নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৭



যতবার তোমার হৃদয়ের সিংহাসন দখল করতে গিয়েছি
আমি ততবার পরাজিত হয়েছ......
কালে কালে যুদ্ধ হয়ে হয়ে, হয়েছে পৃথিবীর জয় কিন্তু ভালোবাসা নয়__;

আজ আমি ভালোবাসার যুদ্ধ ক্ষেত্রে হতে পরাজিত সৈনিক হয়ে,
ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে.......
জাগ্রত নয়নে ভারাক্রান্ত হৃদয়ে, বির্বণ হয়ে, ক্লান্তিতে পথের পথিক হয়ে
চলে যাচ্ছি বহুদূরে তোমার হৃদয়ের আঙ্গিনা ছেড়ে।

ধীরে ধীরে আমি পঁচে যাব, গলে যাব, ডাষ্টবিনের তলায় পড়ে রবো,
নিরাশা নামক আমার অহংকারে মাঝে বেঁচে রবো।

মন্তব্য ৭৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,



রাগ-অভিমানের কবিতা । মোটামুটি হয়েছে ।

কিছু টাইপো আছে ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা লেখা খুব কঠিন। এক লাইনের সাথে আরেকটা লাইনের ভাষার সর্ম্পক থাকেনা। এ কারণে বড় করতে পারি না। আস্তে আস্তে চেষ্টা করবো।
পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ জানবেন ভাই।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

ধ্রুবক আলো বলেছেন: একটা যুদ্ধক্ষেত্র হেরে যাওয়া মানে পুরো যুদ্ধ হেরে যাওয়া নয়!
সবক্ষেত্রেই ঘুরে দাড়াতে হয়, একদিন জয় হবেই, অপেক্ষা একদিন শেষ হবেই.,,,

রাগ অভিমানের কবিতা খুব ভালো লাগলো....

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুড়ে দাঁড়ানো যায় কিন্তু গেঁথে গেলে কি ঘুড়ে দাঁড়ানো যায়?

ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: আমার প্রতি পোষ্ট আপনি পড়েন তাতে আমি খুশিে এবং পড়ে আমার প্রতি পোষ্টে মন্তব্য করে, বিষয়টা আমার কাছে ভালো লাগেে।আপনাকে ধন্যবাদ দাদা।
ভালো থাকুন।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪০

অরুনি মায়া অনু বলেছেন: জোর করে ভালবাসা মেলেনা, তা যুগে যুগে প্রমাণিত।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার সাথে একমত । আমি আমার লেখাতে এমনটাই তুলে ধরতে চেয়েছি ।হয়তো সাজিয়ে গুছিয়ে লেখা হয়নি। এ কারণে পাঠে একটু সমস্যা হয়েছে। আর আপনাদের মত লেখক যে, আমার মত অদক্ষ লেখকের লেখা পড়েন বিষয়টা আমার কাছে ভালো লাগে।
পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ।
ভালো থাকুন।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২২

নীলপরি বলেছেন: ভালো লাগলো । সাথের ছবিটাও বেশ ভালো ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
জি ছবিটা সুন্দর । পাল তোলা নৌকা ।
ভালো লেগেছে জেনে ভালো লাগল ।
ধন্যবাদ, ভালো থাকুন।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩০

আহা রুবন বলেছেন: মোটামুটি লেগেছে।

আর শাহরিয়ার কবীর ভাই হতাশ হইয়েন না। ওষুধ দিলাম বিপদ কেটে যাবে।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: হায়, হায়, হায়...
বিজ্ঞানের যুগে এসে ভন্ডদের কাছে যেতে উৎসাহিত করার দায়ে আপনার কি হতে পারে? B-) আপনাকে আর বাঁচাতে পারলাম ।বড়ই চিন্তার বিষয় ।
ভাই কারে তাবিজ করবো বলেন ? আমার লেখাগুলো সব কাল্পনিক, সবাই সিরিয়াস ভাবে নেয় ।আসলে কি ভাই, সবসময় ফিল করার চেষ্টা করি যদি ব্যর্থ হতাম তাহলে কেমন লাগতো ! সত্য বলতে কি জানেন, কখনো কি এমন শুনেছেন যে, মেয়েরা ছেলেদের উক্তাত্ত করে । আমার ফেসবুকে ২৫০০ ফলোয়ার শুধু মেয়ে রিয়েল আর ফেক দিয়ে । কিন্তু কাউকে পাত্তা দেই না। এ কারনে মেয়েদের গালিও খেয়েছি এসব অভিজ্ঞতা ভাই, এই ফেসবুকে কতজনের যে রং ঢং দেখলাম। এক একটার ভাব কি, মনে হয় আরেকবার সাধিলে খাইবে ।

