নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কানিজ রিনা

কানিজ রিনা › বিস্তারিত পোস্টঃ

বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান।

১৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:০৩

আপনাদের কাছে আকুল আবেদন
সামর্থবান ব্যক্তিদয় যারা কুরবানী
করবেন তারা অন্তত ১০০০/৫০০
টাকা বাঁচিয়ে বন্যার্ত মানুষের পাশে
দাড়ানোর জন্য আমি অনুরোধ করছি
সে সব এলাকায় বন্যার্ত মানুষের
জন্য ত্রান সংগঠন কাজ করছেন
তাদের দিকে হাত বাড়িয়ে দিন।
আমার আকুল আবেদন রইল
সারাদেশের মানুষের কাছে। অতপর
কলেজ ভার্সিটির সোনার ছেলেরা
এগিয়ে যাবে বন্যার্ত মানুষের পাসে।
এই ভরসা রাখি। ঘরে থাকা মা
বোনেরা সাহায্যের হাত বাড়িয়ে দিন
যে যতটুকু পারেন।
আমি কানিজ রিনা।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৫৯

জুয়েল রাজ বলেছেন: শোক দিবসে যে হাজার হাজার গরু জবাই করা হয়েছে তখন কি তোমাদের মনে হয়নাই যে এই টাকাটা বন্যার্তদের সাহায্যে লাগানো যায়। এটা মনে হলো কোরবানিতে এসে?

২| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বন্যায় আক্রান্তদের জন্য যারা এগিয়ে যেতে পারে-
-হাসিনা গং
-খালেদা গং
-এরশাদ গং
-এন জিও
-বিদেশি দাতা সংস্হা
-দেশি মিডিয়া
-দেশী শিল্পপতি
-চুশীল সমাজ
-টকশো বক্তা
-ব্লগার
-নারীবাদী এক চোখকানা মহিলারা।
-ট্রাম্প
-পুতিন
-ছাত্র সমাজ
- বেকার যুবক
-ফেসবুক ইউজার

ইত্যাদি।

৩| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৮

কানিজ রিনা বলেছেন: হ্যা সবাই যাবে যে যার মত মানবতার
হাত বাড়াবে। ধন্যবাদ।

৪| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৩

শুভ্র বিকেল বলেছেন: দারুণ আহবান। আশা করছি অনেকেই সারা দিবেন এই আহবানে।

৫| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১

কানিজ রিনা বলেছেন: আমিও সেই আশা রাখি ভাল থাকুন।

৬| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০০

ঝানডু বাম বলেছেন: কানিজ রিনা আআআআফাফাফা! কোরবানীর মহৎ উদ্দেশ্য মাইনষেরে বুঝাইবার আগে নিজে ভালো মত বুইঝা লন। নাগরিক কবি পোষ্ট কারার পর বন্য্যর্থ গো লাইগা এতদিনে আফনের ভালোবাসা উৎলাইয়া পড়িল!! কই ১৫ আগষ্টের সময় যহন গরু জবাই করিয়া তেহারি পার্টি হইলো তহন বন্যার্ত গো লাইগা ভালুবাসা আছিল কই!! তহন তো পুষ্ট দিলেন না যে সেই তেহারি গুলো বন্যার্ত দের মাঝে দেওয়া হোক!! তেলের মাথায় ভালুই তেল মাখবার পারেন গো আফা!!!

৭| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১১

কানিজ রিনা বলেছেন: ঝান্ডু তোমাকেউ বলব মানবতায় এগিয়ে
যাবে। কে কি করল এখন এই হিংসা
বাদ দাও। নিজেরা যে যতটুকু পারি ততো
টুকু দিয়ে হাত বাড়াই।

৮| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩

ঝানডু বাম বলেছেন: আমারে কওন লাগবোনা আফা। আমি নিজেই আল্লাহ্ র রহমতে এই মহৎ কাজে জড়িত।
কিন্ত আফনে, যে হুদাই মাইনশেরে উপদেশ দিয়া বেড়ান হেয় ১৫ তারিখে পুষ্ট মারিলেন না কিল্লাই! হেইডারে অপচয় মনে হয় নাই নাকি নিজেই হেই তেহারি পার্টি তে লাইনে দাঁড়ায় আছিলেন!!

৯| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩২

কানিজ রিনা বলেছেন: হা হা ঝান্ডু শুধু শুধু আন্দাজে কথা বলা
ঠিকনা বরঞ্চ বলো আফা এগিয়ে আসুন
অবস্তা বেগতীক। খুব খুশি হলাম দোয়া
রইল তুমি এগিয়ে যাও।

১০| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনার পোষ্টের জন্য ধন্যবাদ। অনেকেই সাহায্য করতেছে; আশারি অন্যরাও এগিয়ে আসবেন।

১১| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৭

কানিজ রিনা বলেছেন: মোস্তফা কামাল পলাশ আপনার মন্তব্যের
জন্য ধন্যবাদ।

১২| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষের সেবায় মানুষকেই এগিয়ে যেতে হবে। এ মানবতার দাবী।

ধন্যবাদ আহবান

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৮

কানিজ রিনা বলেছেন: মানুষ মানুষের জন্য নিশ্চয় মানবতা এখনও এগিয়ে।
আপনাদের সহায়তাই কাম্য। ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।

১৩| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
মানবতার জয় হোক !


