নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং সংস্কৃতি এবং আমাদের নোংরা মানসিকতা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৪


বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নামক নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছেনা স্বাপ্নিক নবীনেরা। বড় ক্যানভাসে এসেও সঙ্কীর্ণ আচরণ করা এসব ছাত্র নামধারী কিছু পশুর জন্য পরিবার ও রাষ্ট্রের টাকা অপচয় করে সনদ দিয়ে কি হবে? বরং জাতি আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে উচ্চশিক্ষা নেয়া এদের দ্বারা।


-পরিচিত হওয়ার কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মিজানকে ডেকে নিয়ে কিছু সিনিয়র তার ওপর চালায় র‍্যাগিং এর নামে শারীরিক ও মানসিক নির্যাতন। তাকে হল ত্যাগের নির্দেশ দেয়া, গুম ও হত্যা পর্যন্ত করে ফেলার হুমকি দেয় সিনিয়রেরা।
নির্যাতন সইতে না পেরে অচেতন হয়ে পরে মিজান, এরপরে এমনই ভীত হয়ে পড়ে যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। সে তার বন্ধুদের এবং বাবা চাচাকেও চিনতে পারেনা এবং সবার সাথে পাগলের মত আচরণ করা শুরু করে। এখন সে হাসপাতালে আছে।

-ঐ জাবিতেই জুনিয়রদের কারা কারা র‍্যাগ দিতে যাবে এ নিয়ে দ্বন্দ্ব বাঁধে ছাত্রলীগের দু-গ্রুপের মাঝে। যখন তাদের মাঝে আর সমঝোতা হলো না যে, কে কে যাবে জুনিয়রদের সাথে পরিচয় পর্বের নামে র‍্যাগিং চালাতে, তখন তাদের মাঝে মারামারি লেগে যায়। সংঘর্ষে কয়েকজন হাত-পা, মাথা ফেটে নেয়, আহত হয়!
হাউ সেলুকাস!

-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ফাহাদ। প্রথম দিনের ক্লাসে সে স্যুট পড়ে গেছে। হেয়ার কাট আধুনিক। একটু ফিটফাট ড্রেস দেখে কিছু সিনিয়র তাকে পরিচিত হওয়ার কথা বলে ডেকে নেয় এবং বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত র‍্যাগ দেয়। জামা-কাপড় খুলে নেয়, গাঁয়ে হাত দেয়, গালাগালি করে এবং হুমকি দেয়। এরপরের দিনেও চলে র‍্যাগ। তারা তাকে বলে, এই ডিপার্টমেন্টে থেকে তুমি কিভাবে ভালো রেজাল্ট করো তা দেখব। এখানে থাকতে হলে আমাদের কথামতো চলতে হবে।
আতঙ্কে ফাহাদ ক্যাম্পাস ত্যাগ করে তার বাড়ি নারায়ণগঞ্জ চলে যায়। ছেলের এই অবস্থা দেখে ফাহাদের মা অসুস্থ হয়ে পড়ে।

এ তিনটি ঘটনা খুবই সাম্প্রতিক। কত কত যে এরকম ঘটনা ঘটে যাচ্ছে চোখের সামনে অথবা আমাদের আড়ালে তার ইয়ত্তা নেই। আমার বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে কিংবা মেয়ে যখন প্রথম আসে তখন তার চোখে থাকে স্বপ্নের দ্যুতি, আশার আলো। সবার ছোট তারা, সবার থেকে ভালোবাসা স্নেহ পাবার আশায় থেকে। কিন্তু আমরা তাদের কি দেই? গলিত স্বপ্নের প্রেতাত্মায় পরিণত করি তাদের, তারা শিখে নেয় বড় ক্যানভাস হলেই মানুষ বড় হয়না, অমানুষও হয়।

বিশ্ববিদ্যালয়ে মানুষ হতে এসে আমরা অমানুষী আচরণ করছি, শিখছি। লজ্জা!

