নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সুন্দর চিরঞ্জীব

এম.এ.জি তালুকদার

আমি একজন গৈ-গেরামের সাধারণ মানুষ

এম.এ.জি তালুকদার › বিস্তারিত পোস্টঃ

“জাতীয় সংসদ নির্বাচন/২০১৮ এবং বাবলুর হাস্যরস”

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২



আজ আমার বন্ধুসম মামাতে ভাই মো:আতিকুর রহমান বাবলুর মুখে একটা মজার ঘটনা শুনলাম।
ঘটনাঃ-
সিরাজগঞ্জ জেলার নিমগাছী বাজারে আমাদের গ্রাম থেকে চলে যাওয়া সবার প্রিয় হীরা ভাইয়ের বসবাস। হীরা ভাইয়ের তিন সদস্যের ছোট পরিবার। একদিন আমাদের গ্রাম থেকে ৫/৬ জন তরুনের একটা দল রাতে নিমগাছী সিনেমা হলে ছবি দেখে তাঁর বাসায় ঘুরতে যান। সৌজন্যতার খাতিরে হীরা ভাই এই দলের বয়োজৈষ্ঠ ইয়াকুবকে উদ্দেশ্য করে বলেন-“ইয়াকুব, বস, সবাই মিলে রাতের খাবার-দাবার সেরে নে।”
এই কথা শুনে ইয়াকুব আলী তার দল-বল নিয়ে খেতে বসে গেলেন এবং পাতিলের সমস্ত ভাত খেয়ে ফেলেন।
তারপর, বিদায় বেলা হীরা ভাই ইয়াকুবকে উদ্দেশ্য করে বলেন-“কিরে ইয়াকুব, আমি না হয় সৌজন্যতার খাতিরে বললাম,তাই বলে তোদের এইভাবে পাতিলের সব ভাত খেতে হবে? কথার মধ্যেও কথা থাকে রে,যা বুঝতে হয়! ভুল আমারই হয়েছে তোদের খেতে বলে,যা এখন বাড়ী যা।”
বাবলু জন্মসূত্রে একজন আওয়ামীলীগার। বাবলু জাতীয় সংসদ নির্বাচন/২০১৮ উপলক্ষ্যে তার দোকানে বসে রসভরে এই গল্পটি আমাদের শোনালো।
মূলভাবঃ- শেখ হাসিনা হীরা ভাইয়ের মতো সকলকে দাওয়াত দিলেও ; নির্বাচনে ভুল করে নিজে উপোষ থাকার মতো বোকা নন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নির্বাচন সুষ্টু হয়েছে।

ভাল লেগেছে ভোট চুরির অধ্যায়টা, তার চেয়ে ভাল লেগেছে মিডিয়ার মুখে সুষ্টু নির্বাচনের বুলি....

২| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: হা হা হা! আমি অবাক!

৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: আল্লাহ যা করে ভালোর জন্যই করে।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


এটাও হাস্যরস?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.