নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদা-সর্বদা সুখি মানুষ। চরম পর্যায়ের পজেটিভ মাইন্ড। আমার প্রতিটা দিন ঈদের দিন, প্রতিটা রাত চান রাত।

http://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/p720x720/942496_584868144900444_1249669032_n.jpg

লাবিব ইত্তিহাদুল

যে যাই মনে করুক, আমার কিচ্ছু আসে যায় না। আমি যাই মনে করি, কারো কিচ্ছু আসে যায় না।

লাবিব ইত্তিহাদুল › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ কুকুরের সাথে মহিলার পরকিয়া ছিল!

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২২

পাড়ার সদ্য বিধবা মহিলাটা তার ২ সন্তান (১ ছেলে ও ১ মেয়ে) নিয়ে থাকে। স্বামীর অবর্তমানে সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সংসার চালায়। বাড়িতে ছেলেমেয়ে ছাড়াও পাহাড়াদার হিসাবে একটা কুকুর আছে।

এক গৃষ্মের রাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ছেলেটা মারা গেল। স্বামীর শোকের মতই শোকাহত হলেন বিধবা। আবার কিছুদিন কাঁদলেন, তারপর আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে গেল।

ছেলে মারা যাবার কয়েক বছর পর বিধবার মেয়েটা সম্পর্কে মামা হয়, এমন এক আত্নীয়ের হাত ধরে পালিয়ে গেল। আর ফিরে এল না। বিধবা আবার কিছুদিন কাঁদলেন, তারপর আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে গেল।

বিধবাকে পাহারা দিত কুকুর। এক রাতে চোরেরা বল্লম দিয়ে কুকুরটাকে আহত করল। বিধবা হাসপাতালে হাসপাতালে দৌড়ালেন কিন্তু কুকুরটা বাঁচল না। এর কিছুদিন পর বিধবা মহিলাটা পাগল হয়ে গেল।

সবাই জানলোঃ কুকুর মরার দূক্ষ সহ্য করতে না পেরে বিধবা মহিলাটা পাগল হয়েছে।
সাংবাদিকরা লিখলোঃ কুকুরের সাথে মহিলার পরকিয়া ছিল! :|

[আমার ফেসবুক স্টেটাস থেকে]

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: মিথ্যা প্রপাগন্ডা মানে বড়ই দুখের কথা।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪২

লাবিব ইত্তিহাদুল বলেছেন: অনেক অনলাইন চটি পত্রিকা এর উপর দিয়েই বেঁচে আছে

২| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০১

হিল্লো্ল বলেছেন: যা লিখলেন ভাই........ কি আর বলব...... তবে সাংবাদিকতার আরেক রুপ ভালই ফুটিয়েছেন।

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৫

লাবিব ইত্তিহাদুল বলেছেন: চেষ্টা করেছি। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.