মানুষের বসবাস করার মতো পরিবেশ চাই ঘরে ও বাইরে। মানবিক সমাজ চাই। ভালোবাসা চাই। র‍্যাগিংএর নামে নবীনের স্বপ্নের মৃত্যু রোধে এগিয়ে আসুক সবাই, এই কামনা।

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

ডায়োজেনিস বলেছেন:
সকল বিশ্ববিদ্যালয় র‍্যাগিং মুক্ত হোক।
ভালো লেখা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ। র‍্যাগিং মুক্ত হোক ক্যাম্পাস।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: এই ফাজলামি বন্ধ করা উচিত।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪

গালিব আফসারৗ বলেছেন: বরং আরো বাড়তেছে ভাই।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: We should protest it.

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫

গালিব আফসারৗ বলেছেন: Yes, thanks

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

পার্থ তালুকদার বলেছেন: এমন নোংরামি বন্ধ করা উচিত।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২

গালিব আফসারৗ বলেছেন: অবশ্যই। নোংরামো বন্ধ হোক

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

মোহাম্মদ সাইফুজ্জামান খান বলেছেন: X((

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

গালিব আফসারৗ বলেছেন: নোংরামো বন্ধ হোক

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বরং আরো বাড়তেছে ভাই।

দুঃখজনক।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

গালিব আফসারৗ বলেছেন: জি ভাই। চোখের সামনেই অনেক হচ্ছে। আমার ভার্সিটিতেই।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: মনুষত্ববোধের জন্ম না হলে এই লেখাপড়ার কি দরকার!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫

গালিব আফসারৗ বলেছেন: অমনুষ্যত্বের প্রশ্রয় দেয়া হচ্ছে আজকাল।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা এইসব কুকর্মের সংগে জড়িত তারাই পরবর্তীতে বিভিন্ন চাকুরী ঢুকে কাজকর্ম ছেড়ে দলীয় ক্যাডার হয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬

গালিব আফসারৗ বলেছেন: এরা নির্মুল হলেই সুষ্ঠু সুশীল ছাত্র সমাজ ও পরবর্তী প্রজন্ম গড়ে উঠবে।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

তারেক_মাহমুদ বলেছেন: এখনো র‍্যাগিং চলে, জানতাম নাতো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৭

গালিব আফসারৗ বলেছেন: খোঁজখবর খুব জানেন না দেখি! র‍্যাগিং এখনো ডালভাত।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে মাইরের উপর ভাইটামিন নাই। X((

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

গালিব আফসারৗ বলেছেন: প্রশাসন তেমন কঠোর না এসব বিষয়ে।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২

তারেক ফাহিম বলেছেন: :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৬

গালিব আফসারৗ বলেছেন: র‍্যাগিং বন্ধ হোক।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬

আখেনাটেন বলেছেন: এর চরম নেতিবাচক দিকটি আরো প্রচারণা হওয়ার দরকার। এবং কঠোর শাস্তির ব্যবস্থাও দরকার যাতে কেউ দ্বিতীয়বার এইসকল নষ্টামী করতে না পারে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭

গালিব আফসারৗ বলেছেন: শাস্তি এবং নেতিবাচক দিকের প্রচারণা খুব কম। প্রচার যদিও হয় কিন্তু শাস্তির দৃষ্টান্ত একেবারেই কম।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

ডায়োজেনিস বলেছেন: একজন নবাগত, গ্রাম থেকে আসা কোন ছেলে কিংবা মেয়েকে যখন পরিচিত হওয়ার কথা বলে ট্রিট করা হয়, কঠোরভাবে কথা বলা হয় তখন ঐ ছেলে কিংবা মেয়ের কি অবস্থা হয়! ভাবা যায়?
অমানুষ এরা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

গালিব আফসারৗ বলেছেন: এরা অমানুষ, X((

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন।
আমার সময় হল গুলোতে এগুলা প্রতিহত করতে খুবই একটিভ ছিলাম, এমনকি সিনিয়রদের বিরুদ্ধেও স্যারদের নিয়ে সভা করেছি। সাধারণ ভাবে ছাত্র ছাত্রীরা সচেতন থাকলে এটা র‍্যাগিং প্রতিরোধ করা সম্ভব, কিন্তু একটু সিনিয়র হলেই এগুলা সবাই উপভোগ করে। অমানুষে ভরে গেছে শিক্ষালয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

