নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

বিদায় লগ্নে

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩০




স্বপ্নের মাঝে বেঁচে থাকার স্বাদে
বিভীষিকাময় রাত্রির আঁধারে

আলোকবর্ষ দূরে হতে কোন এক
সূর্যহীন পৃথিবীতে বন্দি থেকে,

পার্থিব জগতের আগমনে সন্ধিক্ষনে
কষ্টের নীল চাদের, বেদনা আবরণে
কোন এক হৃদয়ের গহীন কোণে।

এক শতাব্দী পরে বিদায়ের লগ্নে
তার শব্দে ভেসেে আসা ছলনার অব্যক্ত বাণী।

তার দাম্ভিকতার আঘাতে হৃদয়ের বিভাজনে
অজস্র কল্পনায়ও হয়নি তাতে সন্ধি।

সে ছিল এক দিশেহারা উজ্জল নক্ষত্র
অচমকা ঝড়ে তার যত বাধা-বিপত্তি
অতঃপর তা বিলীন।

ছবিঃ নেট

মন্তব্য ৮০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৮

ধ্রুবক আলো বলেছেন: বরাবরের মতই ভালো হইছে

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সুন্দর। +

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১

অরুনি মায়া অনু বলেছেন: আহারে আহারে আহারে এত কষ্টে কান্না চলে এলো।দয়া করে টিস্যু দিন। চোখ মুছি। কাজল গলে গলে পড়ছে।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: অন্যের ব্যথায় মশকরা করেন কেন হে-কবি ??

নানীর ভীমরুতি জাগচ্ছে!!
এই বয়সে ভীমরুতি
আমি ছাড়া নাই গতি!! B-)

আর ধরেন টিস্যু দিয়ে চোখের জল মুছেন।



৪| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩

সামিয়া বলেছেন: নাইস

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৬

সামিয়া বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতার জন্য।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০০

শাহরিয়ার কবীর বলেছেন: আবারো জানাই অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৬| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: এক শতাব্দী পরে বিদায়ের লগ্নে
তার শব্দে ভেসেে আসা ছলনার অব্যক্ত বাণী।


ভালো লাগা রেখে গেলাম!

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: আবারো জানাই অনেক অনেক ধন্যবাদ।

৮| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮

প্রথমকথা বলেছেন: খুব ভাল হয়েছে। কবিকে ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৯| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

১০| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২১

অরুনি মায়া অনু বলেছেন: হুহ এই বয়সে আপনার বুঝি কান্নাকাটি করা মানায়!

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: কান্নাকাটির কি এমন গন্ধ পেলেন ?

জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয়!!

দুঃখ-কষ্ট নিপাত যাক !!

পৃথিবীর সমস্ত ভালবাসা মুক্তি পাক !

১১| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০০

অরুনি মায়া অনু বলেছেন: নাতি আপনার নেক্সট জন্মদিনে একখান কলসি গিফট করবানে :P

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: হঠাৎ কলসির আবদার ?? দশ খানা দিমু B-)

১২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৮

অরুনি মায়া অনু বলেছেন: আরে নাহ। আমি আপনাকে কলসি দিব। আর দড়ি টা আপনি নিজ দায়িত্বে কিনে নিবেন।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ব্যস্ততার কারণে ভালো ভাবে দেখি নাই ! দড়ি ভালো আইডিয়া !!

১৩| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হয়েছে!

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

কানিজ ফাতেমা বলেছেন: বেশ ভাল হয়েছে । সুন্দর থাকুন

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪০

সূর্য পলাশ বলেছেন: খুব খুব ভালো লেগেচে!

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৫

এফ.কে আশিক বলেছেন: চমৎকার, ভালো লাগা +++

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৭

রোদেলা বলেছেন: সে ছিল এক দিশেহারা উজ্জল নক্ষত্র
অচমকা ঝড়ে তার যত বাধা-বিপত্তি
অতঃপর তা বিলিন।


--------------খুব সুন্দর

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

প্রামানিক বলেছেন: খুবই ভালো লাগল। ধন্যবাদ

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: সে ছিল এক দিশেহারা উজ্জল নক্ষত্র
অচমকা ঝড়ে তার যত বাধা-বিপত্তি
অতঃপর তা বিলিন
-- সমাপ্তিটা সুন্দর হয়েছে, তবে বিলিন বানানটা বিলীন হবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: বানান ঠিক করে নিচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর + +

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৩

মেহেদী রবিন বলেছেন: নক্সত্ররাই শুধু বিলীন আর দুঃখরা গাঢ়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২২

মেহেদী রবিন বলেছেন: কেমন আছেন কবীর ভাই ? অনেকদিন কথা হয় না আপনার সাথে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি কিন্তু কয়েক দিন ধরে ব্যস্ত ছিলাম !!

আপনি কেমন আছেন?

