নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪ › বিস্তারিত পোস্টঃ

রান্না করুন মজাদার সবজি বিরিয়ানী :)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১

বিরিয়ানীর কথা শুনলেই স্বাভাবিক ভাবেই সবার জিবে পানি এসে যায়। তবে মাংসের বিরিয়ানী তো অনেক খেয়েছেন! কিন্তু এইবার আসুন ভিন্ন কিছু করে দেখি। আমার এবারের রেসিপি সবজি বিরিয়ানী।



বাড়িতে এই বিরিয়ানী রান্না করে চমকে দিতে পারেন সবাইকে। আর যারা সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে এই পোস্টটি বিশেষ উপকারে আসবে।



উপকরণঃ



১ সয়াবিন তেল

২ পেয়াজ

৩ জিরা

৪ মরিচ

৫ লবণ

৬ তেজপাতা

৭ দারচিনি

৮ লবংগ

৯ গোল মরিচ

১০ আদা এবং রসুন বাটা

১১ হলুদের গুড়া

১২ টমেটো

১৩ মরিচের গুড়া

১৪ গরম মসলা গুড়া

১৫ দই

১৬ বিরিয়ানি মসলা

১৭ পুদিনা পাতা, ধনিয়া পাতা

১৮ সবজি; যেমনঃ আলু, ফুলকপি, গাজর, মটরসুটি

১৯ বাসমতী চাল

২০ পনীর / দুধ

২১ পেয়াজ ভাজা



কিভাবে করবেন:



১ চুলা ধরিয়ে একটি বড় কড়ই নিন এবং গরম করুন

২ তেল ঢালুন

৩ তেল গরম হলে তাতে জিরা (আধা চামচ), তেজপাতা (২ টা), দারচিনি (১ টা), গোলমরিচ (২/৩ টা), লবংগ (৩/৪ টা) ঢালুন।

৪ মিশ্রণটিকে নাড়ুন এবং কিছুক্ষণ সময় দিন

৫ এইবার কাটা পেয়াজ ঢালুন

৬ এবার মিশ্রটিকে নাড়ুন এবং অপেক্ষা করুন পেয়াজ হাল্কা কালার বদল হওয়া পর্যন্ত

৭ আদা আর রসুন বাটা (১ চামচ করে), মরিচ (২/৩ টা) ঢালুন এবং মিশ্রণটিকে নাড়ুন

৮ হলুদের গুড়া (আধা চামচ) ঢেলে আবার নাড়ুন ২/৩ মিনিট

৯ টমেটো এবং মরিচের গুড়া (১ চামচ), গরম মসলা গুড়া (১ চামচ) ঢালুন

১০ ভালমত মিশ্রণটিকে নাড়ুন এবং এতে পরিমাণমত লবণ দিন

১১ হাল্কা পানি দিতে পারেন টমেটো রান্না করার জন্য যাতে ভালমত গলে যায়

১২ ২ চামচ দই, এবং দেড় চামচ বিরিয়ানী মসলা ঢালুন।

১৩ কাটা ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে মিশ্রণটিকে আবার নাড়ুন

১৪ এরপর একে একে সব সবজি ঢালুন এবং নেড়ে দিন। সবজি যাতে তারাতারি সেদ্ধ হয় তাই ঢেকে দিন। তবে আলু দিতে চাইলে আগে আলু দিন এবং ৫ / ৭ মিনিট সেদ্ধ হতে সময় দিন।

১৫ এইবার ২/৩ পট বাসমতি চাল নিয়ে ধুয়ে নিন। আর একটি পাতিলে পানি গরম করুন। পানি যখন হাল্কা ফুটবে তখন তাতে তেজপাতা, লবংগ, দারচিনি, গোলমরিচ, লবণ ঢেলে নাড়ুন। এরপর তাতে চাল ঢেলে সেদ্ধ করুন ১০ থেকে ১৫ মিনিট। চামচ দিয়ে উঠিয়ে দেখুন চাল সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হলে ছাকনী দিয়ে পানি ফেলে দিন

১৬ এখন সময় পনীর অথবা দুধ (আধা কাপ) দেওয়ার সবজিতে। যাই দিন তা নাড়ুন এবং ২/৩ মিনিট ঢেকে রাখুন।

১৭ এইবার সাবধানে সেদ্ধ ভাত ঢালুন মিশ্রণটিতে। চারিদিকে যাতে সমান ভাবে ভাত থাকে তা খেয়াল রাখুন। ভাতের উপর বিরিয়ানী মসলা, পেয়াজ ভাজা, ধনিয়া পাতা, পুদিনা পাতা দিন।

