নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

দেখা হবে কি আর ?

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৭




ওগো প্রেয়সী আমার,
তোমার -আমার দেখা হবে কি আর ?
শুধু বেঁচে আছি আশা আর নিরাশার মাঝে
ধৈর্য্য ধরে তোমায় দেখার স্বপ্ন নিয়ে ।
তোমায় কি আর পাব-এ জনমে,
নাকি পরের জনমের পরে?

আজ অজস্র রাতের তারাগুলো নিভে গেছে,
নক্ষত্রগুলো দূরে সরে গেছে।
তোমার-আমার ব্যবধান ক্রমাগত বেড়ে গেছে,
আমিও দাঁড়িয়ে আছি কালের সাক্ষী হয়ে
মৌন পাহাড়ের মত করে।

লক্ষ জনম খুঁজে খুঁজে পেয়েছিলাম তোমারে
তবে কেন হারিয়ে যাবে এভাবে ?
তবুও তো ব্যবধান ছিন্ন করে
তুমি আসলে না, জানি না কি ভুলে, কি পাপে ?


ওগো প্রেয়সী আমার যদি সময় হয় তোমার __,
শুধু একবার দেখা দিও, না হয়
আমার মরণের পরে আমার সমাধি স্থলে।
মায়াবী কোন জোৎস্না রাতে, অজস্র নক্ষত্রগুলোকে সাক্ষী রেখে ।

ছবিঃ নেট


মন্তব্য ৬৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:



যদি কেহ না থাকে, সুখী হতে দেন তাকে

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই,

ভালো বলেছেন !!
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এগুলা অন্তত খান।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই,

লিচু খেয়ে আর কিছু হবে না ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৬

আহা রুবন বলেছেন: তোমার-আমার ব্যবধান ক্রমাগত বেড়ে গেছে,
মহাবিশ্ব যদি গোল হয় দেখবেন একদিন সুরুৎ করে সে সামনে চলে এসেছে। ভাল লাগল।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
দেখা যাক দেখি কি হয় !

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভালো থাকুন।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:০২

কানিজ রিনা বলেছেন: দিয়েছিকথাপরজনমেহবেদেখা।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপা,

আপনার কি আমার মত চাওয়া-পাওয়ার বিষয় টা মিলে গেল B-)

পড়েছেন জেনে আমার ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৬

জাহিদ অনিক বলেছেন: আমি খুব করে চাইছি একবার হলেও দেখা হোক ।
হোক, রাস্তার জ্যামে পাশাপাশি চলে যাওয়া দুটি বাসে
জানালায় মুখোমুখি,
একবার হলেও দেখা হোক ।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
তামিল একটা ছবি মত দেখা হোক আর ঢাকার জ্যাম যেন মোড়ে মোড়ে চিরকাল লেগে থাকে !! B-)

পড়েছেন জেনে আমার খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৫৬

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: গ্যাস লাইট ফ্রি থাকবে.....:)

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা,হা,হা
গ্যাস লাইট ফ্রি থাকবে.............

উপরে অনেক লিচু আছে খেয়ে যান ।

পড়েছেন জেনে আমার খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৩

উম্মে সায়মা বলেছেন: এতো আকুলতা কি বিফলে যেতে পারে! নিশ্চয় একদিন সময় হবে প্রেয়সীর......
খুব সুন্দর :)

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
একতরফা ভালোবাসা মানুষকে সবসময় দুঃখ দেয়, অনেকে অনেক সময় বিফল থেকে সফল হয় কিন্তু আর এ ক্ষেত্রে বিন্দুমাত্র সম্ভবনা নাই।সমস্ত সম্পক গড়ে ওঠে হৃদয় থেকে ..........

পড়েছেন জেনে আমার খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

অতৃপ্তচোখ বলেছেন: ভালই প্রকাশ করেছেন মনের ভেতরের ভালোবাসা টুকু। প্রিয়া বিরহী মনের স্পষ্ট প্রকাশ।

ভাল লাগল ভাই

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক দিন পরে আবার আপনাকে আমার ব্লগে পেলাম
এবং পড়েছেন জেনে আমার খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে আমার খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা। + +
কবিতা সম্পর্কে আমার দুটো চরণঃ
বিচ্ছেদের হাহাকার কবিতায়
উচ্চারিত পবিত্র মৌনতায়।


শুধু একবার দেখা দিও, না হয় - দেখা দেয়নি বলেই তো কবি হয়েছেন! :)
কেউ ব্যথা পেয়ে কবি হয়,
কেউ কবি হয়ে ব্যথা পায়!


