নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জ্যৈষ্ঠ মাসের দারুণ ঝড়ে

১৫ ই জুন, ২০১৯ সকাল ১১:২৪




জ্যৈষ্ঠ মাসের দারুণ ঝড়ে,
পাখির বাসা মাটিতে পড়ে।
ঝড়ো হাওয়া খড়ের চাল,
পড়ছে ভেঙে গাছের ডাল।

ঝড় উঠেছে আকাশ কালো,
গাঁয়ের পথে উড়ছে ধূলো।
ষাঁড় ছুটছে পথের বাঁকে,
কালো মেঘে আকাশ ঢাকে।

ঝড় উঠেছে নদীর ঘাটে,
গাঁয়ে কাঁকন-তলার মাঠে।
বলাকা উড়ে দূর গগনে,
কাঁপে হৃদয় মেঘ গর্জনে।

হুঙ্কার ছাড়ে ডাকছে মেঘ,
বাড়ল বুঝি, ঝড়ের বেগ।
অঝোর ধারা বাদল নামে,
একটু পরেই বাদল থামে।

সূর্য কখন হারিয়ে গেছে,
নীল আকাশে চাঁদ উঠেছে।
তারার দল হাসছে দূরে,
জোছনা ঝরে মাটির ঘরে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: জ্যৈষ্ঠ মাস শেষ।
আজ আষাঢ় শুরু হলো।

২| ১৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


অজয় নদীর তীরে কি আম গাছে আম নেই?

৩| ১৫ ই জুন, ২০১৯ রাত ৯:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আষাঢ়ের শুভেচ্ছা নিন কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.