নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবই ভাল

সবই ভাল

চলন বিল

সবই ভাল

চলন বিল › বিস্তারিত পোস্টঃ

পূর্ণিমা-অমাবস্যায় ব্যথা - হিন্দু কুসংস্কার

১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২



হিন্দুদের অন্যতম বড় কুসংস্কার হল এই 'পূর্ণিমা-অমাবস্যায় শরীরে ব্যথা'।

প্রায় সমস্ত হিন্দু বাড়িতে এই সমস্যাটা আজও প্রবল...

অনেক হিন্দুই বলে, এটা বিজ্ঞান। এটা পৃথিবীর মাধ্যাকর্ষণের উত্তর চাঁদের মাধ্যাকর্ষণের প্রভাব, তাই এই ব্যথা হয়।

বাড়িতে Arthritis রোগী থাকলে তো কথাই নেই, এই ব্যথা হবেই...

আসুন, এই সমস্যাটার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জেনে নিই।

এই রোগগুলোকে বলে Psychosomatic Diseases.

সহজ ভাষায় 'মনোরোগ' (Psycho) ও 'শারীরিক অসুস্থতা' (Soma)-র মিশ্রণ।

এই রোগ মনে ৯৫% এবং শরীরে ৫%।

এই রোগের ওষুধ 'ওষুধের দোকানে' পাওয়া যাবে না, যাবে 'সোনার দোকানে'।

ওষুধগুলোর বৈজ্ঞানিক নাম জানি না, তবে বাজারে এগুলোর নাম - 'চুনি, পান্না, মুক্ত, গোমেদ, ইত্যাদি...

এসবের প্রকৃত মূল্য ৫০০০ হলে মানুষের অন্ধবিশ্বাসকে ঢাল করে ৫০,০০০ - ৬০,০০০ এ বিক্রি হয়।

তবে এই রোগের চিকিত্সা বিনামূল্যেও করা সম্ভব।

মনের জোর এবং অন্ধবিশ্বাস ত্যাগ করুন, আপনিও পাবেন এই রোগ থেকে মুক্তি...

ভেবে দেখুন, ব্যাপারটা যদি Scientific-ই হবে, তাহলে ব্যথা শুধু হিন্দুদের হয় কেন?

লিখেছেন ভাই শতদল ঘোষ

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

নাবিক সিনবাদ বলেছেন: আসমানে চন্দ্র উঠিলে আমার পায়ে ব্যথা হয় :(

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

চলন বিল বলেছেন: হ্যাঁ মাঝে মাঝে আমারও হয় তবে চন্দ্র উঠিলে নহে বরং শীতকালে

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: অনেক সময় আমাদের রোগ গুলো আমরা নিজেরাই তৈরি করি, মনো বিজ্ঞান তাই বলে,,,, আমাদের শুধুমাত্র চিন্তার ফলে আমাদের ব্রেনের নিউরন গুলা অলরেডি কাজ করা শুরু করে দেয়,,,,, আর তা বাস্তব হয়,,,,, হিন্দুরা এই সময়ে এইটা চিন্তা করে যে অমাবশ্যায় তাদের ব্যাথা করবে,যার ফলে শুধু হিন্দুদের ই ব্যাথা করে,অন্যদিকে অন্যরা এই চিন্তা করে না বলে তাদের ব্যাথা করে না,,,,,,

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

চলন বিল বলেছেন: আপনি তো বুঝলেন, মূর্খদের বুঝাবে কে?

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন। ধন্যবাদ

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

চলন বিল বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামাণিক ভাই

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: বুঝানোর দায়িত্ব টাও কিন্তু আপ্নার ই,,,,,,

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০

চলন বিল বলেছেন: আমি কোন দায়িত্ব নিতে পারব না

৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


ভারতের মানুষ হিন্দু থেকে মুসলমান হওয়ায় হিন্দু ট্রেডিশন চালু আছে, ইংরেজ মুসলামনরা ভালো।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

চলন বিল বলেছেন: আপনি যে কীসের মাঝে কি মন্তব্য করেন নিজে বুঝেন তো?

৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

ধমনী বলেছেন: এটা শুধু হিন্দুরাই না অনেক মুসলমানরাও বিশ্বাস করে। তবে পোস্টে বৈজ্ঞানিক ব্যখ্যাটা আরো বিস্তারিত হলে গ্রহণযোগ্যতা বাড়তো।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

চলন বিল বলেছেন: লেখা তো ভাই আমার না, আরেক জনের

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

ধমনী বলেছেন: যেহেতু আপনি ভালো একটি প্রসঙ্গে লিখেছেন তাই প্রত্যাশাটা একটু বেড়ে গেছে।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

ধমনী বলেছেন:
অর্থাৎ এ বিষয়ে আপনার গবেষণালব্ধ একটি পোস্ট চাইছি, কপি পেস্ট না।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০

চলন বিল বলেছেন: আচ্ছা দেখি
পারলে লিখব
আপনাকে জানাবো

৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৭

রুদ্র জাহেদ বলেছেন: এসব বিশ্বাস অনেক অসচেতন মানুষের মাঝেই আছে।কুসংস্কারের উপর যে অন্ধবিশ্বাস তা হতে বের হতে পারলে সত্যি এসব রোগ দূরীভূত হয়ে যাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.