নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবই ভাল

সবই ভাল

চলন বিল

সবই ভাল

চলন বিল › বিস্তারিত পোস্টঃ

তাদের ইমোশনের চেয়ে পিঁয়াজের বাজারদর বেশী !!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

.' ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়া অন্যায়: জাফর ইকবাল ' শিরোনামে একটা খবর প্রকাশিত হয়েছে প্রথম আলোতে !!
.
খবরের লিঙ্ক থেকে স্যারের বক্তব্য হুবহু তুলে দিলামঃ
.
"
ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি নেওয়া শাস্তির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আজ বুধবার সাংবাদিকদের কাছে জাফর ইকবাল এ মন্তব্য করেন।
.
জাফর ইকবাল প্রশ্ন তুলে বলেন, ‘শিক্ষকদের ওপর কে হামলা করেছে? ছাত্রলীগের ছেলেরা? না। এরা তো ছাত্র, আমাদের ছাত্র। এত কমবয়সী ছেলে, এরা কী বোঝে? ওদেরকে আপনি যা বোঝাবেন, তা-ই বুঝবে। কাজেই আমি যখন দেখলাম যে তিনজন আর চারজনকে বহিষ্কার করা হয়েছে, এখন আমার লিটারালি (আক্ষরিক অর্থে) ওদের জন্য মায়া লাগছে।’
.
এদের যারা বিপথগামী করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এই বাচ্চা ছেলেগুলোকে মিসগাইডেড করে পাঠিয়ে দিয়েছে, এখন তারাই বিপদে পড়েছে। ছাত্রত্ব বাতিল হবে, শাস্তি হবে। ওরা কি দোষ করেছে? কাজেই, এখন আমার খুবই খারাপ লাগছে। এই ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়াটা এক ধরনের অন্যায়। যে তাদের পাঠিয়েছে, তাদেরকে শাস্তি দেন।’
.
‘ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে’, সম্প্রতি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এরা আমাদের ছাত্র। এদের আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা ওদের মাথায় হাত বুলিয়ে, ওদের সঙ্গে কথা বলে, ওদেরকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারব। প্রধানমন্ত্রী বলেছেন আগাছাকে দূর করে দিতে। আমি বলি, না। আগাছাকে আমরা ফুলগাছে পরিণত করব। সম্ভব। আমাদের ছাত্র, আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা ওদেরকে ঠিক করে দেব।’
"
.
সত্যি কথা বলি................স্যারের এই বক্তব্য শোনার পরে নিজেকে সিম্পলি বোকাচোদা মনে হচ্ছে !!

.
জাফর ইকবালের এই বক্তব্য খুবই মানবিক এবং একই সঙ্গে ভয়ানক একপেশে !!
.
মানবিক ক্যানো !!?? কারণ একজন শিক্ষক নিজে আক্রান্ত হওয়ার পরেও যথেষ্ট বড়ো মনের না হলে সন্তানসুলভ ছাত্রদের হাসিমুখে ক্ষমা করে দিতে পারেন না !!
.
একচোখা ক্যানো !!??
.
এই পর্যায়ে মনে করিয়ে দিতে চাই- স্যার কয়েক বছর আগে ' তোমরা যারা শিবির করো '- শিরোনামে একটা লেখা লিখেছিলেন !!
.
সেই লেখাটা পড়লে আপনার মনে হবে না- যারা শিবির করে তারাও বাচ্চা ছেলে, তারাও মিসগাইডেড হতে পারে !! মাথায় হাত বুলিয়ে তাদেরকেও ' ফুলগাছে ' পরিণত করা সম্ভব !!
বরঞ্চ মনে হবে- একটা ভার্সিটি পড়ুয়া ছেলে যথেষ্ট ম্যাচিউরড................সে অন্ধভাবে কোনো দলের অনুসরণ করে না !!
.
আজকের পরে স্যারের ব্যাপারে আমার মনে আর কোনো সন্দেহ নাই........................তিনি আজকে চোখে আঙ্গুল দিয়ে তার হিপোক্রেসীকে দেখিয়ে দিলেন !!
" তিনি কোনো বৃহত্তর আদর্শ ধারণ করেন "- এই কথা বলতে বলতে কেউ মুখে ফ্যনা তুলে ফেললেও আমি আর তাকে বিশ্বাস করবো না !!
.
ছাত্রলীগ স্যারকে পিটাবে, স্যার তাদের নিন্দা করবেন, আমরা আবেগে ভেসে যাবো.............দিনশেষে গলা জড়াজড়ি করে তারা ঠিকই থাকবে !!
.
" একজন ছাত্র সে যেই দলেরই হোক.........শিক্ষকের গায়ে ক্যানো হাত তুলবে !!?? এইটাকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না !!!! ভার্সিটি পড়ুয়া একটা ছেলে তো আর দুধের শিশু না "- এই নিয়ে এতোদিন চায়ের কাপে ঝড় উঠেছে !!
.
আজকে আবেগপ্রবণ বাঙালি অবাক হয়ে আবিষ্কার করবে- তাদের ইমোশনের চেয়ে পিঁয়াজের বাজারদর বেশী !!!!


Nafis Raihan Ridit

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: অাল্লায় চাইছেন তাই এমন ঘটছে।
আপনি আল্লাহর এই ইচ্ছা না মানলে গলায় দড়ি দেন।

নাকি আল্লাহর খাস বান্দা চলন বিল???

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

চলন বিল বলেছেন: আরে তুই সেই মাল্লু না?
জাতির গ্র্যান্ডপা তোকে যে কত ভালবাসা দিয়েছিল সব ভুলে গেলি? ট্যাডাও ট্যাডাও ট্যাডাও
আমি দে তোমার প্রেমে পলেত্তি

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০

মাঘের নীল আকাশ বলেছেন: জাফর ইকবাল বরাবরই এমন...এবার সেটা প্রকটভাবে প্রকাশ পেয়েছে; এই আর কী!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

চলন বিল বলেছেন: ঠিক বলেছেন

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: আমি মালু না নেড়ে না যবন সেটা বড় কথা না তোর বাপ, তোর বাপের বাপ, তোর বাপের বাপের বাপ যে নমশুদ্র ছিল সেটা একটু ভেবে দেখ? তাহলে তুই বেজন্মা না অজন্মা না কুজন্মা সেটা বুঝতে পারবি।

তোর মতো যার জন্মের বীর্যই যার ঠিক নেই সে আবার মুনসলমান হয় কি করে যে?
হে তুই মুসলমান না তুই নম থেকে রূপান্তরিত বেজন্মা না অজন্মা না কুজন্মা।

এই তোর ভাষা আবার দেখবো। তোকে ব্যান করাবো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

চলন বিল বলেছেন: নম শুদ্রদের ঘৃণা করিস? হিন্দুদের জাতপাত প্রথা এখনও উঠে যায় নাই। নিচু জাত বলে আখ্যায়িত করা, তাদের উপহাস তুচ্ছতাচ্ছিল্য করা খুবই খারাপ। একজন ব্যক্তি যে ধর্মেরই হোক, আমরা মুসলিমরা কখনই কারো প্রতি উপহাস করি না। তোদের মেন্টালিটি এখনও লোয়ার লেবেলে পরে আছে। ছিঃ

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


উনি বাংলাদেশের পরিবেশে খাপ খাওয়াচ্ছেন নিজকে; সমস্যা হলো, তাতে উনার ওজন কমবে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৩

চলন বিল বলেছেন: ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.