নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

যোগ্যতার মাপকাঠি

১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭



বর্তমান বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের মাননীয় অনির্বাচিত প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ সহ তার অনেক অনির্বাচিত মন্ত্রী বলেছেন যে সংলাপে বসতে হলে যোগ্যতা লাগবে। বেগম খালেদা জিয়া কে আগে যোগ্যতা অর্জন করতে হবে। তাই আমার পোস্ট যোগ্যতার মাপকাঠি। আমাদের দেশে নেতাদের একটি বিশেষ গুন আছে তারা বক্তব্য দেবার সমায় বলে জনগণ কে নিয়ে আমরা এগিয়ে যাবো জনগন আমাদের সাথে আছে। একদল বলে জনগণ আমাদের সমর্থন করেছে আবার একদল বলে জনগন প্রত্যাখ্যান করেছে। যাই হোক আমি সেই জনগন কাকে বেশি যোগ্য মনে করেছেন আর কাকে যোগ্যতা অর্জন করতে হবে সেই বিষয়টি তুলে ধরবো।১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সকল দল ও জনগনের অংশগ্রহণে ৪ টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কিছু তথ্য আমি তুলে ধরছি।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াঃ

বেগম খালেদা জিয়া গত চারটি নির্বাচনে দেশের বিভিন্ন আসন থেকে ১৮ বার নির্বাচিত হয়েছেন।এই চারটি নির্বাচনে তিনি একবারের জন্য কোন আসন থেকে পরজিত হয় নাই।
১৯৯১ সালের নির্বাচনে পাঁচটি আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন।পাঁচটি আসন থেকে তিনি মোট ভোট পেয়েছেন ৩১৬৮৬১ টি।
১৯৯৬ সালের নির্বাচনে পাঁচটি আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন।পাঁচটি আসন থেকে তিনি মোট ভোট পেয়েছেন ৪৩৪৫৬২ টি।
২০০১ সালের নির্বাচনে পাঁচটি আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন।পাঁচটি আসন থেকে তিনি মোট ভোট পেয়েছেন ৬৯৩৩৭১ টি।
২০০৮ সালের প্রহসনের নির্বাচনে তিনটি আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন।তিনটি আসন থেকে তিনি মোট ভোট পেয়েছেন ৫৪১০৩৩ টি।
তিনি এই চারটি নির্বাচনে মোট ১৮ টি আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং মোট ভোট পেয়েছেন পান ১৯৮৫৮২৭ টি।

হাসিনা ওয়াজেদঃ

হাসিনা ওয়াজেদ গত চারটি নির্বাচনে দেশের বিভিন্ন আসন থেকে ১১ বার নির্বাচিত হয়েছেন।এই চারটি নির্বাচনের একটি ১৯৯১ সালে তিনি দুটি আসনে নির্বাচন করে ও ঢাকা- ৭ আসনে তিনি বিপুল ভোটে পরাজিত হন। এবং ২০০১ সালে রংপুর ৬ আসনে বিপুল ভোটে পরাজিত হন।
১৯৯১ সালের নির্বাচনে দুটি আসন থেকে নির্বাচনে অংশ নেন একটি আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন।দুইটি আসন থেকে তিনি মোট ভোট পেয়েছেন ১১৭৩০৭টি।
১৯৯৬ সালের নির্বাচনে তিনটি আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন।তিনটি আসন থেকে তিনি মোট ভোট পেয়েছেন ২৪২২৭৮ টি।
২০০১ সালের নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচন করেন এবং রংপুর ৬ আসন থেকে তিনি পরাজিত হন। ৪ টি আসন তিনি নির্বাচিত হয়েছেন।পাঁচটি আসন থেকে তিনি মোট ভোট পেয়েছেন ৫০৩৮২৬ টি।
২০০৮ সালের মইন – ফখরুদ্দীন এর সাজানো নির্বাচনে তিনটি আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন।তিনটি আসন থেকে তিনি মোট ভোট পেয়েছেন ৪৭২৪৭৯টি।
তিনি এই চারটি নির্বাচনে মোট ১৩ টি আসন থেকে নির্বাচন করেছেন এবং ১১ টি আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং মোট ভোট পেয়েছেন ১৩৩৫৮৯০ টি।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের ১৮ টি আসন থেকে একবার ও কোন আসন থেকে পরাজিত না হয়ে প্রতিটি আসন থেকে জয় পেয়েছেন। তিনি ১৮ টি আসনে মোট ভোট পেয়েছেন ১৯৮৫৮২৭ টি।

