নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের লাগি কলম ধরি\nমিথ্যাকে করি বিনাশ,\nসত্যের বাধা যতই থাকুক\nমিথ্যার হবে সর্বনাশ।

এন এম মিলন

সত্যের লাগি কলম ধরি মিথ্যাকে করি বিনাশ,সত্যের বাধা যতই থাকুক মিথ্যার হবে সর্বনাশ।

এন এম মিলন › বিস্তারিত পোস্টঃ

আনমনা-

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৫

. আনমনা-
নুরমোহাম্মদ মিলন

আমি আনমনা-উদাসী
চোখে নেই নিদ্রা-তন্দ্রা
নির্ঘুম রাত জাগা।
কাজ আমায় ঘেন্না করে
আমি নাকি তাকে স্পর্শ করিনা।

ঐ চাঁদের পানে তাকিয়ে থাকি
জোনাকিরা মিশে একাকার।
চাঁদও এখন আমায় অবজ্ঞা করে
চাঁদের পানে তাকাইনা কেন আর।

তুমি হারালে দূর অজানা
হৃদপিন্ড আমার ঝট-পট
কিছুই ভালো লাগছেনা
ভালো লাগেনা হাটতে,হাটতে।
ভালো লাগেনা বসতে,বসতে।

মুঠোফোনে রেকর্ড গানটি শুনো?
যা তুমি শতবার শুনেছো!
তুমি বলেছিলে আমার কন্ঠ নাকি
তোমার হৃদয় ছুঁয়ে যায়
তোমার পুলক লাগে গায়ে।
শুনবেইবা কেন?
তুমিও আমায় উপেক্ষা করো।
আমি আনমনা-উদাসী
তোমার অবহেলা-অবজ্ঞা
আমার উদাসীনতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.