নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সুন্দর চিরঞ্জীব

এম.এ.জি তালুকদার

আমি একজন গৈ-গেরামের সাধারণ মানুষ

এম.এ.জি তালুকদার › বিস্তারিত পোস্টঃ

সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাঃ ইচ্ছে

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৬


কাচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে

দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি
পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট
যাদের পায়ের তলায় আছি ,তাদের মাথায় চড়ে বসি
কাঁচের চুড়ি ভাঙার মতই ইচ্ছে করে অবহেলায়
ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি ।
ইচ্ছে করে দুপুর রোদে ব্ল্যাক আউটের ন্হকুম দেবার
ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে জনসেবার
ইচ্ছে করে ভাঁওতাবাজ নেতার মুখে চুনকালি দিই।
ইচ্ছে করে অফিস যাবার নাম করে যাই বেলুর মাঠে
ইচ্ছে করে ধর্মাধর্ম নিলাম করি মুর্গীহাটায়
বেলুন কিনি বেলুন ফাটাই,কাঁচের চুড়ি দেখলে ভাঙি
ইচ্ছে করে লন্ডভন্ড করি এবার পৃথিবীটাকে
মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি
আমার কিছু ভাল্লাগে না।।
(কম্পোজঃ এবি এম ইয়াছির আরাফাত তলুকদার।)



মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৮

বিজন রয় বলেছেন: সুন্দর।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬

এম.এ.জি তালুকদার বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

এম.এ.জি তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: দারুণ কবিতা।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৬

এম.এ.জি তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাইজান

৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সুনীলের গল্প/উপন্যাস পড়া হয়েছে অনেক; কবিতা পড়া হয়নি । অাপনার কল্যাণে পড়া হলো একটা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.