হাসিনা ওয়াজেদ যিনি দেশের ১৩ টি আসন থেকে নির্বাচন করে ১১টি আসন থেকে জয় পেয়েছে। তিনি ১৩ টি আসনে মোট ভোট পেয়েছেন ১৩৩৫৮৯০ টি।
যোগ্যতার পরিমান পেলেন এখন বলেন কার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা তথ্য প্রমান নিয়ে কথা বলি রক্ষীবাহিনী ও লাল বাহিনীর জনকদের মোট গলাবাজি করেতে চাই না এর এটা কোন ভদ্র মানুষের আচারন হতে পারেন না। যেমন তারেক রহমান লন্ডনে তথ্য প্রমান দিয়ে শেখ মুজিব কে পাক বন্ধু প্রমান করলেন এর জবাব এই ফ্যাসিবাদী সরকারে কাছে নাই তাই তার নামে মামলা দিয়ে দিলেন।

আরেকটি কথা আর যদি যোগ্যতার মাপকাঠি যদি কথা ব্যবহার ও মানুষের সাথে আচারন ও ব্যাক্তিত উপর করতে চান তাহলে আমি দেশনেত্রী সাথে কোন বস্তির কিংবা সোনাগাছির ভাষার সাথে তুলনা করে দেশ নেত্রীকে অসম্মান করার দুঃসাহস আমার নাই। কারন উনার মত ব্যাক্তিত এই দেশে হাতেগোনা ২ একজনের আছে।
সব শেষে এখন আপনার ঠিক করবেন কার যোগ্যতা অর্জন করতে হবে। এরপরও যদি কেউ গলাবাজি করে তাকে জুতাপিটা করবেন আগে তারপর এই তথ্য গুলো তাকে তুলে ধরবেন দেখবেন গলাবাজি বন্ধ হয়ে যাবে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:

সংলাপ কি আপনার সাথে?

২| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

গেম চেঞ্জার বলেছেন: ভোটই কি যোগ্যতার মাপকাঠি?

আম্লিগ / বিম্পি নয়। দলীয় দাসবৃত্তিমুলক ভাবনা থেকে বেরিয়ে আসুন।

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

যোগী বলেছেন:
৯০ এর পর আওয়ামিলীগ টোটাল কতটা ভোট পাইছে আর বিএনপি কতটা ভোট পাইছে?
খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা কী?

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বাস ড্রাইভারের কাছে ড. কামাল হোসেন পরাজিত হয়েছিলেন, এখন বলুন, "কামাল হোসেন কি অযোগ্য?" ভোট কী করে যোগ্যতার মাপকাঠি হয়? এরশাদ তো রংপুর থেকে বহুবার নির্বাচিত হচ্ছেন সেই নব্বইয়ের অাগ থেকেই । অাপনার জ্ঞানের লেভেল বুঝতে পারলাম, যখন তারেক রহমানের বক্তব্যকে সমর্থন করলেন । কিছু মনে করবেন না, অাপনাকে দলকানা ছাড়া অার কিছু বলা গেলো না! বঙ্গবন্ধুর রক্ষীবাহিনী অনেক অত্যাচার করেছে, বঙ্গবন্ধু অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন; এর জন্য উনার সমালোচনা করা যায়- উনাকে পাকবন্ধু বলা যায় না, সামাণ্য পড়ালেখা জানা থাকলে উনার অবদান সম্পর্কে জানা থাকার কথা! তারেকের বক্তব্যের ব্যাপারে এমাজউদ্দীন সাহেবের বক্তব্য জানতে চাওয়া হয়েছিলো, উনি বলেছিলেন, ও একটা বাচ্চা ছেলে । বাপকে অাইএসের এজেন্ট বলা হয়েছে, তাই হয়তো ক্ষুব্ধ হয়ে বলে ফেলেছে ।" অাপনি নিশ্চয়ই এমাজুদ্দীনের চেয়ে বড় কেউ নন? দলীয় বৃত্ত থেকে বের হয়ে অাসুন, পারলে গঠনমূলক কিছু বলুন ।

৫| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

মেশকাত মাহমুদ বলেছেন: এখানেও চাঁদ্গাঁজী ভাঁড়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.