২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪১

মেহেদী রবিন বলেছেন: আছি ভালোই। বেকার ব্যাচেলর বিরহ, জীবন দুর্বহ, তবু নির্বাহ। :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: চেষ্টা করতে থাকুন, ভালো করবেন।
আপনার মত আমারও অবস্থা ।

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১০

জেন রসি বলেছেন: ভালো লেগেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৮

nilkabba বলেছেন: এক শতাব্দী পরে বিদায়ের লগ্নে
তার শব্দে ভেসে অাসা ছলনার অব্যক্ত বাণী,,,,
অসাধারন,,,,,,,

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার কবিতা ++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩

ফরহাদ মেঘনাদ বলেছেন: এক শতাব্দী পরে বিদায়ের লগ্নে
তার শব্দে ভেসেে আসা ছলনার অব্যক্ত বাণী।

তার দাম্ভিকতার আঘাতে হৃদয়ের বিভাজনে
অজস্র কল্পনায়ও হয়নি তাতে সন্ধি।

সে ছিল এক দিশেহারা উজ্জল নক্ষত্র
অচমকা ঝড়ে তার যত বাধা-বিপত্তি
অতঃপর তা বিলীন।

ভালো লিখেছেন।
+

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: নতুন লেখা দেখছি না যে !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: একটু ব্যস্ত ছিলাম আবার লিখবো

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

বলেছেন: সুন্দর হয়েছে :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন:

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

আরিয়ান রাইটিং বলেছেন: তার দাম্ভিকতার আঘাতে হৃদয়ের বিভাজনে
অজস্র কল্পনায়ও হয়নি তাতে সন্ধি।


অসাধারণ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা সুন্দর । আপনাকে অসংখ্য ধন্যবাদ।



১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২২

ভ্রমরের ডানা বলেছেন: বিভিষিকাময় ভুল বানান। ঠিক করে নিন!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: আমার বানানে খুব ভুল হয়, সুমন কর,বিজন রয় আরো অনেক ভাই। ঠিক করে। আপনাকেও অনেক ধন্যবাদ।

৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩২

ভ্রমরের ডানা বলেছেন:

সন্নিক্ষণে হয়নি! এ ধরনের কোন শব্দই নেই। আপনি হয়ত সন্ধিক্ষনে বা সন্নিকটে লেখতে চেয়েছেন তাই না?


ঠিক করে নিন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: জি ভাই, ঠিক করে দিয়েছি।

৩৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,



সবটা মিলিয়ে কবিতার ভাব ভালো ছিলো কিন্তু ফাঁক ফাঁক করে লেখা প্রতিটি দু'চরণ এর পরেই ভাবটা অসমাপ্ত রয়ে গেছে ।
যেমন ---- স্বপ্নের মাঝে বেঁচে থাকার স্বাদে
বিভীষিকাময় রাত্রির আঁধারে

রাত্রির আঁধারে কি ? তা ফুঁটে ওঠেনি । বাকীগুলোও তেমনি ।

তবে কবির স্বাধীনতা বলে কথা । সেটা মাথায় রেখেও বললুম । ভেবে দেখতে পারেন ।

শুভেচ্ছান্তে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: সত্য কথা বলতে আমি কবি না, মনে যা আসে তাই লিখি আর লেখার বিষয় অভিজ্ঞতা কম । অবশ্যই কোন গ্যাপ হলে বা অসমাপ্ত কিছু থাকলে দয়া করে বলবেন এবং শিখিয়ে দিবেন। এর পরে বিষয় গুলো মাথায় রেখে লিখবো।

৪০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,



আপ্লুত আপনার মহানুভবতায় । শিখিয়ে নয়, সহযোগিতা করতে পারছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি ।
আপনার মূল লেখার একটুও অদল বদল না করে, সবটুকু রেখেই তার সাথে শুধু একটি করে লাইন যোগ করেছি মাত্র । বোল্ড করে দেয়া আছে ।
মনে হয়, এবার মোটামুটি একটি পূর্ণাঙ্গ অর্থ দাঁড়িয়ে গেছে ।

স্বপ্নের মাঝে বেঁচে থাকার স্বাদে
বিভীষিকাময় রাত্রির আঁধারে
ভেসে ভেসে যাই ।

আলোকবর্ষ দূর হতে কোন এক
সূর্যহীন পৃথিবীতে বন্দি থেকে
দেখি, কোথাও কেহ নাই ।


পার্থিব জগতের আগমন সন্ধিক্ষনে
কষ্টের নীল চাঁদের, বেদনা আবরণে
কোন এক হৃদয়ের গহীন কোণে
জেগেছিলো কুহকিনী আশা ।

এক শতাব্দী পরে বিদায়ের লগ্নে
তার শব্দে ভেসে আসা ছলনার অব্যক্ত বাণী
মনে হলো নিদারুন সর্বনাশা ।

তার দাম্ভিকতার আঘাতে হৃদয়ের বিভাজনে
অজস্র কল্পনায়ও হয়নি তাতে সন্ধি,
আমি শুধু রয়ে গেছি স্বপ্নমলিন ।

সে ছিল এক দিশেহারা উজ্জল নক্ষত্র
অচমকা ঝড়ে তার যত বাধা-বিপত্তি
অতঃপর তা বিলীন ।


শুভেচ্ছান্তে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: এখন কবিতা মনে হচ্ছে। আমি বাংলা শেখার জন্য ব্লগিং করি। কবিতা লেখা সমন্ধে আমার জ্ঞান কম ।আর আমার লেখা পড়বেন এবং ভুল কোথায়,দয়া করে তা ধরিয়ে দিয়ে দিবেন। (ভাষার যোগ্যতা অভাব কোথায়) একটু সাহায্য করলে উপকৃত হব, লজ্জা নয়। তাহলে, কিছু শিখতে পারব ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.