সত্যি আসলেই আপনি একজন মজার মানুষ। আমার কাছে ভালো লাগলো।
ধন্যবাদ ভাই।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৭

মৌলবাদীদের বিরুদ্ধে বলেছেন: অপূর্ব তোমার লেখা। পড়তে বড়ই ভাল লাগলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
ব্লগে স্বাগতম। পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: এইডা আবার কেমন কথা!! B-)
বেশি অভিমান ভালা না বাবু

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: অভিমান মার্কা কথা গো ভাই!
বাবু থেকে যখন আপনার মত বড় হব
তখন বলবো না।
ধন্যবাদ জানবেন।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:২১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: আজ-ও আমি ভালোবাসার যুদ্ধ ক্ষেত্র হতে পরাজিত সৈনিক হয়ে,
মানুষের মনকেই জয়ই প্রকৃত জয় মনে করে
ভালবাসা মন নিয়ে চলছি দেশ থেকে দেশান্তরে
বিশ্ব জয়ের মায়ায়।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই
আপনার লেখাই সুন্দর লাগছে ।যদিও ছোট ..

পড়ে মন্তব্যতে কৃতজ্ঞতা জানবেন।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮

অপ্‌সরা বলেছেন: থাক থাক এত অভিমান করো না ভাইয়া!!!!!


ইনশাল্লাহ তোমাকে ডাস্টবিনে গলতে পঁচতে হবে না তার আগেই উনার মন গলে যাবে।


কিন্তু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তুমি আমাদের জ্বীনভাইয়ার পোস্টে কি বলেছো!!!!!!!!!!!!!!!

তাক জ্বীন তবাক জ্বীন আবার কি!!!!!!!!

এইগুলা কি জ্বীনের নাম নাকি!!!!!!!!!!!!

কি তাক লাগানো অবাক করা নাম!!!!!! অবাক নিশ্চয় তবাক জ্বীনের বউ এর নাম !!!!!!!!! না বাবা এই তবাক জ্বীন ধরলে তার বউ অবাকও আমাকে ধরবে দুইটা জ্বীনের সাথে মারামারি করতে গেলে আমি ছবি আঁকবো কখন!!!!!!!!!! শুধু শুধু সময় নষ্ট!:(

তাদের বিদিকিচ্ছিরি ছবি আঁকার কোনো ইচ্ছা নাই আমার!:(

আরও শোনো কালীদাসভাইয়া সেখানে আরও এক তালগাছী জ্বীনের কথাও বলেছে!!!!!!! :)

আর রুবন ভাইয়ার তাবিজটা না আমার খুব পছন্দ হয়েছে নেকলেস বানানোর জন্য!!!!! :)

@ রুবনভাইয়া কই পাওয়া যায় এই তাবিজ?

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: আফা
আলিফ লায়লার মালেকা হামিরার কথা মনে আছে ?ওখানে তাক জ্বীন আর তবাক জ্বীনের কথা বলা আছে? ওরা দুইজন জামাই বউ কিনা তা জানি না। তবে আমি নিশ্চত আপনার রেহাই নাই।ওদের কে বলে দিয়েছি । B-)

বুড়া বয়সে মনে রঙ লেগেছে, না হেসে পারলাম না। B-) তাবিজের নেকলেস বানিয়ে কাকে বধ করিবেন শুনি?
অবাধ্যকে বাধ্যকরণ তাবিজে কি প্রেম-পিরিত হয় ? আপনার মনে রঙ দেখে আমারও লোভ হল, একটু রঙ ধার হবে কি? আমার মন রাঙ্গাতাম!!!! হবে যাবো নাম্বার ওয়ান পাতলা খান.........আজ্ঞে বুঝলেন সিনিয়র ।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

অপ্‌সরা বলেছেন: তোমার মন আর রাঙ্গিবেক না ভাইয়ু!!!!!!!!!!!

মালিকা হামিরার বদদোয়ায়!!!!!!!!!!!!