পোষ্টে জন্য ধন্যবাদ আপা !

১৪| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

কানিজ রিনা বলেছেন: আপনার মন্তব্যে ধন্য হলাম। শুভকামনা।

১৫| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি দেশের বাহিরে এই মহুর্তে, একটা সংস্হার সাথে যুক্ত; তারা টাকা দান করে দেশে; আমাকে এখনো বল পাঠায়নি: তারা নিজের থেকে কিছু ব্যবস্হা নেয়।

১৬| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী মন্তব্যের জন্য ধন্যবাদ, আমাদের
ব্লগার নাগরিক ব্লগারদের নিয়ে একটি টিম
গঠন করেছেন আপনি উনার নাম্বারে যোগ
দিন। আমাদের ওমেরা সুইডেন থেকে আশ্বাস
দিয়েছেন সহযোগীতার জন্য। আপনারা যারা
বিদেশ থাকেন আজ এই বন্যাভাসী মানুষের
জন্য সহায়তা সুপরামর্শ অনেক উপকার হবে।
সামনে হয়ত আরও বিপদ ঘনিয়ে আসছে।
শুভকামনা।

১৭| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: ব্লগারগণ আপনার এই সময়োপযোগী আহ্বানে সাড়া দেবেন বলে আশা রাখছি। বানভাসি মানুষদের প্রতি এই সহমর্মিতা প্রকাশের জন্য সাধুবাদ! পোস্টে ভাল লাগা। + +

১৮| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭

কানিজ রিনা বলেছেন: ভাই আপনার জন্য রইল অশেষ শ্রদ্ধা ও
শুভকামনা।

১৯| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪

ফেল কড়ি মাখ তেল বলেছেন: কানিজ আপা আপনার হাজবেন্ড এর এক বোতল
ব্লেক লেভেল হুইস্কির টাকায় ৫ টি বন্যাতো পরিবার
এক বেলা খেয়ে বাচতে পারবে।
ব্লগে উপদেশ এর সাথে সাথে আপনি নিজে ও
তার উদাহরণ হয়ে দারাবেন আশাকরি।

২০| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

কানিজ রিনা বলেছেন: এই কথাটা ঠিক বলেছ, আসলে কি বলব
আমি তার সাথে থাকিনা আজ দশবছর।
ছেলে মেয়ে নিয়ে থাকি মেয়েটা বাইরের
দেশে স্কলার নিয়ে লেখাপড়া করে। এইত
বিয়ে ঠিক হয়েছে দোয়া করো। ছেলেটা
ইংলিশে মাসটার্সকরে,চাকুরী করে বিয়ে দিয়েছি। অনেক সুখেই আছি। ছেলে মেয়ে
অনেক প্রতিবাদ করেছে তার বাবার অসংলগ্ন
জীবন থেকে ফিরিয়ে আনতে পারে নাই।
তাই তার স্বাধীন জীবন বেছে নিয়েছে।
এই দেখ তুমিতো আমার সক্র তাইনা?
আমাকে তুমি যা বলেছ। আমি বিশ্বাস করিনা
আমার ছেলে এমন ভাসা ব্যবহার করতে
পারে কারন আমার বয়স এখন পঞ্চাশ
নিশ্চয় তুমি আমার ছেলের মত। সত্যি তোমার
মত এমন ভাষা কেউই আমাকে অপমান করে
নাই। আমার ব্লগে পদার্পন চার বছর। আমাদের এলাকার ছেলেরা কুড়িগ্রাম
বন্যাদুর্গত এলাকায় গেছে যতটুকু পেরেছি
সহায়তা করেছি। আমাদের ব্লগের নাগরিক
কবি ব্লগারদের নিয়ে টিম করেছে সেখানেও
সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। দোয়া রেখো,
আর তোমার আঙ্কেল নিজের ছেলে মেয়ের
সাথে সম্পর্ক রাখে নাই। ছেলে মেয়ে লজ্জায়
বাবার পরিচয় লুকায়। ধন্যবাদ তোমাকে।
যদি মনে হয় আমি তোমাকে উপদেশ দিয়েছি
বা মনগড়া কথা বলেছি আর বলার কিছু
থাকেনা।

২১| ২৪ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৪২

ফেল কড়ি মাখ তেল বলেছেন: আপা দু:খিত। তবে ব্লগে নিজের ব্যক্তিগত ব্যপার প্রকাশ নাহ কড়া ই ভাল।
মানুশ এর আচরনে পাথর গলে ও বরফ হয়ে যায়।
জগড়া মারামারি বা খারাপ ভাষা চয়নে কখনো বড় হয় নাহ।
আপনি ভালভাবে বুঝিয়ে বলেছেন, তাই আমি শুনলাম।
আপনার সংগ্রামী জীবনের প্রতি শ্রন্ধা।

২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈদের শুভেচ্ছা জানবেন।

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত সুন্দর একটা পোষ্ট আমি দেখতে অনেক দেরি করে ফেললাম!!

ভালো লাগলো অসহায় মানুষদের প্রতি আপনার মমতা দেখে।

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০৯

ডঃ এম এ আলী বলেছেন: বন্যা দুর্গতদের সহায়তার জন্য আবেদন প্রসংসীয় ।
এ কাজে যথাসম্ভব সংষ্লিষ্ট আছি ।

২৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: প্রশংসনীয় কাজ। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.