নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪ › বিস্তারিত পোস্টঃ

দেশী পণ্যের বিজ্ঞাপনগুলোর ট্যাগ লাইন :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭



দেশে প্রতিদিন প্রচার করা হয় হরেক রকম পণ্যের বিজ্ঞাপন। বাহারী এসব বিজ্ঞাপনগুলো সহজেই দর্শকদের মনে জায়গা করে নেয়। কিছু কিছু বিজ্ঞাপন আবার খুব বেশি জনপ্রিয়তা পায়।



আসুন জেনে নেই, সেই সব বিজ্ঞাপনগুলোর ট্যাগ লাইন -





১। গ্রামীণ ফোন

চলো বহুদূর

অসম্ভবকে সম্ভব করাই বস (!) এর কাজ B-)B-)



২। নিডো ফরটিঅয়েফাইড

আপনার ভালবাসায় সোনামনির ভবিষ্যত



৩। ম্যাগী

দারূণ পুষ্টি দারূণ খুশি



৪। বি এস আর এম

ফিল সেইফ উইথ এক্সট্রীম ইনসাইড



৫। বাংলালিংক প্লে

নো চিন্তা, জাস্ট প্লে



৬। 7 up

মন বলে, I feel up



৭। জুই হেয়ার কেয়ার অয়েল

স্টাইল অন, ড্যামেজ অফ



৮। প্রাণ ফ্রুটো

সময় অসময়ে ফ্রুটোময়



৯। থাই ফুড নুডলস

সত্যিই সুস্বাদু



১০। লাইফবয়

পরিচ্ছন্নতার শেষ কথা



১১। লাক্স স্যান্ডালান

ব্যস! একটুখানি লাক্স



১২। নিউ Wheel

সুবাসেই পরিষ্কারের প্রমাণ



১৩। Rin Power White

দ্বিগুণ সাদা, দ্বিগুণ উজ্জ্বল



১৪। Royal Tiger Energy Drink

Recharge yourself



১৫। এ্যাংকর ঝিলিক গোল্ড মেহেদি

২ মিনেটে কালার



১৬। MyOne TV

চিন্তামুক্ত ৭ টি বছর



১৭। প্রাণ মিল্ক

প্রাকৃতিক পুষ্টির সেরা উৎস



১৮। Buildtrade এর রঙ্গীন টিন

চাল দেখে যায় চেনা



১৯। সানসিল্ক কন্ডিশনার

চুলের যত্নে এক্সপার্টের ছোঁয়া



২০। ডানো

ব্রেকফাস্টে ডানো মাস্ট



২১। Surf Excel

দাগ থেকেই দারূণ কিছু



আপাতত এগুলোই মনে পরছে। B-)

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

আমার মন বলেছেন: সবাই দেশটাকে বিদেশ বানাতে উঠে পরে লাগছে, কেমনে চলব! :(
বিদেশে থাকতে মন্চায় না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

মাহবু১৫৪ বলেছেন: :(

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D

++++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

নীল-দর্পণ বলেছেন: *মামা নুডুলস্
বড়দের নুডুলস্
(বড়দের নুডুলস শুনলেই আমার মনে হয় অ্যাডাল্ট নুডুলস্) =p~ যেনো ১৮+ =p~ :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~ =p~

আসলে ঝাল এর জন্য বলা হয়েছে এমন। :P

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
জনপ্রিয়তার কথা যখন বলসেন, আড়ং কৈ ? ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

মাহবু১৫৪ বলেছেন: :P :P

আড়ং এর টা মনে নাই। শুধু ছবি গুলোই ভেসে আসে চোখের সামনে =p~

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

খাটাস বলেছেন: আড়ং - রেডি হচ্ছে বাংলাদেশ.। :| :|
ভাল পোস্ট। :) :) +++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

মাহবু১৫৪ বলেছেন: এটা মনে হয় আড়ং দুধ এর!!!

