নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

অপূর্ণতার মিলন

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৮




আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখতে চাই!
দুনিয়াটা কতটা স্বাদের,কতটা বিস্বাদের?
কতটা বর্ণের,কতটা বির্বণের?
কতটা পূর্ণতার,কতটা অপূর্ণতার?
কতটা স্বার্থের,কত টা নিঃস্বার্থের?
কতটা মৌলিক, কতটা কাল্পনিক?

আমার প্রেমে ছিল অনন্ত প্রেমের স্বাদে,
তবে কেন-তুমি করলে তাকে বিস্বাদ?

স্বার্থের দুনিয়াতে তুমি বড় স্বার্থপর...;
আমি নিঃস্বার্থ ভালোবাসা বোঝাতে
গিয়েছি যত বার,ব্যর্থ হয়েছি তত বার।

তুমি ছিলে পূর্ণ বর্ণের পূর্নিমায় আর,
আমি ছিলাম বির্বনের একখানি কালা চাঁদে।

কেন র্নিবোধ বলে দিলে দূরে ঠেলে,
এ আনন্দের খেলায় তুমি কতটুকু পূর্নতা পেলে?
আজ আমার মনের রাজ্যে জুড়ে শুধুই অপূর্ণতার ছায়ায় ঘেরা___;

তুমি কি-সত্যি কোন মৌলিক অস্তিত্বের অাঁধারের কোন এক আলো?
নাকি কোন এক কাল্পনিক ছলনাময়ী ডাইনি ?

ছবিঃ নেট


মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২১

ধ্রুবক আলো বলেছেন: স্বার্থের দুনিয়াতে তুমি বড় স্বার্থপর...;
আমি নিঃস্বার্থ ভালোবাসা বোঝাতে
গিয়েছি যত বার,ব্যর্থ হয়েছি তত।
+++
দারুন লেখনি.,,,

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল।
ভালো থাকুন।

২| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

শুধুই অপর্ণতা ছায়ায় ঘেরা < অপূর্ণতা, টাইপো ঠিক করে দিয়েন।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক করে দিয়েছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
ভালো থাকুন।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

রফিকুলইসলাম বলেছেন: জটিল প্রেমিক

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আজব প্রেমের গজব কাহিনী।
পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১০

ভ্রমরের ডানা বলেছেন:
বিরহী মনের ব্যাকুল কথায় মৌলিক অস্তিত্বের অাঁধারের কোন এক আলো, আঁধারেই ডুবে গেল। যে আলো প্রভাতে ফুটেনি তাকে কি নতুন দিগন্ত কেতন বলা যায়?


পিয়াসী মনে নতুন আলোর ছোঁয়া লাগুক! শুভকামনা!

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি হলেন কবিতা স্পেশালিষ্ট।
পড়েছেন এবং কিছু ধারনা করতে পেরেছেন
তাতেই আমি ধন্য।

আপনাকে আসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫৩

সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: সহজে মানুষ বুঝতে চাইনা! যদিও হতাশ হওয়া উচিত নয়।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার মন্তব্য বুঝিন
হয় আপনি বোঝাতে পরেন নি,না হয় আমি কিছু বুঝিনি।
ভালো থাকুন।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সুন্দর হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৫১

সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: ছলনাময়ী ডাইনি ভাবাটাকে। হতাশা বলে ধরে মন্তব্য করেছিলাম!

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা মানে কল্পনার ফসল মাত্র। যাহোক,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩০

ফরিদ আহমাদ বলেছেন: ভালো লিখেছেন

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে আসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন

৯| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৫

অবনি মণি বলেছেন: হুম। ডাইনী
ভাল্লাগছে।

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাদের ছোট করে কিন্তু দেখিনা বা দেখার সুযোগ নাই ,
বরং অশান্তি বেগমের উদ্দেশ্যে লেখা।
পড়েছেন এবং মন্তব্য রেখেছেন একারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ হয়েছে। প্রথমটা নড়বড়ে লেগেছে কিছুটা।

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার মূল্যবান মন্তব্যর জন্য ধন্যবাদ।
আরো ভালো লেখার চেষ্টা করবো।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

নীলপরি বলেছেন: ভালো লাগলো । তবে নিঃস্বার্থ ভালোবাসায় ব্যর্থতা থাকে কি ?

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগার জন্য আপনাকে অসংথ্য ধন্যবাদ।

মায়া,মমতা,ভালোবাসা অপর পক্ষকে কখনোই বিচার করেনা,
এর নামই হল নিস্বাঃর্থ ভালোবাসা। যদি, এর কোন কিছু অভাব থাকে
তাহলে বুজতে হবে, ব্যর্থতা অবশ্যই থাকবে।

কিন্তু বর্তমান যুগের হাওয়া গায়ে লাগানো কে প্রেম-পিরিতি বলেনা।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

সাদা মনের মানুষ বলেছেন: ব্যর্থ প্রেমের কথকতায় সাজানো কবিতা.......শুভেচ্ছা জানিয়ে গেলাম।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

রমজান আহমেদ সিয়াম বলেছেন: সুন্দর লিখেছেন প্রথমে কিছুটা অন্যরকম লাগলো শেষ লাইনটা খুব সুন্দর হয়েছে ডাইনি!!