এখন রঙ্গহীন জীবন পার করো কি আর করা!!!!!!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: মাহারাজার বউ মহারাণী এ কি শোনালে মোরে ?
তাহলে কি খালি হাতে ফিরে যেতে হবে !!!!


মালিকা হামিরার বদদোয়ায়
আপনার উপর যেয়ে পড়ুক ...

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:

ভালো করে খোজ খবর নিয়ে দেখি তাবিজ কোথায় পাওয়া যায়।

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

অপ্‌সরা বলেছেন: হা হা যাক তোমার পেপার পড়া ছবিটা দেখানোর জন্য থ্যাংকস!!!!!!!!!


তুমি এমন বান্দর মানব জানতাম না!!!!!!!!!!!!

এই জন্যই তোমার উনি তোমাকে ডাস্টবিনে ফেলে দিসে!!!!!!!!!!!!!!!!!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: বহিনরে,
মানুষের দূর্বল জায়গায় কলিংবেল বাজালেন কিন্তু, তাতে মাইন্ড খাইলাম না !

ডাস্টবিনে পচে গলে জীবানু হব। আপনার বাসার সামনে দিয়ে রোগ ছড়াবো।..। B-)

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

অপ্‌সরা বলেছেন: যা ইচ্ছা তাই করো তবে তোমার বান্দর পিক দেখানোর জন্য আমি আজীবন তোমাকে মনে রাখিবক ভাইয়ু!!!!!!!!!!!!!!!!



হা হা হা হা হা হা হা হা হা হা :P

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা, মনে থাকলে চলবে ।
অনেক মজা করলাম এবং আপনি দেখি মজার মানুষই।
ধন্যবাদ আপু ।
ভালো থাকুন।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আরো কিছু কথা। আরো একটু গভীরতা থাকলে বেশ হত।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: অল্প সময় মধ্যে লিখেছিলাম, একারণে ছোট হয়ে গেছে ।
পড়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে। কবিতা পড়ে আমি কখনও আমার মনের ভাব প্রকাশ করতে পারিনা। কবিতা লেখা যেমন কঠিন আমার মনে হয় কবিতা পড়ে মন্তব্য করা আরও কঠিন। ভাল থাকুন প্রিয় কবি।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি আমার মত অদক্ষ লেখকের লেখা নিয়মিত পড়েন তাতে আমি খুশি..........

আপনিও ভালো থাকুন ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

সিফটিপিন বলেছেন: বাইদ্দার মেয়ে জোস্নার মত পেরেমের ছ্যাক্কা খাওয়ার পর পাল তোলা নৌকাই করে চলে যাইতেছে হা হা হা হা =p~




যদিও কবিতা কম বুঝি তবুও কেন জানি ভাল লাগলো।
ধন্যবাদ, ভাল থাকবেন সবসময়।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: ওরে আবারও বেঁচে আছেন? সিফটিপিন কেন জানি ভালো লাগে । তাই প্রশ্ন করা কেমন আছেন?
ভিন্ন ভিন্ন ঘটনায় ছ্যাকা মাইছিন খাইয়া ব্যাঁকা ........
কবিতা কম বুললে সমস্যা নাই
আমার কবিতা পড়বেন, কোন সমস্যা নাই।
আপনিও ভালো থাকুন।

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২

বিলিয়ার রহমান বলেছেন: শাহরিয়ার কবীর,

অভিমানে ভরা কবিতাখানি সুন্দর হয়েছে!:)

আমার পক্ষ থেকে কবিতায় একটা লাইক ++!:)

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫

প্রামানিক বলেছেন: অভিমানের কবিতা ভালো লাগল। ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭

এফ.কে আশিক বলেছেন: এত অভিমান কার উপর শাহরিয়ার কবীর ভাইয়া.....
কবিতা ভালো লেগেছে... +++

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
মালা যে কার লাগি গাঁথি
সেই চিন্তায় ব্যকুল ।

পড়েছেন জেনে ভালো লাগলো।
ধন্যবাদ ভাই।

২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতাটি সহ
আকা বাকা
নদীতে পাল
তুলা নৌকার
দৃশ্য চমৎকার

শুভেচ্ছা রইল ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ছবিটা দেখে সত্যিই আমি পাগল হলাম, এটা কি বাস্তব কোন ছবি!!