গালিব আফসারৗ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

শামচুল হক বলেছেন: এটা নিষ্ঠুরতা ছাড়া কিছু না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

গালিব আফসারৗ বলেছেন: হুম। বন্ধ হোক।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

যবড়জং বলেছেন: শুশিক্ষার বড় অভাব :-<

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

গালিব আফসারৗ বলেছেন: স্বশিক্ষিত হই আগে আমরা

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: র‍্যাগিং আমাদের দেশেরও একটি জলন্ত সমস্যা। কত স্বপ্ন এর শিকার হচ্ছে।মূলত ইজ্ঞিনিয়ারিং ও মেডিকেলে এই সমস্যাটি বেশি।কলেজ,বিশ্ববিদ্যালয়ে এই সমস্যাটি তুলনায় কম।তবে সরকার সব ক্ষেত্রে অ্যান্টি র‍্যাগিং অ্যাকশন কমিটি ও যৌন হেনস্তার জন্য বিপাশা কমিটি গঠন করে সমস্যা মোকাবিলার চেষ্টা করছে।যদিও কমিটি গঠনে কলেজের সদিচ্ছা অনেকটা নির্ভর করে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০১

গালিব আফসারৗ বলেছেন: শিক্ষা-প্রতিষ্ঠানগুলো ইচ্ছা করলেই এই নোংরা সংস্কৃতি বন্ধ করতে পারে।

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন কুলাঙ্গারের যে এই আইডিয়া এসেছিল তা বুঝে আসে না। আমি সবসময় বলি ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি দূর করতে হবে। নপুংসক উপাচার্যগুলো বেতন আর চাকুরি চলে যাওয়ার ভয়ে এসব নিয়ে কথা বলে না। যেদিন উপাচার্যের সন্তান, রাজনীতিবিদদের সন্তানরা রেগিং-এর শিকার হবে সেদিন থেকে এটা বন্ধ হতে পারে...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০২

গালিব আফসারৗ বলেছেন: ছাত্র রাজনীতির মতো ভয়ংকর জঘন্য প্রথা আমাদের দেশেই চালু থাকা সম্ভব।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৫

সোহানী বলেছেন: হা সত্য তবে জাহাঙ্গির নগরে এটি বেশী। অন্যান্য ইউনিতে আছে তবে ওখানে চরম।........ জানিনা মানিকের সাথীরা বা তার ভুত এখনো অাছে তাহলে!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১০

গালিব আফসারৗ বলেছেন: জাবিতে চরম র‍্যাগিং হয়। কিন্তু প্রশাসন তেমন ব্যবস্থা নেয়না এর বিরুদ্ধে।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: দেশের সেরা ভার্সিটিগুলোর একটায় মেধাতালিকায় এসেও ভর্তি হইনি। র‍্যাগিং জিনিসটা আমার কাছে বিরক্তিকর। বাবামায়েরা ঠিকমতো লালনপালন করতে না পেরে কতগুলো পশু বানায়, আর সেগুলো এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে। এসব জানোয়ারগুলোকে গুলি করে মারা উচিৎ যাতে ভবিষ্যতে এদের অনুসারীরা শিক্ষা নেয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১১

গালিব আফসারৗ বলেছেন: এসব জানোয়ারদের জন্যই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজ কলঙ্কিত হচ্ছে।

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেশের অন্যান্য বড় সমস্যার মত এটাও একটি বড় সমস্যা। এ নিয়ে পেপার মিডিয়ায় ঘন ঘন লেখালেখি হলে কিছুটা কাজ হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১২

গালিব আফসারৗ বলেছেন: মিডিয়ায় কোন লেখালেখি হয়না, শুধুমাত্র যখন চরম আকারে কেউ র‍্যাগ খায় তখন নিউজটুকু তুলে ধরা হয় এসব মিডিয়ায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.