টাইপোঃ জোৎনা রাতে < জোৎস্না রাতে হবে।

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কেউ ব্যথা পেয়ে কবি হয়,
কেউ কবি হয়ে ব্যথা পায়!


মানুষ ভাগ্যার কাছে বড় অসহায় !
এক দুর্ঘটনায় সব কিছু এলোমেল করে দিয়ে গেল
কিন্তু এখনোও তা বিশ্বাস করতে পারিনা ।

পড়েছেন জেনে আমার খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কবিতা!:)

প্লাস

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১০

এফ.কে আশিক বলেছেন: এভাবে বললে কি আর দেখা না হয়...
নিশ্চই দেখা হবে, পর জনমে নয় এ জনমেই দেখা হবে.....

কবিতায় ভালো লাগা রইল.....।।

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
তার আর সম্ভবনা নেই,

পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

নিয়াজ সুমন বলেছেন: ভাললাগায় ভালবাসায় ভাল থাকবেন কবি।

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনিও ভালো থাকুন।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০

টুটুল বলেছেন: তোমার-আমার ব্যবধান ক্রমাগত বেড়ে গেছে,
আমিও দাঁড়িয়ে আছি কালের সাক্ষী হয়ে
মৌন পাহাড়ের মত করে।

ব্যবধান বেড়েছে এতোদিন, কমবে এখন। বিরহের পরেই আসে মিলনের ক্ষণ।

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
হবে হয়তো :D

ব্লগে স্বাগতম ভাই।

পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনিও ভালো থাকুন।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩২

ধ্রুবক আলো বলেছেন: কবিতায়++++
খুব সুন্দর লিখেছেন,,,

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬

ধ্রুবক আলো বলেছেন: আরে ভাই যদি না আসে তাকে থাকতে দিন না সুখে দূরে....!
ফেরার মানুষটা আর আগের মত হয় না!!

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
সে বর্তমানে না ফেরার দেশে আছে................

কবিতা তো শুধু মনের সান্তনা এই আর কি !!

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

ধ্রুবক আলো বলেছেন: ব্যস্ততার কারনে হয়তো আপনার লেখাটা পড়তে পারিনি সময় করে,
তাই দেরি করে পড়া!!
শুভ কামনা রইলো, ভালো থাকবেন....

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কোন ব্যপার না,
পরে হলেও তো পড়েছেন......
আপনিও ভালো থাকুন।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৩

মৌমুমু বলেছেন: "তোমার -আমার দেখা হবে কি আর ?
শুধু বেঁচে আছি আশা আর নিরাশার মাঝে
ধৈর্য্য ধরে তোমায় দেখার স্বপ্ন নিয়ে ।
তোমায় কি আর পাব-এ জনমে,
নাকি পরের জনমের পরে?"

সুন্দর লিখেছেন। খুব ভালো লাগলো!

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ওগো প্রেয়সী আমার যদি সময় হয় তোমার __,
শুধু একবার দেখা দিও, না হয়
আমার মরণের পরে আমার সমাধি স্থলে।


সুন্দর কবিতা। ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন ভাই।

২০| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১১

ANIKAT KAMAL বলেছেন: সুন্দ‌রের শেষ নেই তবু অসম্ভব সুন্দর

১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন ভাই।

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
যদি বেশি ভালোবাসেন, তবে সুযোগ খুজবে।
ফাক পেলে অন্যের হাত ধরে রওনা দিবে।

খুবজটিল প্রকৃতির...

