নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও ন্যায়ের কথা সহজ করে বলি

সরল কথা

সহজ করে বলি

সরল কথা › বিস্তারিত পোস্টঃ

শনির চক্করে বাংলাদেশ!!

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

র, মোসাদ ও সিআইএ চক্করে জাতি!
অনেক বড় একটা ড্রামা চলছে অভ্যন্তরে!
যেকোন সময় ধ্বসে পড়তে পারে বাংলাদেশ!

মসনদ রক্ষার রাজনীতি করতে গিয়া কথায় কথায় দেশে জঙ্গীবাদের জিকির তুলে ধরা খাইছে হাসিনা মনেহয়। সবকিছু আর হয়তো মহিলার নিয়ন্ত্রনেও নাই। ভয়ঙ্কর একটা অশুভ শক্তি জাতির ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে।

বিশ্ব রাজনীতি, এশিয়ার বহুবিধ রাজনৈতিক মেরুকরণ ও ধর্ম অধর্মের মারপ্যাঁচে একদম চিড়েচ্যাপটা বাংলাদেশ। প্রতিদিন কোথাও না কোথাও ইসরাইলী প্রেতাত্মা আইএস এর জঙ্গীপনা। কে, কাকে, কেন ঘায়েল করতে চাই কেউ হয়তো জানেনা। কিন্তু সবার টার্গের ধ্বংস!! এসময় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল জাতির ঐক্য।কিন্তু দুর্ভাগ্য পুরো জাতিই আজ বিভক্ত। ক্ষমতায় প্রয়োজন ছিল শক্তিশালী নির্বাচিত সরকার। দুর্ভাগ্য ক্ষমতায় অনির্বাচিত নৈতিক ভাবে সর্বোচ্চ হজবরল সরকার। শুধু বাগড়ম্বর ছাড়া কিছুই করার মুরোদ নেই। সেচ্ছায় গোলামী যাদের ব্রত।

ঘুমিয়ে পড়া জনগন জেগে উঠা ছাড়া এই
অনামিষার ঘোর অন্ধকার কেউ সরাতে পারবেনা।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:

আপনি আমাদের ত্রাণকর্তা; আপনি যেসব বিষয় বুঝেন, দেশের কেহ এতটুকু বুঝে না।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

সরল কথা বলেছেন: তওবা তওবা তওবা। কিতা কন বাহে!! ত্রানকর্তা সেই কবেই... এহন আইতাছে আইএস। সব ত্রান হেরাই দিবে।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

দধীচি বলেছেন: সত্য ও ন্যায়ের কথা সহজ করে বলি

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৭

বাতিওয়ালা বলেছেন: মুভি তে দেখসি ত, বাস্তবে র, মোসাদ ও সিআইএ র এজেন্ট দ্যাখতে মুন চায়। ব্যবস্তা থাকলে জানান দিয়েন।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০৩

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগার পোষ্ট, অনেক শুভকামনা রইলো...

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৪

সরল কথা বলেছেন: হুম বাতিওয়ালা ভাই জাস্ট ওয়েট করেন। সিরিয়ানরা, ইরাকীরা, ফিলিস্তিনরা, মিশরীয়রা দেখছে। এবার আমাগো দেখার পালা। ক্লাইমেক্স শুরু হয়ে গেছে...

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৯

শাহাদাত হোসেন বলেছেন: এবার যুদ্ধ লাগলে রাজাকারের ট্যালায় মুক্তিযুদ্ধারে খুজেঁ পাওয়া যাবেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.