োজন। কত কত
রাক্ষস খক্ষশ জুটেছিল এই ভাষা মুছে দেওয়ার জন্য। তাই সব সময় আমাদের
ভাষার উপর লেখা আসা উচিৎ। সবাই ভাল
থাকুন।

৪২| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ২:০৩

কানিজ রিনা বলেছেন: ইফ্তারীর দাওয়াত গ্রহন করলাম ধন্যবাদ।

৪৩| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: একুশের চেতনা আমার প্রিয় বিষয়ের একটি , এ ব্লগে আমার প্রথম পোষ্ট ছিল চিরায়ত একুশের স্লোগান নিয়ে । একটি পোষ্ট এ আপনার একুশের চেতনা নিয়ে কবিতা লেখার কথা জানতে পেরে দেখতে আসলাম । কবিতা ভাল লেগেছে , এটা পাঠের সাথে অনেক প্রসঙ্গীক কথা মালা এসে যায় চিন্তা চেতনায় , এটাই মনে হয় একটি কবিতার সাফল্য গাথা ।

একুশের চেতনা আমাদের জাতীয় জীবনে একটি বিস্ময়কর বিরল বিষয় । এমনতর ভাবনার কারণ এর বহুমাত্রিকতা। সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিতে এর গভীর প্রভাব, বিশেষ করে জাতীয়তাবাদী চেতনা বিকাশের ধারার লড়াইয়ের মাধ্যমে ভাষিক জাতিরাষ্ট্র বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এর ধারাবাহিক প্রভাব। আমরা সকলেই জানি চেতনার ঐক্যের জন্য ভাষা একটি গুরুত্বপূর্ণ উপাদান। জাতীয়তাবোধের সঞ্চারে বিশেষ ঐক্যসূত্র ও জাতি গঠনের মুলমন্ত্র হলো আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা । স্বভাবতই মাতৃভাষা যেমন জাতীয় পর্যায়ে অধিকার আদায়ের সংগ্রামী প্রেরণা, তেমনি এই চেতনা আবার হয়ে ওঠে মুক্তিসংগ্রামেরও প্রেরণা।

ভাষার আবেদন ব্যাপক ও সর্বজনীন বলেই এই চেতনার শক্তি অসাধারণ। পৃথিবীর খুব কম দেশেই দেখা যায় যে একটি জাতির সব শ্রেণীর মানুষ একই ভাষা তথা মাতৃভাষায় কথা বলে থাকে, সে হিসাবে আমরা খুবই সৌভাগ্যবান । সম্ভবত সে কারণে এ ভাষার ওপর কোন আঘাত এলে তা কম বেশি সবাইকে স্পর্শ করে। একুশের চেতনার ব্যাপকতা ও প্রবলতা দারালো তরবারির মত সবসময় সকল বাধা-প্রতিবন্ধকতা দুর করে জাতীয়তাবোধ প্রসারে এগিয়ে এসেছে এদেশের বিভিন্ন গন আন্দোলনে প্রবলভাবে ভাষার হানাদারকে প্রতিরোধ করার জন্য । ভাষার চেতনার প্রকাশ ঘটেছে জাতীয় স্তরে সাহিত্য-সংস্কৃতি এবং একই সঙ্গে রাজনীতিতে।

একুশের চেতনা বাঙালি জাতীয়তাবাদী চেতনার দ্রুত বিকাশ ঘটিয়ে চলেছে আমাদের দেশে বিভিন্নভাবে । সমাজবাদী চেতনা ও জাতীয়তাবাদী চেতনা এই একুশের চেতনার সাথে একাকার হয়ে যেন আজ মিশে গেছে। সাংস্কৃতিক অঙ্গন , রাজনৈতিক অঙ্গন ও সমাজের বিভিন্ন স্তরের সকল শ্রেণী পেশার মানুষ হয়ে গেছে এই জাতীয়তাবাদী চেতনার একাত্মতার অংশীদার হিসাবে।

তবে একটি বিষয়ে আমরা পিছিয়ে আছি। আর সেটা হলো সমাজের সর্বজনকে শিক্ষিত করে তোলা এবং রাষ্ট্রভাষা বাংলাকে জীবিকার সঙ্গে যুক্ত করা। এ ব্যর্থতার জন্য নিম্নবর্গীয় স্তরে দেশ আজ অর্থনৈতিক উন্নতিতে পিছিয়ে পড়ছে। সর্বত্র সদিচ্ছার অভাব। সব কিছু দেখে শুনে মনে হচ্ছে, বৃথাই আমরা বায়ান্নর একুশের চেতনা বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলাম। স্বাধিকার চেতনায় সত্যিকার স্বাধীন সর্বজনীন জাতিরাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। ভাষিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার পরও সে স্বপ্ন আজো যেন থেকে গেল অপুর্ণতায় । ভাষিক জাতিরাষ্ট্র সত্যই কি প্রতিষ্ঠিত হয়েছে? এখনো দেখা যায় সংস্কৃতি, শিক্ষা , বানিজ্যি, রাস্ট্রিয় প্রভৃতি সকল কাজে বাংলার ব্যবহার হচ্ছেনা সার্বজনিনভাবে ।