ধন্যবাদ

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

রাতুল_শাহ বলেছেন: চাকুরীর খবর

- লাখো বেকারের জনপ্রিয় পত্রিকা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

মাহবু১৫৪ বলেছেন: :)

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

লিঙ্কনহুসাইন বলেছেন: চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ ! এখন আর কেউ আটকাতে পারবে না সমন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পার মাকে বলে দাও বিয়ে তুমি করছ না ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

মাহবু১৫৪ বলেছেন: এটা তো একটা গান।


বিজ্ঞাপন নয়

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

নষ্ট কাক বলেছেন: নষ্ট করে আরো কয়েকটা দিলে দারুণ হতো ।
পোষ্টে ভাল লাগছে :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

মাহবু১৫৪ বলেছেন: আর মনে পরছিল না

ধন্যবাদ

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

নষ্ট কাক বলেছেন: :| :| "নষ্ট" না পড়ে "কষ্ট" পড়ুন !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

বুঝেছি

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

কুহক' বলেছেন: আমার মন বলেছেন: সবাই দেশটাকে বিদেশ বানাতে উঠে পরে লাগছে, কেমনে চলব! :(
বিদেশে থাকতে মন্চায় না।
--------------:(

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

মাহবু১৫৪ বলেছেন: :( :(

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০

বিজন শররমা বলেছেন: উদ্দেশ্যমূলক বিজ্ঞাপনের উত্তর অনেকভাবে দেয়া যেতে পারে । যেমন একটি হেলথ ড্রিঙ্ক এর বিশেষ বিজ্ঞাপনের উত্তরে বলা যায় –
(এক)
(পিতা পুত্রের কথোপকথন )
ছেলে - বাবা, ২,৭৫১ জন ছেলেকে সমান দুই ভাবে ভাগ করবো কি ভাবে ?
বাবা- করা যাবে না, তাহলে একজন কাটা পড়ে মারা যাবে ।
ছেলে - তাহলে শুরুতেই মিথ্যা কথা বলেছে । আরো বলেছে --- এই এই সব হবে ? তাহলে ?
বাবা- সবই যখন মিথ্যা তখন কেবল ২,৭৫১ কে সমান দুই ভাগ করার চেষ্টা করে কি হবে ?

(দুই)
(দুই বন্ধুর কথোপকথন )
- আরে, কেমন আছেন ? আপনার ছেলে, যাকে আমরা বাটকু বলতাম সে এখন কোথায় আছে ?
- ও তো নাসায় চাকরি করছে । আপনার ছেলে, যে হেলথ ড্রিঙ্ক খেয়ে খুব লম্বা হয়েছিল, সে কি চাকরী করছে ?
- চাকরী না, স্বাধীন কাজ । ওরা দশ জন সবাই সাড়ে ছয় ফুটের উপরে, সবাই একটা দলে আছে ।
- লেখা পড়া ?
- কেউ স্কুলের গন্ডি পার হতে পারে নি । এখন ওয়াগন ভাঙ্গার কাজ করে ।
- কেন ?
- মন সরে গিয়েছিল । পাড়ার মেয়েদের শান্তিতে থাকতে দিতো না । তারপর নানা জায়গায় যেতো, অসুখে পড়লো । পুলিশের হাতে পড়ে জেলও খেটেছে।
- কিন্তু কেন ?
- আরে, অসময়ে বড় হলে সব কিছুই তো বড় হয়, তাই নাঃ ? তাই বলে স্কুলে পড়া ছেলেকে তো আর বিয়ে করানো যায় না ?

(তিন)
(ছাত্র শিক্ষকের কথোপকথন )
(করিম সার) – সব বাটকুর দল । লম্বা হতে ইচ্ছা করে না ?
(সকল ছাত্র) – হ্যা স্যার, করে ।
(করিম সার) - পাঁচ মাস আগে তোমাদের বলেছিলাম রাস্তার কোনের করিম স্টোর থেকে হেলথ ড্রিঙ্ক কিনে নিতে । । কি, কিনেছিলে ?
(সকল ছাত্র) – হ্যা স্যার, কিনেছি ।
(করিম সার) – তাহলে লম্বা হচ্ছ না কেন ?
(একজন ছাত্র) – হয়েছি ।
(করিম সার) – কই, দেখে তো মনে হয় না । কি করে বুঝলে ?
(একজন ছাত্র) – মেপে দেখেছি স্যার ।
( বি। দ্র ঃ এই হেলথ ড্রিঙ্কটি তখনও “হরিহর জয়ধর” পুরস্কার লাভ করে নি ) ।



১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

স্বঘোষিত মিসির আলী বলেছেন: চাচা কেমন আছেন :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

মাহবু১৫৪ বলেছেন: চাচা!!