১৮ ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট বাড়িয়ে দিন ৪০ সেকেন্ড এর জন্য। এরপর তা কমিয়ে মধ্যম মাত্রায় আনুন। ৩ মিনিট রাখুন এভাবে। এরপর স্লো হিটে রাখুন আরো ২৫ মিনিট।



ব্যস হয়ে গেলো মজাদার রান্না। তবে চামচ দিয়ে উঠানোর সময় কোণা দিয়ে ওঠাবেন।



তাহলে করে ফেলুন আজই! B-)





মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬

মামুন রশিদ বলেছেন: মজাদার এবং স্বাস্থ্যকর সবজী বিরিয়ানি, আমার জন্য পারফেক্ট ।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮

মাহবু১৫৪ বলেছেন: :)

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


এবার দাওয়াত করে খাওয়ান :)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫

মাহবু১৫৪ বলেছেন: চলে আসুন আমার বাসায়। :)

৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

আমিনুর রহমান বলেছেন:




রান্নার ট্রাই করে দেখমু নে।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫

মাহবু১৫৪ বলেছেন: করে দেখুন।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

সোহানী বলেছেন: আমার প্রিয় আইটেম.....

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫

মাহবু১৫৪ বলেছেন: :)

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমিও রান্নার পোস্ট দিমু B-) ছবি কই রান্নার ? আর দাওয়াত যে কবে ?

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

মাহবু১৫৪ বলেছেন: আপু, আপনার পোস্টের অপেক্ষায় রইলাম।

ছবি তুলি নাই। :( দাওয়াত খেতে যেকোন দিন ফোন করে চলে আসুন । :)

৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

নীল-দর্পণ বলেছেন: try kore dekhata otibo joruri :D

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

মাহবু১৫৪ বলেছেন: করে দেখো। তোমার রান্না আরো ভাল হবে।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

শায়মা বলেছেন: পুষ্টিকর!!!:)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

মাহবু১৫৪ বলেছেন: আবার জিগায়! B-)

৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: আমার ধারনা এই পোস্ট আমার মত অনেকেই পড়তে পারছেনা ।
১এর পর যদি এটা না দিতেন তাহলে সবাই পড়তে পারতো ।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

মাহবু১৫৪ বলেছেন: এডিট করেছি। এইবার দেখুন

৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: পড়লাম :) এবার সবজি বিরিয়ানি খাওয়ান ।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল :)

চলে আসুন বাসায়

১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

ময়নুল েহােসন বলেছেন: আমিও আসব

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২

মাহবু১৫৪ বলেছেন: আসেন

১১| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫

মশিকুর বলেছেন:
রান্না ভয় পাই, খাইতে ভালা পাই।

পোস্টে +

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

মাহবু১৫৪ বলেছেন: ভয় করতে হবে জয় B-)


ধন্যবাদ

১২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৪

অদ্বিতীয়া সিমু বলেছেন: খাবো...

২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৬

মাহবু১৫৪ বলেছেন: খেয়ে জানাবেন; কেমন হয়েছে

১৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৫

নীল জানালা বলেছেন: এত ঝালেমা করনের দরকার কি? সবজি ছিল্লা কাইট্যা তেল/ঘিয়ে ভাইজা তার লগে আতপ চাউল দিয়া আরেকটু ভাইজা গরম পানি ঢাইলা ঢাইকা দিতে হৈব। কতক্ষন পরে পানি শুকায়া গেলে পেলেটে নিয়া খায়া ফালাইবেন। কাহিনি শ্যাষ।

২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৬

মাহবু১৫৪ বলেছেন: :-* :-*

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

বৃশ্চিক রাজ বলেছেন:
ট্রাই করে দেখব ব্রাদার :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬

মাহবু১৫৪ বলেছেন: অবশ্যই

১৫| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৩২

কেএসরথি বলেছেন: ভাই আপনার ব্লগ সবসময় পড়তাম। আপনি কই গেলেন?

প্রায় ৭-৮মাস কোন পোস্ট দেখি না।

২২ শে জুন, ২০১৪ সকাল ১১:০১

মাহবু১৫৪ বলেছেন: দুঃক্ষিত ভাই, এতদিন ব্লগে কোন পোস্ট দেই নি বলে।

মাঝে লেখালেখি বন্ধ ছিল। আবার শুরু করলাম আজ থেকে

নতুন পোস্ট দিয়েছি। আশা করি দেখবেন

ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.