নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদা-সর্বদা সুখি মানুষ। চরম পর্যায়ের পজেটিভ মাইন্ড। আমার প্রতিটা দিন ঈদের দিন, প্রতিটা রাত চান রাত।

http://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/p720x720/942496_584868144900444_1249669032_n.jpg

লাবিব ইত্তিহাদুল

যে যাই মনে করুক, আমার কিচ্ছু আসে যায় না। আমি যাই মনে করি, কারো কিচ্ছু আসে যায় না।

লাবিব ইত্তিহাদুল › বিস্তারিত পোস্টঃ

ভিডিও ইন্টার্ভিউঃ একজন ইয়াবা সেবীর অজানা অধ্যায় (প্রয়োজন সচেতনতা)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩


ছবিটা ইন্টার্ভিউ করার সময় তোলা।

বেশ আগে থেকেই ইয়াবা জিনিসটার উপর বেশ আকর্ষন ছিল। জিনিসটা কি, দেখতে কেমন, গন্ধ কেমন, কিভাবে খায় ইত্যাদি নানা কৌতুহল। তো এই ব্যাপারে জানার জন্য চেষ্টা চালালাম।
আমি আসলে খুজতেছিলাম এমন কাউকে, যে নিজে একজন ইয়াবা সেবী এবং সে আমাকে বিশ্বাস করে সব কিছু খুলে বলতে পারবে। দীর্ঘদিন খোজার পর পেয়েও গেলাম এমন একজনকে। যে ক্যামেরার সামনে তার গল্প টা বলতে এবং আমার প্রশ্নগুলোর উত্তর দেয়ার মত সাহস রাখে। শর্ত ছিল একটা ই, তার চেহারা এবং পরিচয় গোপন রাখতে হবে। আমি সেটা করেছি।

প্রথম পার্টে সে তার সম্পূর্ণ ঘটনা খুলে বলে, সে কিভাবে আক্রান্ত হয়, কিভাবে ছেড়ে দিতে চেয়েও পারেনি, তার ফ্যামিলি, বন্ধু, বড়ভাই সব তিনি কেন, কিভাবে ব্যাবসা শুরু করেন ইত্যাদি। তার অনুরোধ, কেউ যেন শখের বসে বা নিছক টেষ্ট করার জন্য ইয়াবা ট্রাই না করেন।


পার্ট টু তে তিনি সব আমাকে দেখিয়েছেন। সেটা হয়ত ব্লগে শেয়ার করা ঠিক হবে না। তাই এখানে লিঙ্ক শেয়ার করলাম না। আমি চেষ্টা করেছি, ইয়াবা বিসয়ে সবাইকে সচেতন করতে এবং ইয়াবা সেবী নিজেই চান না কেউ আর এই সমস্যায় জর্জরিত হোক। এটা আমার প্রথম সিরিয়াস ডোকুমেন্টারী। ভুল ত্রুটি গুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবধরনের পরামর্শ গ্রহণযোগ্য।

লেখাটি Yaba Addiction in Bangladesh শিরোনামে আমার ইংরেজি ব্লগে একই সাথে প্রকাশিত।

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

কেউ নেই বলে নয় বলেছেন: দেখলাম। ভালো শেয়ার। যারা খাইতে আগ্রহী তাদের শোনানো দরকার।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

লাবিব ইত্তিহাদুল বলেছেন: ইয়াবা এমন একটা জিনিস যে একবার টেষ্ট করার ইচ্ছা সবার ই থাকে। যার সুযোগ আর সাহস হয়, সে ই আটকে যায়।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

রক্তিম দিগন্ত বলেছেন: লেখক বলেছেন: ইয়াবা এমন একটা জিনিস যে একবার টেষ্ট করার ইচ্ছা সবার ই থাকে। যার সুযোগ আর সাহস হয়, সে ই আটকে যায়।

নাই ভাই এই ইচ্ছাটা আমার! কখনো করেও নাই। এত এত বিষন্নতায় মাঝে মাঝে থাকি তবুও হয় নাই।
তাহলে আমি কি সবার বাইরে?

১০ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৪

লাবিব ইত্তিহাদুল বলেছেন: হয়তো বা আপনি সবার বাইরে। সবার বাইরে বলতে বলতে স্বাভাবিক এর বাইরে বুঝিয়েছি। নেগেটিভ এর দিকে আকর্ষন থাকা টাই স্বাভাবিক। আর নিজেকে এই আকর্ষনের থেকে দূরে রাখার সক্ষমতার কারণে আমরা মানুষ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৯

উল্টা দূরবীন বলেছেন: ইয়াবার গ্রাস খুব কাছ থেকে দেখেছিলাম। আমাদের উচিত সচেতনতা ছড়িয়ে দেওয়া সবার মাঝে। লেখার জন্য ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।

১০ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৫

লাবিব ইত্তিহাদুল বলেছেন: পজেটিভ মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার ছবি ব্লগ দেখেছি। ভাল লেগেছে।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ব্লগিং হিসেবে আপনার আইডিয়া ভালো। এমনটাই ব্লগিং হওয়া উচিত। আর ভবিষ্যতে ভিডিও ব্লগটাই মূল আকর্ষণের কেন্দ্র হবে।

আপনার প্রচেষ্টা ভাল তবে আরও ভাল হয় যদি ইয়াবা সচেতনায় আরও তথ্য ভিত্তিক, অবক্ষয় এবং ক্ষতিকর দিক তুলে ধরে ডকুমেন্টারি তৈরি করেন সেখানে সাক্ষাৎকার একটা অংশ হতে পারে। আর কিছু কিছু কথা মনে হচ্ছে যেন এইটা ইয়াবা বিরোধী নয় বরং ইয়াবার প্রচারণা।

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

লাবিব ইত্তিহাদুল বলেছেন: আসলে লিখতে অনেক টাইম লাগে, আর ভিডিও ব্লগিং টা সহজ ও সময় কম লাগে সাথে বেশি পরিমান সৃতি ধারণ করে। সেকারণেই ভিডিও ব্লগিং শুরু।
আর এটা আমার প্রথম সিরিয়াস কোন কাজ। চেষ্টা করচ্ছি ভাল করার। আপনার মতামতের জন্য ধন্যবাদ। দোয়া রাখবেন।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

কালনী নদী বলেছেন: আপনি নিজেইতো খেয়ে ইন্টারভিউ নিছেন ? কারন আমরাও কমবেশ জানি যে দাতে দাত লেগে যায় আর আপনার দাতও হলুদ হয়ে আছে।

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

লাবিব ইত্তিহাদুল বলেছেন: উনি দুটা ই আনাইছিল। বাকি টা তো ভিডিও তেই আছে। ইচ্ছা করছিল একটু চেখে দেখতে কিন্তু সাহস হয় নাই ব্রাদার :``>>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.