আমারে কি আপনার বুড়া মনে হয়? /:)

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

ভিয়েনাস বলেছেন: দাগ থেকেই দারুন কিছু :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১২

মাহবু১৫৪ বলেছেন: :) :)

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮

মামুন রশিদ বলেছেন: ফিল সেইফ উইথ এক্সট্রীম ইনসাই.. বিএসআরএম স্টিলের ট্যাগলাইনটা দারুণ লাগছে ।

আপনার পর্যবেক্ষন ক্ষমতার প্রশংসা করতে হয় । দারুন পোস্ট :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

মাহবু১৫৪ বলেছেন: ওদের বিজ্ঞাপন আমার ভাল লাগে

ধন্যবাদ আপনাকে :)

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

স্বঘোষিত মিসির আলী বলেছেন: চাচা আমি নিমাই :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

মাহবু১৫৪ বলেছেন: B-) B-)

কিতা খবর ভাতিজা তোমার?

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৫

বিজন শররমা বলেছেন: স্বাভাবিক অর্থ অন্য রকম এমন বিজ্ঞাপনের উত্তর -সাক্ষাতকারের মাধ্যমে ।
ভাগলপুরী চানাচুর ।
প্রথম পর্ব ঃ মালিকের সাক্ষাতকার।
- আচ্ছা, আপনি এই বিখ্যাত চানাচুর উৎপাদনের আগ্রহ কোথা থেকে পেয়েছেন ?
- ভাইরে, ঘরে যদি এমন বঊ থাকতো তাহলে আপনিও পেতেন ।
- তার মানে ?
- মানে, আজ খুঁজে আনতে হয় ইছাপুর থেকে, কাল মধুপুর থেকে, পরশু হেতমপুর থেকে । তখন থেকেই আমি পরিকল্পনা করছিলেম ।
- কি ?
- একা আমি কেন এই কষ্ট ভোগ করবো ? সবাই করুক । হা হা হা ।
দ্বিতীয় পর্ব ঃ বিজ্ঞাপন প্রস্তুতকারীর সাক্ষাতকার।
- ভাই, আপনিই তো সেই বিখ্যাত চানাচুরের আরও বিখ্যাত বিজ্ঞাপনটা তৈরী করেছেন, তাই না ?
- হ্যা, সেটাই গত ছয় মাসে শেষ কাজ ।
- কেন ?
- এর পর আর কোন কাজ আসে নি । আপনাদের দেখে তো নতুন মক্কেল ভেবে খুশী হয়েছিলাম । তাড়াতাড়ি বলেন, হোটেলে খেতে যাবো ।
- কেন ? বাসায় যাবেন না ?
- সে পথ কি আর আছে রে ভাই ?
- তার মানে ?
- ভাইরে, বিজ্ঞাপন বানানো কোন সোজা কাজ নয় । এর মধ্যে ডুবে যেতে হয় । আমিও একটা ভালো বিজ্ঞাপন তৈরী করতে জীবনটা চানাচুরময় করে ফেলেছিলাম ।
- তার পর ?
- পরিবারটাও চানাচুরময় হয়ে গিয়েছিল ।
- তারপর ?
- তারপর আর কি ? বিজ্ঞাপন দেখেও বোঝেন না ? আমার বঊ পালিয়েছে, ছেলের বউ পালিয়েছে, জামাইএর বউ পালিয়েছে । এখন হোটেলই শেষ ভরসা ।
তৃতীয় পর্ব ঃ কনে দেখা পার্টি ।
- এই যে দোকানদার ভাই, আমরা মিঃ আমিনের বাড়ীটা খুজছি ।
- আরে, এই নোমানইতো সেই বাসায় কাজ করে । নোমান, তোমাদের মেহমানদের নিয়ে যাও ।
নোমান – আপনারা আমার সাথে আসুন ।
ছেলে – চাচা, আর গিয়ে কাজ নেই । উলটা পথে চলুন ।
চাচা – কেন, কেন ?
ছেলে – দেখেন নাই, ওই চানাচুর কিনেছে । নির্ঘাত ভাগলপুরী মাল চালাবে ।
চতুর্থ পর্ব ঃ দুই বন্ধু ।
- কি রে, ভাবী আমাকে চিনতে পারে নি ? একহাত লম্বা ঘোমটা দিয়ে চা চানাচুর দিয়ে গেলো ।
- আরে ওটা তোর আগের ভাবী না । সেটা তো ভেগেছে । আমি আমার ড্রাইভারের বঊকে ভাগিয়ে এনেছি । চানাচুর খাইয়েছি তো ? হ্যাঁরে তোরা এই চানাচুর খাস না ?
- আরে, এটা খাবার পরই তো আমার বউ তোর ড্রাইভারের সাথে ভেগেছে ।
- আর তোঢ় মেয়ে ?
- সেটাও ভেগেছে ।
- আরে তাই তো, আমার ছেলেটাকেও কয়েকদিন যাবত দেখছি না । যাক গে, আয় চানাচুর খাই ।
(শেষ )