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিওয়ালা ভাই ছবিটা নিয়েছিলাম নেট থেকে । সত্যি ছবিটা খুব সুন্দর ।

ধন্যবাদ ভাই।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১:১৬

মৌমুমু বলেছেন: অনেকদিন ধরেই ইচ্ছে হচ্ছিল নদী আর নৌকার ছবি আকবো।
আপনার নেট কালেকশন এই ছবিটা দেখে ইচ্ছেটা আরও বেড়ে গেল!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবি আঁকতে পাড়েন জেনে ভালো লাগলো ! আপনার আঁকা ছবিটা কিন্তু আমাকে অবশ্যই দেখাবেন ।

ধন্যবাদ ।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:
আধুনিক যুগের অভিশাপগ্রস্ত একাকিত্ব অনুভব। বড়ই বাস্তবিক কবিতা!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
শব্দ করলেই ভাষা হয়না আর কবিতা । মন যা এসেছে তাই লিখেছি ।

পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ ।

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

অতৃপ্তচোখ বলেছেন: ভালোবাসা বুঝি এভাবেই কাঁদে! যুগে ভালোবাসার জয় হয়েছে বহু দুর্গম পথ মাড়িয়ে, নয়তো মরণের পরে।
আমি কামনা করি আপনার ভালোবাসার মিলন হোক অনায়াসে। ইতোমধ্যে অনেক পুড়েছেন আপনি।
জয় হোক ভালোবাসার ....

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কোন কিছু হারিয়ে গেলে তার কি স্মৃতি শেষ হয়ে যায়.....।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭

খায়রুল আহসান বলেছেন: You may have lost a battle, but not the war.
Fake ব্যর্থতার ভাব ছাড়ুন, পুনরায় সোজা হয়ে দাঁড়ান,পুনরায় যুদ্ধ শুরু করুন!

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
সময়ের পরিবর্তনের সাখে নতুন সর্ম্পক তৈরী করে ! ঠিক বলেছেন পুনরায় যুদ্ধ শুরু করতে হবে । জীবন কারো জন্য থেমে থাকে না।

পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে ধন্যবাদ ।

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪২

ANIKAT KAMAL বলেছেন: অক্ষমতা অপরাগতা মান অ‌ভিমান বিরহ ভা‌লোবাসা শব্দ চয়ন উপমা অলংকার অ‌নেকায়‌শে অাপনার সা‌থে অামার মিল কিন্তু ভাই অাপনার লেখাগ‌লো অ‌তি চমৎকার ভা‌লো থা‌কেন ভা‌লো লি‌খেন। অাধু‌নিক ক‌বিতা যত ছোট হয় তত ভা‌লো। ছন্দহীন গভীর অা‌বেদনই য‌থেষ্ঠ ...

১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে স্বাগতম ভাই।
পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আশা করি, সবসময় পাশে থাকবেন।
ভালো থাকুন।

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৪

ANIKAT KAMAL বলেছেন: অক্ষমতা অপরাগতা মান অ‌ভিমান বিরহ ভা‌লোবাসা শব্দ চয়ন উপমা অলংকার অ‌নেকায়‌শে অাপনার সা‌থে অামার মিল কিন্তু ভাই অাপনার লেখাগ‌লো অ‌তি চমৎকার ভা‌লো থা‌কেন ভা‌লো লি‌খেন। অাধু‌নিক ক‌বিতা যত ছোট হয় তত ভা‌লো। ছন্দহীন গভীর অা‌বেদনই য‌থেষ্ঠ ...

১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে স্বাগতম ভাই।
পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আশা করি, সবসময় পাশে থাকবেন।
ভালো থাকুন।

২৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লিখেছেন ভাই। বিরহ বুঝি এমনই উদাস করে প্রেমিক মনকে।

ভালো লাগা রেখে গেলাম কবিতায়

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আশা করি, সবসময় পাশে থাকবেন।
ভালো থাকুন।

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

নিয়াজ সুমন বলেছেন: পরাজয়ের দেয়াল মাড়িয়ে
জয়ের আলো ছোয়েঁ যাবে একদিন। শুভ কামনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আশা করি, সবসময় পাশে থাকবেন।
ভালো থাকুন।

৩০| ১৫ ই মে, ২০১৭ রাত ১০:৫৩

অরফিয়াস বলেছেন: দারুন!!!:)


বেশ!:)

বেশ!:)

১৫ ই মে, ২০১৭ রাত ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আশা করি, সবসময় পাশে থাকবেন।
ভালো থাকুন।

৩১| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:০২

অরফিয়াস বলেছেন: পাশে থাকবো!!!!