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
লিখতে চেয়েছিলাম প্রতিবাদী কিছু কিন্তু তা চলে গেল প্রেমের দিকে,
আজব প্রেমের গজব কাহিনী।

ব্লগে স্বাগতম।
ধন্যবাদ।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩৬

অরুনি মায়া অনু বলেছেন: এতগুলো প্রশ্ন সেই তুমির কাছে? তবে এর উত্তর তো শুধু সে ই দিতে পারবে।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: তাকে গুগুলে সার্চ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে গেল সে হারিয়ে!
সে জন্যই কবির ভাষায় কিছু লেখার চেষ্টা। ব্লগে অনেক দিন পরে পেলাম আপনাকে।
নিশ্চয় ভালো আছেন?

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১১

অরুনি মায়া অনু বলেছেন: ব্লগ ভিষণ স্লো। এসে এসে ফিরে চলে যেতে বাধ্য হই

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২০

শাহরিয়ার কবীর বলেছেন: সমস্যার সমাধান হবে কিনা কিছু বোঝা যাচ্ছে না। পিসি দিয়ে ব্লগিং করা যায় না স্লো।
মোবাইল দিয়ে মাঝে মাঝে উঁকি দিয়ে যাই আার কি।

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:০৯

ডঃ এম এ আলী বলেছেন: আহারে কত সুন্দর সুন্দর কথা দিয়া কবিতা শুধু মগ্ধতাই আনে পাঠে । মনে আসে কত ভাবনা । আমি পাহাড়ের উপরে না দাঁড়িয়ে চোখ বোঝে দেখতে চাই দুনিয়াটা , চোখ মুদে দেখি সব নীজেরি কাছে । তবে এ কবিতায় জানা হল দুনিয়াটা কত বর্ণ আর বিবর্ণের , পুর্ণতা আর অপুর্ণের , স্বার্থের আর নি:স্বার্থের , কতটা মৌলিক আর কতটাই বা কাল্পনিক । দুনিয়ার প্রেমটাও তো কম নয়। এটা কি স্বাদ না বিস্বাদের হয় তাওতো হল জানা , কে বেশী স্বার্থপর ভালবাসা না ব্যর্থতা । ভালবেসে কাছে টানা না দুরে ঠেলা কোনটা বেশী নির্বুদ্ধিতা তাওতো হল কিছুটা জানা । যদি জানতে চাই কাল্পনিক না ডাইনী তাহলে যে কোন ফ্যসাদে পরি এখন সেটাই ভাবনা , আশা করি কবি ভাই এ বিষয়ে দিবেন দিক নির্দেশনা ।

শুভেচ্ছা রইল

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রথমেই বলে নিচ্ছি ভাইজান। আমি কিন্তু কবি না।
জীবনে যত কবিতা পড়েছিএবং গান শুনেছি।
সবকিছুর মূল ভাবটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি।
সমস্ত প্রশ্নই রহস্য ঘেরা......
যত কবি আছেন সমস্ত কবিরা স্বার্থকতা আর
ব্যর্থতা নিয়ে কবিতা লিখেছেন। সমস্ত প্রশ্ন একটার সাথে অরেকটা জড়িত।
মনে হয়,আজও কোন কবি এ উত্তর গুলো খঁজে পায় নাই। পেলে কবিতা বর লেখা হতো না।

কাল্পনিক ডাইনিটাও কাল্পনিক চরিত্র।

সব শেষে ছোট একটা কথা বলতে চাই,

জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয়।

ধন্যবাদ ভাই।

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৫০

ডঃ এম এ আলী বলেছেন: কবি কি করে জানবে সে কবি কিনা , সে কথা জানবে পাঠকে ।
জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয়।
ভাল লাগল এত সুন্দর তত্ব কথা শুনে ।
শুভেচ্ছা রইল ।

০৯ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:০২

শাহরিয়ার কবীর বলেছেন: বাংলা বা মায়ের ভাষা আরো ভালো করে শেখার জন্য ব্লগিং করি।
আশা করি পাশে থাকবেনা এবং শেখাতে সাহায্য করবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৩

ডঃ এম এ আলী বলেছেন: বাংলাতে আমিও বড় দুর্বল । শিখাতে সাহায্য করার মত না্‌ই যে বল, তবে পাশে থকতে পারব অবিচল ।
দিবে আর নিবে , মিলাবে আর বিলোবে তাহলেই হবে শিক্ষন ।
ধন্যবাদ ।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

গেম চেঞ্জার বলেছেন: লাইফ ইজ বিউটিফুল!

জানেন নিশ্চয়ই! জীবন অনেক সুন্দর, অনেক পবিত্র, যদি অনুধাবন করতে পারা যায়।

০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
লাইফ ইজ বিউটিফুল! একমত।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩

অতৃপ্তচোখ বলেছেন: দারুণ লিখেছেন ভাই। ভালো একটা কবিতা পড়লাম।

ঘুচে যাক সকল অপূর্ণতা এই প্রত্যাশা
কবিতায় অফুরন্ত ভালোবাসা রেখে গেলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.