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম। ভালই লিখেছেন

আপনি কি বিজ্ঞাপনের কোন সঙ্গস্থায় কাজ করেন?

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

নেক্সাস বলেছেন: দাগ থেকে দারুন কিছু....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

মাহবু১৫৪ বলেছেন: :)

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আরও কিছু দিলাম ভাইঃ


জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি ( ক্রাউন সিমেন্ট )

সুন্দরীদের অহংকার ( আপন জুয়েলারস )

দিন বদলের চেষ্টায় ( বাংলা লিংক )

যেন কই মাছের প্রাণ ( এইচ আর সি বাল্ব )

যেন কাশ ফুলের নরম ছোঁয়া ( নরডেট ২৮ )

স্বপ্ন হল সত্যি ইটের পর ইট ( শাইনপুকুর হোল্ডিংস লিমিটেড )

রাঙিয়ে তুলুন আপন ভুবন ( এশিয়ান পেইন্টস )

:P :P :P


১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

মাহবু১৫৪ বলেছেন: এই পোস্টটা যখন লিখছিলাম তখন এগুলো মাথায় ছিল না।

ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেয়ার জন্য

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!


এত কিছু তো খেয়ালই করিনা!!!!!!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

মাহবু১৫৪ বলেছেন: :)

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

জুন বলেছেন: নতুন একটি বিষয় নজরে আনার জন্য ধন্যবাদ মাহবু :) সার্ফ এক্সেলের টা বেশি ভালোলাগে
+

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

মাহবু১৫৪ বলেছেন: আমারো এই বিজ্ঞাপনটা ভাল লাগে খুব :)

