নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

এটা কোন আত্মকাহিনী না

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮



-এটা কোন আত্মকাহিনী না
-গালিব আফসারী


কোথাও সুন্দর কোনো মেয়েকে দেখলে মনের মধ্যে তখন কী হয়, বলব?
বললেই তা কবিতা হয়ে যাবে

না কি বললে তুমি রাগ করবে?
অভিমান ছড়িয়ে দেবে প্রতিপৃথিবীর প্রান্তরজুড়ে?

কোথাও সুন্দর কোন মেয়েকে দেখলে জীবনের মধ্যে কোন জল খেলা করে, বলবো?
বললেই তা ছবি হয়ে যাবে,

নাকি বললে তুমি মুখ ফিরিয়ে নেবে?
বলবে না কি, 'কথা নেই আর তোমার সনে?'

কোথাও সুন্দর কোন মেয়েকে দেখলে বুকের মধ্যিখানে ঘাসফুল ফোটে, গাছফুল ফোটে, আমি পাখি হয়ে যাই। শেষ হয়ে যাই, আমি দেশ হয়ে যাই।

কোথাও সুন্দর কোন মেয়েকে দেখলে শিরশিরে বাতাস হই, শক্ত সাদা শিশির হই, পাকা ফল হয়ে ঝুলে থাকি। আকাশের তারা হই, ঝিলিমিলি সাঁঝ হই, আকাশের বাজ হই।

অশ্রুফোটা জল হই, জলের নীচে একাকী কাঁদতে থাকা বর্ণহীন মাছ হই!


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

মিথী_মারজান বলেছেন: বাহ্!
সুন্দর দেখে সুন্দরের প্রতিচ্ছবি হয়ে যাওয়া।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

গালিব আফসারৗ বলেছেন: প্রত্যেকেই সৌন্দর্যের প্রতিচ্ছবি।

ভালোবাসা নিবেন মন্তব্যের জন্য।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩

ডায়োজেনিস বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালোলাগা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

গালিব আফসারৗ বলেছেন: ভালোবাসা নিবেন।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: আহা অতি মনোরম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

গালিব আফসারৗ বলেছেন: অনেক ভালোবাসা, রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.