নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের লাগি কলম ধরি\nমিথ্যাকে করি বিনাশ,\nসত্যের বাধা যতই থাকুক\nমিথ্যার হবে সর্বনাশ।

এন এম মিলন

সত্যের লাগি কলম ধরি মিথ্যাকে করি বিনাশ,সত্যের বাধা যতই থাকুক মিথ্যার হবে সর্বনাশ।

এন এম মিলন › বিস্তারিত পোস্টঃ

মুক্তির পক্ষী-(কবিতা)

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

. মুক্তির পক্ষী-(মাত্রাবৃত্ত ছন্দ)
নুরমোহাম্মদ মিলন

বঙ্গ জনতার বুকেতে গুলি
ঢাকার রাজপথে লাশের ঝুলি।
সবুজ ঘাস হলো রক্তে লাল
পাক হায়নাদল হলো মাতাল।
চারদিক গভীর তিমির কালো
নেই কোনো আশার মুক্তি আলো।
সর্ব বাংলায় রোদনধ্বনি
জনতার আসিল কঠোর শনি।
এখানে অত লাশ,হায়-হুতাশ!
ওখানে অত লাশ,হায়-হুতাশ!
এ যেন মনে হয় অগ্নিবাস
কে করিবে মুক্ত এই আবাস?

হুপ কালুরঘাট বেতার থেকে
বীর মেজর জিয়া বলছে ডেকে,
স্বাধীনতার বানী করলো ঘোষনা
মুক্তিকামীগণ পেলো প্রেষনা।
বাতাসে বিদ্রোহী কন্ঠ ধ্বনি
যেন নজরুলের কবিতাখানি।
মুক্তির পক্ষী জিয়ার ডাক
সারা বাংলা করিলো হাঁক।
তখনি বেজেছিলো রণ ডঙ্কা
বুকেতে হিম্মত,নেই শঙ্কা।
সকলের হৃদয়ে আসিল অভী
উদয় হলো রবি,জাগিলো সবি।
মুক্তি সংগ্রাম মুক্তি চাই
প্রিয় বঙ্গ মোর স্বাধীন চাই।

শত পাহাড় বাধা উপড়ে ফেলে
অজস্র রক্ত দিয়েছে ঢেলে।
লক্ষ্যাধীক প্রান শহীদ হলো
মা-বোনের শ্লীলতা ছিনিয়ে নিলো।
বিনিময়ে বাজিলো জয়ের বাঁশি
বাংলার আকাশে উঠিলো শশী।
মুক্ত হলো আজ পরাধীনতা
অবশেষে পেলাম এ স্বাধীনতা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪

মীর সজিব বলেছেন: সুন্দর লেখনী জনাব

২| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০২

এন এম মিলন বলেছেন: অনেক ধন্যবাদ মীর সজিব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.