ধন্যবাদ আপা কমেন্ট করার জন্য

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

বিজন শররমা বলেছেন: অন্য অর্থ করা যায় এমন বিজ্ঞাপন ঃ “খাদ্য আর বর্জ ব্যপস্থাপনা দুইই নলের মাধ্যমে”
মুখ দিয়ে আগুন বেরুনো সেই ঝাল চানাচুরের কথা বলছি – আগুন বেরুচ্ছে ড্রাগনের নয়, মানুষের (সুন্দরী মহিলার) মুখ থেকে । আমরা ছুটলাম এই বিজ্ঞাপনের পেছনের কাহিনী সংগ্রহ করতে ।
প্রথমেই দেখা হল বিজ্ঞাপন তৈরী করা মোঃ জুনায়েদের সাথে ।
-আচ্ছা, এমন একটা বিজ্ঞাপন তৈরীর ধারনা আপনি কি করে পেলেন ?
-টেলিভিশন থেকে । আমি রিমোট দিয়ে ঘন ঘন চ্যানেল পরিবর্তন করি না । তাই মানুষের মুখ দিয়ে কি ধরনের অগ্নিবর্ষী কথা বেরুতে পারে সে সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে । আগে এসব কথা শোনার জন্য বস্তিতে যেতাম । এখন জানি, বস্তী ফেল ।
- বিজ্ঞাপনটা তো ভালোই বাজার পেয়েছে । তাই না ?
-তা বলতে পারেন । তবে আমি এখনো পেমেন্ট পাই নি ।
-কেন ?
- মালিক অসুস্থ ।
-তাহলে তো তাকে দেখতে যেতে হয় ।
-তার আগে যারা, মানে একই পরিবারের যারা এটায় অভিনয় করেছে তাদের সাথে দেখা করুন । কেন জানি না তারাও আর আসছে না ।
------------------- অতএব বিজ্ঞপনে অভিনয় করা পরিবারের বাসায় । ---------
গৃহকর্তী দরজা খুলে দিলেন । কাজের মেয়ে বসতে বললেন । বাড়ির মেয়ে আলাপ শুরু করলেন ।
- আমরা গৃহকর্তার সাথে আলাপ করতে চাই । তিনি কোথায় ?
- তিনি রান্না ঘরে আছেন । রান্না করছেন ।
- তাকে ডাকা যায় না ?
- কাজ শেষ হলে তিনি নেজেই আসবেন । আর আমরা তো সেখানে যেতে পারবো না ।
- কেন ? আমাদের রান্না ঘরে গ্যাস লিক করে ।
- তার মানে আপনারা সেখানে গেলেই –
- ঠিক বলেছেন । ঐ যে তিনি এসে গেছেন ।
- আপনাকেই বুঝি এখন সব রান্নার কাজ করতে হয় ?
- হ্যাঁ ।
- কি করে আপনি এই বিরল সৌভাগ্যের অধিকারী হলেন ?
- ঐ যে সপরিবারে একটা বিজ্ঞাপন করেছিলাম । সেখানে আমি চানাচুর খাই নি, তাই ।
- খুব ভালো । এরা মুখ খুল্লেই বুঝি –
- ঠিক ধরেছেন ।
- মুখে টেপ এটে দিলে হয় না ?
- না । চেষ্টা করে দেখেছিলাম ‘ (একটু নীচু গলায়) শাড়ীতে আগুন ধরে গিয়েছিল ।
- বলেন কি ?
- হাসবেন না । মুখটা ব্যাজার করে রাখুন । বদেখছেন না সোজা হয়ে বসতে পারছে না ?
(একটু পরে )
- এই যে, চা নিয়ে আসেছি । চানাচুর খান ।
- মাফ করবেন । বেঁকা হয়ে বসে থাকার ইচ্ছে আমার নেই ।

- --------------------- এবার চানাচুর কোম্পানীর মালিকের অফিসে ।-----
- মালিকের সাথে দেখা করতে চাই ।
- তা হবে না । তিনি হাসপাতালের আই সি ইউ তে আছেন ।
- কি হয়েছিল ?
- গ্যাস্টিক এর রুগী, ঝাল খেতেন না । নিজের চানাচুরের বিজ্ঞাপন দেখে কি হল, নিজেই অনেকটা খেয়ে ফেললেন ।
- তারপর আগুন লেগেছিল বুঝি ?
- না, তেমন কিছু নয় । জানেন তো আমাদের অফিসে আসা আর যাবার আলাদা পথ আছে । এটাও তেমন ব্যাপার ।
- ঠিক বুঝলাম না ।
- আরে, চানাচুর তো মানুষ খায় স্টক করার জন্য না । তাই না ?
- হ্যাঁ ।
- তার মানে তাকে আসতে দিতে হয়, আবার যেতে দিতে হয় ।
- বুঝেছি ।
- জানি না কি বুঝেছেন । দুট পথই নষ্ট করে দিয়ে গিয়েছে । এখন “খাদ্য আর বর্জ ব্যপস্থাপনা দুইই নলের মাধ্যমে” ।
( শেষ)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

মাহবু১৫৪ বলেছেন: বিজ্ঞাপন দেখেই বোঝা যায় কোন শ্রেণীর দর্শকের জন্য করা হয়েছে তা

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.