১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, ঠিক বলেছেন ! B:-/
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

২২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: স্যরি

ভেবেছিলাম ফাকি দিয়ে অন্যের সাথে উড়াল দিছে।

প্রিয়সি একটু বেশিই অভিমানি হয়।

শুভকামনা

১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, ঠিক বলেছেন ! B:-/
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন ভাই।

২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর কবিতা

১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন আপা।

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

কাছের-মানুষ বলেছেন: ওগো প্রেয়সী আমার,
তোমার -আমার দেখা হবে কি আর ?
শুধু বেঁচে আছি আশা আর নিরাশার মাঝে
ধৈর্য্য ধরে তোমায় দেখার স্বপ্ন নিয়ে ।
তোমায় কি আর পাব-এ জনমে,
নাকি পরের জনমের পরে?


চমৎকার কবিতা । শুভকামনা রইল ।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

ANIKAT KAMAL বলেছেন: এ‌তো সুন্দর লে‌খেন কিভা‌বে



১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
কি যে বলেন না ভাই .........।

ধন্যবাদ ।

২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৮

ডঃ এম এ আলী বলেছেন: খুব লাগার কবিতা , পাঠে শুধু মুগ্ধতাই মুগ্ধতা ।

কবিতাটি পাঠের সাথে মনে পড়ে যায় মান্নাদের গানের কথা
আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজো হয়তো এ দেখাই শেষ দেখা নয়তো. যাবার বেলায় আজ কেন যে কেবলি মনে পড়ে গো অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ধরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো এ দেখাই শেষ দেখা নয় তো. এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ খেয়ালের ...
আবার হবে তো দেখালিংক ফলো করে গানটি শুনুন ভাল লাগবে ।

শুভেচ্ছা রইল

১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
জি ভাই,
গানটা খুব সুন্দর ।

পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন....

২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

মোস্তফা সোহেল বলেছেন: মায়াবী কোন জোৎস্না রাতে, অজস্র নক্ষত্রগুলোকে সাক্ষী রেখে আপনি আপনার প্রেয়সীকে কাছেই রাখুন

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
যদি কেউ প্রেয়সী হবার আগ্রহ প্রকাশ করে.....

পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন....

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

সামিয়া বলেছেন: আজ অজস্র রাতের তারাগুলো নিভে গেছে,
নক্ষত্রগুলো দূরে সরে গেছে।
তোমার-আমার ব্যবধান ক্রমাগত বেড়ে গেছে,
আমিও দাঁড়িয়ে আছি কালের সাক্ষী হয়ে
মৌন পাহাড়ের মত করে।
এই লাইন কয়টি অসাধারণ অসাধারণ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন....

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৫

জীবন সাগর বলেছেন: না ভাই , মরণের পরে নয় ,মরণের আগেই দেখা হোক আপনার সাথে ,সেই প্রত্যাশায়।

কবিতায় ভালোবাসা রেখে গেলাম

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: হুম!!!!


পড়েছেন জেনে আমার খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ওগো প্রেয়সী আমার যদি সময় হয় তোমার __,
শুধু একবার দেখা দিও, না হয়
আমার মরণের পরে আমার সমাধি স্থলে।
মায়াবী কোন জোৎস্না রাতে, অজস্র নক্ষত্রগুলোকে সাক্ষী রেখে ।


ভালো লাগলো কবি।

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে আমার খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পৃথিবী গোলাকার তাই দেখা হতেই পারে, তবে যে গেছে তাকে যেতে দেয়াই ভাল।
কাব্য ভাল হয়েছে।

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে আমার খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লক্ষ জনমের অজস্র সময় খুঁজে খুঁজে পাওয়া মানুষটিকে হারানো যেনো কোনোমতেই এই অবাধ্য মনটা মানতে চায় না। এ যেন হিমালয় কিংবা এভারেষ্ট বুকে চেপে ঘুরে বেড়ানোর সমান কষ্টের।

আবেগ জড়ানো কবিতায় ভালোবাসা রেখে গেলাম।

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার সাথে সহমত...

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮

ইমন কুমার দে বলেছেন: সুন্দর কবিতা। ছবির হাতটি মনে হয় আমার :) ভালো লাগলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
যাক, অবশেষে হাত ওয়ালাতে পাওয়া গেল ............. =p~
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৩৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার লিখেছেন। হৃদয় ছুঁয়ে গেল।

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.