নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

একাকী নীরবে

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১




দীর্ঘ নিঃশ্বাসের ব্যকুলতায় ভারী-এ প্রাণ;
সীমাহীন বিষন্নতায় ঘিরে নিঃসঙ্গ নিস্তব্ধ একাকী নীরবে,
হৃদয় ভাঙ্গার আর্তনাদে,অপূর্ণতার মিলনে
জীবন সমীকরণে নেমে আসা অপ্রাপ্তির হাহাকার।

সে স্মৃতিতে মিশে আছে নিবিড় ভাবে
হৃদয় আঙ্গিনার চারপাশ জুড়ে
সীমাহীন তীব্র হতাশা আর দুঃখের।

সত্যি কি আমি! জীবন বোধের এক র্নিবোধ__ ;
তার অজস্র ছলনায় পরেও নিস্ফল অপেক্ষার প্রহর গুনি?

ছবিঃ নেট।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২

কথাকথিকেথিকথন বলেছেন: মোটামুটি লেগেছে । কিছু টাইপো আছে । আরেকটু সময় দিলে ভাল এবং গোছালো কিছু হতো ।

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
ফোন দিয়ে লেখা এবং তা গাড়ীতে বসে ।অল্প সময়ে নিয়ে লেখা। এ কারণে, হয়তো পড়তে ভালো লাগেনি।
আপনার মন্তব্যতে খুশি হলাম কারণ লেখাতে কি ক সমস্যা আছে তা ধরে দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

ধ্রুবক আলো বলেছেন: এই আর্তনাদ একদিন শেষ হয়ে যাবে, এই অপ্রাপ্তি একদিন প্রাপ্তিতে পরিনত হবে; শুভ কামনা রইলো.,,,,

লেখা ভাই বরাবরের মতই অসাধারন,,,
+++++

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ জানবেন ।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ দাদা।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

কানিজ ফাতেমা বলেছেন: বিষাদ সকল কেটে যাক । ছলনারা বদলে ফেলুক তাদের চরিত্র ।
বানানের ক্ষেত্রে একটু তাড়াহুড়ো বিক্রিয়া লক্ষনীয় ।
শুভ কামনা ।

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুশি হলাম
আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ জানবেন।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

অরুনি মায়া অনু বলেছেন: হুম পড়লাম। ভাল লেগেছে।

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
সিনিয়র আমার উপলব্ধি কি ঠিক আছে?
ধন্যবাদ জানবেন।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: সত্যি কি আমি! জীবন বোধের এক র্নিবোধ__ ;
তার অজস্র ছলনায় পরেও নিস্ফল অপেক্ষার প্রহর গুনি?
++++

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আবারও পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

নীলপরি বলেছেন: আমার পড়ে ভালো লাগলো । তবে পেজটা পুরো খুলছে না । সাথের ছবিটা দেখা যাচ্ছে না ।

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
মনে হয়, আপনার ইন্টারনেট জনিত সমস্যার কারণে পেজটা ওপেন হচ্ছেনা।
পড়ে ভালো গেছে জেনে খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৫

আহা রুবন বলেছেন: আমার কাছে বেশ ভাল লেগেছে। আসলে কবিতা একেক জনের কাছে একেক রকম অনুভূতি তৈরি করে। ভাল লাগাটাও বিচিত্র রকম হয়।

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা লেখা খুব কঠিন। অনেক শব্দ জানতে হয়।
লেখার চেষ্টা করি কিন্তু শব্দের অভাবে তা ভাষার যোগ্যতা হারায়। এ কারনে এলোমেলো হয় যায়।
আমার মত অদক্ষ লেখকের লেখা যে পড়েন তাতে আমি ধন্য।
ধন্যবাদ ভাই।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: সত্যি কি আমি! জীবন বোধের এক র্নিবোধ__ ;
তার অজস্র ছলনায় পরেও নিস্ফল অপেক্ষার প্রহর গুনি?

এই প্রহর গুনার কি শেষ হবেনা ?

ভাল লাগল কবিতা ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: হবে একদিন কিন্তু কবে তা জানি না।
ধন্যবাদ ভাই।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

খায়রুল আহসান বলেছেন: সীমাহীন হতাশা আর বিষাদের কবিতা!
নিবির<নিবিড় হবে।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: এডিট করে দিয়েছি।
পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: 'নিবিড়' সম্পাদনার জন্য ধন্যবাদ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




জীবনের সমীকরণে অপ্রাপ্তির হাহাকারটাই বাজে বেশী । প্রাপ্তির যে গভীর নিনাদ তাতে শব্দ হয়না ।

মোটামুটি লাগলো ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক বলেছেন .....
কারণে-অকারণে শুধু, শুধু বেশি পরিমাণে হতাশ হয়ে আর লাভ কি?
আমাদের জীবনটা প্রবাহটা এমন প্রাপ্তি আর অপ্রাপ্তির সমীকরণের ।
পড়েছেন জেনে ভালো লাগলো
ধন্যবাদ।
ভালো থাকুন।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩১

চঞ্চল হরিণী বলেছেন: একাকী পড়লাম, শিরোনামহীন পড়লাম। গভীর কষ্টের অনুভূতি উঠে আসছে একের পর এক। লেখাগুলো যদি সাম্প্রতিক হয় তাহলে এসব লেখায় এত আবেগ, এত কষ্ট মেশানো থাকে যে এখানে ভালো মন্দ বলা অনুচিত। কবির ব্যাথায় সহমর্মি হলাম আর যত দ্রুত সম্ভব মানসিক স্থিরতা আসার কামনা করি। "জীবনবোধের এক নির্বোধ" কথাটা খুব স্পর্শ করেছে।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:

মানুষ তার ভাগ্য আর দারিদ্রতার কাছে বড় অসহায় । আমি বড় অসহায় ভাগ্যর কাছে ।
জীবনে যে ডাল ধরি সেই ডালই ভেঙ্গে যায় কিন্তু কেন এমন হয়, তা জানি না!!
হয়তো, জীবন চলার সঠিক রাস্তা আমার জানা নেই, হতে পারে একারণে ।
পড়েছেন জেনে ভালো লাগলো কৃতজ্ঞতা জানবেন ।
ভালো থাকুন সবসময়।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
একাকি এই নিভৃত চলায় যে আনন্দ রস, যাপিত জীবনেতিবৃত্ত তার পরিধিস্থিত অক্ষে খুঁজে নিক অবিক্ষেপিত আস্বাদন! অচলায়তন এই নিবাস ভেঙে আকাশে মেলুক ডানা!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
যে স্বপ্নের পাখি মুক্ত আকাশ পেয়েও আকাশে উড়তে পারলো না তার মতো দূভাগ্য আর কি হতে পারে !!
পড়েছে জেনে ভালো লাগলো।
ধন্যবাদ।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। এগিয়ে যান। শুভ কামনা থাকলো।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই।


ভালো লাগা রেখে গেলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.