সরি ব্রো!


আই অ্যাম নট এ গার্ল সো হাউ ক্যান আই স্টে উইথ ইউ?????

১৫ ই মে, ২০১৭ রাত ১১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
তাহলে, সরি ভাইয়া .............


বাংলা ব্লগেে ইংলিশ কম বুঝি !!

শুভ ব্লগিং...।
ভালো থাকুন ..

৩২| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:২৪

অরফিয়াস বলেছেন: আমিতো ভেবেছি আপনি ইংলিশ বোঝেন!! তাই ভেবেছিলাম আমার গালিটা সহজেই ধরে ফেলবেন!!!


যাক বাঁচালেন ভাই!!!!!!


শুভ ব্লগিং এর কথা বলেছেন বলে ধন্যবাদ!!!


ও হ্যা আপনার এই কবিতার ১৭ নম্বর মন্তব্যটাও কিন্তু অরফিয়াসের! ;)

১৫ ই মে, ২০১৭ রাত ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
অরফিয়াসের বাঁশি এই তো !( অরফিয়াসের এটা বুঝিনি খানিক রহস্য ..) :-<

যাক সেসব কথা,
প্ররাণ ভরে গালি দেন কোন সমস্যা নেই,জানেন আমরা টোকাই শ্রেনীর লোক, আর টোকাইদের মন বলে কিছু থাকে না, থাকা উচিৎও না। একারণে কোন প্রতিবাদ আমাদের মানায় না।

ধন্যবাদ ,
ভালো থাকুন সবসময় ...

৩৩| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৩৭

অরফিয়াস বলেছেন: আপনার নিজেকে টোকাই ভাবার কারনটি জানতে পারি কি ব্রো!!!!:)

১৫ ই মে, ২০১৭ রাত ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
আনহে মনু ,,,, ভাবলাম আবার নতুন নিকের কোন পাবলিক !

কমলাপুরের বাসের বস্তিতে থাকি তো একারণে নিজেকে টোকাই ভাবি !


আবার নতুন রুপে ..। আজ আমার নেট সমস্যা কারণে ছবি দেখতে পাইনি !!!

৩৪| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৪০

অরফিয়াস বলেছেন: অরফিয়াসের কথাটি সত্যিই বোঝেননি!!!!!!!



ও তাহলে খুলেই বলছি অরফিয়াস বিলির ক্লোন!;)

১৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
গ্রীক পুরাণ মতে, স্বর্গের এক বিবাহিত পরী ইরিডাইসের প্রেমে পড়েন হারপুন নামক এক বাদ্যবাজক অরফিয়াস। এটা???



আচ্ছা ..... এতো নিক দিয়ে কি হবে ,,, নব রুপে প্রেম পিরিতি করার ধান্দা নাকি !! B-)

৩৫| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৭

অরফিয়াস বলেছেন: প্রেম পিরিতি করার ধান্দা!!!!!!!!!!!!!!!!!!


নাউজুবিল্লাহ ব্রো!!!!


আমারতো বউ আছে!! আর আমি হ্যাপি!:)

১৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:

ইশ !!! ভাবীর বহিন আছেনি ক্যান ???

যদি থাকে তাহলে আমার কিন্তু একটা হক আছে ..



ধন্যবাদ।

৩৬| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৮

অরফিয়াস বলেছেন: ৩৩ নম্বর প্রতিউত্তর মেনে নিতে পারলাম না ব্রো!!!!

১৫ ই মে, ২০১৭ রাত ১১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, সত্য কথা বলেছি ...

৩৭| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৫০

অরফিয়াস বলেছেন: আছে!!!!!


তয় গেদু সিক্সে পড়ে!!!!:):)

১৫ ই মে, ২০১৭ রাত ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
সমস্যা নেই কথা দিলাম অপেক্ষা করমু !!!! ১৮ হতে আর কত দেরি ????


ধন্যবাদ ।

৩৮| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৫৩

অরফিয়াস বলেছেন: অর্ধযুগ প্লাস এক বছর!:):):)


বিদায়!!

শুভ রাত্রি!:)

১৫ ই মে, ২০১৭ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ আবার দেখা হবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.