কামনা করি আপনার কাংখীত একুশের চেতনা পৌঁছে যাক সকলের মর্মমুলে ।

শুভেচ্ছা রইল

৪৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ২:০৩

কানিজ রিনা বলেছেন: আমার মনের চেতনায় অল্প একটু লেখাকে
আপনি এত সুন্দর বিশ্লেশন করে বুঝালেন
আমি নিজেকে অনেক ধন্য হলাম।
শ্রদ্ধান্তে আপনার প্রতি অশেষ শুভ কামনা।

৪৫| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

শাহজালাল হাওলাদার বলেছেন: এখন একুশের চেতনা তো একদিনের অর্থাৎ ফেব্রুয়ারির একুশ তারিখের চেতনায় পরিণত হয়েছে। আবার অই দিনেও চেতনা এমন ভাবে বেড়ে যায় যে কোন কোন চেতকরা মত্ত হয়ে যায় হিন্দি গানে। বেশিরভাগ শিক্ষিত মহলই ড্যাড, মম, পাপ্পাতেই বেশি আগ্রহী। এই কি একুশের চেতনা?

৪৬| ২৪ শে জুন, ২০১৭ সকাল ৯:৪৬

কানিজ রিনা বলেছেন: সত্যি বলেছেন হ্যা শহরের বড় লোকরা বাচ্চা
ইংলিশ মিডিয়ামে পড়ায় বলে এমন অবস্থা।
ভাল থাকুন শুভ কামনা।

৪৭| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক আপা।
ভালো থাকুন সবসময়.....

৪৮| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঈদের শুভেচ্ছা জানবেন।

৪৯| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৮

কানিজ রিনা বলেছেন: আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা
ও শুভ কামনা।

৫০| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

৫১| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ঈদ মোবারক

৫২| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫১

মক্ষীরাজা বলেছেন: আপুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

৫৩| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

জাহিদ হাসান বলেছেন: বাংলা আমার মায়ের ভাষা!

৫৪| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৬

কানিজ রিনা বলেছেন: নিশ্চয় বাংলা আমার মায়ের ভাষা। ভাল থাকুন।

৫৫| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৬

হাসান১২১২১২ বলেছেন: দারুন লিখেছেন। বেশ ভাল্লাগছ।

৫৬| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৬

কানিজ রিনা বলেছেন: ভাললাগছে দেখে ভাল লাগল।

৫৭| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:

আপনি আপনার জানা বিষয়ে লিখুন। আপনার মন্তব্যগুলো ব্লগারদের উৎসাহিত করছে।

৫৮| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩

প্রামানিক বলেছেন: আপনার নতুন লেখা কই?

৫৯| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: আপা,কেমন আছেন ? আপনি আমার কবিতা পড়েন না আর অনেক দিন আপনাকে ব্লগে দেখি না! ভালো আছেন নিশ্চয় ।

৬০| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৪

একলা ফড়িং বলেছেন: মন্তব্যের উত্তর দেয়ার সময় ওই মন্তব্যের উপরে ডানপাশে যে সবুজ তীর চিহ্নটা আছে ওটায় ক্লিক করার পরে যে বক্স আসে সেখানে উত্তর লিখে প্রকাশ করুন। তা নাহলে আরেকটি নতুন কমেন্ট হচ্ছে এবং যাকে উত্তর দিচ্ছেন তিনি কোন নোটিফিকেশন পাচ্ছেন না! এই ভুল আমিও করতাম প্রথমদিকে!

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৫

কানিজ রিনা বলেছেন: ভাল বলেছেন একলা ফরিং

৬১| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি শিয়া, সুন্নী, ওয়াহাবী, কুর্দি ও আমহমেদিয়া বিভক্তির উপর লিখুন।

৬২| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৯

শাহানাজ সুলতানা বলেছেন: ্লেখাটি ভালো লাগলো। আমি এই ব্লাগে নতুন। আমার পাতায় আমন্ত্রণ রইলো।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:২০

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী আপনাদের কাছে লেখার আশ্বাস
পেয়েও লিখতে পারিনা খুলে বলাও ঠিক হবেনা।
হয়ত লিখব। শ্রদ্ধা জানবেন।

৬৩| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৬৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১০

মেহেদী হাসান তামিম বলেছেন: কানিজ রিনা
তোমার লিখা
বাজিয়ে চলে
চেতনা বীণা।

৬৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭

কানিজ রিনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬৬| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

উদাসী স্বপ্ন বলেছেন: আফা কি মোবাইলে টাইপ করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.